ইউজার লগইন

চলছে গাড়ি যাত্রাবাড়ি-৭

১.
অনেকদিন পর আজকে আবার সেই ধরনের স্বপ্ন দেখেছি।সকালের বাকীটুকু সময় এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। এই ধরনের স্বপ্ন আমি স্কুলজীবনে প্রায় দেখতাম। পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু আমি যেতে দেরী করেছি বা পড়ে গেছি এক বিষয় কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখি আরেক পরীক্ষা চলছে। কী ভয়ংকর সেই সব স্বপ্ন!!!!!!!পরীক্ষার মধ্যে আরেকটা কমন স্বপ্ন ছিলো তা হচ্ছে ওএমআর এর গোল্লা পূরণ করতে পারছি না। পূরণ করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু গোল্লা পূরণ হচ্ছে না। সকালে এইটা ভাবতে ভাবতে কলেজের এক ক্লাসমেটের কথা মনে হলো। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সময় স্যাররা বয়ান দিতো বাবারা গোল্লা পূরণে বিষেশ সতর্ক হবা কোন ভাবেই যেন ভূল না হয়।হেন ত্যান ইত্যাদি... কিন্তু স্যারের বয়ান শেষে একজন দাঁড়িয়ে বলতো স্যার আমার গোল্লা পূরণ ভুল হয়েছে আমি এখনো এর কোন ব্যাখ্যা খুঁজে পাইনা একজন কীভাবে বারোটা পরীক্ষাতেই একই ভুল করতে পারে।

২.
স্কুলে এই পরীক্ষা নিয়ে নানা ঘটনা চলতো। বাংলা রচনা আর ভূগোল পরীক্ষার খাতায় আবোল তাবোল ডাটা দিয়ে ভরে ফেলতাম।ভূগোলে এই কাজ বেশী করতামন। কেমনে জানি নাম্বারও ভালোই পেতাম। ইংরেজী ২য় পত্র আর বিজ্ঞান পরীক্ষায় জ্যাকির দাম সবচেয়ে বেশী ছিলো ইংরেজী ২য় পত্রের অবজেকটিভের প্রশ্ন পেতো আর বিজ্ঞানের প্রশ্ন জামাল স্যারই করতো (জ্যাকির বাবা)। সেই জ্যাকির কথাও মাঝে মাঝে মনে হয় কোথায় আছে এই ছেলেটা? শুনেছি এক লন্ডণী মেয়েরে বিয়ে করে এখন লন্ডনে থাকে। রণি নামের আমার আরেক বন্ধু ছিলো পরীক্ষা নিয়ে বিরাট টেনশন করতো।একবার সমাজ পরীক্ষায় ধর্ম পড়ে এসেছিলো। রেজাল্টের দিন ওর টেনশন দেখার মতো ছিলো।একবার রেজাল্টের দিন পরে এসে স্যারকে তার রেজাল্টের কথা জিজ্ঞাসা করা বাদ দিয়ে বলে ফেললো ‘’স্যার আমার রেজাল্ট কোন দিকে?’’ স্যারও কম যায় না স্যার বলেদিলো ‘’তোর রেজাল্ট বাথরুমে।’’।

৩.
ক্লাস এইট পর্যন্ত দুইটা বিষয় আমার দুই চোখের বিষ ছিলো একটা আরবী আরেকটা ড্রইং।দুইটারই কিছু পারতাম না।আমি এখনো একলাইন সোজা করে লিখতে পারি না।লাইন বাঁকা হবেই। কিন্তু যারা খুব ভালো আকঁতে পারতো তাদেরকে খুবই ভালো লাগতো।সেই রকম একটা বন্ধু ছিলো ‘’অঙ্কুর’’। ছাত্র মোটামুটি ছিলো কিন্তু ক্লাসের যেকোন নতুন কিছু করা বা দেখানোতে অঙ্কুর ছিলো সবার আগে।সারাদিন আমাদের পিছে লেগে থাকতো প্রায় ক্লাসেই স্যারকে বলে মাইর খাওয়াতাম ওকে। কিন্তু কোনদিনই কিছু মনে করতো না।ড্রইং করতো সেই রকম।গীটার বাঁজাতে পারতো ভালোই কলেজে উঠে ব্যান্ডও খুলেছিলো কিন্তু ইউনি তে ভর্তি হওয়ার পর কার সাথে যেন অভিমান করে বিষ খেয়ে না ফেরার দেশে চলে গেছে। এই ল্যালা অঙ্কুরের কথা মাঝে মাঝে মনে করে এই মরার দেশে মন খারাপ করি।

৪.
আমি অনেক চিন্তা করে দেখেছি আমার বাবা যদি তিনটা পেশায় থাকতো তাহলে আমার এই যে এখন অনিশ্চিত ভবিষ্যৎ এটা হতো না ।পেশা তিনটা কী?
অ) সিনেমার নায়ক
আ) রাজনৈতিক দলের নেতা
ই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আজ আমার একবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিযুক্ত হয়েছে এর সাথে কোন সম্পর্ক নাই।

৫.
কতদিন ধরে ভাবছি একটা ডিএসএলআর কিনবো কিন্তু এই নিম্নমধ্যবিত্ত অবস্থার জন্য কিনতে পারছি না।কিন্তু আমি কিছু লোকজনকে চিনি যাদের ছবি দেখলেই বুকটা হুঁ হুঁ করে উঠে আর ইচ্ছা করে আমিও এইরকম একটা ছবি তুলতে চাই। সেই রকম একজন মানুষ আমাদের হাসান রায়হান ভাই। ওনার একটা ছবি ফেসবুকের একটা প্রতিযোগীতায় মনোনীত হয়েছে দরকার এখন খালি লাইক। আপনাদের বা আপনাদের বন্ধুবান্ধবের লাইকে আমাদের রায়হান ভাই পেতে পারে আগামীতে আরো ভালো ছবি তোলার অনুপ্রেরণা।

লাইক দিন ফেসবুকের এইখানে গিয়ে

পোস্টটি ২৯ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


শুধু চা না, তোমারে নিজের হাতে রান্না কইরা ভুনা গরুর মাংস খাওয়াবো।

রাসেল আশরাফ's picture


ওকে!!
তয় গরুর ভূনার সাথে পোলাও, রোস্ট, ইলিশ ভাজা ইত্যাদির ব্যবস্থা করলে আমি কিছু মনে করবো না। Big smile

শর্মি's picture


বাপ রাজনৈতিক নেতা হইলে যে ভবিষ্যত অনিশ্চিত হয়না, সেটা ঠিক না। আমাদের পরিবার তার জ্বলন্ত উদাহরণ।
তবে বাপ দুর্নীতিপরায়ন রাজনীতিক হইলে কথা ভিন্ন।

রাসেল আশরাফ's picture


দেশে দূর্নীতিপরায়ন রাজনীতিকই বেশী আমি তাদের কথায় বলেছিলাম দেশী বহিন।
==========
তা দেশে দিনকাল কেমন কাটছে? রাজশাহী যাবেন নাকি? রাণীবাজার নাকি ভেঙ্গেচুরে শেষ করে দিছে Sad Sad

শর্মি's picture


হু রাজশাহী যাবার প্ল্যান আছে। তবে ঐটা নাকি এখন তুন্দ্রাঅঞ্চলের মত ঠান্ডা শুনলাম, তাই একটু দমে গেছি।

রাসেল আশরাফ's picture


আরে যে শীত সেটা কোন ব্যাপার না। রাজশাহী গেলে ছবি তুলে পোস্ট দিয়েন ব্লগে।

শর্মি's picture


আমার ক্যামেরা নাই, দেশী ভাই। Sad
তবে দুস্তের ক্যমেরা নিয়া গেলে পোস্ট দিবনে।

রাসেল আশরাফ's picture


ওকিজ

রায়েহাত শুভ's picture


বহুদিন পর আপনের লেখা...

১০

রাসেল আশরাফ's picture


কয়দিন আগেই যে লিখলাম!! ঐটা পড়েন নাই Crazy Crazy

১১

মাহমুদ's picture


শুধু লাইক্স না একখান কমেন্ট সহ মারি দিছি
লাইক্সের জন্য চা আর কমেন্টের জন্য টুস বিস্কুট পাওনা রইলাম কিন্তুক না দিলে বোমা বাজী চলবে।
অসাধারণ ছবি...

১২

রাসেল আশরাফ's picture


কথায় আছে পোলাপানের হাতে লোহা আর শয়তানে খায় টুশ বিস্কুট!!
আপনে কী সেই ধরনের কিছু? আপনার ছবি নিয়ে একটা পোস্ট দেন। Smile

১৩

একজন মায়াবতী's picture


নিজের আইডি অন্যের আইডি সব থেকে লাইক দেয়া ডান। Laughing out loud
গরুর মাংসে নজর দিয়া গেলাম। Stare
পরীক্ষা নিয়ে এরকম আমিও স্বপ্ন দেখি। আপনার থেকে একটা বেশী দেখি। সেটা হলো আমার লেখা শেষ হয় নাই। টিচার খাতা টাইনা নিয়া যাইতেসে। Sad

১৪

রাসেল আশরাফ's picture


খাতা টাইনা নিয়া যাইতেছে এইটাইপের স্বপ্ন দেখি নাই কখনো। পরের বার ট্রাই দিমুনে Tongue

১৫

গৌতম's picture


কমেন্টসহ লাইক্স দিলাম

১৬

রাসেল আশরাফ's picture


থ্যাঙ্কুস গৌতম দা

১৭

তানবীরা's picture


আমি লাইক - আমার স্বামী লাইক

আমি অবশ্য ড্রিঙ্কসের অফার পেয়েছি Big smile

রাসেল, এই লেখাটা বেশ ভালো লেগেছে পড়তে

১৮

রাসেল আশরাফ's picture


আমি লাইক - আমার স্বামী লাইক

আপনারা কি লাইক ফ্যামিলি?
==================
এই লেখাটা বেশ ভালো তার মানে কী? আগের গুলা ভালো ছিলো না?? Sad

১৯

তানবীরা's picture


এটার মানে এই লেখাটা পড়তে আগের গুলার থেকেও ভালো লেগেছে Big smile

২০

রাসেল আশরাফ's picture


Big smile Tongue

২১

সাঈদ's picture


তোমার ঐ বন্ধুটার কথা পড়ে মন খারাপ হয়ে গেল । Sad

২২

রাসেল আশরাফ's picture


আপনার মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত সাঈদ ভাই Sad

২৩

গ্রিফিন's picture


কেলাস টেন পর্যন্ত পাশ দিতে পারছি। মগর কুনুদিন এরম স্বপ্ন-উপ্ন দেখিনাই Sad

২৪

রাসেল আশরাফ's picture


স্বপ্ন কেন দেখেন নাই? দেখা উচিত ছিলো!!! Wink Wink

২৫

রশীদা আফরোজ's picture


পরীক্ষা নিয়ে স্বপ্নটাকে আমি খুব ভয় পাই। মাঝে মাঝেই দেখি।

২৬

রাসেল আশরাফ's picture


আপনে আবার এখন কিসের পরীক্ষা দিবেন??

২৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মজারু! Big smile

২৮

রাসেল আশরাফ's picture


Steve Steve

২৯

জেবীন's picture


সব্বাই দেখে কিন্তু এই জাতীয় দুঃস্বপ্ন ক্যনা জানি আমি দেখি নাই! ্লেখাপড়া নিয়া কুনুদিনও কোন আগ্রহ পাই নাই, কেবল স্কুল/কলেজে গেলেই বান্ধবীদের সাথে দিন কাটানি যাবে এই আকর্ষনই কাজ করতো।

খালি ভুনা মাংশই খাওয়াইবো, সাথের লুচি/পরটা কোন দোকান থেকে আসবো আগেই ঠিক কইরা নেন, আর আমরা তো আছি খাওনের জন্যে, রাসেল টেনশন নিয়েন না! Wink

৩০

রাসেল আশরাফ's picture


ভুন মাংস খাওয়ার সময় ডাক দিমু নে।

৩১

শওকত মাসুম's picture


স্বপ্ন দেখতে মন চায়

৩২

রাসেল আশরাফ's picture


Smile Smile

৩৩

শাপলা's picture


কি সুন্দর লিখছ ছোট ভাই। কারণ ছাড়াই চোখে পানি চলে আসল। বয়স হচ্ছে তো!!!
ডি এস এল আর আমারও একটা কেনার বহুদিনের শখ।
অনেক কারণেই কেনা হচ্ছে না।

ভালো থাক ভাই আমার।

৩৪

রাসেল আশরাফ's picture


চোখে পানি চলে আসল। বয়স হচ্ছে তো!!!

চশমা চেঞ্জ করেন। Tongue Tongue

৩৫

জোনাকি's picture


আপনার লাখা পড়ে মজা + আগের কথা মনে পড়ে গেলো
আমিও দেখতাম কলমে লেখা হচ্ছে না বা আমি চোখে দেখছি না Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রাসেল আশরাফ's picture

নিজের সম্পর্কে

কিছুই জানি না...