উপস্থিত আছি মহামান্য মডারেটর
১।
অনেকদিন পোস্ট দেই না। জেবীন অনলাইনে পাইলে কাইফা হালুকার পরেই জিজ্ঞাসা করে পোস্ট দেই না কেন? এমন ভাব কোন সে আমি লেখক রাইটিং ব্লকে জর্জরিত ভক্তকুল লেখা না পেয়ে আকুলি বিকুলি করছে। আসলে ঘটনা তা না এই কয়দিনে জীবন অনেক বদলে গেছে। আগে ধুমাইয়া ফেসবুকিং আর ব্লগিং করে দিন পার করলেও এখন আর সেইদিন নাই। সব সময় গোয়েন্দা নজরদারীর মধ্যে থাকতে হয়। পান থেকে চুন খসলেই হয়েছে থাক আর না বলি! মাসুম ভাই এই লাইনটুকু পড়লেই যা করার করে দিবেনে
২।
গত একমাস ধরেই পোস্ট দিবো দিবো করছি কিন্তু দেয়া হচ্ছে না। সিউলে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে মানববন্ধনে অংশগ্রহন করে আসার পরেই একটা ছবি ব্লগ দিবো ভেবে রেখেছিলাম অন্যদের বলে অন্যান্য ব্লগে পোস্ট দিয়েছিও। কিন্তু এসেই জ্বরে পরার কারনে আমি দিতে পারি নাই। ভাবলাম সুস্থ্য হয়ে নেই তারপরে দিবো। সুস্থ্য হওয়ার কয়দিনের মাঝে আবার জ্বরে পড়লাম। জীবনটা ইদানিং জ্বর জ্বর হয়ে গেছে
৩।
তবে আজ পোস্ট দিবো এটা একদম ঠিকই ছিলো। যদিও দুইটা গ্রাজুয়েশন পরীক্ষা ছিলো ভাবলাম পরীক্ষা দুটো ফাটিয়ে দিয়ে এসে একটা ঝকঝকে তকতকে পোস্ট দিবো।কিন্তু হায়!! আমার সুপারম্যান ক্লাসে, হোমওয়ার্ক, মিডটার্ম, ফাইনাল পরীক্ষায় অঙ্ক করিয়ে ফাটায় ফেলে উনি আজ দিয়েছেন সব থিউরী এমনিতেই এই মেকানিক্যালের কিছু বুঝি না। নিজের উস্তাদ দেখে কোর্স নিয়েছিলাম। আবার উনার কোর্সের গ্রাজুয়েশন এক্সাম একবার দেই নাই দেখি উনি মন খারাপ করেছিলেন তাই এইবার দিতে গেলাম কিন্তু যা হওয়ার তা হলো একটা না দিয়েই চলে আসতে হলো
আমাকে আবার পরীক্ষা দেয়া লাগবে। জীবনটা পুরাই তেজপাতা
পরীক্ষা দিতেই থাকেন।
গোয়েন্দাগিরির টাইটে পড়ে জ্বরে কাহিল নাকি বিরহে?? আহারে!! মিষ্টি জীবনযাপন হোক।
ব্লগে হাজিরা দিয়েন। তা না হলে আপনি যে ব্লগার সেইটার পরমান দিপে কে?
পান থেকে চুন খসলে কি হয়
পানে আবার কষ্ট করে চুন লাগাতে হয়না!

হাজিরা ভালো হইছে।তবে আপনে যে হাজির থাকেন এই ব্লগে তা আমি এমনিতেই জানি। লাইফটা ফ্রেশ চিনির এডের ভাষার মতোই 'সিম্পলী মিস্টি হয়ে যাক"
সেমিস্টার ত মাত্র শুরু, এখনেই পরীক্ষা দেয়া শুরু কইরা দিলেন.।.।।।
ব্লগে হাজিরা দিয়েন। তা না হলে আপনি যে ব্লগার সেইটার পরমান দিপে কে?
সিউলে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে মানববন্ধনে অংশগ্রহন করে আসার পরেই একটা ছবি ব্লগ দিবো ভেবে রেখেছিলাম------হেহেহে পাইসি, পরের বার আইলে একটু হাক দিয়েন। এইডা আমার ফেসবুক আইডি। http://www.facebook.com/Shohagmn
সিউল গেলে জানামুনে।
এডাইসি....দেখা হইপে
মন্তব্য করুন