ইউজার লগইন

আমার আমি

আমি আসলে খুবই অপদার্থ কিসিমের পাবলিক। ভালো কোন কাজ, ভালো কিছু ধরে রাখতে পারি না। গান, পড়ালেখা, লেখালেখি কোনটাই জীবনে ঠিক করে করলাম না। অথচ সুযোগের আমার অভাব ছিলো না। এখন যে আমার জীবন বা সুযোগ কোনোটা শেষ হয়ে গেছে তাও না। কিন্তু ওই যে বললাম আমি অপদার্থ।

মাঝে মাঝেই মনে হয় একটু পদার্থ হওয়া দরকার। কিন্তু পদার্থ হওয়ার জন্য তেমন কিছুই করি না। মা-বাবা, ভাই-বোন, বোনের জামাই- ভাইয়ের বউ সবাই এত্ত এত্ত ভালোবাসে আমাকে। অথচ কারও জন্যই আমার তেমন কিছু করা হয় না। বাসায় সবার ছোট হওয়াটাই যে আমার এত ভালোবাসার কারণ তাও না। সব বাসাতেই কেউ না কেউ ছোট থাকে। কিন্তু আমার মত এত আদরে কেউ থাকে না।

কিছুদিন আগে একটা "এক্সচেঞ্জ প্রোগ্রাম" এর জন্য গিয়েছি ইন্টারভিয়ু্ দিতে। আমাকে বলা হলো - “তোমার জীবনের এমন কোনো একটা ঘটনা বলো যেটা তোমার জন্য চ্যালেঞ্জ ছিলো এবং কিভাবে তুমি সেটা ফেস করেছিলে”।

বেশিক্ষণ ভাববার সময় ছিলো না হাতে। তাই যে উত্তরটা তখন দিয়েছিলাম পরে নিজের কাছেই সেটাকে আর চ্যালেঞ্জের চ ও মনে হয় নি। যথারীতি সেখান থেকে আর ডাক আসেনি।
সেদিনের পরেও অনেক ভেবে দেখেছি। কিন্তু কোনো একটা ঘটনা খুঁজে পাইনি যেটা আমার জন্য চ্যালেঞ্জ ছিলো। আমি কোনো আবদার করার আগেই সব সময় তা পেয়ে যাই। আমার কি দরকার আমি বুঝার আগেই তা পূরণ হয়ে যায়।

যাই হোক, "আমরা বন্ধু"তে এতদিন শুধু পড়তে আসতাম। আজকে তানবীরা আপু বলল তুমি তো লিখো না, শুধু পড়ো। তাই ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের। মজা

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের।

গুল্লি গুল্লি গুল্লি

একজন মায়াবতী's picture


পেরথমেই গুল্লি মাইরা দিলা!! টিসু

মজিবর's picture


বাহ, তুমি তো অনেক সুন্দর লিখ। Crazy Crazy Crazy Crazy

একজন মায়াবতী's picture


ধন্যবাদ ভাইয়া।
কিন্তু রাগ করলেন ক্যান? Puzzled

একলব্যের পুনর্জন্ম's picture


আরে আরে মিলে গেছে তো Smile আমিও একটা অপদার্থ Sad

স্বাগতম ব্লগে....

একজন মায়াবতী's picture


ধন্যবাদ। Big smile

জেবীন's picture


মিলে গেছে  প্রায় সবটাই!     8)     বাসার ঢঙ্গি মেয়ে, নাই কাজের কাজী...    :|    আর ইন্টারভিউ'র ব্যাপারটাও...  এই কর্তাব্যাক্তিগুলা একই টাইপ প্রশ্ন কেন করে!!...   :~  
তবে কি দারুন করে বললেন, " ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের"...  এই আত্নবিশ্বাসটা নাই আমার...   :(

আরো লেখা পাবার আশায় রইলাম...  :)

তানবীরা's picture


ইইয়ে মানে চোপাও আছে Wink

একজন মায়াবতী's picture


Wink

১০

একজন মায়াবতী's picture


আপনার এই কমেন্ট তো আমার আত্নবিশ্বাস বাড়িয়ে দিল। :Cool চেষ্টা করবো এরকম ভুংচুং লিখে আপনাদের আরও বিরক্ত করতে। Big smile

আপনি কতো সুন্দর লিখেন আপু আর বলছেন আত্নবিশ্বাস নাই!!

১১

সামছা আকিদা জাহান's picture


লিখে যান এই তো কত সুন্দর লিখে ফেলেছেন। লিখতে লিখতেই লেখক।

১২

একজন মায়াবতী's picture


ধন্যবাদ Smile

১৩

অরিত্র's picture


ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের

চমৎকার।
স্বাগতম। শুরু হোক লেখালেখি।

১৪

একজন মায়াবতী's picture


ধন্যবাদ।
করলাম শুরু Smile

১৫

লীনা দিলরুবা's picture


এবি'তে স্বাগতম।
মানুষের কত সম্ভাবনা......অপদার্থ-টার্থ ঠিক না Smile

১৬

একজন মায়াবতী's picture


আপনারা সবাই এই লেখা পড়ছেন!!
এখন একটু কম অপদার্থ মনে হচ্ছে। :Cool

১৭

হাসান রায়হান's picture


শুরুটা উত্তম হয়েছে। Smile

১৮

একজন মায়াবতী's picture


ধন্যবাদ Smile

১৯

রাসেল আশরাফ's picture


ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের।

হ। সেটাই।

২০

একজন মায়াবতী's picture


Big smile Big smile

২১

নজরুল ইসলাম's picture


এইটা কে?
যেই হোক, স্বাগতম
শেষ বাক্যেই তো কিস্তিমাত করে দিছেন
লেখা চলুক

২২

একজন মায়াবতী's picture


নজরুল ভাই সালাম।
এইটা কে কন দেখি?
নামে না চিনলেও ইলিশ মাছের দাওয়াত বললে চিনবেন জানি। Big smile

২৩

জ্যোতি's picture


স্বাগতম এ বি তে। লিখতে থাকেন নিয়মিত।

২৪

একজন মায়াবতী's picture


Smile Smile

২৫

টুটুল's picture


স্বাগমত Smile
ভাল হইছে...

২৬

একজন মায়াবতী's picture


ধইন্যা পাতা ধইন্যা পাতা

২৭

নাজ's picture


"আমরা বন্ধু" তে সু-স্বাগতম!

দীর্ঘ ২৪টি বছর আমিও আমার বাসায় সবার ছোট ছিলাম। আমিও অনেক অপদার্থ Big smile

২৮

একজন মায়াবতী's picture


দেখছেন আমি কেমনে সবার মনের কথা বইলা দিলাম!!!
আসলে লেখাটা তো আমি শুধু নিজের কথা না সবার কথা ভাইবাই লিখছিলাম। Big smile

২৯

sumy's picture


আরেএএএ, এই অপদার্থ তো Wink পদার্থ নিকেচে! চলুক লেখালেখি।

৩০

একজন মায়াবতী's picture


হুম

৩১

আরিশ ময়ূখ রিশাদ's picture


আমিও নতুন। ভয়ে পোস্ট কম দিয়,সবাই এত ভালো লিখে! আপনার শুরুটা ভালো হলো। স্বাগতম

৩২

একজন মায়াবতী's picture


ধন্যবাদ। Smile
সারাদিন আমিও অনেক ভয়ে ছিলাম। এখন একটু ভয় কমসে। যাক কেউ বকা দেয় নাই।

৩৩

লীনা ফেরদৌস's picture


তাই ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের। Big smile

খুব ভাল সেন্স অফ হিউমার Laughing out loud . আশাকরি আরো লেখা পাব Laughing out loud

৩৪

একজন মায়াবতী's picture


ধন্যবাদ। :Cool

৩৫

শওকত মাসুম's picture


শেষ লাইনটায় দিছেন তো বাজীমাৎ কইরা। এখন কথা রাখেন

৩৬

একজন মায়াবতী's picture


কেউ কি কথা রাখে!! Puzzled

৩৭

টিউব লাইট's picture


বেশ ভালো।
চেষটা করলে আারো ভালো আতেল হতে পারবেন।
শুভ কামনা রইল।

৩৮

একজন মায়াবতী's picture


একই শুভ কামনা আপনার জন্যেও প্রযোজ্য Tongue

৩৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সব বাসাতেই কেউ না কেউ ছোট থাকে। কিন্তু আমার মত এত আদরে কেউ থাকে না।

৪০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেম হিয়ার! Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একজন মায়াবতী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।