আমার আমি
আমি আসলে খুবই অপদার্থ কিসিমের পাবলিক। ভালো কোন কাজ, ভালো কিছু ধরে রাখতে পারি না। গান, পড়ালেখা, লেখালেখি কোনটাই জীবনে ঠিক করে করলাম না। অথচ সুযোগের আমার অভাব ছিলো না। এখন যে আমার জীবন বা সুযোগ কোনোটা শেষ হয়ে গেছে তাও না। কিন্তু ওই যে বললাম আমি অপদার্থ।
মাঝে মাঝেই মনে হয় একটু পদার্থ হওয়া দরকার। কিন্তু পদার্থ হওয়ার জন্য তেমন কিছুই করি না। মা-বাবা, ভাই-বোন, বোনের জামাই- ভাইয়ের বউ সবাই এত্ত এত্ত ভালোবাসে আমাকে। অথচ কারও জন্যই আমার তেমন কিছু করা হয় না। বাসায় সবার ছোট হওয়াটাই যে আমার এত ভালোবাসার কারণ তাও না। সব বাসাতেই কেউ না কেউ ছোট থাকে। কিন্তু আমার মত এত আদরে কেউ থাকে না।
কিছুদিন আগে একটা "এক্সচেঞ্জ প্রোগ্রাম" এর জন্য গিয়েছি ইন্টারভিয়ু্ দিতে। আমাকে বলা হলো - “তোমার জীবনের এমন কোনো একটা ঘটনা বলো যেটা তোমার জন্য চ্যালেঞ্জ ছিলো এবং কিভাবে তুমি সেটা ফেস করেছিলে”।
বেশিক্ষণ ভাববার সময় ছিলো না হাতে। তাই যে উত্তরটা তখন দিয়েছিলাম পরে নিজের কাছেই সেটাকে আর চ্যালেঞ্জের চ ও মনে হয় নি। যথারীতি সেখান থেকে আর ডাক আসেনি।
সেদিনের পরেও অনেক ভেবে দেখেছি। কিন্তু কোনো একটা ঘটনা খুঁজে পাইনি যেটা আমার জন্য চ্যালেঞ্জ ছিলো। আমি কোনো আবদার করার আগেই সব সময় তা পেয়ে যাই। আমার কি দরকার আমি বুঝার আগেই তা পূরণ হয়ে যায়।
যাই হোক, "আমরা বন্ধু"তে এতদিন শুধু পড়তে আসতাম। আজকে তানবীরা আপু বলল তুমি তো লিখো না, শুধু পড়ো। তাই ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের।
পেরথমেই গুল্লি মাইরা দিলা!!
বাহ, তুমি তো অনেক সুন্দর লিখ।
ধন্যবাদ ভাইয়া।
কিন্তু রাগ করলেন ক্যান?
আরে আরে মিলে গেছে তো আমিও একটা অপদার্থ
স্বাগতম ব্লগে....
ধন্যবাদ।
মিলে গেছে প্রায় সবটাই! 8) বাসার ঢঙ্গি মেয়ে, নাই কাজের কাজী... :| আর ইন্টারভিউ'র ব্যাপারটাও... এই কর্তাব্যাক্তিগুলা একই টাইপ প্রশ্ন কেন করে!!... :~
তবে কি দারুন করে বললেন, " ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের"... এই আত্নবিশ্বাসটা নাই আমার... :(
আরো লেখা পাবার আশায় রইলাম... :)
ইইয়ে মানে চোপাও আছে
আপনার এই কমেন্ট তো আমার আত্নবিশ্বাস বাড়িয়ে দিল। : চেষ্টা করবো এরকম ভুংচুং লিখে আপনাদের আরও বিরক্ত করতে।
আপনি কতো সুন্দর লিখেন আপু আর বলছেন আত্নবিশ্বাস নাই!!
লিখে যান এই তো কত সুন্দর লিখে ফেলেছেন। লিখতে লিখতেই লেখক।
ধন্যবাদ
চমৎকার।
স্বাগতম। শুরু হোক লেখালেখি।
ধন্যবাদ।
করলাম শুরু
এবি'তে স্বাগতম।
মানুষের কত সম্ভাবনা......অপদার্থ-টার্থ ঠিক না
আপনারা সবাই এই লেখা পড়ছেন!!
এখন একটু কম অপদার্থ মনে হচ্ছে। :
শুরুটা উত্তম হয়েছে।
ধন্যবাদ
হ। সেটাই।
এইটা কে?
যেই হোক, স্বাগতম
শেষ বাক্যেই তো কিস্তিমাত করে দিছেন
লেখা চলুক
নজরুল ভাই সালাম।
এইটা কে কন দেখি?
নামে না চিনলেও ইলিশ মাছের দাওয়াত বললে চিনবেন জানি।
স্বাগতম এ বি তে। লিখতে থাকেন নিয়মিত।
স্বাগমত
ভাল হইছে...
"আমরা বন্ধু" তে সু-স্বাগতম!
দীর্ঘ ২৪টি বছর আমিও আমার বাসায় সবার ছোট ছিলাম। আমিও অনেক অপদার্থ
দেখছেন আমি কেমনে সবার মনের কথা বইলা দিলাম!!!
আসলে লেখাটা তো আমি শুধু নিজের কথা না সবার কথা ভাইবাই লিখছিলাম।
আরেএএএ, এই অপদার্থ তো পদার্থ নিকেচে! চলুক লেখালেখি।
হুম
আমিও নতুন। ভয়ে পোস্ট কম দিয়,সবাই এত ভালো লিখে! আপনার শুরুটা ভালো হলো। স্বাগতম
ধন্যবাদ।
সারাদিন আমিও অনেক ভয়ে ছিলাম। এখন একটু ভয় কমসে। যাক কেউ বকা দেয় নাই।
তাই ভাবলাম লিখি, লিখতে আমার অসুবিধা কি! অসুবিধা তো যারা পড়বে তাদের।
খুব ভাল সেন্স অফ হিউমার . আশাকরি আরো লেখা পাব
ধন্যবাদ। :
শেষ লাইনটায় দিছেন তো বাজীমাৎ কইরা। এখন কথা রাখেন
কেউ কি কথা রাখে!!
বেশ ভালো।
চেষটা করলে আারো ভালো আতেল হতে পারবেন।
শুভ কামনা রইল।
একই শুভ কামনা আপনার জন্যেও প্রযোজ্য
সেম হিয়ার!
মন্তব্য করুন