মুভি রিভিউ: দুইটা কোরিয়ান মুভি
সিনেমা দেখার কর্মশালা শুরু হৈতে যাইতাছে। পুরাপুরি শুরু হবার আগে আমার দুইটা অলটাইম ফেভারিট ম্যুভি সম্পর্কে কিছু লেইখা কর্মযগ্ঞে যোগ দিলাম। মানে, ইংরেজী ম্যুভির বাইরে বেশি কোনো সাজেসন তো পাওয়া যায়না, কিন্তু এশিয়ান অনেক ম্যুভি আমার খুব পছন্দ, মানে জাপানীজ-কোরিয়ান। আজকে দুইটা কোরিয়ান ম্যুভি রিভি্উ টাইপ দেয়ার চেষ্টা করলাম, আরেকদিন জাপানীজ দুইটা সম্পর্কে দেয়ার ইচ্ছা রৈলো।
A Moment To Remember:
Korean Movie
কোরিয়ান নাম: নে মরি সোগি জিওগে (There is an Eraser in my Head)
Genere: Sad Romantic
IMDb রেটিং ৮.২
একটা সাইট পাইছিলাম, অনেক রকম অনেক সিনেমা ডাইরেক্ট দেখা যাইতো, স্ট্রীমিং ভিডিও। ভালো প্রিন্ট খারাপ প্রিন্ট সবই। সেই সাইটে তখন ধুমাইয়া সিনেমা দেখতাম, ইংরেজী সিনেমা, মাঝে মাঝে ইওরোপিয়ান কিছু।
কোরিয়া থাকি, কোরিয়ান ম্যুভি একটা না দেখলে কেমনে কি? তখন আবার আমরা যারা বাঙ্গালী ছিলাম, তাদের মাঝে আমারই কোনো কারনে কোরিয়ান বিতৃষ্ঞা ছিলো বেশি। তাই কাউরে না জানাইয়াই দেখা শুরু করলাম এই সিনেমাডা শুরুতেই।
এইটা দিয়াই আমার কোরিয়ান সিনেমা দেখা শুরু আমার, এইজন্য এইটা সবসময়ই বিশেষ পছন্দে থাকেও।
যাই হোক:
"নোটবুক" দেখা থাকলে "আলঝাইমার" অসুখটা সম্পর্কে জানা থাকার কথা। ভুলোমন নায়িকা(সুন এ জিন/সু জিন), ভুলে যাওয়া রোগের জন্যই নায়কের(উ সাং জুন/ছুল সু) সাথে পরিচয়-আ্যক্সিডেন্টাল পরিচয় যারে বলে আরকি।
নায়িকার পূর্ব প্রেমের ইতিহাস থাকে একটা, যেইটা তার পরিবার মাইনা নিছিলো না। তারউপর যখন সে এ্যরোগেন্ট একটা কার্পেন্টারের প্রেমে পড়ে আরেকবার, তখন ও অনেক ঘাপলা হয় পরিবারে। কিন্তু প্রেমের জয়...
ছেলেটার ইতিহাসে থাকে তার মা তারে ফেলে অন্য কোথাও চলে যায়, স্পয়েল্ড লাইফে যায় আরকি----
তারপরও তাদের সংসারে ভালোবাসাটা ব্যাপক রোমান্টিক ছিলো :D। কিন্তু একসময় মেয়েটা সবকিছুই ভুইলা যাওয়া শুরু করে----ডাক্তার জানায় আলঝাইমার, প্রস্তুতি নেয়া শুরু করা দরকার। কারন এক সময় মেয়েটা খিদা লাগলে খেতে হবে, ব্লাডার কন্ট্রোল করা..সব কিছুই ভুইলা যাবে, নিজেকে বা ছেলেটাকে মনে রাখতে পারার প্রশ্নই উঠেনা..
একেকদিন মেয়েটা সব ভুইলা যায়, ছেলেটা পাশে থাকে...আবার একেক দিন...
খুব উচ্চ ভাবের কিছু না, কিন্তু সিনেমাটা অসাধারন, আমার রিভিউ দেইখা আবার কেউ যেনো পিছপা না হয়।
The Classic:
Korean Name: দ্যা কুরেলসিক()
Genere: Sad Romantic
IMDb রেটিং ৭.৭
আগের সিনেমাটা দেইখা কোরিয়ান সিনেমা আর ঐ নায়িকাটার ভক্ত হৈয়া গেলাম। তাই আরো একটা খোঁজ-The search চালাইলাম, আমি আর হুযুর। হুযুর পাইলো এই খনিটা। একই নায়িকা(সুন এ জিন) এর আরেকটা ক্লাসিক সিনেমা, দ্যা ক্লাসিক।
এইখানে নায়িকা'র পার্ট দুইটা, মা ও মেয়ের। কাহিনিটাও আগাইছে প্যারালালী। কিছুক্ষন মেয়ের কাহিনি দেখায় তো কিছুক্ষন ফ্ল্যাস ব্যাক। যদিও কাহিনি শুরুর হয় মেয়েরে দিয়া, কিন্তু মূল সিনেমার কাহিনী মায়ের প্রেম কাহিনী নির্ভর।
পুরাতন কোরিয়ান সংস্কৃতি, মূল্যবোধ কিছু কিছু আসছে সিনেমাটায়। সেইটা বড় ব্যাপার না। কাহিনী রোমান্টিক।
গ্রামের মেম্বর টাইপ লোকের নাতনী সুন এ জিন, আর ঐ গ্রামে নায়কের আত্মীয়র বাড়ি। গ্রামেই তারা জানতে পারে তারা আসলে এখই শহরের ছাত্র ছাত্রী। মেয়েটার পারমিশন নাই, যেইখানে সেইখানে যাওয়ার, কিন্তু নদীর ঐ পারের ভুতুরে বাড়িটা দেখার খুব শখ, ছেলেটারে জানায়, নিয়া যাইতে পারবা? ছেলেটা বাকবাকুম----তাড়াতাড়ি বন্ধুদের বলে, নৌকা চালানো শিখাইয়া দিতে তারে রাতারাতি...
ঐপাড়ে ঘুরাঘুরি, মজা--------ফেরার পথে নৌকা নাই ঘাটে আর তুমুল বৃষ্টি--------
মেয়েটার কিন্তু বিয়ে ঠিক পারিবারিক ভাবে, পাত্র নায়কের ঘনিষ্ঠ বন্ধু, ভালো মানুষ....সেও ভালোবাসে নায়িকারে। কিন্তু নায়ক নায়িকার ব্যাপারটা বুঝতে পাইরা সইরা যাওয়ার চেষ্টা করে, পারেনা, বাসার চাপে, খাটাশ বাপের চাপে।
নায়ক নায়িকা অসহায় হৈয়া পড়ে, যখন নায়কের বন্ধু দোটানায় পৈড়া সুইসাইড করার চেষ্টা করে--
এই গোলযোগের মাঝে নায়ক রে যাইতে হয় যুদ্ধে। নায়ক কি ফেরৎ আসে? মায়ের চিঠি আর ডায়েরী গুলা পড়তে পড়তে জানতে চেষ্টা করে মেয়েটা...আর এই ফাঁকে তার জীবনেও ঘটতে থাকে রোমান্টিক টুইস্ট--------
মা-মেয়ের দুইজনের প্রেম কাহিনীর দুইরকম সমাপ্তি -----
এইটার রেটিং কেনো আগেরটার চাইতে এত কম, আমি জানিনা, কিন্তু আমার কাছে কুনটা থেইকা কুনটা বেশি ভালো, বের করা সম্ভব হয়নাই।
ভাইজান কোরিয়া কই থাকা হয়?এই অধম থাকে কিনা তাই জিগাইলাম???বুধবারে আগে কুত্তা সামলাই নেই।তারপরে দেখুম নে।।
এককালে থাকতাম, সেই ছোটো বেলায়, এখন আর থাকিনা, চুংজু শি তে(চুংবুক প্রোভিন্স)...আপনি থাকেন কোথায়?
আমি মিরাং থাকি।পুসান এর মিরাং ক্যাম্পাসে হাতি ঘোড়া ব্যাং আবিষ্কার করার জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছি।তা ভাইজান কি মায়ের ছেলে মায়ের কোলে ফিরে গেছেন????
আরে ভাই, পুসান থাকলে তো হৈছিলোই, সেরম যায়গা-----পুসান থাকলে নাহয় আরো কয়দিন থাইকা আসতাম, এখন ঘরের ছেলে ঘরে--
কোরিয়ার সিনেমা থুব বেশি দেখি নাই। ৩ টা দেখছি। এর মধ্যে একটা হলো মাই স্যাসি গার্ল। কোরিয়ান রোমান্টিক সিনেমা বেশ ভাল মানের হয়। আরও দেখার ইচ্ছা আছে। কিন্তু নাম জানা না থাকায় দেখা হয় না। এই দুইটা কৈ যে পাই?
মাই স্যাসি গার্ল বস মাঝারী মানের সিনেমা হৈলে, এই দুইটা টপক্লাস লেভেল আরকি, অনেক ভালো---
এই দুই সিনেমা আমারে একটানা ৬ মাস খালি স্যাস রোমান্টিক দেখতেই উৎসাহিত করছে..
ডাউনলোড লিংক তো রৈলোই, আর আমার কাছেও HD প্রিন্ট ডাউনলোড করা আছে, এনি টাইম দেখা হৈলে, দেয়া যাবে।
বিলাই ভাইয়া, আপনারে লাইক করলাম। আমারে ডিভিডি রাইট কইরা দিলে ১৫% ভ্যাট দিতেও রাজী আছি।
এডা ভালো কথা মনে করছেন, বস, সিনেমা গুলা হার্ড ডিস্কে না রাইখা, ডিভিডি রাইট করতে হবে, হৈলেই আপনার জন্যও একটা------:)
বিলাই ... চলো আমরা একটা সিনেমা গ্রুপ বানাই...
মাসুমভাইয়ের পোস্ট দ্রষ্টব্য
হ ভাই, আমি আছিতো, ম্যুভি ডাউনলোড ও কৈরা ফেলছি, এখন খালি দেইখাই আড্ডানের অপেক্ষায়।
ফাঁকে শুধু কোরিয়ান জাপানীজ ম্যুভির প্রতি আমার টানটা জানাইয়া রাখলাম আরকি ...
Spring, Summer, Fall, Winter... and Spring কোরিয়ান নাম Bom yeoreum gaeul gyeoul geurigo bom
এই সিনেমাটা দেখার পর আধঘন্টা তব্দা খায়া বইসা ছিলাম। ল্যাপটপের ১৪ ইঞ্চিতে দেখেই এই অবস্থা, বড় পর্দায় দেখলে না জানি কি হতো। অদ্ভুত সুন্দর একটা ছবি। সম্ভব হলে একা দেখবেন, রাতের নৈঃশব্দে, এক নাগাড়ে। কিছু কিছু ছবির জন্য আলাদা করে সময় রেখে দিতে হয়, এটা সেরকম একটা ছবি।
ঠিক, মাঝে মাঝে কোনো কোনো সিনেমা যে কারে ধরে-----এই রকম কারনেই উপরের দুইটা রিভিউ----
আপনার বলা সিনেমাটাও হিটলিস্টে ছিলো, কিন্তু শেষ মুহূর্তে ডাউন লোডানো হয়নাই-----যাই হোক, ঐটাও লাইনে আছে----মনে করাইয়া দেয়ার জন্য ধন্যবাদ--
নাহ , আমি কোন কৈরান ছবি দেখি নাইক্কা
কৈরান না দেখলে, কৈরানের রিমেক দেখছেন? হলিউডের মাই স্যাসি গার্ল বা লেক হাউজ? তাইলে?
হুয়াজ্জাপ জেডা
দুইটা মুপিই দেখা। ক্ল্যাসিক মুভিটা আসলেই ক্ল্যাসিক। এই মুভি মাথার মধ্যে অনেকদিন আছিলা। আফসুসিত & নন-আফসুসিত প্রেম কাহানি প্যারালালি দেখে ব্যাপক মজা পাইছিলাম
। তবে মেকিং আর কোরিওগ্রাফিটা জোশ লাগছে।
কথা সত্য---একশত ভাগ...
এডাও ভালো কৈছো, পাশাপাশি আফসুসায়িত আর নন আফসুসায়িত প্রেম কাহিনি....
চ্যাঙ্কসের প্রেম কাহিনির খবর কি?
মুভিগুলাতো দেখতে ইচ্ছা করতাছে। কই পামু?
আমার কাছেও আছে, ডাউন লোডের লিঙ্কও আছে..আমার কাছ থেইকাও নিতে পারোস, ডাউনলোডও করতে পারস...
মুভি পোস্ট সবচেয়ে প্রিয় জিনিস। আপনার রিভিউ পইড়া পিছপা হওনের তো আরো সুযোগ নাই। এর আগে কোরিয়ান দুইটা কমেডী দেখেছিলাম। তাও সিক্যূয়াল। এখন এই দুইটা নামায়ে দেখার প্রিপারেশন নিতাছি।
রিভিউ পছন্দ হইসে।
কোরিয়ান কমেডি সিক্যুয়েল? মনে হয় "মাই ওয়াইফ ইজ এ গ্যাঙ্গস্টার"...ম্যুভির ২ পার্ট, নাকি?
ভাই সেক্স ইজ জিরো -পার্ট ১, ২। আপনিতো কোরিয়ান সিনেমা বিশেষজ্ঞ দেখা যায়। দারুণ। ওই দুইটা অলরেডী ডাউনলোড দিয়ে দিছি।
ও, ঐডা? ঐডাতো ফাযিল টাইপ ছবি----বেশি ভালো লাগেনাই/ মানে ভালোই লাগেনাই আরকি...
মাই ওয়াইফ ইজ এ গ্যাঙ্স্টার ও তেমন ভালো না, একটু একটু হাসির....
কৈরান ছবি কৈরায় থাকতে প্রচুর দেখছি। এত মুভি চেনেল আর মুভি চৈলতেই আছে। অনেক ভালো ছবি দেখছি। সমস্যা একটাই, এদের ছবিতে সেক্সটা অযথাই বেশি থাকে।
ইউটিউবে কিছু আছে, দেইখেন।
হুমম, আছে, ইউটিউবে দেইখা মজা নাই, আর দেশে তো সম্ভব ই না...
হান সিনেমা/ মাই সজু ডট কম টাইপ স্ট্রীমিং ভিডিওর সাইট ছিলো বেশ কিছু, সাব সহ, সেই গুলা দেখতাম..
আর সেক্স ছাড়াও অনেক ভালো ভালো ম্যুভি আছে, কথা হৈলো, কোরিয়ান জাপানীজ ম্যুভি দেখতে গেলে মানুষ কিসের জন্য যেনো ঐ টাইপ ম্যুভি বেশি খুঁজে আরকি...
আমি কোন কৈরান ছবি দেখি নাইক্কা
কেন দেখেন নাই? কখনো যদি দেখেন, অবশ্যই এই দুইটা দেইখেন আগে, তাইলে কোরিয়ান ম্যুভির প্রতি আকর্ষন আসবে।
বাংলাদেশী মানুষের ভালো লাগার কথা, আমরা এককালে "ওশিন", হংকংয়ের সিরিয়াল এ্যগেইনস্ট দ্যা উইন্ড দেইখা ভালো পাইতমা না?
বেশ কিছু কোরিয়ান রোমান্টিক মুভির তালিকা আছে এখানে। http://www.somewhereinblog.net/blog/effendi/29267246
মন্তব্য করুন