ইউজার লগইন

বৃষ্টির পুরানো কবিতা (এইডা ভুলেও কানু গুরুফ রে উৎসর্গ করুম্না...:P)

জানালার ধারে বৃষ্টি গুড়ি গুড়ি.
মনে পড়ে এমনই কোনো দিনে
মায়ের পাশে কাঁথা মুড়ি।
মন দিয়ে শোনা গল্প কোনো রুপকথার...
রাজকুমারীর দু:খ ব্যাথার।
চোখ বুঝে শুয়ে শুয়ে
কল্পনার পথে পথে ওড়ানো ঘুড়ি
একদম একদম অনেক দুরে
এই পরিচিত লোকালয় ছাড়ি.....

সেই রুপ কথা রুপ হারিয়েছে কবে.............
সুতা কেটে উড়ে গেছে ঘুড়ি।
লোকালয় আজ নিজের মাঝে।
কতদিন হয়না মায়ের পাশে বসা,
নেই কাঁথার যুগ, কাঁথামুড়ি।
তবু আজও আছে সেই...
পাতা ভেজানো, মন খারাপ করা...
বৃষ্টি গুড়ি গুড়ি।

মে, ২০০৩
এটাও একটা পুরানো কবিতা...শুধু টাইপ করছি....

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


আবার চাইরকোনা হৈয়া গেছে কবিতা....আগেরবার ক্যাম্নে যে ঠিকৈছিলো...ধুরররররররররররর

 

জমিদার's picture


এইডা ভুলেও কানু গুরুফ রে উৎসর্গ করুম্না... Laughing out loud Big Grin Laughing out loud

শাওন৩৫০৪'s picture


ও ভাই, আমার কবিতা এইরকম চাইরকোনা হৈলো কেন? লাইন গুলা পরপর নীচে নীচে আসেনা কেন? লেকহার সময় তো সেম্নেই আসছিলো!!!!(হাউ মাউ কৈরা কান্দনের ইমো)

টুটুল's picture


পোস্ট করার আগে Disable rich-text এইটারে এক্টা ক্লিক মার্পেন Smile

শাওন৩৫০৪'s picture


এইরকম নাকি কাহিনী? আহারে...কি বিপদ....ধৈন্যা ধৈন্যা ভাই....কিন্তু নিজে নিজে ঠিক হৈলো ক্যাম্নে?

টুটুল's picture


বাহ ... সুন্দরতো Smile

ধইন্যা Smile

শাওন৩৫০৪'s picture


ধৈন্যাতো আপনারে ভাই....Smile

জমিদার's picture


পুরান কবিতা কানু গ্রুপকে উৎসর্গ করতে পারেন WinkWink
নতুন হইলে Thinking

শাওন৩৫০৪'s picture


নতুন পুরান কথা না....কাইল সারাদিনই দেখি পোষ্ট আসুক না আসুক, কানু গুরুফে উৎসর্গ.....ভাবলাম আমি আর বাদ‌‌‌‌‌্যাই কেন, আমিও উৎসর্গ না কৈরাও নামডা রাখি আরকি....Smile

১০

নুশেরা's picture


কবিতা দেইখা কিঞ্চিত খেপছিলাম, শিরোনাম দেইখা মাফ কইরা দিছি Smile

১১

শাওন৩৫০৪'s picture


কেন, কবিতায় সমস্যা কি? কবিতা লেইখা কত লোক/মহিলা বিখ্যাত হৈয়া গেলো যে?

 

এডি  ঠিক কবিতা না, এডি পোষ্ট.....

১২

তানবীরা's picture


তবু আজও আছে সেই...
পাতা ভেজানো, মন খারাপ করা...
বৃষ্টি গুড়ি গুড়ি

হুমম। শুধু বৃষ্টি থেকে যায় মনারে ............।।

১৩

শাওন৩৫০৪'s picture


আইচ্ছা জ্যডী, আপনে কি ফেরারী পাখি? মানে অন্য কোথাও আপনের কি কোনো নিক আছে?Smile

১৪

নুশেরা's picture


তানবীরা সর্বত্র নিজনামেই লেখে। বাছারা তোমরা নিজের লেখা ছাড়া অন্যত্রও একটু চক্ষু মেলিয়া দেখার অভ্যাস করো।

১৫

শাওন৩৫০৪'s picture


শাওন৩৫০৪ কে বল্লেন অন্য দিকে নজর দেয়ার কথা? এর আগে আমার মরণ হৈলো না কেন?

আমার  নিজের পোষ্টে আর কতক্ষন? যাই হোক, খোঁজ নিয়া আসছি, পোষ্ট শূন্য...ঐডা আগেই ছিলো না পরে করা হৈছে, সেডা বুঝিনাই, অবশ্য ব্লগটা মাত্র ৮৭ বার দেখা হৈছে....

 

যাউক্গা, আইজকা আইসা খালি অপবাদ ই পাইতাছি আপনের কাছে....Sad

আল্লায় বিচার করবোনে....Cool.

১৬

নাহীদ Hossain's picture


কতদিন হয়না মায়ের পাশে বসা,
নেই কাঁথার যুগ, কাঁথামুড়ি।                                                                                  

কাঁথামুড়ি আর ক্যামনে দিবেন ভ্রাত......কাঁথা আর মুড়ি দুইডাই তো এখন শো-রুমে ঢুকছে......Frown

১৭

শাওন৩৫০৪'s picture


সেইডাই রে ভেই, এলিমেন্টের সাথে কত ইমোশনও গায়েব হৈয়া যাইতাছে....সেইডাই আফসুস...

১৮

শওকত মাসুম's picture


বাহহ বাহহহ

১৯

শাওন৩৫০৪'s picture


ধন্যবাদ বস....প্রো পিকটা তো চরম স্মার্ট...

২০

কাঁকন's picture


এই রকম আখাস্তা কবিতা কানু গ্রুপরে উৎসর্গ না করার জন্য ধইন্যা

২১

শাওন৩৫০৪'s picture


...আঙ্গুর ফল যে মাঝে মাঝে তুমার কাছেও টক লাগে, সেডা বুঝা গেলো আরকি...শা হা হা হা..Wink

২২

রোহান's picture


বুঝা গেলো যে ২০০৩ সালের মে মাসে বিরিষ্টি হইছিলো... তো এডা পোষ্টানির কি দর্কার আছিলো  

লেখা ভাল্লাগছে.... কোবতে বুঝি কম... এরলিগাও হইতারে  

২৩

শাওন৩৫০৪'s picture


কোবতে পোইড়া দেখসোস রে ব্যাডা? না পড়লে বুঝবি ক্যাম্নে?Yell

২৪

বিন্তু 's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাওন৩৫০৪'s picture

নিজের সম্পর্কে

অনেক সময় নিয়া শিখতে পারছি, ক্যাম্নে শিখতে হয়....
এখন এইজন্য খালি শিখতেই আছি,
তাই বৈলা কেউ আইসা ভুজুং বুঝাইয়া দিয়া যাবেন, সেইটা আবার মানতে পারুমনা.....
আড্ডা ফূর্তি, মাস্তির সাথে সুযোগ পাইলে শিখাশিখি..

কিন্তু বটম লাইন হৈলো, "শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই"