ভাত দে - বাদ দে - বাড্ডে - হ্যাপী বাড্ডে মুক্ত বয়ান।
খোমা বইতে দেখি, ব্লগ বাচ্চা (মাইক ওয়ালা) মুক্ত বয়ানের আজকাই বাড্ডে!!!
ভাবলাম যাই গিয়া, ওয়ালে দুইটা কথা লেইখা আসি সুন্দর কৈরা, গিয়া দেখি, বিপুল সংখ্যক জনতা ইতমধ্যেই ওয়ালে প্রচুর লেখা লেইখা রাখছে, আর তাছাড়া পরিচয়ের সূত্র যেহেতু ব্লগে, তো, ব্লগে বলতে না পারলে শান্তি নাই।
আমি আবার কারো প্রশংসা করতে পারিনা, শুধু কিছু মানুষ, স্নেহের যায়গায়, ভালোবাসার জায়গায় বৈসা যায়, ছোটো-বড়-কাছে-দূরের, কেম্নে জানি, জিনিষটা বুঝিনা আসলে। যাই হোক, মুক্তরে নিয়া কিছু বললাম না, শুধু পুজায় বেশি নাচানাচি কৈরা যেনো বেশি মজায় বাড্ডে পালন করতে পারে, সেই কামনা রৈলো।
এখন কেক্কুক দিবো কেডা?
মুক্ত কৈ?
শুভ জন্মদিন মুক্ত...
থ্যাংকুস বস...

অনেক দিরং হইলো।
বাড্ডে শুভ হোক, খামু কবে ?
আজকেই খাওয়া যাইতো!!
মুক্তো ইচ্ছা কৈরা দেরী করছে!!
আজকেই হৈতো, মুক্ত ইচ্ছা কৈরা দেরী করছে!!
হ... দিরং করাটা দেখি সার্থক... সব মাটি চাপা পইরা গেছে!!!

বেশি বেশি খানাপিনা করা ঠিক না!! গরীব- দু:খীদের দেখুন.. কত কষ্ট, কত অনাহারে আছে। তাদের রেখে আমরা খাবো, এ কি হতে পারে কখনো? কখনোই না...
না না না না!!!
থ্যাংকুস বস।
খাওয়ার বিষয়টা ফায়সালা হওয়াই উচিৎ---ছোটো বৈলা তো সে মাথা কিনে নেয়নাই---
শাওন ভাইর সাথে এক মত। ছোট বইলা তো আর মাথা কিনে নেয় নি। কেক খাওয়াইতে হইবে।
আপনেরা কিন্না আনতেন... আমি নাহয় কাইটা- কুইটা মুখে তুইলা খাওয়ায়ে দিতাম...
আবার জিগায়.. "শিশুদের জন্যে হ্যাঁ বলুন"

শুভ জন্মদিন মুক্ত...
থ্যাংকুস আপু।
শুভ জন্মদিন মুক্ত ....
অনেক অনেক থ্যাংকুস।
খুবই খুশির কথা। মুক্ত'র জন্য শুভকামনা একরাশ।
শুভ কেক খাওয়া দিবস। মুক্ত ভাইজান হ্যাপি বাড ডে। দোয়া করি তুমি যেন আজীবন মুক্ত ভাবেই বয়ান করতে পার। যেন কোন অশুভ শক্তি তোমার বয়ান বন্দ না করে আর তোমার থেকে শত হাত দূরে থাকে।
ব্যাপক অভিনন্দন শুভেচ্ছা
শুভ জন্মদিন মুক্ত বয়ান! আমার ভাগের কেক আপনি নিজের ভেবে খাইয়েন কেমুন
ভালো থাকা হোক।
ব্যাপক অভিনন্দন শুভেচ্ছা
শুভ জন্মদিন মুক্ত বয়ান! আমার ভাগের কেক আপনি নিজের ভেবে খাইয়েন কেমুন
ভালো থাকা হোক।
এই আনন্দের খবর আমাদের সাথে শেয়ার করবার জন্য শাওনভাই কে বিশাল ধইন্যা
( আচ্ছা নতুন আর কোনো ইমু কী দেয়া হবে না? ফুলের ইমু নাই, ফলের নাই, ধুরো! নতুন অনেক ইমু চাইইইইই
) উপরে উল্লেখ করতে ভুলে গেসিলাম ভাইটি। ভালো থাকা হোক।
আহা, আবার আমাকে ধৈন্যা কেনো? বিব্রত হৈলাম!!
আহা, আমারে আবার ধৈন্যা কেন?
কেক পাইলে ভাগ দিয়েন!!
শুভ জন্মদিন মুক্ত বয়ান। চট্টগ্রামে থাকলে পুজার দাওয়াত চাই সঠিকানা

খোমা কিতাবে যে উইশ করছি সেটা এখানেও করি - আজীবন যেন মুক্ত থাকে মুক্ত বয়ান।
হ্যাপি বাড্ডে বিলাই থুরি মুক্ত
কাঁকনা@
অনেক দিন পর বন্ধু।
কাঁকনা
অনেক দিন পরে বন্ধু---
কাল একবার জানাইছি।তাই এখানে হাজিরা দিয়ে গেলাম।কেক-কুকতো আর কপালে নাই।

শুভ জন্মদিন মুক্তো।
শুধু এই দিন নয়, প্রতিদিন রাশি রাশি হাসির মুক্তো দিয়ে ভারে থাক তোমার সারা দিন।
হায় হায় চকলেট এত ছোট কেনু!!
জন্মদিনের শুভেচ্ছা মুক্ত কে।
আমার জন্য নাই তক্কেত?
সবুত্তোর ডাবোলাস্ছে!!
মুক্তরে হেপী বাড্ডে।
মুক্ত'র সাথে যুক্ত হোক জীবনের যাবতীয় সুন্দর ...
এহহে দেরী করে ফেললাম
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মুক্ত বয়ানকে
লেইট হ্যাপি বার্থডে মুক্ত

বেচেঁ থাকো অনেক দিন
দেরী করছি বইলা হেপি বাড্ডে কওন যাইবো না এমন তো কুন নিয়ম নাই।
মুক্তরে হেপি বাড্ডে
সবাইরে আমার পক্ষ থেইকা তো থ্যাঙ্ক্যু, মুক্তরটা জানিনা!!
মন্তব্য করুন