ইউজার লগইন

ভাত দে - বাদ দে - বাড্ডে - হ্যাপী বাড্ডে মুক্ত বয়ান।

mukto boyan
খোমা বইতে দেখি, ব্লগ বাচ্চা (মাইক ওয়ালা) মুক্ত বয়ানের আজকাই বাড্ডে!!!
ভাবলাম যাই গিয়া, ওয়ালে দুইটা কথা লেইখা আসি সুন্দর কৈরা, গিয়া দেখি, বিপুল সংখ্যক জনতা ইতমধ্যেই ওয়ালে প্রচুর লেখা লেইখা রাখছে, আর তাছাড়া পরিচয়ের সূত্র যেহেতু ব্লগে, তো, ব্লগে বলতে না পারলে শান্তি নাই।
আমি আবার কারো প্রশংসা করতে পারিনা, শুধু কিছু মানুষ, স্নেহের যায়গায়, ভালোবাসার জায়গায় বৈসা যায়, ছোটো-বড়-কাছে-দূরের, কেম্নে জানি, জিনিষটা বুঝিনা আসলে। যাই হোক, মুক্তরে নিয়া কিছু বললাম না, শুধু পুজায় বেশি নাচানাচি কৈরা যেনো বেশি মজায় বাড্ডে পালন করতে পারে, সেই কামনা রৈলো।

এখন কেক্কুক দিবো কেডা?
মুক্ত কৈ?

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

ভাস্কর's picture


শুভ জন্মদিন মুক্ত...

মুক্ত বয়ান's picture


থ্যাংকুস বস... Smile
অনেক দিরং হইলো। Sad Sad

মেসবাহ য়াযাদ's picture


বাড্ডে শুভ হোক, খামু কবে ?

শাওন৩৫০৪'s picture


আজকেই খাওয়া যাইতো!!
মুক্তো ইচ্ছা কৈরা দেরী করছে!!

শাওন৩৫০৪'s picture


আজকেই হৈতো, মুক্ত ইচ্ছা কৈরা দেরী করছে!!

মুক্ত বয়ান's picture


হ... দিরং করাটা দেখি সার্থক... সব মাটি চাপা পইরা গেছে!!! Wink Wink

মুক্ত বয়ান's picture


বেশি বেশি খানাপিনা করা ঠিক না!! গরীব- দু:খীদের দেখুন.. কত কষ্ট, কত অনাহারে আছে। তাদের রেখে আমরা খাবো, এ কি হতে পারে কখনো? কখনোই না...
না না না না!!!
থ্যাংকুস বস। Smile

শাওন৩৫০৪'s picture


খাওয়ার বিষয়টা ফায়সালা হওয়াই উচিৎ---ছোটো বৈলা তো সে মাথা কিনে নেয়নাই--- Crazy

নীড় _হারা_পাখি's picture


শাওন ভাইর সাথে এক মত। ছোট বইলা তো আর মাথা কিনে নেয় নি। কেক খাওয়াইতে হইবে।

১০

মুক্ত বয়ান's picture


আপনেরা কিন্না আনতেন... আমি নাহয় কাইটা- কুইটা মুখে তুইলা খাওয়ায়ে দিতাম... Wink

১১

মুক্ত বয়ান's picture


আবার জিগায়.. "শিশুদের জন্যে হ্যাঁ বলুন" Wink Wink

১২

তানবীরা's picture


শুভ জন্মদিন মুক্ত...

১৩

মুক্ত বয়ান's picture


থ্যাংকুস আপু। Smile

১৪

নাহীদ Hossain's picture


শুভ জন্মদিন মুক্ত .... Party

১৫

মুক্ত বয়ান's picture


অনেক অনেক থ্যাংকুস। Smile

১৬

মীর's picture


খুবই খুশির কথা। মুক্ত'র জন্য শুভকামনা একরাশ।

১৭

নীড় _হারা_পাখি's picture


শুভ কেক খাওয়া দিবস। মুক্ত ভাইজান হ্যাপি বাড ডে। দোয়া করি তুমি যেন আজীবন মুক্ত ভাবেই বয়ান করতে পার। যেন কোন অশুভ শক্তি তোমার বয়ান বন্দ না করে আর তোমার থেকে শত হাত দূরে থাকে।

১৮

বাতিঘর's picture


ব্যাপক অভিনন্দন শুভেচ্ছা Party Party Party শুভ জন্মদিন মুক্ত বয়ান! আমার ভাগের কেক আপনি নিজের ভেবে খাইয়েন কেমুন Big smile ভালো থাকা হোক।

১৯

বাতিঘর's picture


ব্যাপক অভিনন্দন শুভেচ্ছা Party Party Party শুভ জন্মদিন মুক্ত বয়ান! আমার ভাগের কেক আপনি নিজের ভেবে খাইয়েন কেমুন Big smile ভালো থাকা হোক।

২০

বাতিঘর's picture


এই আনন্দের খবর আমাদের সাথে শেয়ার করবার জন্য শাওনভাই কে বিশাল ধইন্যা Big smile( আচ্ছা নতুন আর কোনো ইমু কী দেয়া হবে না? ফুলের ইমু নাই, ফলের নাই, ধুরো! নতুন অনেক ইমু চাইইইইই Crazy ) উপরে উল্লেখ করতে ভুলে গেসিলাম ভাইটি। ভালো থাকা হোক।

২১

শাওন৩৫০৪'s picture


আহা, আবার আমাকে ধৈন্যা কেনো? বিব্রত হৈলাম!!

২২

শাওন৩৫০৪'s picture


আহা, আমারে আবার ধৈন্যা কেন?
কেক পাইলে ভাগ দিয়েন!!

২৩

নীড় সন্ধানী's picture


শুভ জন্মদিন মুক্ত বয়ান। চট্টগ্রামে থাকলে পুজার দাওয়াত চাই সঠিকানা Cool Cool

২৪

সাঈদ's picture


খোমা কিতাবে যে উইশ করছি সেটা এখানেও করি - আজীবন যেন মুক্ত থাকে মুক্ত বয়ান।

২৫

কাঁকন's picture


হ্যাপি বাড্ডে বিলাই থুরি মুক্ত

২৬

শাওন৩৫০৪'s picture


কাঁকনা@ Laughing out loud
অনেক দিন পর বন্ধু।

২৭

শাওন৩৫০৪'s picture


কাঁকনা Laughing out loud
অনেক দিন পরে বন্ধু---

২৮

রাসেল আশরাফ's picture


কাল একবার জানাইছি।তাই এখানে হাজিরা দিয়ে গেলাম।কেক-কুকতো আর কপালে নাই। Crazy Crazy Crazy

২৯

শাপলা's picture


শুভ জন্মদিন মুক্তো।

শুধু এই দিন নয়, প্রতিদিন রাশি রাশি হাসির মুক্তো দিয়ে ভারে থাক তোমার সারা দিন।

৩০

মেঘ's picture


thumb_happy birthday image greeting card orkut scrap cookies.jpg

৩১

মেঘ's picture


cake.jpg

৩২

মেঘ's picture


হায় হায় চকলেট এত ছোট কেনু!!

জন্মদিনের শুভেচ্ছা মুক্ত কে।

৩৩

শাওন৩৫০৪'s picture


আমার জন্য নাই তক্কেত? Stare

৩৪

শাওন৩৫০৪'s picture


সবুত্তোর ডাবোলাস্ছে!!

৩৫

ভাঙ্গন's picture


মুক্তরে হেপী বাড্ডে।
মুক্ত'র সাথে যুক্ত হোক জীবনের যাবতীয় সুন্দর ...

৩৬

নুশেরা's picture


এহহে দেরী করে ফেললাম Sad

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মুক্ত বয়ানকে

৩৭

আজম's picture


লেইট হ্যাপি বার্থডে মুক্ত Smile
বেচেঁ থাকো অনেক দিন Smile Smile

৩৮

শওকত মাসুম's picture


দেরী করছি বইলা হেপি বাড্ডে কওন যাইবো না এমন তো কুন নিয়ম নাই।
মুক্তরে হেপি বাড্ডে

৩৯

শাওন৩৫০৪'s picture


সবাইরে আমার পক্ষ থেইকা তো থ্যাঙ্ক্যু, মুক্তরটা জানিনা!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাওন৩৫০৪'s picture

নিজের সম্পর্কে

অনেক সময় নিয়া শিখতে পারছি, ক্যাম্নে শিখতে হয়....
এখন এইজন্য খালি শিখতেই আছি,
তাই বৈলা কেউ আইসা ভুজুং বুঝাইয়া দিয়া যাবেন, সেইটা আবার মানতে পারুমনা.....
আড্ডা ফূর্তি, মাস্তির সাথে সুযোগ পাইলে শিখাশিখি..

কিন্তু বটম লাইন হৈলো, "শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই"