ইউজার লগইন

সরওয়ার এবং জীবন চক্র... ১

আজকের রাত বেশ অন্ধকার। আকাশে চাঁদ তারা কিছুই নেই শুধু জমাট বেধে থাকা মেঘ ছাড়া। সরওয়ারের এই রকম রাতে বিদঘুটে যন্ত্রনাবোধ হয় কারন সে আকাশের তারাগুলি দেখতে পারে না। প্রতি রাতে সরওয়ার উঠানে পাটি বিছিয়ে শুয়ে শুয়ে আকাশে তারার দিকে তাকিয়ে থাকে আর তার মায়ের কথা ভাবে। দাদি বলেছে মানুষ মৃত্যুর পর তারা হয়ে যায় আর ঐ দূর আকাশ থেকে তাকিয়ে দেখে তার প্রিয় মানুষটিকে। তাই সরওয়ার প্রতি রাতে নিয়ম করে আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। সরওার নিজেও জানে না তার মার কাছে সে প্রিয় ছিলো কিনা, প্রিয়ই যদি থাকতো তাহলে তাকে মাত্র ৭ দিনের রেখে কি অভিমানে চলে গেলো না ফেরার দেশে।

সরওয়ারের বয়স এখোন মাত্র ৮ কিন্তু মৃত্যু নিয়ে সে নিজে মত করে একটা ভাবনা গড়ে নিয়েছে । তার কাছে মৃত্যু মানে ঘুম ভাঙ্গা। তার ধারনা মানুষের আসল দেহ ঐ উপরে সপ্ত আসমানে আল্লাহর কাছে ঘুমিয়ে থাকে আর স্বপ্ন দেখে এই দুনিয়ার। দুনিয়াতে যা কিছু হয় সবই স্বপ্নের মধ্যে হয় এইযে যেমন খাওয়া-দাওয়া চলা-ফেরা এমন কি ঘুম পাড়াও। এইটা একটা মজার ব্যপার যে স্বপ্নের মধ্যে আবার আমরা স্বপ্নও দেখি। আর যখন এই দুনিয়াতে মানুষের মৃত্যু হয় আসলে তখন ঐ সপ্ত আসমানের দেহটির ঘুম ভেঙ্গে যায়। আর দুনিয়াতে পড়ে থাকা দেহকে আমরা মৃতদেহ ভেবে মাটির নিচে পুতে রাখি কারন তার আর প্রয়োজন থাকে না । তার এরকম ধারনা হয়েছে স্কুলের ইসলাম শিক্ষা স্যারের কাছ থেকে। স্যার প্রতিদিন ক্লাসে এসে পরকাল নিয়ে কথা বলেন আর তার ঠিক কিছুক্ষন পরেই চেয়ারে বসে হা করে ঘুম পাড়ে।

সরওয়ারের আজ আর উঠানে শুয়ে থাকতে ভালো লাগছে না। চারদিকে ঘুট ঘুটে অন্ধকার কিছু দুরে হাসনা-হেনা ফুল গাছের ঝোপের মধ্যে ছোট ছোট আলো জ্বলাছে আর নিভছে।হাসনা-হেনা ফুল গাছটা নাকি তার মা লাগিয়েছিলো তাই অনেক যত্ব করে গাছটি বাচিয়ে রেখেছে সরওয়ার। মামি অনেকবার বাড়ির সামনে ঝোপ হয়ে আছে বলে গাছটি কেটে ফেলতে চে্যেছে কিন্তু প্রতিবারই সরওয়ার বাধা দিয়েছে।আর তার জন্য সরওয়ারকে মারও খেতে হয়েছে।

সরওয়ারের বাবা আবদ্দুর সাত্তার। একজন বদ মেজাজি কৃপন গোছের লোক। বউ পেটানো তার কাছে একটা দায়িত্ব বলে মনে হয়। তার ধারনা বউ না পেটালে বউ কি ঠিক থাকবে?। তার প্রথম বউ সরওয়ারের মা যাকে প্রতিদিনই কিছু না কিছু কারনে পেটাতো। মাথায় লম্বা চুল থাকায় তার চুলই ঘরের খুটির সাথে বেধে মার ধর করতো। হয়তো এই অত্যাচার সহ্য করতে না পেরে ৭ দিনের কলের বাচ্চা রেখে চলে গেছে মৃত্যুপুরিতে। প্রথম বউয়ের মৃত্যুর ৪৮ দিন পরেই দ্বিতিয় বিয়ে করে আবদ্দুর সাত্তার। সরওয়ার ছোট থাকায় তাকে তার নানা নিয়ে যার নিজের কাছে আর সরওয়ারের বড় দুই ভাই থেকে যায় তার বাবার বাড়িতে । এইভাবেই সে বড় হতে থাকে তার নানার বাড়ি্তে।

সরওয়ারের নানার বয়স হয়েছে অনেক। সংসারের জন্য এখন আর কোন উপার্জন করতে পারে না সে। পরিবারে আছে বউ আর একটা মাত্র ছেলে যাকে বিয়ে দিয়েছে নিজের বোনের মেয়ের সাথে। ভেবেছিলো বোনের মেয়ে নিজের মেয়ের মত হবে, বুড়া কালে দেখে শুনে রাখবে কিন্তু সে আশা আর পূরন হয়নি। সরওয়ারকে বাড়িতে রাখা নিয়ে প্রায়ই দুই কথা শুনতে হয় তাকে।উপার্জন করতে না পারা আর নিজের নামের সব জমি-জমা ছেলের নামে লিখে দেয়াতে তার সিদ্ধান্তের আর কোন মূল্য নেই সংসারে। তার নিজেরই একবেলা খাবার জটে আরেক বেলা জটে না এমন অবস্থাতে সরওয়ারের ভরন-পষোন করবে কিভাবে। এছাড়া সরওয়ারকে স্কুলে যেতে না দিয়ে মাঠে পাঠানো হয় ইদানিং। স্কুলে যেতে চাইলে উল্টা মার ধর করে।

এতো অশান্তি সহ্য করতে না পেরে সরওয়ারের বাবার কাছে যায় তার ছেলেকে তার কাছে রাখার জন্য। কিন্তু সরওয়ারের সৎ মা এতে খুব একটা খুসি হয় না সেটা বুঝতে আর বাকি থাকে না তার। প্রচন্ড ঝড়ের মধ্যেই সরওয়ার কে রেখে বেরিয়ে পড়ে বাড়ির পথে আর ভাবতে থাকে সংসার এক মায়ার খেলা সম্পদ না থাকলে যেখানে কোন অস্তিত্ব থাকে না কারো কাছে......

(বিঃদ্রঃ উৎসর্গ জনাব মডু যিনি আমার আগের পোষ্টটি নীতিমালা ভঙ্গের কারনে প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছিলেন )

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


জীবনের প্রথম কেউ মডুরে কেউ পুস্ট উৎসর্গ কর্ছে Smile

জুনাকের নাম গিনিচবুকে থাকা উচিত Smile

জোনাকি's picture


আর আমিও প্রথম যে আমরাবন্ধুতে পর পর দুই বারই প্রথম পোষ্টে নীতিমালা ভঙ্গ করার জন্য প্রথম পাতা থেকে গায়েব হইছি স্বাগতমের বদলে !
গিনিচবুকা থাকার মত কাজ করি নাই এখোন পযর্ন্ত করলে নাম থাকার জন্য দাবি করব ।

গ্রিফিন's picture


খাইছে। এ দেখি মডু পেমিক Smile Laughing out loud Love

জোনাকি's picture


মডুও যে আমাকে এতো ভালোবাসে আমি নিজেও জানতাম না Smile

জ্যোতি's picture


জীবনের প্রথম কেউ মডুরে কেউ পুস্ট উৎসর্গ কর্ছে ।

জুনাকের নাম গিনিচবুকে থাকা উচিত Smile Big smile

জোনাকি's picture


যাক লেখা পড়ে ভালোলাগুক আর না লাগুক উৎসর্গ পড়ে সবাই খুসি হয়ে গেছে দেখছি Smile

লাবণী's picture


জীবনের প্রথম কেউ মডুরে কেউ পুস্ট উৎসর্গ কর্ছে ।

জুনাকের নাম গিনিচবুকে থাকা উচিত

আমিও ইচ্ছা প্রকাশ করলাম! মডুরে একখান পোস্ট উৎসর্গ করবো!! Laughing out loud

জোনাকি's picture


মন্তব্য দেখে মনে হচ্ছে শুধু উৎসর্গ দিয়ে পুষ্ট দিলেও হইতো Smile
হ! করেন উৎসর্গ আর নিচে ছোট করে লিখে দিয়েন জুনাক! Big smile

প্রিয়'s picture


টিপ সই

১০

জোনাকি's picture


ধন্যবাদ প্রিয়।
আপনার লেখা "কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই " পোষ্ট টি আমার অনেক ভালো লাগেছিলো যদিও মন্তব্য করা হয়নি তখন Smile
ভালো থাকবেন ।

১১

মীর's picture


সংসার এক মায়ার খেলা সম্পদ না থাকলে যেখানে কোন অস্তিত্ব থাকে না কারো কাছে...

এই সম্পদ কোন সম্পদ?
লেখা ভালো লাগসে।

১২

জোনাকি's picture


সৃষ্টির শুরু থেকে যে সম্পদের পিছে মানুষ হন্যে হয়ে ছুটছে । Smile

১৩

তানবীরা's picture


যাক কেউতো মডুকে মূল্যায়ন করলো। সবাইতো গালি দেয় Smile

লেখা অত্যন্ত উপাদেয় হয়েছে

১৪

জোনাকি's picture


গালি দিয়ে তো লাভ হয় না এই কারনে নতুন পদ্ধতি চালু করা হয়েছে Big smile
আপনাকে অত্যন্ত উপাদেয় ধন্যবাদ !

১৫

রাসেল আশরাফ's picture


লেখা ভালো লাগছে এইটা বলে গেলাম। পরের পর্ব তাড়াতাড়ি আসুক।

আর মডুর সাথে আপনার ভাব ভালোবাসাও ভালো লাগলো।

১৬

জোনাকি's picture


হ...আমিও বলি পরের পর্ব তাড়াতাড়ি আমার মাথাতে আসুক Smile
আর মডুর ভালোবাসাতে আর একটু হইলে চেয়ার থেকে পড়ে যেতাম। এতো ভালোবাসা যে কই রাখি। পাখির বাসাতে নাকি মুরগির বাসাতে বুঝতেছি না Tongue

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখাটা হুট করে শেষ হয়ে গেল কেন?!

লেখার ভিতরের চিন্তাভাবনা কিছু চেনা চেনা লাগছে।

১৮

জোনাকি's picture


লেখাটা শেষ হয়নি। গল্পটা আমার মথার মধ্যে আছে কিন্তু আলসেমি করে লেখা হয় না। লেখার ভিতরে চিন্তা ভাবনা চেনা লাগতেই পারে কারন সবার আশে পাশেই এরকম ঘটনা ঘটে থাকে আর সবাই হয়তো এভাবেই চিন্তা করে। Smile
ধন্যবাদ আপনাকে Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জোনাকি's picture

নিজের সম্পর্কে

"I'm only an egg"