ইউজার লগইন

বড় হইয়া বউ হতে চাই......

সারা জীবনই আমি ঠাহর করতে পারি নাই যে বড় হইলে আমি কি হমু । স্কুলে যাইতাম না তখন আম্মু প্রথম জিগায় ছিল বড় হয়ে কি হতে চাও? আমি চোখ কান বন্ধ কইরা কিছুই জবাব দি নাই। আমার তো মাথায় খালি ঝুলতো কি ভাবে পাশের বাসার অরবড়ই গাছে ধিল মারা যায়। এর পর হঠাৎ আম্মু অসুস্থ হয়াতে হাসপাতালে কিছু দিন থাকতে হইছিলো তাই আমিও সারাদিন আম্মুর সাথে হাসপাতালে থাকতাম আর রাতে আব্বু বাসায় লইয়া যাইতো। তো হাসপাতালের সুন্দরী সুন্দরী নার্সদের আদোর আপায়ন পাইয়া আমি তো পুরা কাইত। আম্মুর সাথে থাকা বাদ দিয়া আমি ঘুরতাম নার্সগো লগে আর তাগো পকেট খালি করতাম চকলেট আইসক্রিম খাইয়া। একদিন সিদ্ধান্ত লইয়াই ফেললাম যে আমি কি হমু, তো সে কথা তো আম্মুরে জানান উচিৎ তাই ছুইটা গেলাম আম্মুর কাছে। আম্মুরে কইলাম "আম্মু আমি বড় হইয়া নার্স হতে চাই" আমার এই রকম কথা শুইনা আম্মুর চেহারা হইলো Stare এরাম। পরে আম্মু কইলো যে নার্স না ডাক্তার হও। আমি তো চুলের সাথে লাগা চুয়িংগামের মত ঝুইলা থাকলাম যে আমি ডাক্তার হমু না নার্সই হমু। পরে আম্মু মেলা কিছু বুঝাইয়া রাজি করাইলো ডাক্তার হওয়ার লাইগা কিন্তু মনে মনে আমি নার্সই ভালা পায়। পরে নিজের লেখা-পড়ার ভাব দেইখা ডাক্তার নার্স কিছুই হইবার আর খায়েস হয় নাই।

স্কুলে ভর্তি হবার পর দেখতাম পুলাপানরা কত্ত রকমের ইচ্ছা বয়ান দিতাছে। কেউ পাইলট কেউ ইন্জিনিয়ার আবার কেউ ট্রেনের লাল সবুজ পতাকা দুলানো সাদা পুলিশ (আমগো কাছে ঐটা পুলিশ )। বড় হইয়া কি হইতে চাও এই প্রশ্নের শুরু হইলো এখান থেকে। যেইখানেই যায় সবার একি প্রশ্ন !! বড় হয়ে কি হতে চাও?! আরে মিয়া আমি বড় হইয়া কি হমু তা নিয়া তুমার এতো মাথা ভারি ক্যান?? রাগের চটে একবার একজনরে কইলাম "বড় হইয়া ডাকাত হইতে চাই তারপর আপনার বাড়িতে ডাকাতি করতে আসুম !! " আমার কথা শুইনা তার চেহারা হইলো Puzzled এরাম।

বড় হয়ে কি হতে চাও এর পরে আবার আরেক প্রশ্ন ছিলো যে কেন হতে চাও? এমনিতেই ঠাহর করতে পারিনা কি হমু তার উপর আবার কেনোর জবাবন কই থেকে দিমু। আমারে কেন জিগাইলে আমি কইতাম আমার ইচ্ছা তাই। এই আমার ইচ্ছা তাই কথাটা এখনও আমার পিছা ছাড়ে নাই। সব সময় নিজের ইচ্ছা মত কাজ করি বইলা বেশিরভাগ কাজেরই কারন থাকে না কেউ জিগাইলে তো আর কি কমু এইটা ছাড়া। আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, ওর নাম " মিম"। একদিন স্যার মিমরে জিগাইলো " তুমি বড় হয়ে কি হতে চাও?" তো মিম জবাবে কইলো " আমি বড় হয়ে বউ হতে চাই"। মিমের এই রকম উত্তর শুইনা স্যার আবার জিগাইলো "কেন?" মিম কইলো " বউ অনেক সুন্দর হয় তাই " Big smile । স্যার এইবার পুরাই আম গাছে উঠ পাখি দেখতে পাইলো। কিন্তু মিমের এই উত্তরে আমরা ক্লাসের সবাই একমত ছিলাম যে সত্যিই তো বউ অনেক সুন্দর হয়। মিম আমার পাশে বসতো তাই তার সাথে আস্তে আস্তে খাতিরও হয়ে গেলো। আমি সমপ্রতি বৈদেশ ফেরত ছিলাম বইলা বাংলার অবস্হা ছিল ছেরা-বেরা। আমার সব উল্টা পাল্টা বাংলা মিম ঠিকিই বুঝতে পারত পরে আবার স্যাররে বুঝাইয়া দিতো। যখন ক্লাস ৮ এ পরি তখন জানতে পারছি সে বিয়ে করছে। ক্লাস ২,৩ মিমের সাথে পড়ছি পরে ক্লাস ৪ আম্মু আমারে নানির বাড়িতে রাইখা চইলা আইলো থাইতে আর আমিও ভর্তি হইলাম নতুন স্কুলে। সেই কাহিনী আরেকদিন কমুনে আর পারতেছিনা টাইপ করতে ।

মেল্লাদিন পর নিজের ট্র্যাক এ ফেরত আইছি। যে ট্র্যাক এর কারনে দুই একজন ব্লগার আমারে চিনছিলো এককালে। পুরান ট্র্যাক এ ফেরত আসতে পাইরা......আ ফিল গুড....টেরে নেরে নেরে ন্যা .... Big smile

8916_1235061957240_1249944489_30695809_7510808_n.jpg

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

রশীদা আফরোজ's picture


অরবরইকে বইয়ের ভাষায় কি বলে জানেন? আমরা ফেনীতে অরবরই বলি।
শাড়ি পরা বাচ্চাটা কে? ঠিক এইটুকুন বয়সে আম্মার খুলে রাখা শাড়ি পরতাম।
ছোটবেলায় আমাকে কেউ বিয়ের কথা বললেই কেঁদে বুক ভাসাতাম। আমার খেলার সঙ্গী স্বণৃ বলতো, কাঁদিস কেন, বিয়ে হলে লাল শাড়ি পরা যাবে, চুড়ি, টিপ...
জোনাকি, আপনার লেখা তো আমাকে স্মৃতিকাতর করে দিলো। কত, কত, কত কথা যে মনে পড়ছে!!!
সুন্দর, মন ভালো করা লেখার জন্য ভালোবাসা নিন।

জোনাকি's picture


আমি নিজেও জানিনা কি বলে বইয়ের ভাষাতে। আমরাও অরবরই বলি।
শড়ি পরা পিচ্চিটা আমি নিজেই। পিচ্চিকালে আমাকে আম্মু শাড়ি পরাতো ইচ্ছা করে আর এখন আমি নিজে পরি ইচ্ছা করে। আমার শাড়ি অনেক পছন্দ :)। তবে বিয়ের কথা বল্লে আমার অনেক রাগ লাগতো। যে বলতো তার চুল ছিড়া শুরু করতাম। তবে এখন বিয়ে করতে চাই কিন্তু কেউ কই না বিয়ার কথা Sad Tongue

আপনার মন ভালো করে দিতে পেরে নিজেরই ভালো লাগছে। ভালোবাসা নিলাম Big smile

পার্থ's picture


এইটা ফেইসবুক এ স্ট্যাটাস আকারে দিয়া দেন, কতজন প্রস্তাব পাঠাবে দেইখেন। শুধু অরবরই র মত বাইছা নিবেন। ভুল বাছলে আমারে দোষ দিয়েন না।

মেসবাহ য়াযাদ's picture


এইটা কি তুমি জোনাক ? আছো কিরাম ?

জোনাকি's picture


হ ঐটা আমার কুটি কালের ফটুক Big smile ....আছি ভালো...আপনি তো মাজাই আছেন পোষ্ট পড়েই বুঝা যায় Smile

হাসান রায়হান's picture


মজার হইছে লেখাটা। তোমার ছোটবেলার ছবিটা দারুন।
বছর ২ আগে রিমঝিম বলত বড় হলে সুন্দর একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবা।

জোনাকি's picture


থ্যাংকু....আপনার রিমঝিম তো একটা পাকনা । মডেলিং, গান, নাচ, ছবি আঁকা কিছুই তো বাদ রাখে নাই। আপনি এখন থেকে পোলা খুজা শুরু করে দেন রায়হু ভাই Big smile

লাবণী's picture


আমিও বউ হইতাম চাই! Shy

আর মাস দুয়েক পরেই বউ সাজতে পারবো মনে হয়!
=====================
ছবির মেয়েটা দারুণ মিষ্টি!
লেখাটা তার চেয়েও মধুর!

জোনাকি's picture


আরে বাবা ! তাই নাকি? ....আমি দেশে যায় তারপর সাজেন। খাওয়া টা মিস করতে চাইতেছি না Tongue
ছবির মেয়েটা তো মিষ্টি হতেই হবে কারন ঐ টা যে আমি Cool
আর মধুর লেখাতে পিপড়া না আসে আবার Stare আপনি একটু খেয়াল রাইখেন Wink

১০

লাবণী's picture


আমার শ্বশুর বাবা পারলে এখনই আমাকে নিয়ে যায়! কিন্তু আমার বর মশাই--- Sad
আমার খুব ইচ্ছে ছিল ফেব্রুয়ারীতে বিয়ে করার! ঠিক করেছিলামও ১৪ই ফেব্রুয়ারী! বর মশাইয়ের তাড়া নেই! তার নাকি ম্যালা প্রিপারেশন লাগবে!!
দোয়া কইরো বু------ Smile

১১

জোনাকি's picture


হ...বররা তো চাই যেতদিন দড়ি ছাড়া গরু হয়ে থাকা যায়। তবে আমার বেলাই উল্টা। আমিই দেরি করতেছি Sad
আগে খাওন তারপর দোয়া Big smile .....

১২

লাবণী's picture


আইচ্ছা! Smile

১৩

হাসান রায়হান's picture


আরে জোস তো। অগ্রিম অভিনন্দন লাবনী।

১৪

লাবণী's picture


থ্যাংকস এ লট রায়হান ভাই!
আমার ছোট ভায়ের নাম রায়হান! একাদশে পড়ে Smile

১৫

লীনা দিলরুবা's picture


অভিনন্দন লাবণী Party

১৬

রাসেল আশরাফ's picture


অভিনন্দন লাবণী পার্টি পার্টি

১৭

লাবণী's picture


অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই Smile

১৮

নেয়ামত's picture


লাবনীপু, ভালবাসা দিবসে হয়নাই কি হইছে?
দেখেন বর ভাইরে ২৯ তারিখে রাজি করাইতে পারেন কিনা। তাইলেতো অতি উত্তম দিনে একখান পার্টি পাইতা।ম।

আর জোনাকিপুর লেখাটা অনেক ভালা লাগছে।
ছুডো কালের ফডুখান আমার ভালা পায়।

১৯

লাবণী's picture


আর কইয়েন না নিয়ামত ভাই! ও ২৯ তারিখে করার জন্য এক পায়ে খাড়া!
টিসু

২০

গ্রিফিন's picture


দাবাত দিয়েঙ্গো আপা। হ্যাপ্পি বিয়াইং Smile

২১

আশরাফুল আলম's picture


মজার হইছে লেখাটা। Smile

২২

জোনাকি's picture


সেমি দেশিকে অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য Big smile

২৩

লীনা ফেরদৌস's picture


আমি ও বউ হইতাম চাই। আমার বিয়ের সময় কাইন্দা সাজ সব নষ্ট করে ফেলছিলাম। তাই আরেকবার সাজতাম চাই। Wink

আমার মেয়ে নিজে নিজে মাথায় কাপড় দেয় আর বলে বউ। Smile

আমার ম নে হ্য় সব মেয়ের ই এক স ময় বড় হয়ে বউ হতে ইচ্ছে করে । Wink

মজার লেখা Laughing out loud

২৪

রাসেল আশরাফ's picture


কন কী? কাইন্দা ভাসাইছেন। Shock
আমার এক কাজিন বিয়ের সময় বাজি ধরছিলো সে কাদঁবে না। সত্যই সে না কেঁদে শ্বশুড়বাড়ি গেছে, যাওয়ার সময় বড়বোন কাইন্দা তারে জড়ায় ধরছিলো দেইখা ঝাড়িও দিছে তার নাকি শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে বলে Big smile

২৫

জোনাকি's picture


রাসেলু ভাই মজার কথা কইলেন। কিন্তু না কাদলে মাইনসে যে ছিঃ ছিঃ করে Stare
তবে আমিও কাদুম না বইলা ভাবতেছি । একটা মাত্র বিয়ার দিন কাইন্দা ভুত সাজলে কেমনে কি ! Tongue

২৬

জোনাকি's picture


যাক আগে ভাগেই একটা তথ্য পাওয়া গেলো। বিয়ার দিন কুনু মতেই আমি কানদুম না শেষে জামাই দেইখা পছন্দ করব না Tongue
আর আপনার মেয়েরে বউ সাজায়ে ফাটুক তুইলে আমাদের দেখায়েন আমরাও পুচ্কি বউ দেখুমনে Big smile
আমারও মনে হয় সব মেয়েরই ইচ্চা করে তবে মনে মনে যদিও কেউ বিয়ার কথা কইলে ক্ষেইপা যাওয়ার ভান ধরে (আমি যা করতাম আর কি) Wink

২৭

রাসেল আশরাফ's picture


আমাগো ভাতিজা রাইয়ান তো এইরাম বউ খুঁজতাছে। ব্লগটা খুঁইজা পাইলাম না। মাসুম ভাই আইসা খুঁইজা দিয়েন আর ছেলে বৌ পছন্দ হয়ছে নাকি জানায়েন। Wink Tongue

২৮

জোনাকি's picture


Tongue রাইয়ান টা আবার কুন জানবা? আগে তো দেখি নাই...না দেইখা বিয়া করুম না কইলাম !! Big smile

২৯

রাসেল আশরাফ's picture


ভাতিজা আমার স্মার্ট আছে,দেখলেই প্রেমে পইড়া যাবেন কইলাম। Big smile Big smile

৩০

জোনাকি's picture


আগে ফটুক দেখান নাইলে জানুম কেমনে....এমনেই লাইনে রিহান ( টুটুল শশুর ভাইয়ের পোলা ) খাড়াইয়া আছে Tongue
কমপিটিসন বেররি হারড ! Big smile

৩১

রাসেল আশরাফ's picture


এইখানে দেখেন রাইয়ানের ডিটেইলস পাইবেন। Tongue Wink

৩২

জোনাকি's picture


আল্লাহ্ মাফ কর! এইরকম ক্ষুদে মরিচের ঝালে চোখে দেখতেছি না কিছু Tired

৩৩

উচ্ছল's picture


ছবিটা সুন্দর হইছে... তয় মনে হইতাছে আপনি সালাম দিতাছেন....যাউগা... ওয়ালাইকুম আসসালাম.... ভালো থাইকেন। Smile

৩৪

জোনাকি's picture


আমি নাচের পোচ দিছিলাম তবে কোন নাচের তা জানিনা। আপনে যেহেতু সালাম হিসাবে নিয়া উত্তর দিছেন তাইলে আপনাকে আসসালামু ওয়ালাইকুম ! Big smile
অনেল ধন্যবাদ আপনাকে Smile

৩৫

সাঈদ's picture


একজনের বউ হবার গপ্পো পড়তে এসে আরো এক জনের বউ হবার গপ্পো পাইলাম।

বিয়াতে দাবাত দিয়েন গো খালারা ।

৩৬

জোনাকি's picture


চিন্তা কইরেন না মামা। সময় মত দাবাত পাইয়া যাবেন ।
গিফত রেডি করেন তত দিন Big smile

৩৭

আরাফাত শান্ত's picture


দেশ উদ্ধার করছো আরও করতে থাকো!

৩৮

জোনাকি's picture


তুমি যে পোষ্ট না পড়ে মন্তব্য করছো তা বুঝতে পারলাম Wink
তা পোষ্ট না পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ Tongue

৩৯

শওকত মাসুম's picture


আমার ছেলেও বিয়ে করতে চায়। আরও চায় ৮টা ছেলেমেয়ে Stare

৪০

জোনাকি's picture


বিয়ে কেন করতে চায় তার নমুনা তো আপনার পোষ্টে গিয়ে দেখে আসলাম কিন্তু ৮টা ছেলেমেয়ে কেন চায় তা জানতে চান নাই ?

৪১

জ্যোতি's picture


পোস্ট মজার হইছে।
লাবনীকে অগ্রিম অভিনন্দন।

৪২

জোনাকি's picture


তোমারে ধন্যবাদ জতা Smile

৪৩

গ্রিফিন's picture


আমার্লগে এক ইঞ্জিরিতে মাস্টার্স করা মাইয়ার পরিচয় আছিলো। যার্জীবনের লক্ষ আছিলো বিয়া করা। আরেক ব্যাংকার মাইয়ার লগে পরিচয় আছে, যার্জীবনের লক্ষ্য বিয়া না করা...

৪৪

জোনাকি's picture


হ...অনেকে আছে এরাম যে বিয়া করতে চায় না তবে তারা মনে মনে কি চায় তা জানতে মুন চায়। Big smile

৪৫

তানবীরা's picture


বউ এর চাকরী করে কি লাভ? না আছে প্রমোশন, না বোনাস না ইনক্রিমেন্ট Puzzled

৪৬

জোনাকি's picture


প্রমোশন আছে তো....বছর কয়েক পরেই আন্ডা বাচ্চা !!

৪৭

সাঈদ's picture


প্রমোশন না , ঐটা পার্ফরমেন্স বোনাস Tongue

৪৮

জোনাকি's picture


হুমম...তাইলে তো দুইটাই হয়...প্রমোশন নিয়া বউ থেকে মা আর বোনাস সরুপ আন্ডা বাচ্চা Big smile

৪৯

লীনা দিলরুবা's picture


আমারও ছোটবেলার একমাত্র লক্ষ্য ছিলো বিয়া করা Big smile আম্মাকে খালি বললাম লাল শাড়ী কিনে দিতে Tongue

তোমার লেখাটা সুইট হৈছে জোনাক Smile

৫০

জোনাকি's picture


আমি বিয়া করতে চায় নি কিন্তু শাড়ী পরতে ভালা পায়তাম এখনও পায় Big smile
আপনাকে সুইট ধন্যবাদ Smile

৫১

রন্টি চৌধুরী's picture


জোনাকের আগমনে স্বাগতম জানাইয়া গেলাম।

৫২

জোনাকি's picture


তুমারে ধন্যবাদ রন্টি নানু Smile

৫৩

বিষণ্নময়ী's picture


মেয়েরা চাক আ না চাক বড় হলে বউই হতে হয়। বেশ মজার লেখা। হাসলাম কিছুক্ষন। এই হাসানোটাও একটা ভাল কাজ। আপনাকে ধন্যবাদ সে কারণে।

৫৪

জোনাকি's picture


হাসাতে পেরেছি জেনে ভালো লাগলো । ধন্যবাদ Smile

৫৫

জোনাকি's picture


BTW আপনাকে চিনি চিনি গুড় বলে মনে হচ্ছে ..

৫৬

একজন মায়াবতী's picture


অনেক মজা পাইলা।ম Laughing out loud

৫৭

জোনাকি's picture


Smile

৫৮

অনন্যা's picture


আমিও বড় হইয়া বউ হতে চাই Sick Silly

৫৯

জোনাকি's picture


Big smile Big smile
হয়ে যান Smile

৬০

মীর's picture


কি হলো? বড় হয়ে গেলেন নাকি?? নতুন লেখা কই?
জলদি জলদি দেখা দ্যান।

৬১

জোনাকি's picture


না রে ভাই....বড় থেকে বুড়ি হয়ে গেলাম....খুব দৌড়া দৌড়ির মধ্যে আছি....

৬২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


খুব খুব সুন্দর।
লেখা আর ছবি, দুইটাই।

৬৩

জোনাকি's picture


ধন্যবাদ Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জোনাকি's picture

নিজের সম্পর্কে

"I'm only an egg"