বড় হইয়া বউ হতে চাই......
সারা জীবনই আমি ঠাহর করতে পারি নাই যে বড় হইলে আমি কি হমু । স্কুলে যাইতাম না তখন আম্মু প্রথম জিগায় ছিল বড় হয়ে কি হতে চাও? আমি চোখ কান বন্ধ কইরা কিছুই জবাব দি নাই। আমার তো মাথায় খালি ঝুলতো কি ভাবে পাশের বাসার অরবড়ই গাছে ধিল মারা যায়। এর পর হঠাৎ আম্মু অসুস্থ হয়াতে হাসপাতালে কিছু দিন থাকতে হইছিলো তাই আমিও সারাদিন আম্মুর সাথে হাসপাতালে থাকতাম আর রাতে আব্বু বাসায় লইয়া যাইতো। তো হাসপাতালের সুন্দরী সুন্দরী নার্সদের আদোর আপায়ন পাইয়া আমি তো পুরা কাইত। আম্মুর সাথে থাকা বাদ দিয়া আমি ঘুরতাম নার্সগো লগে আর তাগো পকেট খালি করতাম চকলেট আইসক্রিম খাইয়া। একদিন সিদ্ধান্ত লইয়াই ফেললাম যে আমি কি হমু, তো সে কথা তো আম্মুরে জানান উচিৎ তাই ছুইটা গেলাম আম্মুর কাছে। আম্মুরে কইলাম "আম্মু আমি বড় হইয়া নার্স হতে চাই" আমার এই রকম কথা শুইনা আম্মুর চেহারা হইলো এরাম। পরে আম্মু কইলো যে নার্স না ডাক্তার হও। আমি তো চুলের সাথে লাগা চুয়িংগামের মত ঝুইলা থাকলাম যে আমি ডাক্তার হমু না নার্সই হমু। পরে আম্মু মেলা কিছু বুঝাইয়া রাজি করাইলো ডাক্তার হওয়ার লাইগা কিন্তু মনে মনে আমি নার্সই ভালা পায়। পরে নিজের লেখা-পড়ার ভাব দেইখা ডাক্তার নার্স কিছুই হইবার আর খায়েস হয় নাই।
স্কুলে ভর্তি হবার পর দেখতাম পুলাপানরা কত্ত রকমের ইচ্ছা বয়ান দিতাছে। কেউ পাইলট কেউ ইন্জিনিয়ার আবার কেউ ট্রেনের লাল সবুজ পতাকা দুলানো সাদা পুলিশ (আমগো কাছে ঐটা পুলিশ )। বড় হইয়া কি হইতে চাও এই প্রশ্নের শুরু হইলো এখান থেকে। যেইখানেই যায় সবার একি প্রশ্ন !! বড় হয়ে কি হতে চাও?! আরে মিয়া আমি বড় হইয়া কি হমু তা নিয়া তুমার এতো মাথা ভারি ক্যান?? রাগের চটে একবার একজনরে কইলাম "বড় হইয়া ডাকাত হইতে চাই তারপর আপনার বাড়িতে ডাকাতি করতে আসুম !! " আমার কথা শুইনা তার চেহারা হইলো এরাম।
বড় হয়ে কি হতে চাও এর পরে আবার আরেক প্রশ্ন ছিলো যে কেন হতে চাও? এমনিতেই ঠাহর করতে পারিনা কি হমু তার উপর আবার কেনোর জবাবন কই থেকে দিমু। আমারে কেন জিগাইলে আমি কইতাম আমার ইচ্ছা তাই। এই আমার ইচ্ছা তাই কথাটা এখনও আমার পিছা ছাড়ে নাই। সব সময় নিজের ইচ্ছা মত কাজ করি বইলা বেশিরভাগ কাজেরই কারন থাকে না কেউ জিগাইলে তো আর কি কমু এইটা ছাড়া। আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, ওর নাম " মিম"। একদিন স্যার মিমরে জিগাইলো " তুমি বড় হয়ে কি হতে চাও?" তো মিম জবাবে কইলো " আমি বড় হয়ে বউ হতে চাই"। মিমের এই রকম উত্তর শুইনা স্যার আবার জিগাইলো "কেন?" মিম কইলো " বউ অনেক সুন্দর হয় তাই " । স্যার এইবার পুরাই আম গাছে উঠ পাখি দেখতে পাইলো। কিন্তু মিমের এই উত্তরে আমরা ক্লাসের সবাই একমত ছিলাম যে সত্যিই তো বউ অনেক সুন্দর হয়। মিম আমার পাশে বসতো তাই তার সাথে আস্তে আস্তে খাতিরও হয়ে গেলো। আমি সমপ্রতি বৈদেশ ফেরত ছিলাম বইলা বাংলার অবস্হা ছিল ছেরা-বেরা। আমার সব উল্টা পাল্টা বাংলা মিম ঠিকিই বুঝতে পারত পরে আবার স্যাররে বুঝাইয়া দিতো। যখন ক্লাস ৮ এ পরি তখন জানতে পারছি সে বিয়ে করছে। ক্লাস ২,৩ মিমের সাথে পড়ছি পরে ক্লাস ৪ আম্মু আমারে নানির বাড়িতে রাইখা চইলা আইলো থাইতে আর আমিও ভর্তি হইলাম নতুন স্কুলে। সেই কাহিনী আরেকদিন কমুনে আর পারতেছিনা টাইপ করতে ।
মেল্লাদিন পর নিজের ট্র্যাক এ ফেরত আইছি। যে ট্র্যাক এর কারনে দুই একজন ব্লগার আমারে চিনছিলো এককালে। পুরান ট্র্যাক এ ফেরত আসতে পাইরা......আ ফিল গুড....টেরে নেরে নেরে ন্যা ....
অরবরইকে বইয়ের ভাষায় কি বলে জানেন? আমরা ফেনীতে অরবরই বলি।
শাড়ি পরা বাচ্চাটা কে? ঠিক এইটুকুন বয়সে আম্মার খুলে রাখা শাড়ি পরতাম।
ছোটবেলায় আমাকে কেউ বিয়ের কথা বললেই কেঁদে বুক ভাসাতাম। আমার খেলার সঙ্গী স্বণৃ বলতো, কাঁদিস কেন, বিয়ে হলে লাল শাড়ি পরা যাবে, চুড়ি, টিপ...
জোনাকি, আপনার লেখা তো আমাকে স্মৃতিকাতর করে দিলো। কত, কত, কত কথা যে মনে পড়ছে!!!
সুন্দর, মন ভালো করা লেখার জন্য ভালোবাসা নিন।
আমি নিজেও জানিনা কি বলে বইয়ের ভাষাতে। আমরাও অরবরই বলি।
শড়ি পরা পিচ্চিটা আমি নিজেই। পিচ্চিকালে আমাকে আম্মু শাড়ি পরাতো ইচ্ছা করে আর এখন আমি নিজে পরি ইচ্ছা করে। আমার শাড়ি অনেক পছন্দ :)। তবে বিয়ের কথা বল্লে আমার অনেক রাগ লাগতো। যে বলতো তার চুল ছিড়া শুরু করতাম। তবে এখন বিয়ে করতে চাই কিন্তু কেউ কই না বিয়ার কথা
আপনার মন ভালো করে দিতে পেরে নিজেরই ভালো লাগছে। ভালোবাসা নিলাম
এইটা ফেইসবুক এ স্ট্যাটাস আকারে দিয়া দেন, কতজন প্রস্তাব পাঠাবে দেইখেন। শুধু অরবরই র মত বাইছা নিবেন। ভুল বাছলে আমারে দোষ দিয়েন না।
এইটা কি তুমি জোনাক ? আছো কিরাম ?
হ ঐটা আমার কুটি কালের ফটুক ....আছি ভালো...আপনি তো মাজাই আছেন পোষ্ট পড়েই বুঝা যায়
মজার হইছে লেখাটা। তোমার ছোটবেলার ছবিটা দারুন।
বছর ২ আগে রিমঝিম বলত বড় হলে সুন্দর একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবা।
থ্যাংকু....আপনার রিমঝিম তো একটা পাকনা । মডেলিং, গান, নাচ, ছবি আঁকা কিছুই তো বাদ রাখে নাই। আপনি এখন থেকে পোলা খুজা শুরু করে দেন রায়হু ভাই
আমিও বউ হইতাম চাই!
আর মাস দুয়েক পরেই বউ সাজতে পারবো মনে হয়!
=====================
ছবির মেয়েটা দারুণ মিষ্টি!
লেখাটা তার চেয়েও মধুর!
আরে বাবা ! তাই নাকি? ....আমি দেশে যায় তারপর সাজেন। খাওয়া টা মিস করতে চাইতেছি না ।
ছবির মেয়েটা তো মিষ্টি হতেই হবে কারন ঐ টা যে আমি
আর মধুর লেখাতে পিপড়া না আসে আবার আপনি একটু খেয়াল রাইখেন
আমার শ্বশুর বাবা পারলে এখনই আমাকে নিয়ে যায়! কিন্তু আমার বর মশাই---
আমার খুব ইচ্ছে ছিল ফেব্রুয়ারীতে বিয়ে করার! ঠিক করেছিলামও ১৪ই ফেব্রুয়ারী! বর মশাইয়ের তাড়া নেই! তার নাকি ম্যালা প্রিপারেশন লাগবে!!
দোয়া কইরো বু------
হ...বররা তো চাই যেতদিন দড়ি ছাড়া গরু হয়ে থাকা যায়। তবে আমার বেলাই উল্টা। আমিই দেরি করতেছি ।
আগে খাওন তারপর দোয়া .....
আইচ্ছা!
আরে জোস তো। অগ্রিম অভিনন্দন লাবনী।
থ্যাংকস এ লট রায়হান ভাই!
আমার ছোট ভায়ের নাম রায়হান! একাদশে পড়ে
অভিনন্দন লাবণী
অভিনন্দন লাবণী
অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই
লাবনীপু, ভালবাসা দিবসে হয়নাই কি হইছে?
দেখেন বর ভাইরে ২৯ তারিখে রাজি করাইতে পারেন কিনা। তাইলেতো অতি উত্তম দিনে একখান পাইতা।ম।
আর জোনাকিপুর লেখাটা অনেক ভালা লাগছে।
ছুডো কালের ফডুখান আমার ভালা পায়।
আর কইয়েন না নিয়ামত ভাই! ও ২৯ তারিখে করার জন্য এক পায়ে খাড়া!
দাবাত দিয়েঙ্গো আপা। হ্যাপ্পি বিয়াইং
মজার হইছে লেখাটা।
সেমি দেশিকে অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য
আমি ও বউ হইতাম চাই। আমার বিয়ের সময় কাইন্দা সাজ সব নষ্ট করে ফেলছিলাম। তাই আরেকবার সাজতাম চাই।
আমার মেয়ে নিজে নিজে মাথায় কাপড় দেয় আর বলে বউ।
আমার ম নে হ্য় সব মেয়ের ই এক স ময় বড় হয়ে বউ হতে ইচ্ছে করে ।
মজার লেখা
কন কী? কাইন্দা ভাসাইছেন।
আমার এক কাজিন বিয়ের সময় বাজি ধরছিলো সে কাদঁবে না। সত্যই সে না কেঁদে শ্বশুড়বাড়ি গেছে, যাওয়ার সময় বড়বোন কাইন্দা তারে জড়ায় ধরছিলো দেইখা ঝাড়িও দিছে তার নাকি শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে বলে
রাসেলু ভাই মজার কথা কইলেন। কিন্তু না কাদলে মাইনসে যে ছিঃ ছিঃ করে
তবে আমিও কাদুম না বইলা ভাবতেছি । একটা মাত্র বিয়ার দিন কাইন্দা ভুত সাজলে কেমনে কি !
যাক আগে ভাগেই একটা তথ্য পাওয়া গেলো। বিয়ার দিন কুনু মতেই আমি কানদুম না শেষে জামাই দেইখা পছন্দ করব না
আর আপনার মেয়েরে বউ সাজায়ে ফাটুক তুইলে আমাদের দেখায়েন আমরাও পুচ্কি বউ দেখুমনে
আমারও মনে হয় সব মেয়েরই ইচ্চা করে তবে মনে মনে যদিও কেউ বিয়ার কথা কইলে ক্ষেইপা যাওয়ার ভান ধরে (আমি যা করতাম আর কি)
আমাগো ভাতিজা রাইয়ান তো এইরাম বউ খুঁজতাছে। ব্লগটা খুঁইজা পাইলাম না। মাসুম ভাই আইসা খুঁইজা দিয়েন আর ছেলে বৌ পছন্দ হয়ছে নাকি জানায়েন।
রাইয়ান টা আবার কুন জানবা? আগে তো দেখি নাই...না দেইখা বিয়া করুম না কইলাম !!
ভাতিজা আমার স্মার্ট আছে,দেখলেই প্রেমে পইড়া যাবেন কইলাম।
আগে ফটুক দেখান নাইলে জানুম কেমনে....এমনেই লাইনে রিহান ( টুটুল শশুর ভাইয়ের পোলা ) খাড়াইয়া আছে
কমপিটিসন বেররি হারড !
এইখানে দেখেন রাইয়ানের ডিটেইলস পাইবেন।
আল্লাহ্ মাফ কর! এইরকম ক্ষুদে মরিচের ঝালে চোখে দেখতেছি না কিছু
ছবিটা সুন্দর হইছে... তয় মনে হইতাছে আপনি সালাম দিতাছেন....যাউগা... ওয়ালাইকুম আসসালাম.... ভালো থাইকেন।
আমি নাচের পোচ দিছিলাম তবে কোন নাচের তা জানিনা। আপনে যেহেতু সালাম হিসাবে নিয়া উত্তর দিছেন তাইলে আপনাকে আসসালামু ওয়ালাইকুম !
অনেল ধন্যবাদ আপনাকে
একজনের বউ হবার গপ্পো পড়তে এসে আরো এক জনের বউ হবার গপ্পো পাইলাম।
বিয়াতে দাবাত দিয়েন গো খালারা ।
চিন্তা কইরেন না মামা। সময় মত দাবাত পাইয়া যাবেন ।
গিফত রেডি করেন তত দিন
দেশ উদ্ধার করছো আরও করতে থাকো!
তুমি যে পোষ্ট না পড়ে মন্তব্য করছো তা বুঝতে পারলাম
তা পোষ্ট না পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ
আমার ছেলেও বিয়ে করতে চায়। আরও চায় ৮টা ছেলেমেয়ে
বিয়ে কেন করতে চায় তার নমুনা তো আপনার পোষ্টে গিয়ে দেখে আসলাম কিন্তু ৮টা ছেলেমেয়ে কেন চায় তা জানতে চান নাই ?
পোস্ট মজার হইছে।
লাবনীকে অগ্রিম অভিনন্দন।
তোমারে ধন্যবাদ জতা
আমার্লগে এক ইঞ্জিরিতে মাস্টার্স করা মাইয়ার পরিচয় আছিলো। যার্জীবনের লক্ষ আছিলো বিয়া করা। আরেক ব্যাংকার মাইয়ার লগে পরিচয় আছে, যার্জীবনের লক্ষ্য বিয়া না করা...
হ...অনেকে আছে এরাম যে বিয়া করতে চায় না তবে তারা মনে মনে কি চায় তা জানতে মুন চায়।
বউ এর চাকরী করে কি লাভ? না আছে প্রমোশন, না বোনাস না ইনক্রিমেন্ট
প্রমোশন আছে তো....বছর কয়েক পরেই আন্ডা বাচ্চা !!
প্রমোশন না , ঐটা পার্ফরমেন্স বোনাস
হুমম...তাইলে তো দুইটাই হয়...প্রমোশন নিয়া বউ থেকে মা আর বোনাস সরুপ আন্ডা বাচ্চা
আমারও ছোটবেলার একমাত্র লক্ষ্য ছিলো বিয়া করা আম্মাকে খালি বললাম লাল শাড়ী কিনে দিতে
তোমার লেখাটা সুইট হৈছে জোনাক
আমি বিয়া করতে চায় নি কিন্তু শাড়ী পরতে ভালা পায়তাম এখনও পায়
আপনাকে সুইট ধন্যবাদ
জোনাকের আগমনে স্বাগতম জানাইয়া গেলাম।
তুমারে ধন্যবাদ রন্টি নানু
মেয়েরা চাক আ না চাক বড় হলে বউই হতে হয়। বেশ মজার লেখা। হাসলাম কিছুক্ষন। এই হাসানোটাও একটা ভাল কাজ। আপনাকে ধন্যবাদ সে কারণে।
হাসাতে পেরেছি জেনে ভালো লাগলো । ধন্যবাদ
BTW আপনাকে চিনি চিনি গুড় বলে মনে হচ্ছে ..
অনেক মজা পাইলা।ম
আমিও বড় হইয়া বউ হতে চাই
হয়ে যান
কি হলো? বড় হয়ে গেলেন নাকি?? নতুন লেখা কই?
জলদি জলদি দেখা দ্যান।
না রে ভাই....বড় থেকে বুড়ি হয়ে গেলাম....খুব দৌড়া দৌড়ির মধ্যে আছি....
খুব খুব সুন্দর।
লেখা আর ছবি, দুইটাই।
ধন্যবাদ
মন্তব্য করুন