খোলা ডায়েরি....
বছর পেরিয়ে গেল কোনো কিছু বুঝে উঠার আগেই। এর মধ্যে পেরিয়ে এসেছি কত উচু নিচু পথ। এখনও আমার কাছে সব কিছু নতুন লাগে। তোমার গল্প....তোমার হাসি....আর তোমার বেশী রেগে গেলে " কেন? ...why? " বলা। মাঝে মাঝে আমি বুঝতে পারিনা আমি বেচে আছি নাকি মরে গেছি। জীবন টা আমার কাছে স্বপ্নের মত লাগে। আমি যে কোথায় ভেসে চলেছি নিজেও জানিনা। তোমাকে ছাড়া আমি একটাদিনও ভাবতে পারি না। জানি আমার কথা গুলো তোমার কাছে পাগলের প্রলাপ মনে হয়। এটাও জানি তোমার অনুভূতি গুলো তুমি লুকিয়ে রাখো। হয়তো আমার পাগলামি বেড়ে যাবে সেই ভয়ে ইদানিং প্রতি রাতে তোমাকে স্বপ্নে দেখি আর স্বপ্ন ভেঙ্গে জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করি যখন তখন পৃথিবীর সবটুকু ভালো লাগা আমাকে ছেয়ে থাকে। হয়তো রক্তে মাংসে গড়া মানুষের মত হাত ধরে পাশাপাশি হাঁটা কিংবা চোখে চোখ রেখে কথা বলা হয়নি তোমার সাথে তাতে কি এই যে তোমাকে প্রতিটা মূহুর্ত অনুভব করি, তোমার ভালো লাগা মন্দ লাগা দূর থেকেই বুঝতে পারি এইটাই আমার কাছে ভালবাসা.....ভালবাসি তোমায় ..
এসো হারিয়ে যায় সপ্নের ভুবনে
যেখানে আকাশের শেষ সীমানা
বাউন্ডুলে বাতাস যেখানে অচেনা
এলোমেলো করে দেয় সব অনুভূতি
প্রজাপতির রঙ্গিন পাখনা
যা দেখে হবে তুমি পুলকিত
নাকি হবে না?
না হও, তবু চল একবার
আমার সাথে স্বপ্ন দেখতে
হুম....হুমম...হুমমম
এসোনা বৃষ্টিতে ভিজি কোনো এক অবেলাতে
জানি তোমার এখন রাগ হচ্ছে
ভাবছো কেনো এই ভেজা-ভিজি অবেলাতে
তবু চলনা আমার সাথে স্বপ্ন দেখতে
কিছুটা সময় পার করি সময়ের উল্টো পথে
চোখ বন্ধ করে ছুটে চলি রংধনূর দিকে....
এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হলে বুঝবেন কত গমে কত আটা।
কি বলেন মিয়া! স্বপ্নের দেশে নিউ অল্ড কোনো মোনিয়াই নাই
আপনি নিজেই তো বৃষ্টির ছবি ঝুলায়া রাখছেন
আস্তাগফিরুল্লাহ ফটুক
ফটুক সৌন্দর্য্য লাগের
প্রথমে তো রিহানের নামে উৎসর্গ করতে গেছিলাম শশুর ভাই!
আর ফটুকডাই তো আমি আর রিহান
ভালোবাসাময় লেখা...
ভালোবাসাময় মন্তব্য
আপনার প্রো পিকটা সুন্দর
তাইনাকি? আমার এই পিচ্চি কমেন্টখানা ভালুবাসাময়?
আর পরের অংশের লাইগা থেংকু
হ্যা ...মিনিপ্যাক ভালোবাসা
হুম....হুমম...হুমম........
মুগ্ধতায় আচ্ছন্ন
বেশী হুম..হুমম...হুমমম করেন না তাহলে ঘুমায়ে পড়তে পারেন
ধন্যবাদ আপনাকে লাবলি লাবণী
নূতন ? উড়তে থাকুন ! ১৪'র আগাম শুভেচ্ছা ! ভাল থাকুন !
নূতন নাকি পুরাতন এই প্রশ্নের জবাব কি দিব আমি নিজেও বুঝতেছি না। আলমারিতে পড়ে থাকা নূতন জামার মত আর কি
আপনাকেও ১৪র শুভেচ্ছা । অনেক অনেক ধন্যবাদ
পছন্দ করলাম। প্রথমের কথাগুলো। কবিতাটাও।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
সুন্দর একটা লেখা।।
অচেনা চেনা একজনের কথা মনে পড়ে গেল, ধন্যবাদ।
কে সেই অচেনা চেনা মানুষ ? তাকে মনে করেই কি ঐ সব এলোমেলো কবিতা লেখা?
নাহ্! সে আমার প্রিয় একজন মানুষের 'দ্য ওয়ান'!
ডায়রী কি এখনো খোলা?
কেন তুমি কি লেখা পড়তে পারতেছো না? এইটা সারা জীবনের জন্য খোলা ডায়েরি ....
ডায়রীর কিছু পেজ বন্ধ রাইখো সবকিছু পড়া ঠিক না!
তুমার কেন এই ধারনা হইলো যে আমি সবকিছু লেখা পেজ এইখানে দিমু?
আগে ভাগে সাবধান করলাম আর কী কোনো ধারনাই করি নাই!
ঠিক আছে...সাবধান করার জন্য থ্যাংকু ।
ছবি, কবিতা, কথা সবই মন ছোঁয়া ধরনের হয়েছে। অবশ্য আমার মনটা একটু বেশি স্পর্শকাতর। তাই খুব বেশি খুশি হয়েন্না। গুনীজনেরা কি বলে সেইটা হচ্ছে আসল কথা।
শুভকামনা।
হি হি হি.... ঠিক আছে বেশি খুসি হলাম না । আর আমার লেখা গুনীজনের মন্তব্য পাওয়ার মত না। আমি সামান্য একটা ডিম মাত্র, মাথাতে যা আসে তাই লিখি
ধন্যবাদ এবং শুভকামনা
মিষ্টি হৈছে
ধন্যবাদ
মিস্টি প্রেমের ডায়রি
ধন্যবাদ রায়হু ভাই
ভীষন মিস্টি লেখা
তুমারে ধন্যবাদ বেলি আফা
সুন্দর একটা লেখা।।
আরো পড়তে চাই ডায়রির কথা
অনেক ধন্যবাদ তানু বু
মন্তব্য করুন