ইউজার লগইন

অচেনা অনুভূতি..

কিছু কিছু নাম্বার থেকে
আর আসবেনা কোন ফোন
কিছু কিছু এসএমএস পড়ে
আর হাসবে না এ মন
কোন কোন ঠিকানায়
লিখব না আর চিঠি
কোন কোন গলিতে
করবে না মন হাটা হাটি ......

কয়েকদিন ধরে গানটা শুনতে পচ্ছি। গানটা এতো ভালো লাগছে যে যেতবার দিচ্ছে আমি দৌড়ায়ে টিভির সামনে হাজির হচ্ছি। গানটা হয়তো কোন নাটক/টেলিফ্লিমের, আর গানের সাথে নাটক/টেলিফ্লিমের দৃশ্যটার কারনে আমর কাছে বার বারই অচেনা এক রকমের কষ্টের ভালো লাগা ছুয়ে যাচ্ছে। শুধু ভালো লাগা বললে ভুল হবে কারন নাটক/টেলিফ্লিমের খন্ড খন্ড দৃশ্যতে দেখান হচ্ছে একজনকে নিয়ে হাসপাতালে দৌড়া দৌড়ি করছে কয়েকজন যা দেখে বোঝা যায় জীবন-মৃত্যুর ব্যাপর। গানটা দেখে আমার একটা কথায় মনে হয় বার বার যে কাছের মানুষের মৃত্যুর আসলে কতটা কষ্টের। একজনের অনুপস্থিতি কতটুকু শুন্যতা সৃষ্টি করে জানা নেই আমার। তবে সে মানুষটা হারিয়ে যাবে এমনটা চিন্তা করতেই কেমন একটা বিদঘুটে অন্ধকার ঘিরে আসে। আমার মেঘে ঢাকা সন্ধা দেখতে কষ্ট লাগে, রাতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া আমি সহ্য করতে পারি না, শীতের মাঝ রাতে হঠাৎ ঘুম ভাঙ্গা আমার পছন্দ না কারন এই সময় গুলো আমাকে হতাস বোধ করে। দুনিয়া কোথাও আটকে আছে বলে মনে হয় আমার, ভয় লাগে সময়টা হয়তো পার হবে না ভেবে। ইদানিং রাতে ঘুম ভেঙ্গে আমি ঘরে আলমারির দিকে তাকাতে পারি না, আলমারির উপর কেউ পা তুলে বসে আছে বলে মনে হয় আমার। কোথায় জানি তলিয়ে যায় আমি, ভেসে উঠার আপ্রান চেষ্টা করি ভেতরে ভেতরে। কাছের মানুষের হারিয়ে যাওয়ার ভয় এখোন আমাকে অনেক ভাবায়। প্রতিনিয়ত প্রার্থনা করি যদি এমোন কিছু নিয়তিতে থাকে তবে প্রাভু যানি আমাকে তুলে নেয়। কারন আমি শুন্যতার কষ্টের বোঝা নিয়ে বেচে থাকতে চাই না.........

314247_3777315111980_1249944489_33706795_1472505548_n.jpg

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

নেয়ামত's picture


First comment dilam prothombarer moto.

জোনাকি's picture


ধন্যবাদ Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad(

জোনাকি's picture


Smile

আরাফাত শান্ত's picture


১৪ ই এপ্রিল রাতে এনটিভি দেইখো!

জোনাকি's picture


দেখা হবে না মনে হয়...ঐ সময় টা আব্বুর কাছে রিমোট থাকে

ফাহমিদা's picture


গানটা শুনতে ইচ্ছা করছে, কোথায় পাবো ?

জোনাকি's picture


বাংলাভিসন অথবা সময় টিভি তে কিছুক্ষন চোখ রাখলেই দেখতে/ শুনতে পাবেন গান টা Smile

সুবর্ণা's picture


গানটা শুনে মন খারাপ হয়ে যায়। হসপিটালে ছুটাছুটি আর প্রিয় মানুষগুলির কথা খুব বেশী মনে পড়ে যায়।

১০

জোনাকি's picture


হুমম..আমারও Sad

১১

তানবীরা's picture


ভাল লেগেছে Big smile

১২

জোনাকি's picture


ধন্যবাদ Big smile

১৩

মীর's picture


আমিও ওস্তাদরে সবসময় বুঝানোর চেষ্টা করি, আমার কাছের কোনো মানুষকে সে যেন আমার আগে নিজের কাছে না নিয়ে যায়।

১৪

জোনাকি's picture


Smile হুমম...এমুন দিন জানি না দেখাই উস্তাদ

১৫

লাবণী's picture


হুম! গানটা ভালো লাগে বলে নামিয়েও নিয়েছি। নাটকটার দু-এক ঝলক দেখে মনে হলো "রক অন" এর মতো! দেখার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি Sad
পরে দেখে নেবো! Smile
এই নাও বু..
http://youtu.be/QH2MVMBhFx8

১৬

জোনাকি's picture


আমি আগেই জানতাম যে নাটকটা আমি দেখতে পারব না কারন ঐ সময় আব্বুর উস্তাদি চলে Sad
আর "রক অন" মুভিও দেখিনি। আমিও ভাবতেছি পরে দেখে নিবো Big smile
গানটার জন্য তুমারে ধন্যবাদ বু Smile

১৭

লাবণী's picture


হায় আল্লাহ! আমিও তো আব্বুর ওস্তাদির কারণে দেখতে পারিনি!! Shock

১৮

জ্যোতি's picture


কাছের মানুষেরা দূরে না যাক। কারো জীবনেই শূণ্যতা না আসুক।

১৯

জোনাকি's picture


সেই দোয়াই করি Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জোনাকি's picture

নিজের সম্পর্কে

"I'm only an egg"