অচেনা অনুভূতি..
কিছু কিছু নাম্বার থেকে
আর আসবেনা কোন ফোন
কিছু কিছু এসএমএস পড়ে
আর হাসবে না এ মন
কোন কোন ঠিকানায়
লিখব না আর চিঠি
কোন কোন গলিতে
করবে না মন হাটা হাটি ......
কয়েকদিন ধরে গানটা শুনতে পচ্ছি। গানটা এতো ভালো লাগছে যে যেতবার দিচ্ছে আমি দৌড়ায়ে টিভির সামনে হাজির হচ্ছি। গানটা হয়তো কোন নাটক/টেলিফ্লিমের, আর গানের সাথে নাটক/টেলিফ্লিমের দৃশ্যটার কারনে আমর কাছে বার বারই অচেনা এক রকমের কষ্টের ভালো লাগা ছুয়ে যাচ্ছে। শুধু ভালো লাগা বললে ভুল হবে কারন নাটক/টেলিফ্লিমের খন্ড খন্ড দৃশ্যতে দেখান হচ্ছে একজনকে নিয়ে হাসপাতালে দৌড়া দৌড়ি করছে কয়েকজন যা দেখে বোঝা যায় জীবন-মৃত্যুর ব্যাপর। গানটা দেখে আমার একটা কথায় মনে হয় বার বার যে কাছের মানুষের মৃত্যুর আসলে কতটা কষ্টের। একজনের অনুপস্থিতি কতটুকু শুন্যতা সৃষ্টি করে জানা নেই আমার। তবে সে মানুষটা হারিয়ে যাবে এমনটা চিন্তা করতেই কেমন একটা বিদঘুটে অন্ধকার ঘিরে আসে। আমার মেঘে ঢাকা সন্ধা দেখতে কষ্ট লাগে, রাতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া আমি সহ্য করতে পারি না, শীতের মাঝ রাতে হঠাৎ ঘুম ভাঙ্গা আমার পছন্দ না কারন এই সময় গুলো আমাকে হতাস বোধ করে। দুনিয়া কোথাও আটকে আছে বলে মনে হয় আমার, ভয় লাগে সময়টা হয়তো পার হবে না ভেবে। ইদানিং রাতে ঘুম ভেঙ্গে আমি ঘরে আলমারির দিকে তাকাতে পারি না, আলমারির উপর কেউ পা তুলে বসে আছে বলে মনে হয় আমার। কোথায় জানি তলিয়ে যায় আমি, ভেসে উঠার আপ্রান চেষ্টা করি ভেতরে ভেতরে। কাছের মানুষের হারিয়ে যাওয়ার ভয় এখোন আমাকে অনেক ভাবায়। প্রতিনিয়ত প্রার্থনা করি যদি এমোন কিছু নিয়তিতে থাকে তবে প্রাভু যানি আমাকে তুলে নেয়। কারন আমি শুন্যতার কষ্টের বোঝা নিয়ে বেচে থাকতে চাই না.........
First comment dilam prothombarer moto.
ধন্যবাদ
১৪ ই এপ্রিল রাতে এনটিভি দেইখো!
দেখা হবে না মনে হয়...ঐ সময় টা আব্বুর কাছে রিমোট থাকে
গানটা শুনতে ইচ্ছা করছে, কোথায় পাবো ?
বাংলাভিসন অথবা সময় টিভি তে কিছুক্ষন চোখ রাখলেই দেখতে/ শুনতে পাবেন গান টা
গানটা শুনে মন খারাপ হয়ে যায়। হসপিটালে ছুটাছুটি আর প্রিয় মানুষগুলির কথা খুব বেশী মনে পড়ে যায়।
হুমম..আমারও
ভাল লেগেছে
ধন্যবাদ
আমিও ওস্তাদরে সবসময় বুঝানোর চেষ্টা করি, আমার কাছের কোনো মানুষকে সে যেন আমার আগে নিজের কাছে না নিয়ে যায়।
হুম! গানটা ভালো লাগে বলে নামিয়েও নিয়েছি। নাটকটার দু-এক ঝলক দেখে মনে হলো "রক অন" এর মতো! দেখার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি

পরে দেখে নেবো!
এই নাও বু..
http://youtu.be/QH2MVMBhFx8
আমি আগেই জানতাম যে নাটকটা আমি দেখতে পারব না কারন ঐ সময় আব্বুর উস্তাদি চলে


আর "রক অন" মুভিও দেখিনি। আমিও ভাবতেছি পরে দেখে নিবো
গানটার জন্য তুমারে ধন্যবাদ বু
হায় আল্লাহ! আমিও তো আব্বুর ওস্তাদির কারণে দেখতে পারিনি!!
কাছের মানুষেরা দূরে না যাক। কারো জীবনেই শূণ্যতা না আসুক।
সেই দোয়াই করি
মন্তব্য করুন