স্বপ্ন দেখব বলে
মেঘনীল : আমার একটা ইচ্ছা আছে,জানো..............
..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
স্বপ্ননীল : হুমম...কি ইচ্ছা?...
মেঘনীল : তুমি আর আমি একদিন বেড়াতে যাব নদীর তীরে..
স্বপ্ননীল : কোন নদী?
মেঘনীল : ধরো যে কোন একটা নদী.....মনে কর পদ্মার তীরে।
স্বপ্ননীল : পদ্মা কেন?..অন্য কোন নদী না কেন?
মেঘনীল : পদ্মার কাছে আমার নানির বাড়ি এ জন্য....আচ্ছা যাও পদ্মা না নীলা নদীর তীরে..
স্বপ্ননীল : এটা আবার কোথায়? না বাবা অমি অচেনা জায়গাতে যাব না......
মেঘনীল : তোমার মাথায়!!....শুনো না.........
স্বপ্ননীল : বল না.....আচ্ছা আচ্ছা আর দুষ্টামি করছি না..বল এবার নদীর তীরে কি ?
মেঘনীল : না বলব না...রাগ করেছি আমি......................
.....আচ্ছা শুনো, তুমি আর আমি পদ্মার তীরে বেড়াতে যাব সাইকেলে করে। তুমি সাইকেল চালাবে আর আমি সামনে বসে থাকব, নদীর তীর ধরে চলে যাব আমরা অনেক দূরে....... মাটির রাস্তার পাশে ইপিলইপিল গাছের সারি বেয়ে যেতে থাকব দুজন। বিকেলের ক্লান্ত সূর্যের আলোয় নদীর পানি চিক চিক করবে আর ঠিক সে সময় দূরে হার্ডিন্জ ব্রিজের উপর দিয়ে যাবে একটা ট্রেন। ট্রেনের ঝিক ঝিক শব্দে ভারি হয়ে উঠবে চারপাশ.....
স্বপ্ননীল : হ্যা, আর তখনই কোথা থেকে উড়ে আসবে বাউন্ডুলে বাতাস। ক্লান্ত সূর্যকে ঘিরে ফেলতে চাইবে দস্যু মেঘের দল। এদিক সেদিক ঘুরো-ঘুরি করতে থাকবে, সারা দিন পেরিয়ে আসা ক্লান্ত সূর্য এক সময় পরাজয় মেনে নেবে আর বুনো মেঘের দল উল্লাসে তাকে ঢেকে নেবে ধূসর চাদরে। দারূন আলো-ছায়ার খেলা থেমে আঁধার নেমে আসবে আকাশ জুড়ে। দমকা হাওয়ার সাথে দূরে কোথাও বৃষ্টির শব্দ ভেসে আসতে থাকবে, আসতে আসতে এক সময় মেঘের বিজয়ের আনন্দধারা আছড়ে পড়বে ধরণীতে। রিম ঝিম বৃষ্টির তালে ইপিল ইপিলের চিরল পাতারা নাচ শুরু করবে, সোনালী ধুলিকণা ধুয়ে নিয়ে যাবে জলের ছোট ছোট স্রোত যা গিয়ে মিশবে নদীতে....
মেঘনীল : বৃষ্টিতে ভিজে ভিজে আমরা হারিয়ে যেতে থাকব এক মায়াপুরিতে। তুমি পরে থাকবে কালো শার্ট আর আমি সবুজ ফতুয়া। প্রকৃতির সাথে সাথে আমাদের দুঃখ-কষ্ট ভুলিয়ে দেবে সর্গ থেক আসা মুক্তঝরা জল কণা। আমি তুমি আর একরাশ ভালো লাগা ঘিরে থাকবে চারপাশে....
স্বপ্ননীল : আর তোমার ভেজা চুলের গন্ধে আমি নিজেকে হারিয়ে ফেলতে থাকব। এক দল ঝড়ো হাওয়ার উন্মাদনার থেকে এক সময় আমরা আস্রয় নেব গাছের নিচে। বৃষ্টিতে ভেজা কদম ফুল গুলো নিজেকে উজার করে দিবে প্রকৃতির কাছে আমাদেরই মত। আমি পকেট থেকে বের করব প্রায় ভিজে যাওয়া একটি সিগারেট...
মেঘনীল: আবার সিগারেট কেন?....না না সিগারেট না....
স্বপ্ননীল : আহা....শুনো না.....
মেঘনীল : আচ্ছা বল.....
স্বপ্ননীল : অনেক কষ্টে সিগারেট টা ধরিয়ে ধোয়া উড়িয়ে দেব অচিন গন্তব্যে ......
মেঘনীল : তারপর তোমার হাত থেকে সিগারেট টা কেড়ে নেব আর নিজের দেহের শেষ নিঃশ্বাস টুকু পর্যন্ত সিগারেট থেকে টেনে নেব তিতকে ধোয়া...........একরাশ ধোঁয়ার মুক্তি দেব তোমার ঠোঁটে ঠোঁট রেখে.................
...........তারপর শুধুই নীরবতা........
নীরবতাই আনন্দের!
বাহ! কথোপকথন ভাল লাগলো।
ইসব পড়লে সেরাম একখান পেম করতে ইচ্ছে করে!
আর একটা কথা,
এত সুন্দর সব লেখায় বানান ভুল থাকলে চোখে একটু বেশিই পড়ে!
বানান ঠিক করা হয়েছে...তাড়াহুড়া করে দিতে গিয়ে এ অবস্হা হয়েছে .
ধন্যবাদ
:\
হাই জোনাকি, গুড মর্নিং!
কেমন আছেন? লেখা খুব সুন্দর। ভালোবাসায় ভরপুর।
হাই মির, গুড মর্নিং !
অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
সময় টাই যে কাটতেছে ভালোবাসাময়
আমি ভালো আছি। সময় আমারো ভালোবাসাময় কাটতেসে, কিন্তু অন্যান্য ঝামেলাগুলোও আঁকড়ে ধরে আছে। আপনার কিন্তু লেখালেখির হাত দারুণ ভালো! যে কারণে লেখাগুলো অলওয়েজ টাচি হয়।
ঝামেলা তো থাকবেই, চাই ঝামেলারে সব সময় থাপরাইয়া বের করে দেয়া উচিৎ। আপনার সময়ও ভালো কাটছে যেনা ভালো লাগলো।
আপনি প্রতিদিন আমারে অপমান করেন কেন?
আপনারে আমি কোনোদিনই অপমান করি না। লেখাগুলো খুব সুন্দর হয়, তাই সেইটা বলি। এই লেখাগুলো যদি আর সামান্য একটু যত্ন নিয়ে লিখতেন, তাইলে আপনে নিজেও ভী-ষ-ণ চমকায় যাইতেন। নিজের লেখা দেইখা।
ঝামেলা থাপড়ায়ে বের করে দেয়া যাচ্ছে না। ঝামেলাবাজগুলারেও থাপড়ানো যাচ্ছে না। সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আবার কালকে হরতাল। মেজাজ গ্রম।
মাথায় রাখলাম এর পর থেকে অনেক যত্ন করে লেখার চেষ্টা করব।
হরতাল তো সবার ঝামেলা এখন আসলেই এরে থাপরান যায়তেছে না ।
স্বপ্নে নয়, বাস্তবে হোক ডায়লগটা ! আশা করি ----------
....ধন্যবাদ
ওরে পেম...
ওরে ইমো
সিগারেটের তিতকুটে ধোঁয়া কেন যে লোকজন গিলে খায়.......
হ......কেন যে খায়
ও বুউউউউ, খুউউউউউউব সুন্দর লিখছো!
থ্যান্কু বু....
মন্তব্য করুন