ইউজার লগইন

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী উত্সব

ঘুরাঘুরি করতে কে না পছন্দ করে ? যারা করে না তাদের এক কথায় নিরামিষ ছাড়া আর কিছু বলা চলে না। আর ঘুরাঘুরির দিক দিয়ে থাইল্যান্ড সবার কাছেই বেশ পরিচিত। বাড়ির কাছে হওয়াতে সবারই একবার ব্যাংকক ঘুরে যাওয়ার প্ল্যান থাকে। আর সেই প্ল্যানটা যদি হয় ঐতিহ্যবাহী উত্সব এর দিনগুলির মধ্যে তাহলে তো এক জোড়া চোখে দুই জোড়া সানগ্লাসের মত অবস্হা । তেমনই একটি উৎসবের নাম হচ্ছে সংক্রান যা আমাদে দেশের আদিবাশীরাও করে থাকে। এই থাই নতুন বছরের উৎসব এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত হয়ে থাকে। সারা দিন রাত জুড়েই থাকে উৎসবের থৈ থৈ আমেজ। এখন মনে হতে পারে যে থৈ থৈ বললাম কেন? ব্যাংকক সহ পুরা থাইল্যান্ড জুড়ে চলে পানি আর পাউডার/আটা নিয়ে খেলা। গাড়ি নিয়ে বের হলে বাসায় ফেরার পর চিনার উপায় থাকে না যে এই টা নিজের গাড়ি নাকি অন্যের গাড়ি। গাড়িকে সাদা চাইনিজ ভুত বানিয়ে ছেড়ে দেয়।আর গাড়ি ছাড়া বাইরে গেলে রাস্তার মড়ে মড়ে পানি আর পাউডার হাতে দাড়িয়ে থাকা সাংগো পাংগোদের হাত থেকে রক্ষা নাই। এই কইদিন সহ আরো কিছু দিন প্রায় এক সপ্তাহ মত ছুটি থাকার কারনে সবাই পানি দিয়ে ভিজিয়ে দেয়া আর ভিজে যাওয়া খেলা উপভোগ করে।

সংক্রানের প্রথমদিন সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে পুজা এবং বৌদ্ধ ভিক্ষুদের পোষাক ও খাবার দান করার মাধ্যমে শুরু করে । এরপর বাড়ির মুরুব্বিদের মুখে পাউডার এবং হাতে পানি ঢেলে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় চং বং মজা। পিকআপ গাড়িতে ড্রাম ভর্তি পানি নিয়ে বের হয়ে যায় এক একটি গ্যাং। রাস্তার মড়ে দাড়িয়ে থাকা গ্যাংদের সাথে চলে গাড়িতে করে আসা গ্যাংদের পানি ছুড়া ছুড়ি । আর গাড়িতে গাড়িতে গ্রুপের দেখা হলে চলে রাস্তার মধ্যেই পানি মারা মারি। রাস্তার মানুষও মাফ যায় না। তবে বিদেশীদের এ দিক দিয়ে বিশেষ নজরে দেখা হয়। বিদেশীদের পানি দিয়ে ভেজানর আগে সুন্দর করে এসে বলে " একটু পানি দি ?" । এমনই এক সংক্রানে আমার এক বান্ধবিকে আমার বাসায় আসতে বললাম। বেচারি আমার বাসায় আসতে আসতে পুরা ভিজে একাকার। দেখে মনে হচ্ছে এই মাত্র পুকুর থেকে ডুব দিয়া আসছে । পরে দেখি সে আরেক সেট জামা নিয়ে আসছে সাথে করে আর আমার জন্য নিয়ে আসছে কিছু থাই খাবার Big smile

পাতায়া সি বিচ এ চলে বিভিন্ন রকমের মেলা আর কনসার্ট। অন্যান্য বিচেও হয় তবে পাতায়া ব্যাংককের কছে থাকায় আর সবার কাছে পরিচিত হওয়াতে এখানে হয় বড় আয়োজন । আর মার্কেট গুলাতে দেয় বিভিন্ন রকম ডিসকাউন্ট অফার। খাবারের দিক দিয়ে এই সময় থাই অনেক মজার মজার খাবার চোখে পড়ে যেটা অন্য সময় খুব একটা দেখা যায় না। পুরা ব্যংকক মনে হয় ঝাকানাকা মুডে থাকে সংক্রানের মধ্যে। তবে পুলিশদের কাজ বেড়ে যায়। ছুটি কাটান বাদ দিয়ে রাস্তাতে এসে বসে থাকা লাগে মাতাল গাড়ি চালক ধরার জন্য। তবে তাদের এতে বাড়তি ইনকামও হয় Wink

আমরা যারা বাংলাদেশী আছি ব্যাংককে তাদের তো আরো বেশি মজা হয় এ সময় কারন বাংলাদেশ এম্বাসিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান আর সংক্রানের ছুটি দুইটাই এক সাথে পায়। আমি তো পহেলা বৈশাখের এক সপ্তাহ আগে থেকেই রেডি হতে থাকি যে কি পরবো না পরবো। আর এই ছুটির মধ্যে থাইল্যান্ডের কোন এক অন্চল থেকে ঘুরে আসি আমরা কয়েক বাংলাদেশী পরিবার ।

এবার কিছু ছবি দেখেন সংক্রানের। ( শর্ত একটাই ছবির মাইয়াগো ফুন নাম্বার চাওন যাইবে না Big smile )

Songkran-2008-4.jpg

songkran_02.jpg

songkran-thai-new-year-1.jpg

songkran-festival-thailand.jpg

songkran.jpg

songkran-bangkok-silom-2.jpg

2011-04-15-10-30-09-1-people-in-thailand-celebrate-songkran-festival-or.jpeg

2010_09_02_073901_bfnwrq4o.jpg

4597601297_ea93d3161d.jpg

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


ওহ ওয়াটার পিসতল।

খুব ভালো লাগলো জোনাকি লেখাটা। এরকম আরো জানতে চাই ব্যংকক নিয়ে।

আগের লেখাটা শেষ করেন, পিলিইইজ

জোনাকি's picture


ব্যাংকক নিয়ে আরো কিছু লেখার ইচ্ছা আছে। আস্তে ধিরে লিখব।
আর আগের লেখাটা মাথার মধ্যে পাকতে দিয়েছি । পুরোপুরি পেকে গেলে পরিবেশন করব ইনসাআল্লাহ্ Smile

ওয়াটার পিসতলের যন্ত্রনাতে সংক্রানের পরেও আমার ছোট ভায়ের কাছ থেকে দূরে থাকা লাগে ভাগন্তিস

রাসেল আশরাফ's picture


প্রথম ছবির গাধাটা মেয়েটার সাথে কী করে?? গুল্লি গুল্লি

গত বছর ১লা বৈশাখ উপলক্ষ্যে এখানে বাংলাদেশ-থাইল্যান্ড-ফিলিপাইন-মায়ানমারের একটা সংগঠনের অনুষ্ঠানে গিয়েছিলাম ঐখানে দেখেছি এই খেলা কিন্তু ঠান্ডার কারনে অংশগ্রহণ করা হয় নাই। Sad

জোনাকি's picture


মেয়েটাকে পানি দিয়ে ভেজায় ভদ্র ভাবে। আর অভদ্র ভাবে কি ভাবে ভিজায় তাতো ছবিতেই দেখতে পাচ্ছেন:bigsmile:

থাইরা তো কোরিয়ান মুভি + গান সব খুব পছন্দ করে ভাষা বুঝুক আর না বুঝুক। লিং মিন হোর জন্য সব আধা পাগল। কোরিয়ার ব্যাপক ফ্যান /এ চি /হাত পাখা থাইরা Tongue

লীনা দিলরুবা's picture


পোস্টে অনেক লাইক, থাইল্যান্ডের আরো গল্প চাই।

জোনাকি's picture


হ্যা আরো আসছে কিছুদিনের মধ্যেই Smile
ধন্যবাদ Big smile

জ্যোতি's picture


ছবিগুলা তো সুন্দর! দারুণ।

জোনাকি's picture


একবার ভিজলে আরো দারুণ লাগতো Big smile
থ্যান্কু জতা !

লাবণী's picture


ইয়ো!! দারুণ মজা তো!!
সবগুলো ছবি সুন্দর Smile
===========
শেষের ছবিতে ট্রাফিক আংকেল দেখি স্ট্যাচু হয়ে গেছে! ছবির জন্য পোজ দিচ্ছে মনে হয়!

১০

জোনাকি's picture


থাইল্যান্ড এর প্রায় পুলিশরেই দেখি এমনে দাড়ায় থাকতে । মনে হয় কিছু চোখে দেখতেছে না ভাবের চটে Tongue

১১

লাবণী's picture


হেহে-ইউনিফর্ম পরলেই মনে হয় ভাব চলে আসে!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জোনাকি's picture

নিজের সম্পর্কে

"I'm only an egg"