অল্প বিদ্যা ভয়ংকরী
যথারীতি হাতে আজাইরা সময় থাকলে যা হয়...মেহেদী হকের টিউটোরিয়াল দেখে কাকের ঠ্যাং বকের ঠ্যাং এঁকে ফেললাম। অবশ্য উনার মতো স্পেসিফিক পেন্সিল-রাবার, কলম-দোয়াত, স্ক্যানার এতো ব্যবস্থা করতে পারি নাই। ৫৳ এর পেন্সিল, ৫৳ এর ইরেজার, ১৫৳ এর জেল কলম, আর মান্ধাতার আমলের বোগাস সনি সাইবারশট দিয়ে কাজ সারলাম। ছবিতে কোথায় লাইট হবে আর কোথায় শেড হবে তা অবশ্য এখনো বুঝতেছি না। না বুঝাটাই স্বাভাবিক, বুঝলে তো বহুত আগেই আর্টিস্ট হয়ে যেতাম! যাই হোক...নতুন একটা শখ আর কি! অঙ্কুরেই মরে যাবে হয়তো।
এই ছবিটা মৌলিক না, রস-আলোতে শিখার আঁকা কার্টুন দেখে দেখে আঁকা
অনেক চিন্তাভাবনা করে আঁকা...যে কারণে মাথাটা খসে পড়ছে
এই তো! আর কি?
হাহাহা, পরের টা তাইলে সেল্ফ পোট্রেইট?? খিক খিক!!!
হুহ...মাথা যেহেতু নাই, যেকারো পোট্রেট হইতে পারে
তোমার আঁকা প্রসঙ্গে কিছু কইলাম না,
জিনিস নিয়া কিছু না কওয়াই ভালো!!!
তার চাইতে বরং, মেহেদী ভাই'র লিংকটা দেওয়ার জন্য সিরাম লেভেলের ধইন্যা।
কিন্তু মাথাটা খইসা কৈ পরলো?
নাকি পকেটে?
মাথা টা খুঁজে দেখেন তো কই পড়লো?ডরের কথা। ছবি আঁকবেন হাত পা মাথা ছাড়া, তাইলে তো বিপদ।তবে ভালু পাইছি
মাথাটা নির্ঘাৎ কোন মেয়ের ভ্যানিটি ব্যাগে ঢুকছে।
ভালো হইছে।
সবাইরে ধইন্যা
ভাঙ্গা বড় হৈলে আটিশ হৈবো, কৈয়া লাখলাম....
নাদের আলি, আর কতো বড় হপো
মাথাটা কৈ গেলো? পড়লে তো আশে-পাশেই থাকার কথা। মাথা না পাইলে বাসায় যামু ক্যামনে। ভাই আমার মাথাটা একটু খুঁইজা দিবেন?
(এইবার পাইলে অবশ্যই বাসায় গিয়া স্ক্রুগুলা টাইট দিমু, প্রতিদিন এই যন্ত্রণা আর ভাল্লাগে না)
আমারও তো ভাই মাথা নাই, কেম্নে খুঁজি?
দারুণ হয়েছে।
ধন্যবাদ
সুন্দর হইছে। চালিয়ে যান
ধইন্যা
"অনেক চিন্তাভাবনা করে আঁকা...যে কারণে মাথাটা খসে পড়ছ"
আইডিয়া তা দারুন। অনেক ভাল লাগল
ভাঙ্গা পেন্সিলের "মাথা" আছে! মাথাটা কাইট্যা নিছে যাতে ওইটা দিয়া পরে আরেকটা কার্টুন নামানো যায় ......
জব্বর হইছে
প্রথমটাতো ভালই ছিল, কিন্তু ভূতের ছবি আকঁলেন ক্যান ...............
ভাঙ্গা বড় হয়ে আটিশ হপে!
মন্তব্য করুন