এবি'র জন্য ভালোবাসা : কিছু প্রস্তাব ও কথকতা
আমার ভার্চুয়াল জীবনের খুব প্রিয় অংশ আমাদের এই ব্লগ।
শুনতেই কি ভাল লাগে, আমরা বন্ধু।
নেটে ঘুরাঘুরি করি কম দিন হয় নি, ৬/৭ বছর তো হবেই।
তবে বাংলা ব্লগের কথা শুনি এবং ঘুরে দেখার শুরু বছর দুয়েক হবে।
প্রথম দিকে অনেকটা সময় কাটত সচলে ঘুরে, পরে অন্যান্য ব্লগ ঘুরে ফিরে এই এবি তে এসে একটু অন্যরকম ভাল লাগায় এখানেই থিতু হওয়া।
হঠাত্ করেই গালাগালি বা ঝগড়া নেই, কারো কথা পছন্দ না হলেই সবাই মিলে এক হয়ে তুলোধুনা করা নেই। যে যার মত করে বলছে, শুনছে।
ব্লগিং এর জন্য এরকম সুষ্ঠু পরিবেশ যে থাকা সম্ভব, এবি তে না এলে হয়তো জানাই হতো না কখনো।
নেই নেই করেও প্রায় বছর খানেক হয়ে আসছে আমার এই ভালবাসার ব্লগে।
শুরু থেকেই একটা জিনিস দেখে খারাপ লাগতো, এখানে যে পরিমান ব্লগবন্ধু রয়েছে সে তুলনায় লেখা খুবই কম আসে। অনেকেই অনেক সময় এ বিষয়ে এক আধটু লিখেছেন, তা হয়তো কিছু সময়ের জন্য কিছুটা কাজেও লেগেছে।
কিন্তু ইদানিং দেখা যায় লেখা তো নেই-ই, যা কিছু লেখা আসে তাতে মন্তব্যও বলতে গেলে নেই।
এভাবে চলতে থাকলে একদিন মীর ভাইয়ের কথাই হয়ত সত্যি হবে,
একদিন আমাদের এই প্রিয় ব্লগটায় আর কাউকেই দেখা যাবে না।
এ নিয়ে ভাবতে ভাবতে তানবীরা আপুর ব্যাবচ্ছেদ এর কথা মনে পরে গেল।
কোন কিছু করতে হলে, নিজেরা মিলেই করতে হবে।
এবি তে দিনে দিনের অব্যাবহারে যে ধুলো জমতে বসেছে, তা ঝাড়ার জন্যই এই লেখা।
আরো অনেকের মত আমারো একটাই চাওয়া এবি আবার জমে উঠুক, সরগরম থাকুক।
এবি কে বাঁচাতে হলে কি কি করা যায় এ নিয়ে আলোচনাই বলা যায় এই লেখার উদ্দেশ্য।
আমি আমার যা যা মনে হয় তা বলব, সব বন্ধুরা এ বিষয়ে তাদের মতামত ও অন্যান্য পরামর্শ দিবেন।
পরিশেষে সবাই মিলে কিছু বিষয়ে একমত হলে এডমিন রা যে তা ফিরিয়ে দিবেন না এই বিশ্বাস আমার অন্তত আছে।
খুব একটা গুছিয়ে লিখতে পারিনা,
তাই মাথায় যেটা যেভাবে আসতেছে সেভাবেই লিখতেছি।
যে যার মত করে বুঝে নিবেন,
চিন্তাগুলি ধরতে পারলেই হল।
#
প্রথম পাতায় নতুন একটা ট্যাব দেওয়া যেতে পারে,
'দুষ্টু ছেলের দল'-
এখানে সকল ফাঁকিবাজ বন্ধুদের নাম নিয়মিত হালনাগাদ করতে হবে।
#
প্রত্যেক বন্ধুর নিজেদের পাতায় একটি অপশন রাখা যেতে পারে,
'আমার দেওয়াল : নিজ দায়িত্বে চিকা মারুন!'-
এমন হলে ফাঁকিবাজ বন্ধুদের কানের কাছে নিয়মিত প্যান প্যান করা যাবে যে,
'আপনাদিগের জইন্যে আমাদের পেট পুরিতেছে; সত্বর ফিরিয়া আসেন'!
#
এবি'র প্রথম পাতায় রাখার মত আরেকটা ট্যাব হতে পারে,
'আড্ডাঘর'-
এটাকে 'সবার জন্য ওয়াল!' শিরোনাম ও দেওয়া যেতে পারে।
এখানে অনলাইনে থাকা সকল বন্ধু ইচ্ছা মত একসাথে গ্যাজাইতে পারবে।
#
ব্লগ করতিপক্ষ করতিক 'ত্রৈমাসিক আড্ডাপ্রহর' আর 'দ্বিবার্ষিক ঘুরাঘুরি' আয়োজন করা যেতে পারে।
অর্থাৎ প্রতি তিন মাসে একবার একটা আড্ডা আয়োজন করা যেতে পারে,
ও বছরে দুইবার সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে।
#
প্রত্যেক মাসের শেষে পরবর্তী মাসে লেখার জন্য বিশেষ কোন বিষয় ঘোষণা করা যেতে পারে।
উক্ত বিষয়ে লেখার জন্য বিশেষ ভাবে উৎসাহ প্রদান করা হবে,
একই সাথে অন্যান্য সকল বিষয়ের যে কোন লেখাও স্বাদরে গ্রহন করা হবে।
#
প্রত্যেক মাসের শুরুতে বিগত মাসের লেখাগুলোর পাঠকপ্রিয়তা ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে
বিভিন্ন ক্যাটাগরিতে মাসের সেরা ৫ লেখা হিসেবে তালিকা প্রকাশ করা যেতে পারে। পরবর্তীতে এগুলি থেকেই আবার বছরের সেরা ব্লগ, সেরা গল্প, সেরা কবিতা, সেরা ভ্রমণকাহিনী ইত্যাদি প্রকাশ করা যেতে পারে।
#
আমরা বন্ধুর শীর্ষস্থানীয় ব্লগারদের ৭ টি গ্রুপে ভাগ করে, প্রত্যেকটি গ্রুপের জন্য সপ্তাহের ৭ দিনের যে কোন একটা দিন নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। নিজেদের জন্য নির্দিষ্ট দিনে একটা না একটা কিছু লেখা দিতেই হবে। অন্যান্য দিনে বাড়তি কিছু পোষ্ট করলেও কোন সমস্যা নেই, সবাই এটাকে বোনাস হিসেবে খুশিমনেই নিবে বলে আমার মনে হয়।
এই প্রস্তাব টা আগেও এই ব্লগে কেউ একজন করেছিলেন,
এই মুহূর্তে তার নাম মনে করতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত!
#
আপাতত আর কিছু মাথায় আসছে না,
পরে কিছু মনে পড়লে এডিট করে নিব নে।
আমার যা যা বলার আমি বললাম, এখন বন্ধুদের পালা।
যে যার মতামত জানিয়ে যান, কোন কথায় আপত্তি থাকলে তাও।
কথায় কথা বাড়ুক, সকল কথকতার শেষে একটা কিছু সমাধান আসুক। এই কামনাই করি।
ভাল থাকুন সবাই। অনেক ভাল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।
আমরা বন্ধু, যুগ যুগ জিও। এবি চিরজীবী হোক।।
ফাকিঁবাজের তালিকা করে কিছু করা যাবে কিনা সন্দেহ আছে, যার যার লেখার মন টানবে না তিনি তালিকাভুক্ত হলেও আদৌ জোরেসোরে আবার শুরু করবেন মনে হয় না। যাক, এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।
দারুন আইডিয়া লাগছে!
মোটেই চাই না! কারন আলাদা করে কেন, যেকোন পোষ্টেই পেচ্ছাপেচ্ছি চলতে পারে। আড্ডাঘরে এইভাবে গেজানো অনেক ঝামেলার সৃষ্টি করে। অভিজ্ঞতার আলোকে বলছি।
ঘুরান্তি নিয়ে এবি'র আমরা এম্নিতেই নাচুনি বুড়ি, ঢোলের বাড়ি পড়লে কি কি যে হবে! তবে, এইভাবে আগাম ঘোষনা দিয়ে দ্বিবার্ষিক টাইপ "দেখাসাক্ষাৎ" কতদূর আগাবে বুঝতেছি না।
বিষয়ভিত্তিক লেখা নিয়ে উৎসাহ দেয়ার আইডিয়া বেশ পছন্দ হলো।
কিছু লেখার ব্যাপারে উৎসাহ পেলে মানে খোচাঁ খেলে আসলেই লেখা বেরোয়, পরীক্ষিত অন্তত আমার ক্ষেত্রে!
সেরালেখার তালিকার কথাটা বিবেচনা করা হচ্চিল কিছুদিন যাবত, কার্যকরী হইনি আরকি এখনো, আপনার কথায় এবার হবে মনে হচ্ছে!
গ্রুপিং করে লেখার বিষয়টা বুঝতেছি না কেমন হবে। গ্রুপিং'কে ভয় পাই!
আপ্নের লেখারটার জন্যে অনেক ধন্যবাদ!
নিজের মাথায় কিচ্ছু নাই কেবল আপনারগুলার দোষই ধরে গেলাম, আগেই মাফ চেয়ে নিচ্ছি।
প্রকৃত লেখা - চাপিয়ে দেয়া যায়না, নিজের ভিতর থেকে আসতে হয়। প্রকৃত লেখা এই জন্য বললাম , অনেক ব্লগে অনেক লেখা দেখবেন, যা হয়তো অন্য কারনে দেয়া, লেখা লেখির জন্য না। এখানে ভুয়া নিক নিয়ে কেউ আসে না , ব্লগার বেশী দেখাইতে ভুয়া নিক তৈরী হয়ও না। তাই দেখতে এরকম পান্সে লাগে। অন্য ব্লগে লেখা পুরাতন পোষ্ট দেয়া হয় না তাই কম লেখা এলেও যা আসে - গরম গরম লেখা , পুরাতন লেখা দিয়ে পৃষ্ঠা ভরা থেকে অল্প অল্প নতুন লেখা অনেক ভালো।
মাঝে মাঝে এখানে কোন লেখায় কমেন্ট প্রচুর পড়ে, মাঝে মাঝে পড়েনা। সময়, সুবিধার উপর নির্ভর করে অনেকটা। যারা পিসি ব্যবহার করে - তাঁরা কোন লেখা পুরা পড়তে পারে কি না সন্দেহ, তাঁর আগেই লোডশেডিং, কমেন্ট করবে কি ?
প্রথমেই বলি পোস্টের শিরোনাম আমার পছন্দ হয়নি। ''রক্ষা প্রকল্প'' এ কেমন ধরণের কথা। এবি কী ধ্বংস হতে চলেছে যে এইধরণের শিরোনাম দিতে হবে?
ফাঁকিবাজের তালিকা করে লাভ নাই আমার মতে। একজন লিখবে তার নিজের তাগিদে। আর গুঁতিয়ে লেখা আদায় করা কতটা কষ্টকর সেটার অভিজ্ঞতা আমার আছে। তাই বললাম।
এইটা পছন্দ হয়েছে করা যেতে পারে।
একমত নই কারণ নিজে একটাতেও যোগ দিতে পারবো না বলে
বিষয় ভিত্তিক লেখার ব্যাপারে একমত।
গ্রুপ লেখা চাই না
আড্ডাঘর হলেও সেটা যেন প্রথম পাতার অর্ধেকের বেশী না নষ্ট হয় সেই দিকে খেয়াল রাখতে বলবো।
আমার মতে লেখাতে রেটিং সিস্টেম চালু করা উচিৎ সাথে কমেন্টেরও।
=====================
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
Apnar post er jonyo apnake dhoinna.ab jome uthuk seita amio chai. Baki katha pore bolbo
ঠিকাসে!
Apnar post er jonyo apnake dhoinna.ab jome uthuk seita amio chai. Baki katha pore bolbo
বুঝতে পারছি নিজে থাকতে হবে এবং প্রচুর লিখতে হবে। শুধু লেখায় কি আর হবে? সবার পোস্ট পড়তে হবে এবং ভালো- মন্দ মতামত জানাতে হবে। কিন্তু তা হচ্ছে না কেন? হওয়া উচিত। আমি আশা হারাচ্ছি না
আস্তে আস্তে হপে, ইন শা আল্লাহ্।
রক্ষা প্রকল্প কথাটা ভাল্লাগে নাই। দেয়ালে চিকা মারার ব্যবস্থাটা ভালো, রাখা যেতে পারে। তবে গ্রুপিং-ট্রুপিং কিংবা বিষয়ভিত্তিক লেখালেখি ইত্যাদির বিশেষ দরকার দেখি না।
আমি আগেও যেটা বলছি, ব্লগারদেরকে ব্লগে আরেকটু বেশি সময় দিতে হবে। আর কিছু না। তাহলেই ব্লগটা বর্তমানের চেয়ে গতিশীল হয়ে উঠবে। যেটা আমরা চাচ্ছি।
সেটাই, সবাইরে নিয়মিত করতে কি করা যায়- সেইটা বলেন।
নিজের ভেতোর থেকে লেখার ইচ্ছা না আসলে কোন কিছুতেই লাভ হবে না।
এ তো সবারই জানা, জোর করে আর যাই হোক লেখালেখি হয় না।
কিন্তু, মোটিভেশনে কি কিছুই কাজ হয় না?!
আমার তো একসাথে কিছু ভাল লেখা দেখলেই,
একটা কিছু লেখার জন্য মাথা খারাপ হয়ে যায়!
--- এইটা পছন্দ হইছে।
নাম একটু ঠিক করে নিলাম।
আশা করি,
এখন আর এ বিষয়ে অন্তত কোন আপত্তি শুনতে হবে না।
হাহাহাহাহাহা...
শরম পাইলেন ক্যান?
শরমের ব্যাপার না।
বেশ কয়েক জন্য অপছন্দ করলেন আর এটা পাঠকের আলোচনার ব্লগ। তাই, বদলায় দিলাম।
শিরোনাম নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই,
ভিতরের বিষয়বস্তু আলোচনায় আসুক।
তাতেই আমি খুশ।
ধন্যবাদ শিরোনাম পরিবর্তনের জন্য।
আলোচনা জমে উঠুক।
হ ..
#
প্রথম পাতায় নতুন একটা ট্যাব দেওয়া যেতে পারে,
'দুষ্টু ছেলের দল'-
এখানে সকল ফাঁকিবাজ বন্ধুদের নাম নিয়মিত হালনাগাদ করতে হবে।
মন্দ না
... সচলেও দেখলাম 
#
প্রত্যেক বন্ধুর নিজেদের পাতায় একটি অপশন রাখা যেতে পারে,
'আমার দেওয়াল : নিজ দায়িত্বে চিকা মারুন!'-
এমন হলে ফাঁকিবাজ বন্ধুদের কানের কাছে নিয়মিত প্যান প্যান করা যাবে যে,
'আপনাদিগের জইন্যে আমাদের পেট পুরিতেছে; সত্বর ফিরিয়া আসেন'!
এইটা জোশ
#
এবি'র প্রথম পাতায় রাখার মত আরেকটা ট্যাব হতে পারে,
'আড্ডাঘর'-
এটাকে 'সবার জন্য ওয়াল!' শিরোনাম ও দেওয়া যেতে পারে।
এখানে অনলাইনে থাকা সকল বন্ধু ইচ্ছা মত একসাথে গ্যাজাইতে পারবে।
তাইলে কমেন্টস আরো কম পরার কথা...কারণ সব্বাই সেইখানেই আড্ডাইপে
#
ব্লগ করতিপক্ষ করতিক 'ত্রৈমাসিক আড্ডাপ্রহর' আর 'দ্বিবার্ষিক ঘুরাঘুরি' আয়োজন করা যেতে পারে।
অর্থাৎ প্রতি তিন মাসে একবার একটা আড্ডা আয়োজন করা যেতে পারে,
ও বছরে দুইবার সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে।
এইবার দাদা ভাইয়ের অনুপস্থিতিতে কেউ পিকনিকের উদ্যোগ নেয় নাই... তার মানে কি দাড়াইলো... উদ্যোগ নেয়ার সাহস কারোই নাই (দাদাভাই ছাড়া)...
ব্লগে আড্ডার/ঘুরন্তিসের ডাক দিলে সব্বাই পয়লা হাত তুলে... বাসস্ট্যান্ডে যাওয়ার পর সেই ৫/৬ জন ছাড়া আর কেউ আসে না
...
#
প্রত্যেক মাসের শেষে পরবর্তী মাসে লেখার জন্য বিশেষ কোন বিষয় ঘোষণা করা যেতে পারে।
উক্ত বিষয়ে লেখার জন্য বিশেষ ভাবে উৎসাহ প্রদান করা হবে,
একই সাথে অন্যান্য সকল বিষয়ের যে কোন লেখাও স্বাদরে গ্রহন করা হবে।
এইটার দায়িত্ব আপনার কাছে থাক
#
প্রত্যেক মাসের শুরুতে বিগত মাসের লেখাগুলোর পাঠকপ্রিয়তা ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে মাসের সেরা ৫ লেখা হিসেবে তালিকা প্রকাশ করা যেতে পারে। পরবর্তীতে এগুলি থেকেই আবার বছরের সেরা ব্লগ, সেরা গল্প, সেরা কবিতা, সেরা ভ্রমণকাহিনী ইত্যাদি প্রকাশ করা যেতে পারে।
মাসের সেরা বলতে আমার কাছে যেটা সেরা অন্যের কাছে সেটা সেরা নাও হতে পারে
.. এই জায়গায় একটু কনফিউজড আছি... জ্বীনের বাদশা ভাইজানকে একটা তরিকা আবিষ্কার করার অনুরোধ করা যেতে পারে... ধরেন পোস্ট হিট + পোস্টে মন্তব্য + বিচারকমণ্ডলীর নাম্বার = রেজাল্ট
মাসের সেরা লেখককে আমরাবন্ধু ব্লগ সংকলন "ম্যুরাল" পুরুষ্কার দেয়া যেতে পারে।
#
আমরা বন্ধুর শীর্ষস্থানীয় ব্লগারদের ৭ টি গ্রুপে ভাগ করে, প্রত্যেকটি গ্রুপের জন্য সপ্তাহের ৭ দিনের যে কোন একটা দিন নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। নিজেদের জন্য নির্দিষ্ট দিনে একটা না একটা কিছু লেখা দিতেই হবে। অন্যান্য দিনে বাড়তি কিছু পোষ্ট করলেও কোন সমস্যা নেই, সবাই এটাকে বোনাস হিসেবে খুশিমনেই নিবে বলে আমার মনে হয়।
শীর্ষস্থানীয় কনসেপ্টটা এখন এই যুগে কেউ মানে না
... শীর্ষস্থান বলে কিছু নাই
ধরেন আমারে শীর্ষস্থানীয় ব্লগার কইলেন ... আমার মধ্যে একটা ভাব চৈলা আসপে (এম্নিতেও ম্যালা ভাব.... এক মেয়ে বলছিল)
#
টুটুল ভাইয়ের নামও লিষটে আসার বিরাট চানস আছে
ঝগড়া আনবে
তাইতো দেখলাম , মেজবাহ ভাই ছাড়া এত এত বড় ভাই আছে কারোরই সাহস হইলো না।
আমি কী করলাম। নিরীহ, নির্দোষ আমারে লৈয়া টানাটানি ক্যান ?
একটা কথা মনে পড়লো...
এবিতে কে বেশি পোস্ট দিবো... এইটা লৈয়া জনৈক সুশীল লেখকের সাথে আমার একবার অলিখিত প্রতিযোগিতা হৈছিলো... পরে আর পোস্ট দেওনের ক্ষেত্রে তারে খুজে পাওয়া যায় নাই... মোরাল অব দ্য স্টোরি হৈতাছে
কাজের চেয়ে আমরা কথা বেশি কৈ
জ্বীনের বাদশা ভাইরে জুড়ে একটা ডাক দিয়া দেখেন তো, আইসা কিছু করতে পারে কি না?
চিকা মারার ব্যাপারটা ভাল লেগেছে।
দুষ্টু ছেলের দল এইটাও ভাল লেগেছে, তবে শুধু ছেলে কেন
তানবীরা আপুর সাথে একমত, শীর্ষস্থানীয় ব্লগারের ব্যাপারটা ঝগড়া আনবে সাথে যারা অপেক্ষাকৃত একটু দূর্বল ব্লগার তারা আরো কম লিখবে তখন।
আমি শুধু একটা ধারনা দিলাম,
এটার এভুলুশন হইতেই পারে।
আপ্নে নাম সাজেস্ট করতে পারেন।
তবে,
শুনলাম- আজকাল নাকি কর্পোরেট দুনিয়ায় ম্যাদামদেরও স্যার বলতে হয়!
আর, ছেলেবেলা তো মেয়েদেরও থাকে।
সেই হিসাবে, দুষ্টু ছেলের দলের ভিতর মেয়েরাও নিশ্চয়ই আছে! কি বলেন?!
সবগুলো প্রস্তাব-ই উত্তম!
এই চান্সে আমার একটা প্রবলেমের কথা শেয়ার করি।
এবিতে ড্রাফটের ব্যবস্থা নেই। যার ফলে আমি কয়েকবার লেখা হারিয়ে ফেলেছি ভুলবশত। এখানে অটোড্রাফটের ব্যবস্থা থাকলে আমার মতো অলসরা একটু উপকৃত হতাম আর কি!!!
এইবার শিরোমানটা ভালো হইছে...
আহা কি আনন্দ।।

লন, কুক খাই।।
এই ব্লগে একেবারেই আনকোরা আমি। আমার বোধহয় কিছু বলাটা শোভা পাবে না। কী বলেন?
এবি তে সুস্বাগত।
নতুন, তাতে কি?!
কিছু বলার থাকলে, অবশ্যই বলবেন।
কোন সমস্যা নাই।
ফেসবুকের মতো, পেজোপেন হৈলেই লগিন হইয়া যাইবো এই সিস্টেম করন্দর্কার
হ..উত্তম প্রস্তাব..
ব্লগিং ব্যাপারটা এত দ্রুতগতির যে সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে হিমশিম খেতে হয়। এক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়স্কদের অধিকতর অ্যাক্টিভনেস দরকার, তাহলেই ব্লগ জমে উঠবে বলে মনে করি।
নতুন যারাই ব্লগে আসে,ব্লগের চালচলনে অভ্যস্ত হতে তাদের অনেক সময় চলে যায়। আর এসেই তো আর খুব ভাল লেখা যায় না, তার জন্য ও সময় প্রয়োজন। এই সময়ের লেখাগুলোতে খুব একটা সাপোর্ট না পেলে ওদের কাছে এরচেয়েও ভাল কিছু আশা করা যায় না।
তাই আমার মনে হয়,
নতুন ব্লগার রা তখনি আরো একটিভ হবে যখন নিয়মিত ও অভিজ্ঞ ব্লগারেরা তাদের কে পর্যাপ্ত উত্সাহ দিবেন।
এই ব্যাপারটা আরো ভেবে দেখা দরকার।
পসন্দ হইসে।
তয় নিয়ম কইরা কি পোস্টানো যায়!
নিয়ম করে পোষ্টানো যায় না মানি।
কিন্তু উত্সাহ দিতে তো কোন ক্ষতি নেই, তাই না।
নিয়মিত লেখা না যাক,
মন্তব্য তো করতে পারা উচিত্!
শুধু পজিটিভ মন্তব্যই করতে হবে,
এমন তো কোন কথা নেই।
নেগেটিভ মন্তব্য যদি গঠনমূলক সমালোচনা হয় তবে তা সবার জন্যই ফলপ্রসু হবে।
একদম ই যে কেউ লিখছে না, তা ও তা না। তাই যেই যা কিছু লিখুক তাতে সবাই নিজের মতামত জানানো উচিত্, তা হোক সে খুব ভাল বা খুব খারাপ।
তাহলেও সময়ের সাথে লেখার সংখ্যা ও মান দুইটারই ক্রমশ উন্নতি হবে বলে আশা করা যায়।
এই ব্যাপারে সহমত।
আমরা যারা ব্লগ জগতে একেবারে নতুন, বিশেষ করে ছন্দ জ্ঞান বা ভাষার উপমা ব্যবহারে আমি একদম আনাড়ি, সেইসব ক্ষেত্রে অভিজ্ঞ যারা আছেন তাদের মতামত পেলে নিজের ভুল গুলো শুধরে হয়তো ভবিষ্যতে ভাল লেখা উপহার দিতে পারবো।
তাই শুধু বাহ! সুন্দর, বা ভালো লাগছে বলে সব শেষ না করে ভালো টিপস দেয়া যেতে পারে।
সেটাই।
প্রস্তাবগুলান ভালোই!
ধন্যবাদ শান্ত ভাই।
আছেন কেমন? ভাল তো?
বেশি ব্যাস্ত?
আজকাল আগের মত দেখতে পাই না যে?
মন্তব্য করুন