বিষয় - বিসিবি, পাইবাস ও সাহারা : কিছু কথকতা
বিসিবি।
আজকাল মাঝে মাঝেই মনে সন্দেহ জাগে,
এই শব্দটার অর্থ
'বাংলাদেশ ক্রিকেট বোর্ড' নাকি
'বাংলাদেশ কেয়ারলেস বোর্ড'?!
ক'দিন আগেই আর একটু হলেই,
লোটাস কামালের আজব খেয়ালের বলি হয়ে আজকালকার ক্রিকেট বিশ্বের জ্বলজ্যান্ত নরক পাকিস্তানে যেতে হত আমাদের টাইগার দের।
এই মহান ব্যাক্তির ব্যাক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কিছু পোলাপাইনের জীবনের ঝুঁকি নেওয়াটাই যুক্তিযুত হবে ভেবেছিল বিসিবি।
এই ভযংকার কাজটা যদিও আদালতের নির্দেশেই বন্ধ হয়,
এর নেপথ্য নায়ক যে আমাদের দেশের অগনিত সাধারন দর্শক - তা সবারই জানা।
গতকাল রিচার্ড পাইবাস কে দুই বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি, যার সেরা সাফল্য হল দুই মেয়াদে পাকিস্তানের কোচ হওয়া।
জেমি সিডন্স আর স্টুয়ার্ট ল এর উত্তরসুরি হিসেবে এই নিয়োগ কতটুকু যুক্তিযুত হয়েছে তা সময়েই বোঝা যাবে, তবে আমার নিজের কাছে একদমই ভাল লাগছে না।
অনেকটা, বার্সেলোনা কে বার্সেলোনা করে তোলার কারিগর পেপ গার্দিওলার যায়গায় টিটো ভিলানোভার ব্যাপারটার মত লাগছে।
ভরসা পাচ্ছি না খুব একটা।
তবুও,
অনাগত দিনগুলোতে টাইগার দের জন্য রইল অসংখ্য শুভকামনা।
আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালবাসি, অসম্ভব রকম বেশি।
আর ভারত কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃনা করি,
প্রতিবেশি দেশ ও একটি ক্রিকেট জাতি হিসেবে।
এর পিছনের সম্ভাব্য কারনগুলো আমাদের সবারই কমবেশি জানা আছে।
এই একটা দেশ এর কারনে আমরা এখন পর্যন্ত যে পরিমান আর্থিক ক্ষতি ও মানসিক অপমানের মুখোমুখি হয়েছি,
পৃথিবীর আর কোন দেশ এর ধারেকাছে যেতে পারবে বলে মনে হয়না।
গতকাল ভারতের সাহারা গ্রুপ বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে,
দিনকাল যেমন চলছে-
বিসিবি হয়তো রাজিও হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই।
খুব অস্থির লাগছে খবরটা কানে আসার পর থেকেই,
বুকে ভারতের সাহারা নাম নিয়ে মাঠে নামবে আমাদের টাইগার রা-
এমনটা ভাবতেই মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে।
জানি,
ক্রিকেট এখন কেবল মাঠের নয় অর্থনীতিরও খেলা। বিশ্বায়নের এই যুগে ঠুনকো আবেগের মূল্য বলতে গেলে কানাকড়িও নয়।
তবুও,
স্বপ্ন দেখি -
বিসিবির কর্তাব্যাক্তিদের মাঝে শুভবুদ্ধির উদয় হবে।
বন্ধুরূপি শত্রুর টাকার লোভে না পড়ে দেশের জন্য এগিয়ে আসা নিওয়ে গ্রুপ অথবা আমাদের ফ্যানাটিক স্পন্সর গ্রামীনফোনের আবেগটুকুকেই একটু বেশি মূল্য দিবে।
আর যদি এমনটা নাই হয়,
অর্থাত্ বিসিবি যদি ভারতের মতই বুকে সাহারা নিয়ে আমাদের টাইগার দের কপালে অসম্মানের তিলক দিতে চায়-
আবেগসর্বস্ব সাধারণ দর্শকের দল আমরা। পাকিস্তান ট্যুরের মত এই ভয়ংকর পরিকল্পনারও শেষ দেখে ছাড়ব।
এখনই ডাক দিয়ে রাখলাম।
হাতে হাত রেখে বাঁচিয়ে রাখবো বাংলার বাঘেদের গৌরবের গর্জন!
আশা রাখি, সাথেই থাকবেন সবাই!
জয়েতু টাইগার্স, যুগ যুগ জীয়ে।
বিসিবির কর্তা শ্রেনীর লোকজনের মোবাইল নাম্বার পাইলে আমারে জানায়েন। তাদের মতো বলদদের সাথে কথা কইবার অনেক ইচ্ছা আমার। আর শুভবুদ্ধি আর বিসিবি যোজন যোজন দূরে তাই আশা করা শুধুই মরিচীকা!
তাদের ভাষা বোঝার আশা করাটাও ভুল!

সাহারা নামটা কিন্তু খারাপ না। আমারতো আজকাল এটাই প্রিয় নাম
কেন আপু?
পরিবারে নতুন কারও হয়েছে নাকী?
সাহারা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, গ্রামীণের দ্বিগুন। সমস্যা কোথায়?
সাহারার মালিক হিন্দু
তাতে কি আসে যায়?!
এই লেখা পড়ে কি এটাই মনে হয়েছে?!
সমস্যা হল,
গ্রামীন ভারতীয় কোম্পানী নয়।
সাহারা এবং বাইপাস... দুইটাই পাইলেন
পাইবাসের জন্য এত উচ্ছাসিত ক্যান বিসিবি? সাহারার বুঝলাম টাকা আছে... ভারতীয় ক্রিকেট বোর্ডের লগে ক্যাচাল লাগছে... কিন্তু বাইপাস?
বাইপাসে নাকি লোটা সাহেবের পেয়ারা ফাকিস্টাংয়ের কূচাছিলো?
সো হোয়াট, পাকিস্তানের কোচ থাকলে কেউ বাংলাদেশের কোচ হতে পারবেনা!!!! ?
হতেই পারে।
কিন্তু, সেক্ষেত্রে তার পাকিস্তান কোচ থাকাকালীন সময়ে উল্রেখ্যযোগ্য কোন অর্জন থাকতে হবে।
দুই দফায় পাকিস্তানের কোচ হতে পারার সাফল্যের জন্য তাকে নিয়োগ দেওয়াটা ক্যাম্নে কি?!!
আমি কি সেইটা কইছি? আমি উচ্ছাসের আভেগ ডি ধরণের টেরাই দিসি, হৈলে হইসে, নাইলে না
সেটাই..বিশাল সফলতা!
হ..দাদারা বেজার হয়ে গেলে আর ক্রিকেট খেলে কি হপে?!
বিসিবির বাইপাস তত্বের পেছনের ফর্মুলা জানতে মন চায়!
বিরাট ষড়যন্ত্র দেখা যাইতাছে !!!
আমগো দেশে এত এত বড় কোম্পানি আছে। শালারা করে কী ? স্পন্সর হৈতে পারেনা ? কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলোরে ডোনেশন দেয় প্রতিবছর... ট্যাক্স ফাঁকি দেয়... এই সুযোগটা নিছে সাহারা...
মারাগগে... বিসিবি... লোটা কামাইল্যা... সারা দেশের মইধ্যেই ক্যাচাল... ক্রিকেট বাদ যাইবো ক্যান ?
সাহারা জমি পাবে না একটুও, স্পন্সরের টাকা পুরোটাই তাগো লস হইবো বইলা মনে হইতাছে।
এই ধরনের প্রজেক্ট করার কয়েক বছর আগে থেকেই সাধারণতঃ বেনামে প্রচুর জমি কিনে রাখা হয় (উদাহরণ - ডিসনিল্যান্ড) ...সাহারারও সেই রকম কিছু করার কথা
এক সাহারা'র যন্ত্রনাতেই অস্থির এইবার জুটেছে আরেক সাহারা
~
কমেন্টস অব দ্য ডে। সুপার লাইক
হ..
দুর্দান্ত বলছেন, ভাই।

আপনার ধারনাই যেনো সত্যি হয়...
এমনটাই যেন হয়, এই কামনাই করি।
সাহারা ভালু পাই আমরা
কুন সাহারা?!
জয় হিন্দ!!!
মন্তব্য করুন