বন্ধুতা..
বন্ধু,
বলো বন্ধু তোমার কোন্ জনা?
যখন তোমায় কেউ বোঝে না,
বোঝে তোমায় যেই জনা..
আনন্দেতে ভাসায় যে জন,
দুঃখ পেলেও;
অশ্রু মুছে -
হাসায় আবার যেই জনা..
বন্ধু,
তোমার বন্ধু;
জেনো -
সেই জনা.. সেই জনা..!
[পৃথিবীতে যাদের একটা হলেও প্রাণের বন্ধু আছে,
তাদের সবার কাছেই
বন্ধুত্বের প্রতিটি দিন একেকটা বন্ধু দিবস।
তবুও সেই প্রাণের বন্ধুদের প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালবাসার যে বন্ধন তার সম্মানে একটা আলাদা স্পেশাল দিন, খারাপ কি?!
হাজার হোক,
বন্ধুরাই তো আমার সেই পরিবার যা বেছে নেয়ার স্বাধীনতা একান্তই আমার!
রক্তের সম্পর্ক থাকুক না থাকুক,
আত্মার সম্পর্কে যে আত্মীয় সেই তো আমার বন্ধু।
ভালবাসার একটা বন্ধুও যেন হারিয়ে না যায়,
এমনটাই হোক এই বন্ধু দিবসের কামনা। ]
ভাল থাকুক সকল হৃদয়,
প্রতিটি দিন - প্রতিটি ক্ষণ।
সব্বাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা ও অনেক অনেক ভালবাসা। <3
ভালো লাগলো।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
সমগীতের এই গানটা শুইনেন...
ওদের আরেকটা গান বেশি ভালু পাই।
যদি সারা দিন ধরে
মেঘ করে করে
ফিরে চলে যায়,
তবে স্নান করে নেব
তোমার চোখের
আসন্ন বরষায়।
কি লুমান্টিক!
ভাল লাগল । সবাই ভাল থাকুক, সকল বন্ধুরা ভাল থাকুক ।
শুভকামনা!
আপনাকেও..
মিয়াভাই ব্লগে অনিয়মিত হয়ে পড়লেন ক্যান? অ্যাফেয়ার হৈল নাকি কারো সঙ্গে?
যা দিনকাল পর্ছে
আমি ভালা পুলা!
তাছাড়া, পিথিমিতে পেম বলে কিছু নাই!
সকলই সাময়িক ভ্রান্ত ধারমা!
বাসায় জুমের মেয়াদ শেষ।
অলো নেয়া হইছে কয়েকদিন আগে।
বাসার পিসিতে অলো ধরে না!
যে ল্যাপিতে অলো আসে,
সে বেড়াতে গেছে!
এই হৈল গঠনা!
আইচ্ছা,
ইখানে নাম চেঞ্জায় ক্যাম্নে?!
ভালো লাগলো।
আর প্রেম বালু না। শরমের ব্যাফার
হয়ো..
প্রেম ভালুবাসা স্বর্গ থেকে আসে
দেন নরকে লৈয়া যায়!
নরকে নিয়ে যায় না নরকের বাতাস ছড়িয়ে যায়!
পেম ফ্যান,
যেন নরকের হাওয়া।
আজই কিনুন,
অফেরতযোগ্য!
আপনার লেখা পইরা শান্তি পাইলাম.........
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, সব সময়।
দেরীতে হলেও শুভকামনা!
দেরি তে হলেও,

মন্তব্য করুন