স্বপ্ন, আমার পথচলা.. [এলোমেলো কাব্যকথন!]
যাক চুরি নয় স্বপ্ন কিছু..
নেই তো বাধা;
দেখতে কিছু স্বপন আবার,
চলার পথে..।
হতাশা; দুঃখ কিছু মিলবে,
এতো-
সবার জানা..
সময়ে;
সুখের ক্ষনে -
হৃদয়ে শান্তি এসে,
করবে জীবন স্বর্গসম..।
ক্ষতি কি?
রাখতে আশা, এমনতর..
চাওয়া এ নয়তো বেশি,
'এট্টুখানি'..।
'ভাল আছি' এমন ভেবে,
থাকলে 'ভাল'..
নীলাকাশ বুকের মাঝে;
নিজের করে,
মেললে ডানা..।
স্বপনে;
আশার ভেলায়,
দারুন সুখে ভাসতে..
জেনো,
নেইকো মানা..।
[ আমার খুব খুব খুব প্রিয় কিছু বন্ধু;
মীর ভাই, শান্ত ভাই, তানবীরা আপু, মায়াবতী আপু, প্রিয় আপু আর লাবনী আপুর জন্য!
আপনাদের সব্বাইরে একটু বেশি বেশি ভালু পাই, অনেক অনেক ভালুবাসা আপনাদের জন্য।
ভাল থাকেন, অনেক অনেক ভাল। সবসময়। প্রতিটি দিন, প্রতিটি ক্ষন। আনন্দম! ]
কবিতাটার সাথে মিশতে পারছিনা
তুমারে উপহার দেয় না বলে হিংসিত
আমি কবিতার ছন্দ তাল অতটা বুঝি না, হয়তো তাই।
আপনার কাছে খটকা লাগছে কোথায়?
শেষের প্যারায়?
এলোমেলো ভাবেই ভাল লাগলো!
অমূল্য উপহারে গলিত বিগলিত

ধইন্যা লন গো ভাই!
এলোমেলো কাব্যকথন!!!...

..?!
ওরে কান্ড!!!!!
অনেক ধইন্যা বাউন্ডুলে। আমি তো জানিই না আমার জন্য কবিতা অপেক্ষা করতিসে!!
ভালো আছি ভাইয়া, তুমিও অনেক অনেক ভালো থাকো।
দাদা , আমারে একটু মাঝেসাঝে ঈয়াদ কইরেন , ভালু পাই !
তোমারে তো আর দেখাই যায় না!
যথারীতি এলোমেলো

আর নিচের মৌমাছিগুলা কি বলতে চায় বুঝতে পারতেসি না। আপনে পাঠোদ্ধারের চেষ্টা করেন।
তোমারেও অনেক বেশি বেশি ভালু পাই, অনেক অনেক ভালুবাসা তোমার জন্য।
ভাল থাকো, অনেক অনেক ভাল। সবসময়। প্রতিটি দিন, প্রতিটি ক্ষন। আনন্দম!
তুমি আসো না কেন আজকাল?!
ভাল লাগলো এলোমেলো কাব্যকথন!
ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ভাল থাকুন।
মন্তব্য করুন