ইউজার লগইন

ভাল লাগছে; ভাল লাগছে, কেন তা বলতে পারি না..! :D

প্রায় ঘণ্টা খানেক হল গুনগুন করছি শ্রীকান্তের একটা গান।

' ভাল লাগছে; ভাল লাগছে, কেন তা বলতে পারি না'।

আজ রাতে এই মুহূর্তে এই লাইনটা দারুন ভাবে মানিয়ে গেছে আমার সাথে। নির্দিষ্ট কোন কারন নেই কিন্তু তবুও ছোট খাট সাইজের অনেকগুলি ভাল লাগায় মন ফুরফুরে হয়ে আছে। এমনিতে তো সব সময়ই মন খারাপ মন খারাপ করি, আজ মনে হল একটু ভাল লাগাও শেয়ার করা দরকার। তাই এই হাবিজাবি।

ইচ্ছে করতেছে, আমার প্রিয় যত মানুষ আছে আমার লাইফে - তাদের সবাইরে নিয়া লাফালাফি করি। শুধু শুধুই সব কিছুতেই বেশ মজা লাগতাছে! আজব ব্যাপার, সবসময় এমন ফিল করতে পারলে দুর্দান্ত হইত!

খেয়াল কইরা দেখলে বলা যায় আজকে সন্ধ্যার পর থিকা এই অবস্থা। অনেকক্ষণ ধইরা ইউটিউবে ব্রায়ান এডামস এর গান শুনলাম। তখনি বেশ স্ফূর্তি স্ফূর্তি লাগতেছিল। এর মধ্যে এক ফ্রেন্ড এর ফোন পাইলাম, কালকে নাকি জন্মদিনের বকেয়া গিফট দিতে আসব! এর পরে বাসার বাইরে গেলাম একটু, মালাই চা খাইলাম দুই পাড়াতো ভাই এর সাথে।আনন্দমেলা পুজাবার্ষিকী ১৪১৯ বার হইছে দেইখা বাচ্চাকালের অভ্রাসে কিন্যা নিয়া আসলাম, দেইখাই মন আরো ভাল হইয়া যাইতাছে! বাসায় ফিরা ডিনার করলাম এগারটায়।

ভাইয়ারে কইলাম, লও - চা খাইতে যাই!
এও দেখি, এক কথায় রাজি। এমনিতে অফিস থিকা আইসাই দেয় ঘুম।

যাই হোক, নিউ স্টারে গিয়া চা খাইয়া আসলাম। আমার ভাইরাস মনে হয় ভাইয়ারেও ধরছিল একটু একটু। দুইজনে মিল্যা সমানে ভুলভাল গান গাইতে গাইতে বাসায় ফিরলাম। প্রথমে ' ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে', তারপর হাবিবের স্বপ্নের চেয়েও মধুর' আর 'এলোমেলো মন' 'দিন গেল' ও চেষ্টা করতে গেছিলাম কিন্তু গলা ফাইসা যায়। ভাইয়া হাবিবের ফাওল একটা এ্যালবাম 'বলছি তোমাকে' নিয়া কি জান বলল, তখন হুট কইরা মনে পড়ল - এই ঈদেও অর ভাল একটা গান শুনছি- নাম 'অন্তহীন'

এই গানটা কেন জানি ওর আরেকটা অসাধারন গানের কথা মনে করাই দিল, 'একটু দাঁড়াবে কি, এখনি নামবে বৃষ্টি'

বাসায় ফিরা গাড়ি চালাইলাম অনেকক্ষণ! আমার 'নিন্টেনডো থ্রিডিএস'-এ 'নিড ফর স্পিড দ্য রান' খেলতাছিলাম আর কি! তার পরেই শুরু করলাম এই টাইপিং।

আইচ্ছা, বলতাছি যখন শুরু থিকাই বলি। আজকে খুব সকালে উঠছি, সেই ভোর ৭টায়। উইঠাই একটা গুড মর্নিং উইশ খাইলাম! সকাল সকাল সকাল ঘুম থিকা উঠলে দিনটারে অনেক বড় মনে হয়। যাই হোক, নাস্তা টা সেরাম ছিল - রুটি উইদ রসমালাই ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। পুরাই জরজিয়াস!!

তারপর আম্পায়ার ছোট মামার সাথে গেলাম মিরপুর, মামার ম্যাচ ছিল বিসিবি একাডেমী মাঠে। বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ এ। টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচ। এই প্রথম একদম মাঠে, প্লেয়ারদের কাছাকাছি বইসা কোন খেলা দেখলাম। সাকিবের সাথে ছবি তুলতে পারলে ভাল্লাগতো, সুযোগ পাইনাই। মাশরাফির জ্বর, তাই খেলেনাই। আসছে একটু পরে, কথা বলতে গেলাম। নিজেই হাত বাড়াইয়া দিছে হ্যান্ডশেক করতে, আমিতো পুরাই থান্ডার! বস্ আসলেই বস্!

সাকলাইনরে দেখলাম সাকিব, রাজ্জাক আর মাহমুদুল্লাহ রে দুসরা আর কি আরেকটা বল করা শিখাইতেছে। খেলার সময় সাকিব অনেক দুষ্টামি করে, ব্যাপক মজা পাইছি আজকে ওর কথাবার্তা শুইনা।

ফেরার পথে এক বড় ভাই কাম বন্ধুর সাথে ধানমণ্ডি গিয়া ফরমোসা খাইয়া আসলাম, ফ্র্যাপে মোচা! আওট অফ দিস ওয়ার্ল্ড!

বাসায় আইসাই দিছি ঘুম, বিকেলে উইঠা লাঞ্চ। তারপরের কথা তো আগেই কইলাম!

কয়দিন আগে ভাবছিলাম, ইদানিংকালের কয়েকটা ভাল লাগা গান নিয়া একটা কিছু লিখুম। টাইম আর মুড কিছুতেই ঠিকঠাক মিলাইতে পারি না।

চমৎকার একটা গান শুনলাম ওইদিন,
রূপঙ্কর আর অণ্বেষার গাওয়া 'মনে পড়ছে'

এই গানটা শুনেই মনে পরে গেল শ্রীকান্তের আরেকটা চমৎকার গান,
'কেউ বলছে, কিছু বলছে'। সাথে ভালই চলতে পারে নচিকেতার গাওয়া 'রাজশ্রী ৪' আর সোমলতার মিষ্টি গলায় রবীন্দ্রসঙ্গীত 'আয় তবে সহচরী'।

অনেক হইছে, এখন থামা দরকার! আম্মুরে ঘুম থিকা উঠাইতে হইব।
সেহরি করতে হইব! কালকে থিকা টানা ৬ দিন আবার রোযা, ইন শা আল্লাহ!

আর কি কমু। এখন ঘুম যান সবাই, গুন্নাইট!

যাইতে যাইতে শুনেন আমার সব চাইতে প্রিয় মন ভাল করা বিষাদছোঁয়া গান,
অর্ণবের গাওয়া রবীন্দ্রসঙ্গীত 'আনন্দধারা বহিছে ভুবনে'..।

ভাল থাকেন সবাই, অনেক ভাল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। আনন্দম! Big smile

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

ফাহমিদা's picture


আপনার ভালো লাগার লেখাটা পড়ে আমার ও ভালো লাগছে..
অনেকগুলো সুন্দর গানের লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

অনিমেষ রহমান's picture


Smile Smile Smile Smile
এটা পছন্দ করার মতো পোষ্ট।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্ক্যু.. Big smile

নিভৃত স্বপ্নচারী's picture


সুন্দর পোস্ট। শ্রীকান্তের এই গানটা আমারও ভাল লাগে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

প্রিয়'s picture


অনেকগুলা সুন্দর গান একসাথে দেয়ার জন্য থ্যাঙ্কস। Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile

প্রিয় প্রিয় আপু কেমন আছো?

আরাফাত শান্ত's picture


মিউজিক্যাল ব্লগ দিনলিপি। দুইটা গান খালি শুনি নাই। তবে পোষ্টের শিরোনামটা দারুন!

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মিউজিক্যাল ব্লগ দিনলিপি, ভাল বলছেন তো! Big smile

১১

তানবীরা's picture


ভাল ছেলের দিনপনজী আমাদেরও ভাল লাগছে Big smile

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile Big smile

১৩

জ্যোতি's picture


জোশ। অনেকগুলি গানের লিংক পাওয়া গেলো। মন এমনই ভালো থাকুক সবসময়।।ছোট্ট মানুষের ফুরফুরা আমেজ ব্লগের সবাইকেক ছুঁয়ে দিক।

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৫

জেবীন's picture


পোষ্টটা পছন্দ হইছে অনেক.।.। নিজের খুশিগুলা এমনি করেই শেয়ার করলেই মজা.।। Cool

পছন্দের কিছু গানের লিঙ্কের জন্যে ধইন্যা

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

১৭

রন's picture


আসলেই ভাল লাগার একটি লেখা! আপনার ভাল লাগার কথা গুলো শুনে আমার সকাল টাও ভাল হয়ে গেলো! এইভাবেই ভাল লাগার অনুভূতি গুলা লিখে যাবেন!

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। Smile

১৯

রাসেল আশরাফ's picture


লেখা গান সবই ভাল লেগেছে।

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


THNX

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!