তোমাকে..
একটা চিঠি লেখার কথা ছিল - তোমাকে..
কিছু প্রশ্ন ছিল..
ইচ্ছেভুলে হারিয়ে ফেলেছি..
কিছু কথা বলার ছিল - তোমাকে..
কিচ্ছুটি বলার জো হয়ে উঠে না।
কি ই বা বলবো -
'ভালোবাসি'?
হুহ! স্বপ্ন দেখার ঐ চোখ দুটো তো সেই ক'বেই হারিয়ে বসেছি..
বলতে পারো?
পথের শেষে কোন গন্তব্য নেই জেনেও কিভাবে পথ চলতে হয়?
শীতের সন্ধ্যায়,
অথবা বৃষ্টিতে ভিজে একদিন বিকালে -
নয় হারিয়েই যেতাম।
চোখের পাতায় জমা থেকে যেত এক টুকরো রোদ্দুর,
কি ই বা যায় আসতো তাতে?
আজকাল কেবল ঘড়ির কাটার টিক টকে পথ চলছি,
আর কিচ্ছুটি ভাবতে ইচ্ছে করে না..অস্থির লাগে।
আর কি বলবো..
তুমি ভালো থেকো, ভালোবাসা নিও।
আর কোন বইয়ের পাতা,
গানের লাইন কিংবা কবিতার খাতা -
একেকটা অসাবধান বাঁধনহারা মুহূর্তে আমায় মনে পড়িয়ে দিলে..
জেনো, তোমায় বলেছিলেম -
কিছু, না বলা কথা'য়..ভালোবাসি.. <3
কবিতা ভাল হইছে বিষণ্ণ। এভাবেই চলুক
বাউন্ডুলে ডাকলে আরো ভালো লাগে!
ওক্কে- বাউন্ডুলে।
বিষণ্ণ, চমৎকার কবিতা। প্রিয়তে নিলাম।
আমি যখন ক্লাশ এইটে, তখন ৬স্ঠ শ্রেণীর এক মেয়েকে ভালোবাসতাম। মেয়েটা ছিল তার বয়স পেরিয়ে একটু পাকা। কিছু বলেছি, তবে, ভালোবাসি বলতে পারিনি কোনদিন...। অনেক কষ্ট নিয়ে কবিতা লিখেছিলাম, যদিও এখন --(কি ই বা বলবো -'ভালোবাসি'?
হুহ! স্বপ্ন দেখার ঐ চোখ দুটো তো সেই ক'বেই হারিয়ে বসেছি..)
কবিতা এখানে পেষ্ট করলামঃ
না গদ্য না পদ্য
--শাশ্বত স্বপন
--তিন মাস পর কি যেন বলবে বলেছিলে?
আমি বলেছি, চোখ আর হৃদয়ের ভাষায়
সময়ের কানে কানে
তুমি হয়তো শোননি; হয়তো খেয়াল করনি
নিজের একুশ, সাহিত্যের বার
এই তেত্রিশ বছরে হৃদয়ের মন্দিরে
ধুলোর আস্তরন পড়ে
একেবারে মরুভূমি যেন!
কবিতা, তোমার কখনো মরতে ইচ্ছা করে?
--না!
আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে
ইচ্ছে করে এই বিষাক্ত পৃথিবীটাকে
ধ্বংস করে দেই।
--কিন্ত কেন?
কি বলব তোমাকে, জানি না?
না, বলব-
এই পৃথিবী কাছে, এই জীবনের কাছে,
সময়ের কাছে, আমার কোন প্রয়োজন নেই।
আমার জীবনে কোন পদ্য নেই, ছিলও না
আছে বিষাক্ত হৃদয়ে, বিষাক্ত গদ্য ।
আমাকে এক মুঠো ‘সুন্দর’ দেবে?
তোমাকে সুন্দর একটি ছায়াপথ দেব।
--দরকার নেই। তুমি কি বলতে চেয়েছিল?
কি বলতে চেয়েছি?
মনে নেই, মনে নেই এই কারণে যে,
পাছে এই আশাহত হৃদয়
সবচেয়ে সুন্দর অথবা অসুন্দর
সত্য কথা বলে উঠে।
অনেক অনেক ধন্যবাদ।
আপনার কবিতাটাও অনেক ভাল, আলাদা পোস্ট ই দিতে পারতেন।
নিদেনপক্ষে নিজের পাতায় আলাদা একটা পোস্ট হিসেবে রেখে দিতে পারেন।
ভাল থাকুন। অনেক ভাল। সবসময়।
খাসা হয়েছে বড় ভাই!
ভাই যদি মশকরা করেন তাইলে কই যামু!
অসাধারণ কবিতা ভাই। এত চমৎকার প্রকাশভঙ্গি যে শুরু থেকে শেষ পযর্ন্ত মুগ্ধ হয়ে না পড়ে উপায় ছিলো না। প্রিয়তে নিলাম।
আপনার কমেন্টটা যখনই চোখে পড়বে মন ভাল হয়ে যেতে বাধ্য!
অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য।
আপনি কিন্তু অনেকদিন হল কিছু লিখছেন না।
ভাল আছেন তো?
৩টা মৌমাছি পা ক্রস করে, ২টা করে না। ৫টার কোনোটাই কখনো জায়গা ছেড়ে ওঠে না। খুবই সুন্দর একটা ইমো। আমি অনেক ভালো আছি ভাই। আপনি কেমন?
সামনে এক্সাম তাই কিঞ্চিৎ টেনশিত, এটা না ধরলে ভালই আছি!
সামনে এক্সাম তবুও মাঝে মাঝেই উঁকি দিয়ে দেখে যাই কেউ নতুন কিছু লিখল কি না, আমার বলার মত কিছু থাকলে বলে যাই।
তা আপনার কি হল? আজকাল খুব একটা আসেনই না? লেখাও নাই যে?
বাহ্.....
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাই এর ব্যাস্ততা কমছে?
ভাল আছেন তো?
চমৎকার! অপূর্ব! অসাধারণ!
মন্তব্য করুন