হাওয়া লেগে ভেঙে গেল ভোর..
এক্সাম চলছে, আদ্দেকও শেষ হয়নি এখনও।
আপাতত হাবিজাবি আর কিছু লেখার ইচ্ছা ছিল না খুব একটা,
তবুও আসতেই হল।
এমনিতেই এক্সাম টেক্সামের টাইমে মন মেজাজ খারাপ থাকে,
[গাধা টাইপ ইস্টুডেন্ট, এক্সাম খারাপ হবে আগেই জানি তাই মনে হয়!]
সবার সাথে শুধুশুধুই অভিমান হয় – গলার রগ ফুলিয়ে ঝগড়া করতে ইচ্ছা হয়!
তার উপর এই ছাতার পরীক্ষার যন্ত্রনায় আমাদের পিকনিকটায় পর্যন্ত যাওয়া হল না, এইডা কিছু হইল!
কালকে রাতেই শান্ত ভাই এর পিকনিক পোস্ট দেখছি, এখন আবার জেবীনা’পু।
ব্লগ পইড়া আর সব ফটুক দেইখা হিংসিত হওয়াটাই স্বাভাবিক,
আমার হইছে আজিব সমস্যা – পড়ি/দেখি আর মন আরও খারাপ হয়!
শান্ত ভাই ভাল আছে, একবার আমার কথা মনে করছে! আর সবাই পাষাণ!
কত্ত বড় সাহস সবার, আমারে ফালাইয়া সবাই একলা একলা চা খায় আবার তা লইয়া ব্লগ লেইখা দুনিয়া ভইরা ফালাইছে! কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর!
যাই হোক, কি আর করার!
প্রিয় কিছু মানুষ ভাল কিছু সময় কাটাইতে পারছে একসাথে - দেখতে খারাপ লাগতাছে না! আল্লাহ চাহে তো, নেক্সট টাইম আমারও দিন আসব নে!
কয়েক দিন আগে চমৎকার একটা কার্টুন মুভি দেখছিলাম সান্টা ক্লসের ছেলে কে নিয়া, 'আর্থার ক্রিসমাস' । আজকে আরেকটা চমৎকার কার্টুন মুভি দেখলাম, দুনিয়ার সব মানুষ-ভয়-পাওয়া মনস্টারদের নিয়ে দুর্দান্তিস মজারু 'হোটেল ট্রানসিলভ্যানিয়া' ।
বাসার সবাইকে নিয়ে মজা করে দেখার মত দুইটা মাস্ট ওয়াচ কার্টুন!
ও - বলতে ভুইলা গেছিলাম! যে কারনে এই রাতদুপুরের ব্লগরব্লগর!
বেশ কয়েকদিনের পর নতুন আরেকটা গানের লুপে আটকায় গেছি,
আজকে রাতেই পাইলাম - শোনার পর থিকাই আর সবাইরে ডাইকা ডাইকা শুনাইতে মন চাইতাছে! 'এই যে নেন, শুনেন'!
হাওয়া লেগে ভেঙে গেল ভোর
ফিকে হল কুয়াশা চাঁদর
ক্লান্ত রাতের পরে
পথে পথে ঘরে ঘরে
চুপিসারে জেগেছে শহর।কখন হিমের দানা থেমেছে ঘাসে
সময়ে নিজের ডানা শুকোতে আসেই
ভেজা ভেজা রোদ লেগে
মুছে যায় পুরনো খবর।ধুলোয় ধোয়া আছে সেঁকে নেওয়া দিন
অভাবে সবাই বাঁচে স্বভাবে রঙ্গিন
সেই এক রাস্তায়
রোজ রোজ নতুন সফর।।
ভাল থাকেন সবাই। অনেক ভাল, সব সময়।
প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। হ্যাপি ব্লগিং!
তুমারে মিসাইছি অনেক।
গান্টা শুনি নাই আগে জোস কিন্তু
সাবধানে থাকো মন দিয়ে পড়ো
ঠিকাসে!
কইছিলাম, পরীক্ষা তো আজীবন দিতে পারবা, পরীক্ষা হইছে তো কি হইছে, চলো যাই পিকনিকে । শুনলা না।
এমনিতেই ৩ বছরের কোর্স শেষ হইতে লাগে ৫ বছর,
এটারে আর বাড়তে দেওয়া কি ঠিক হইত?
আহা! গানটা শুনে মনটা ভরে গেল।
আফসুস নিও না বাউণ্ডুলে, তোমার দলে অনেকেই আছে।
থ্যাঙ্কুস, শাপ্লা'পু।
তোমাকে মিস করেছি কিন্তু পোলাপাইনের পরীক্ষা আগে তো। পরীক্ষা দাও ভালোভাবে, পিকনিক নেক্সট টাইম যাবা অবশ্যই।
হ..সেটাই। ইন শা আল্লাহ, নেক্সট টাইম।
আফসোস লাগছে আমারও।
গানটা চমৎকার! কালেকশনে রাখলাম।
আহা!! গানটা তো সুন্দর!!
পরীক্ষা কেমন হচ্ছে?
আর পরীক্ষা! চলছে গাড়ি যাত্রাবাড়ী আর কি!
কইছিলাম, পরীক্ষা তো আজীবন দিতে পারবা, পরীক্ষা হইছে তো কি হইছে, চলো যাই পিকনিকে । শুনলা না।
মন্তব্য করুন