বিষাদনগর ইস্টিশনে..[এলোমেলো কাব্যকথন!]
ঘুম ঘুম দিন,
আর অস্থিরতায়;
জমতে থাকে অন্ধকার।
তবুও,
কিছুই যায় আসে না তাতে।
নীলচে পর্দার গায়
কড়া নেড়ে যায়
বৃষ্টিবাতাস।
এটাসেটা কথকতায়
সুদিনের হাওয়া
ভালোবাসার বিশ্বাস।
সবার সবকিছু থেকে
আমার আমির কথা ভেবে
একটু একা হবার শখ।
ভাবতেই,
নিজের কাছেও বুঝি হয়ে যাওয়া; তাই।
যতটা হওয়ার নয়,
ঠিক ততটাই;
এভাবেই।
অন্ধকারের আলো জ্বেলে নিভিয়ে দিলেই ভোর,
তবুও আলোয় মিশে লীন;
হাজার পথের আঁধার।
কিছু রাত্তিরে -
খুব ভাংচুর করতে চাওয়া ইচ্ছেগুলো খুঁজে বেড়ায়
কিছু বৃত্ত; কিছু দেওয়াল,
অথবা খোদ নিজেকেই।
তাই -
পথ পেয়েও বুঝি হারায়,
আলোক ঝিলের জোনাকী।
উত্তর নিয়ে বসে থাকা ক্লান্ত সময়ে,
ঠিকঠাক প্রশ্নটাই জানা হয় না কেবল।
নিশ্বাসের চেনা অচেনা পথচলা,
ভালোলাগা মুহূর্তজুড়ে;
শ্যাওলা জমে ম্লান।
অবিশ্বাস -
ঠোট টিপে হেসে জানায়,
বুকপকেটের ঘড়িখানা
ক্লান্ত হয় না কখনো;
কোন কিছুতেই
কোন কারনেই।
থাক -
নাই বা হলো আমার
আঁক কষবার বাজনা,
আমার আমি থাকাই ভালো।
পৃথিবীর রঙ্গমঞ্চে,
কেবলই অঙ্ক গুনে পথ চলা।
হাটুকাপা নিয়েই চলে,
নিত্য সুখের অভিনয়।
আর একেকটা হাউজফুল দিনের শেষে,
কেবলই ঘুরে ফিরে মনে হয় -
প্রত্যেকটা আনমনা খাতার পাতায়;
যতশত ভুল বানানের গান,
অমলিন।
আজ কাল আর পরশুর;
একাবোকা পথচলা শেষে,
একদিন আসবেই -
নীলমেঘ প্রিয় রেলগাড়ি।
ততদিন পথ চেয়ে;
অনাগত দিনের অবাক চাহণী তে ,
লোনাজল কথকতায়
নিরর্থক বায়না বুনে -
জমা থাকুক ভালোবাসা,
সুদুরের স্বপনছোঁয়া;
বিষাদনগর ইস্টিশনে।।
প্রথম পাতায় নাই কেন?
দিতে ইচ্ছে হয় নি তখন, তাই।
কয়জন এমনিতেই পড়ে,
তা দেখার ইচ্ছা থেকেই হয়তো।
প্রথম পাতায় দেওনাই কেনে?
এইসব লেখাগুলির ৭০/৮০ ভাগ অংশ প্রথম পাতায় এসে বসে থাকে,
দেখতে নিজের কাছেই খারাপ লাগে।
এমন কিছু এখনও লিখতে পারি না যে,
প্রথম পাতার এতটা জায়গা দখল করে বসে থাকবো!
এ অংশটা ভাবালো।
এরকম ভাবানোর জন্যই তো ভাবনাদের আর সবার সাথে একটু আধটু শেয়ার করার দুঃসাহস।
উত্তর নিয়ে বসে থাকা ক্লান্ত সময়ে,
ঠিকঠাক প্রশ্নটাই জানা হয় না কেবল।--------- ভাল লাগল কথাটা। বিবা বা বর্ণ সেদিন চলে আসার পর মনে হয়েছে বলে আসা হয়নি। সরি ছোট্ট ভাই।
ব্যাপার না,
আরেকদিন দেখা হলে ট্রিট দিয়া দিয়েন!
তাইলেই হপে!
সুন্দর।
থ্যান্কু!
থ্যান্কু!
সুন্দর।
থ্যাঙ্কুস!
অনেকদিন তো বিশ্রাম হলো।
নতুন একটা লেখা দেন না আপু..
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
এটা লেখার সময় কি লোডশেডিং চলছিলো?
মনে মনে হয়তো চলছিলো..!
মন্তব্য করুন