ইউজার লগইন

বিষাদনগর ইস্টিশনে..[এলোমেলো কাব্যকথন!]

ঘুম ঘুম দিন,
আর অস্থিরতায়;
জমতে থাকে অন্ধকার।
তবুও,
কিছুই যায় আসে না তাতে।

নীলচে পর্দার গায়
কড়া নেড়ে যায়
বৃষ্টিবাতাস।
এটাসেটা কথকতায়
সুদিনের হাওয়া
ভালোবাসার বিশ্বাস।

সবার সবকিছু থেকে
আমার আমির কথা ভেবে
একটু একা হবার শখ।

ভাবতেই,
নিজের কাছেও বুঝি হয়ে যাওয়া; তাই।
যতটা হওয়ার নয়,
ঠিক ততটাই;
এভাবেই।

অন্ধকারের আলো জ্বেলে নিভিয়ে দিলেই ভোর,
তবুও আলোয় মিশে লীন;
হাজার পথের আঁধার।

কিছু রাত্তিরে -
খুব ভাংচুর করতে চাওয়া ইচ্ছেগুলো খুঁজে বেড়ায়
কিছু বৃত্ত; কিছু দেওয়াল,
অথবা খোদ নিজেকেই।

তাই -
পথ পেয়েও বুঝি হারায়,
আলোক ঝিলের জোনাকী।

উত্তর নিয়ে বসে থাকা ক্লান্ত সময়ে,
ঠিকঠাক প্রশ্নটাই জানা হয় না কেবল।

নিশ্বাসের চেনা অচেনা পথচলা,
ভালোলাগা মুহূর্তজুড়ে;
শ্যাওলা জমে ম্লান।
অবিশ্বাস -
ঠোট টিপে হেসে জানায়,
বুকপকেটের ঘড়িখানা
ক্লান্ত হয় না কখনো;
কোন কিছুতেই
কোন কারনেই।

থাক -
নাই বা হলো আমার
আঁক কষবার বাজনা,
আমার আমি থাকাই ভালো।

পৃথিবীর রঙ্গমঞ্চে,
কেবলই অঙ্ক গুনে পথ চলা।
হাটুকাপা নিয়েই চলে,
নিত্য সুখের অভিনয়।
আর একেকটা হাউজফুল দিনের শেষে,
কেবলই ঘুরে ফিরে মনে হয় -
প্রত্যেকটা আনমনা খাতার পাতায়;
যতশত ভুল বানানের গান,
অমলিন।

আজ কাল আর পরশুর;
একাবোকা পথচলা শেষে,
একদিন আসবেই -
নীলমেঘ প্রিয় রেলগাড়ি।

ততদিন পথ চেয়ে;
অনাগত দিনের অবাক চাহণী তে ,
লোনাজল কথকতায়
নিরর্থক বায়না বুনে -

জমা থাকুক ভালোবাসা,
সুদুরের স্বপনছোঁয়া;
বিষাদনগর ইস্টিশনে।।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


প্রথম পাতায় নাই কেন?

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দিতে ইচ্ছে হয় নি তখন, তাই।
কয়জন এমনিতেই পড়ে,
তা দেখার ইচ্ছা থেকেই হয়তো।

রায়েহাত শুভ's picture


প্রথম পাতায় দেওনাই কেনে? Stare

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এইসব লেখাগুলির ৭০/৮০ ভাগ অংশ প্রথম পাতায় এসে বসে থাকে,
দেখতে নিজের কাছেই খারাপ লাগে।
এমন কিছু এখনও লিখতে পারি না যে,
প্রথম পাতার এতটা জায়গা দখল করে বসে থাকবো!

মীর's picture


সবার সবকিছু থেকে
আমার আমির কথা ভেবে
একটু একা হবার শখ।

এ অংশটা ভাবালো।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এরকম ভাবানোর জন্যই তো ভাবনাদের আর সবার সাথে একটু আধটু শেয়ার করার দুঃসাহস। Smile

সামছা আকিদা জাহান's picture


উত্তর নিয়ে বসে থাকা ক্লান্ত সময়ে,
ঠিকঠাক প্রশ্নটাই জানা হয় না কেবল।--------- ভাল লাগল কথাটা। বিবা বা বর্ণ সেদিন চলে আসার পর মনে হয়েছে বলে আসা হয়নি। সরি ছোট্ট ভাই।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ব্যাপার না,
আরেকদিন দেখা হলে ট্রিট দিয়া দিয়েন!
তাইলেই হপে! Tongue

নিভৃত স্বপ্নচারী's picture


সুন্দর।

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্কু!

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্কু!

১২

তানবীরা's picture


সুন্দর।

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্কুস! Smile

অনেকদিন তো বিশ্রাম হলো।
নতুন একটা লেখা দেন না আপু..

১৪

টোকাই's picture


জমা থাকুক ভালোবাসা,
সুদুরের স্বপনছোঁয়া;
বিষাদনগর ইস্টিশনে।।

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। Smile

১৬

দূরতম গর্জন's picture


এটা লেখার সময় কি লোডশেডিং চলছিলো?

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মনে মনে হয়তো চলছিলো..! Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!