ফেসবুকাব্য কথকতা!
#
হুট বাতাসের,
তুলোট মেঘের দিন -
অমলিন..
#
আউলা হাওয়ার,
বাউলা মনের দিন -
অমলিন..
#
একটা সকাল,
রবির সুরে;
উতল হাওয়ার ডাক।
একটা সকাল,
পিচ্চিবেলার;
দুষ্টু চাওয়ার ঝাঁক।
একটা সকাল,
দুপুর ফাঁকি;
মিষ্টি হাসির তাক।
একটা সকাল,
হঠাত্ বিকেল;
কত্ত কথার বাঁক।
একটা সকাল,
সাঁঝের আলো।
অন্ধকারেও,
বাসবো ভালো।
একটা সকাল,
বিষাদ ঝেড়ে;
সুখ কুড়ানোর হাঁক।
একটা সকাল,
আবোল তাবোল।
নিমিষ চুপেও,
হোক কোলাহোল।
একটা সকাল,
রাত পেরিয়েও;
একটা সকাল থাক।।
#
ভরদুপুরের তপ্ত দহনকালেও
মনের আকাশে মেঘ করে যায়..
#
একটা সকাল,
দুপুর হয়ে -
শুয়ে বসে,
একটু হেসে..
মেঘের সাথে;
মেঘের খেলায়,
আকাশনীলায়-
একটু ভেসে..
হুট বাতাসে;
আলোক ছায়ায়,
আলসেমি তে..
বিকেল ছুঁতেই -
তৃপ্ত সুখে,
হর্ষ মেখে..
রিম ঝিম ঝিম
মনের গানে,
ঘুম ঘুম ঘুম
সময় উধাও..
প্রানের পরে,
হঠাত্ এসে ;
বৃষ্টি দিল চুম..
#
কাঁচের দেওয়াল টাইপ বিশ্বাস নিয়া আর যাই হোক, ভালোবাসা যায় না..
#
চায়ের কাপে বিষাদলোকের ছায়া,
হুট ডেকে যায় অচিনপুরের মায়া -
বিষাদ মাখে কফির মগে সুর,
গানের রেশে হারিয়ে যাওয়ার দুর..
#
রাত্তিরেতে,
হঠাত্ গালে;
টুকরো মেঘের চুম -
আর ক'ফোঁটা বিষ্টি ছুঁতেই;
কফির কাপে ঝড়ের খবর,
উধাও মনের ঘুম..
#
ছোট্ট বারান্দা আজ ভেসে গেছে অন্য কোথাও,
সন্ধ্যার অন্ধকারে আজ অন্য আলোর ছোয়া..
চেনা অচেনা সুরে-গানে মন ভেজানোর আয়োজনে -
হঠাত্ খেয়ালে দেখি,
আমার সুপ্রিয় মুভিঘর জুড়ে;
কফিতে বৃষ্টির ঘ্রাণ!
আপনি এক আয়েষী মানুষ!
হাঃ হাঃ
ভালো বলছেন!
এইটা কি টাইপ বিশ্বাস!!!
এখন ফেসবুকের নিউজফীড ঘুরি না যাক তোমার কারণে কয়েকটা মিষটি লেখা এখানে পড়া হয়ে গেল।
এই টাইপের বিশ্বাসই আজকাল বেশি চলে,
একটু লাগলেই ভাঙ্গা ভাঙ্গা অবস্থা আর কি!
এফবি'র অনেক লেখা হারিয়ে যায়,
এজন্যই এখানেও রেখে দিলাম।
কবিতাগুলি তো বেশ ছিল
কিন্তু হঠাত করে কি হলো
চা এ বিষাদ মিশে গেল
কফির মগ দু:খ দিল।
চমতকার চমতকার। ু
একেকটা লেখা একেক সময়ের অনুভূতি থেকে লেখা। সাজানোটা ভালো হয়নি বলে হয়তো একটু খাপছাড়া লেগেছে।
পড়া ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
দারুণ মিষ্টি সবগুলাই
থ্যাঙ্কুস!
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেশ লাগলো, গান বানাতে পারেন
জেনে ভালো লাগলো অনেক।
ভালো থাকুন।
মন্তব্য করুন