এমন বৃষ্টি দিনে.. [এলোমেলো কাব্যকথন!]
এমন বৃষ্টি দিনে,
কি এমন ক্ষতি হতো?
আমি যদি তোমার হতেম,
আর;
সেই তুমি-ই আমার হতে?
কি এমন ক্ষতি হতো?
মিছিমিছি ভালোবাসায়,
আলতো হেসে;
হুট হারালে -
আমার তোমার অচিনপুরে।
কি এমন ক্ষতি হতো,
ছন্নছাড়া কথকতায়?
হঠাত্ হোঁচট,
চেনা অচেনা চাহনিতে;
বুকের ভেতর সুদুর দুরে।
দিনের শেষের চাওয়ায় পথে,
আমি নয় রয়েই যেতাম -
আরও এক বৃষ্টি দিনের অপেক্ষাতে;
আকাশ ছোঁয়া মেঘ দুয়ারে।
এমন বৃষ্টি দিনে,
কি এমন হতো ক্ষতি;
আমি যদি হতেম দুরের মেঘ?
নয় -
বৃষ্টি হয়েই হারিয়ে যেতেম,
তোমায় ছুঁয়ে।
এমন বৃষ্টি দিনে..
এমন বৃষ্টি দিনে,
কি এমন হতো ক্ষতি;
আমি যদি হতেম দুরের মেঘ?
নয় -
বৃষ্টি হয়েই হারিয়ে যেতেম,
তোমায় ছুঁয়ে।
আহা, বেশ হয়েছে!
থ্যাঙ্কুস.. ^_^
শুনেছি ঢাকায় বড় বড় ফোটায় বৃষ্টি ঝরেছে
ভেবেছি তুমি চোখ বন্ধ করে মুখ ভিজিয়েছিলে
তোমার হাসিতে ঝরেছিলো পুরোনো সেই কিন্নরী সুর
কতদিন তোমাকে নুপুর পায়ে হাটতে দেখি না
কতদিন ঢাকার বৃষ্টিতে আর ভিজতে পারি না!
নষ্টালজিক।
আহা..
কিছু ক্ষতি হতো না, সামনে আরো বৃষ্টি হবে

ওয়েল সেইড..!
কবি, আপনার বিবাহের সময় হয়েছে
ইয় মাবুদ ইলাহি!কি কয় না কয়!
এলোমেলো কাব্যকথন! কিনা তা বলতে পারব না তবে মনে একটা দোলা দিয়ে গেল।
অচিনপুরের দূর অজানায় চলে গিয়েছিলাম কবিতা পড়ে। কষ্ট লাগল কারন তাহার কথা মনে পড়ে গেছে্্্্্্্্্্্
চমত্কার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ..
মন্তব্য করুন