জোছনা রোদে, বৃষ্টি ভিজে; বিষাদকথন - গানে..
সময় ভালো যাচ্ছে না, অসময়ের ছোঁয়াচে আলোয়। অথবা বলা চলে ভরদুপুরের মিষ্টি হিমেল হাওয়াতেও, এলোমেলো অচেনা ছায়ায়।
বেখেয়ালে প্রাণে বাজে মন কেমনের সুর,
না পাওয়া আর পেয়ে হারানোর কথকতা।
অভিমান লাগে খুব, নেশার মতন।
মনের জানলা জুড়ে সমুদ্দুরের উদাস হাওয়ার বাক্স খুলে বসে অরিজিত্ আর কৌশিকী।
"কিছু কিছু কথা
বসে আছে ভিজে,
মিছি মিছি ব্যাথা
হয় নিজে নিজে।
ঝরে যাওয়া পাতা
জুড়ে বসে ডালে,
মেঘে মেঘে কথা
শোনে সে আড়ালে।
আকাশ যখন গাইবে বলে
বাদলেরই গান,
বাতাস তখন বইতে গিয়েও
দেখায় অভিমান..অভিমান।
আকাশ যখন ফিরতি পথে
মন খারাপের সুর,
বাতাস তখন নিরব চিঠি
পাঠায় বহুদুর..বহুদুর।
কিছু কিছু ধুলো
জমে আছে কাঁচে,
ডাকনাম গুলো
ভীষণই ছোঁয়াচে।
মরে যাওয়া জমি
ভিজে গেলে জলে,
চারাগাছ গুলো
কত কি যে বলে।
তোমার
এমনি আসা এমনি যাওয়া,
এমনি হাজার ছল;
সাজিয়েছো যেনো -
তোমার
এমনি খেলা খেয়াল খুশি,
করছে কোলাহল;
থামেনি এখনো।
চুপি চুপি -
দেয়াল জুড়ে,
আঁকছি কতো;
মন কেমনের খাতা।
চুপি চুপি -
জানতে গেলাম,
নিরুদ্দেশে;
মায়ার চাদর পাতা।
কিছু কিছু কথা
বসে আছে ভিজে,
মিছি মিছি ব্যাথা
হয় নিজে নিজে।
ঝরে যাওয়া পাতা
জুড়ে বসে ডালে,
মেঘে মেঘে কথা
শোনে সে আড়ালে।
আকাশ যখন গাইবে বলে
বাদলেরই গান,
বাতাস তখন বইতে গিয়েও
দেখায় অভিমান..অভিমান।
আকাশ যখন ফিরতি পথে
মন খারাপের সুর,
বাতাস তখন নিরব চিঠি
পাঠায় বহুদুর..বহুদুর।"
অনেকগুলো জীবনের টুকরো ধাঁধার সংকলন হয়ে আনমনে আকাশ মাপে একেকটা পথচলা,
ছোটগল্পের মত অনিঃশেষ।
তবুও পাতা উল্টালেই..
আলতো হাসি, ছোট্ট কিছু ভালোলাগা ক্ষন। বুক ভরে যায় অবাক আলোয়। এইটুকুই বা কম কি, হাসায় - বাচায়; ভালোবাসায়।
মায়ার জীবন আর জোনাকীর গল্প শোনাতে ফিরে আসে অরিজত্।
"ও..মায়ার জীবন বন্ধু -
বুঝবি কি তার ছল চাতুরী,
কাদায় বা কখনও হাসায়..
হাতের মুঠোয় কঠিন সাতার -
সাহস পেলেই নাগাল পাবি,
পায়ের নিচে মাটির চোখ বার -
বুকের পাজর মনের চাবি।
বয়ে চলা নদী কোন,
ভরসা দিয়ে নেই কোন;
থামেনি দৌড় এখনও -
থামেনি দৌড় এখনও।
জোনাকি,
এখনও তো জ্বলতে বাকি।
জোনাকি..জোনাকি,
এখনও তো জ্বলতে বাকি।
ও..অকুল দরিয়ার মাঝি -
কি করে তুই দিবি পাড়ি,
মন দোলে জোয়ার ভাটায়..
আ..অকূল দরিয়ার মাঝি -
কি করে তুই দিবি পাড়ি,
মন দোলে জোয়ার ভাটায়..
বুকের আগুনেতে,
লুকিয়ে লুকিয়ে;
এখনও আগুন পোহাস -
ফুরিয়ে যেতে যেতে,
তুই আবার কেন;
আবারও ফিরে ফিরে চাস।
কিছুটা ঘরকুনো,
ভেতরে ইচ্ছেরা;
গুমড়ে মরছে হাজার।
সূর্য উঠে গেলে,
সে কথা কানে কানে;
মনের ঘুম কে জানাস।
ও..মায়ার জীবন বন্ধু -
বুঝবি কি তার ছল চাতুরী,
কাদায় বা কখনও হাসায়..
হাতের মুঠোয় কঠিন সাতার -
সাহস পেলেই নাগাল পাবি,
পায়ের নিচে মাটির চোখ বার -
বুকের পাজর মনের চাবি।
বয়ে চলা নদী কোন,
ভরসা দিয়ে নেই কোন;
থামেনি দৌড় এখনও -
থামেনি দৌড় এখনও।
জোনাকি,
এখনও তো জ্বলতে বাকি।
জোনাকি..জোনাকি,
এখনও তো জ্বলতে বাকি।"
রঙ হারানো একেকটা পথ বড্ড বেশী দীর্ঘতর মনে হয় মাঝে মাঝে।
আবারও কিছু স্মৃতি ফিরে আসে, কুয়াশা চেরা লাইটহাউজের সংকেত হয়ে।
ভালোলাগায় মন ভিজে আসে। মনের আগল খোলা ছোট্ট চিরকুট ছুটে চলে শেষ ইষ্টিশন পানে -
এখনও হাত ছেড়ে না দেওয়া যত প্রিয়মুখ, ভালো থাকুক। চোখের তারার চিলতে রোদে, বৃষ্টি ভেজা ভালোবাসায়। ভালোই লাগে ভাবতে, মন ভালো হয়ে যায়।
[ মনের ইচ্ছেঘুড়ি আকাশ ছুঁতে চাইলে শুনে নিতে পারেন গানদুটা, এক আধবার। অথবা, সম্ভবত অসংখ্যবার।
এই যে ঠিকানা -
www.tollyfun.com/site_lorai-2015-bengali-movie-mp3-download.xhtml
হ্যাপি ব্লগিং। সবার মঙ্গল হোক। আনন্দম।। ]
সুন্দর গান!
এখনও হাত ছেড়ে না দেওয়া যত প্রিয়মুখ, ভালো থাকুক সেই মানুষগুলি
সাথে সাথে আপনি আমি ও সবাই
কাছের দুরের হাত ধরে রাখা
মানুষগুলার ভালো থাকাই তো
আমাদেরও ভালো থাকা..
কিছু কিছু কথা
আছে যার মানে
বুঝিনি এখনো
তবু সন্ধানে
...
লেখাটা দেখে গানটার কথা মনে পড়ে গেল
https://www.youtube.com/watch?v=faDNB-F37lo
সুমন তো লিজেন্ড..
আবারো ফাঁকিবাজি পুষ্ট .।.।। নিজের গান কবিতা দাও
জানতাম, আবার এই কথা শুনতে হবে।
খুব বেশি ভালো লাগা কোন গান শুনতে পেলে, শেয়ার না করলে ভালো লাগে না..
সময় ভালো যাচ্ছে না কেনু? গানডা ভালা আছে ।
কি জানি কেনু!
কি জানি কেনু! এখনো জানার সময় অয় নাই মনে লয়..
চুপি চুপি -
দেয়াল জুড়ে,
আঁকছি কতো;
মন কেমনের খাতা।
চুপি চুপি -
জানতে গেলাম,
নিরুদ্দেশে;
মায়ার চাদর পাতা।
মন কেমন করা যত কথা..
মন্তব্য করুন