বাংলাদেশ টিমের পরাজিত হইবার সম্ভাব্য কারণসমূহ
১। স্বাগতিক দেশ হিসাবে অতিথি দেশকে প্রিভিলেজ দেওয়া হয়েছে।
২। এইটা আসলে ম্যাচ ফিক্সিং ছিল। বাংলাদেশ দল ঘুষ খেয়ে ইচ্ছা করে হেরেছে।
৩। খেলার মাঠটা আসলে বাঁকা ছিল।
৫। আয়ারল্যান্ড বিশ্বকাপে দ্রুততম সময়ে সেঞ্চুরী করার প্রতিশোধ হিসাবে আমরা দ্রুততম সময়ে সবচেয়ে কম রানের রেকর্ড গড়লাম।
৬। এটা আসলে ওয়েষ্ট ইন্ডিজের কাউকে সেঞ্চুরী করতে না দেয়ার একটা সুক্ষ পরিকল্পনা ছিল।
৭। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা দুপুরে বিটিভির বাংলা সিনেমা মিস করতে চাননি।
৮। বাংলাদেশের উপর ডাক্তার ইউনুসের অভিশাপ লেগেছে।
৯। আশরাফুলের উপর সহানুভূতিশীল হয়ে সকলে খারাপ খেলছে।
১০। গ্রামীণ ফোনের ধর্মনিরপেক্ষ বিজ্ঞাপনই বাংলাদেশ ক্রিকেট দলের পতনের কারণ, যতবারই এই বিজ্ঞাপন দেখানো হয় ততবারই একটি উইকেট এর পতন হয়। নিরপেক্ষতার সীমা থাকা দরকার, তাওহীদ আর শিরক কখনো এক হতে পারে না।
১১। বাংলাদেশ ক্রিকেট দল একযোগে বহুমুত্র রোগে আক্রান্ত। ব্যাট হাতে নিলেই বেগ এসে যায়।
১২। ক্রিকেট দলের কেউ জুম্মার নামাজ আদায় করে নাই তাই এই হাল।
১৩। বিরোধী দলের ষড়যন্ত্র এটা।
আরও কারণ জানা গেলে পরে এডাইবো।
জিতলেই ফ্ল্যাট পাইতে পাইতে দলের খেলোয়াড়রা এখন মেইনেটেন্যান্স কস্টের চিপায় আছে, তারা জিতা গিয়া আর ফ্ল্যাট পাইতে চায় না।
বাংলাদেশ যেহেতু পাকিস্তানের ভ্রাতৃসম দেশ তাই তারা অগ্রজের মতোন ৬০ রানের নীচে আউট হওয়ার সংগ্রামে নামছিলো,,,
জাঝাকাল্লাহ
৫৮ রানে অল আউট হওয়ায় দুপুরের ভাতঘুমটা আরামসে দিতে পেরেছি। এখন তাই ফুরফুরে মেজাজে আছি। তাই বাংলাদেশ দলকে অন্তত আমি ধন্যবাদ জানাই।
কারো সর্বনাশ হলে তো কারো কারো পৌষ মাস হবারই কথা।
আমরা তো পরাজিত এমনি এমনি হই
কথা সত্য
এর জন্য দায়ী আমার বউ।
বিস্তারিত আমার পোস্টে
৮ নম্বরটা হতে পারে
কারণগুলা তো গুরুত্বপূর্ণ। খামাখাই আমরা এদের দোষ দেই।
মানুরে ঝাঝা।
ওপরের কোনোটাই হয় নাই। বিদ্ু্যত সমস্য নিরসনে ফ্লাডলাইট না জালানোর লাইগা ম্যাচ তাড়াতাড়ি শ্যাস করসে।
জিতলে ম্যাচ ফি ঢাকা স্টক এক্সেঞ্জের নিবন্ধিত জেড ক্যাটাগরীর শেয়ার দেয়ার কথা ছিল... শেয়ার মার্কেটে য্যাম্নে পর্তাছে... তাতে কোন এক সময় মাইচে চইলা আসপে... তখন জমি বেইচা টাকা দিতে হবে... এই ডরেই ম্যাচ হাইরা গেছে
টুটুল ভাই এইটা কই থেকে এইটা আনলেন !!
ফটোটা মারলাম টুটুল ভাই, মাফ সাফ করে দিয়েন
ওই, তুমি আবার এই সাদা চুলাআলা বেটিরে কইথথেকে ধইরা আনলা?
বেডির গতরে শক্তি কতরে?????????????

দুপুরের পর থেকে মনটা বেশ খারাপ থাকলো।
হাসতে হাসতে প্রায় মারা গেছি, বাংলাদেশ হারছে-এই শোকটাই বাঁচায়া রাখছে এখনো

মানু, আট - দশ - বার এর কারণ। ধর্ম নিয়া ফাজলামী ঠিক না
তোমার জন্য একটা লিঙ্ক কারে দেখাবো দুঃখ আমি বুক চিড়িয়া
এই পোষ্টটা কালকে রাতেই পড়েছি।

কারন সমূহ জিট্টিলস হইছে
উন্মাদে নাম লিখাইছেন নাকি ???
উন্মাদিয় বিশ্লেষন ।
এটা নজু'ভাইর এফবি স্ট্যাটাস... এইটা মনে হইছে ঠিক... :(
মন্তব্য করুন