ইউজার লগইন

বাংলাদেশ টিমের পরাজিত হইবার সম্ভাব্য কারণসমূহ

১। স্বাগতিক দেশ হিসাবে অতিথি দেশকে প্রিভিলেজ দেওয়া হয়েছে।
২। এইটা আসলে ম্যাচ ফিক্সিং ছিল। বাংলাদেশ দল ঘুষ খেয়ে ইচ্ছা করে হেরেছে।
৩। খেলার মাঠটা আসলে বাঁকা ছিল।
৫। আয়ারল্যান্ড বিশ্বকাপে দ্রুততম সময়ে সেঞ্চুরী করার প্রতিশোধ হিসাবে আমরা দ্রুততম সময়ে সবচেয়ে কম রানের রেকর্ড গড়লাম।
৬। এটা আসলে ওয়েষ্ট ইন্ডিজের কাউকে সেঞ্চুরী করতে না দেয়ার একটা সুক্ষ পরিকল্পনা ছিল।
৭। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা দুপুরে বিটিভির বাংলা সিনেমা মিস করতে চাননি।
৮। বাংলাদেশের উপর ডাক্তার ইউনুসের অভিশাপ লেগেছে।
৯। আশরাফুলের উপর সহানুভূতিশীল হয়ে সকলে খারাপ খেলছে।
১০। গ্রামীণ ফোনের ধর্মনিরপেক্ষ বিজ্ঞাপনই বাংলাদেশ ক্রিকেট দলের পতনের কারণ, যতবারই এই বিজ্ঞাপন দেখানো হয় ততবারই একটি উইকেট এর পতন হয়। নিরপেক্ষতার সীমা থাকা দরকার, তাওহীদ আর শিরক কখনো এক হতে পারে না।
১১। বাংলাদেশ ক্রিকেট দল একযোগে বহুমুত্র রোগে আক্রান্ত। ব্যাট হাতে নিলেই বেগ এসে যায়।
১২। ক্রিকেট দলের কেউ জুম্মার নামাজ আদায় করে নাই তাই এই হাল।
১৩। বিরোধী দলের ষড়যন্ত্র এটা।

আরও কারণ জানা গেলে পরে এডাইবো।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

ভাস্কর's picture


জিতলেই ফ্ল্যাট পাইতে পাইতে দলের খেলোয়াড়রা এখন মেইনেটেন্যান্স কস্টের চিপায় আছে, তারা জিতা গিয়া আর ফ্ল্যাট পাইতে চায় না।

বাংলাদেশ যেহেতু পাকিস্তানের ভ্রাতৃসম দেশ তাই তারা অগ্রজের মতোন ৬০ রানের নীচে আউট হওয়ার সংগ্রামে নামছিলো,,,

মানুষ's picture


জাঝাকাল্লাহ

মাইনুল এইচ সিরাজী's picture


৫৮ রানে অল আউট হওয়ায় দুপুরের ভাতঘুমটা আরামসে দিতে পেরেছি। এখন তাই ফুরফুরে মেজাজে আছি। তাই বাংলাদেশ দলকে অন্তত আমি ধন্যবাদ জানাই।

মানুষ's picture


কারো সর্বনাশ হলে তো কারো কারো পৌষ মাস হবারই কথা।

শাতিল's picture


আমরা তো পরাজিত এমনি এমনি হই Wink

মানুষ's picture


কথা সত্য

শওকত মাসুম's picture


এর জন্য দায়ী আমার বউ।
বিস্তারিত আমার পোস্টে Crazy

লীনা দিলরুবা's picture


৮ নম্বরটা হতে পারে Smile

জ্যোতি's picture


কারণগুলা তো গুরুত্বপূর্ণ। খামাখাই আমরা এদের দোষ দেই।
মানুরে ঝাঝা।

১০

অলৌকিক হাসান's picture


ওপরের কোনোটাই হয় নাই। বিদ্ু্যত সমস্য নিরসনে ফ্লাডলাইট না জালানোর লাইগা ম্যাচ তাড়াতাড়ি শ্যাস করসে।

১১

টুটুল's picture


জিতলে ম্যাচ ফি ঢাকা স্টক এক্সেঞ্জের নিবন্ধিত জেড ক্যাটাগরীর শেয়ার দেয়ার কথা ছিল... শেয়ার মার্কেটে য্যাম্নে পর্তাছে... তাতে কোন এক সময় মাইচে চইলা আসপে... তখন জমি বেইচা টাকা দিতে হবে... এই ডরেই ম্যাচ হাইরা গেছে Sad

১২

টুটুল's picture


ৃৃ

১৩

লীনা দিলরুবা's picture


টুটুল ভাই এইটা কই থেকে এইটা আনলেন !! Steve

১৪

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor

১৫

তানবীরা's picture


ফটোটা মারলাম টুটুল ভাই, মাফ সাফ করে দিয়েন Puzzled

১৬

নাজ's picture


ওই, তুমি আবার এই সাদা চুলাআলা বেটিরে কইথথেকে ধইরা আনলা? Stare

১৭

রাসেল আশরাফ's picture


বেডির গতরে শক্তি কতরে????????????? Shock Shock Shock

১৮

গৌতম's picture


দুপুরের পর থেকে মনটা বেশ খারাপ থাকলো।

১৯

ভাঙ্গা পেন্সিল's picture


হাসতে হাসতে প্রায় মারা গেছি, বাংলাদেশ হারছে-এই শোকটাই বাঁচায়া রাখছে এখনো Rolling On The Floor Rolling On The Floor

২০

তানবীরা's picture


মানু, আট - দশ - বার এর কারণ। ধর্ম নিয়া ফাজলামী ঠিক না Puzzled

তোমার জন্য একটা লিঙ্ক কারে দেখাবো দুঃখ আমি বুক চিড়িয়া

২১

নাজ's picture


এই পোষ্টটা কালকে রাতেই পড়েছি। Big smile
কারন সমূহ জিট্টিলস হইছে Crazy

২২

সাঈদ's picture


উন্মাদে নাম লিখাইছেন নাকি ???

উন্মাদিয় বিশ্লেষন ।

২৩

জেবীন's picture


ডেসা
অফিস থেকে ফোন করছিলো, আজকে নাকি ফ্লাড লাইট জ্বালাইতে পারবো না, আয়োজক
দেশ হিসেবে অসম্মানের। তাই যেন দিনের আলো থাকতে থাকতে খেলা শেষ করে দেয়...
আশুসাকুতামুরা আসলে দেশের সম্মান রক্ষার্থেই এই কাজ করছে... তাগো গাইল দিয়েন না ;)  

এটা নজু'ভাইর এফবি স্ট্যাটাস...  এইটা মনে হইছে ঠিক...   :(

২৪

মাহবুব সুমন's picture


Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মানুষ's picture

নিজের সম্পর্কে

(• ̮̮̃•̃)
/█\
.Π._______
নিঃসঙ্গ গ্রহচারি