মৃত্যানুভূতি
জানতে চাইলে মৃত্যু কি।
উত্তর খূঁজে পেতে সমগ্র পৃথিবীটা পায়ে হেঁটে এসেছিলাম।
শতেক মনিষীর সহস্র সংজ্ঞায়,
মোটা মোটা বিজ্ঞান আর ধর্ম গ্রন্থের ভাঁজে ভাঁজে,
শুধু শক্তির অবিনাশিতা আর জাতিষ্মরদের গল্প,
পরলৌকিক আত্মার চির সূখ-দুঃখ।
কোত্থাও মৃত্যুর সংজ্ঞা নেই,
মানুষেরা দেবতার মতো অমৃত, বললাম আমি।
অতঃপর তোমার প্রস্থানে মৃত্যানুভূতি ছুঁয়ে গেল ...
অতঃপর তোমার প্রস্থানে মৃত্যানুভূতি ছুঁয়ে গেল ...
কিন্তু কেন? জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন।
অতঃপর তোমার প্রস্থানে মৃত্যানুভূতি ছুঁয়ে গেল ...
মীরের কমেন্টের ধইন্যবাদ দেও নাই, মানু! ধিক্কার!
ওস্তাদের মাইর শেষ রাইতে।
শেষ লাইন টা চমকপ্রদ।
প্রিয় লেখক বনফুলের ছোটগল্পগুলি কথা মনে পড়িয়ে দিলেন।
হিঃ হিঃ
ভাইজান-ই!
এক ধাক্কায় স্তব্ধ করে দিতে কেমনে পারো তুমি! সাধেই কি তুমি খুব পছন্দের কবি!
আরেকখান কবিতা শোকেজে তুল্লাম।
সমবেদনা
শেষ লাইনেই বিশাল একটা কবিতা বইলা গেলেন
সব লাগে ছ্যাঁক খাওয়া জনগণ
বাহ বাহ!
প্রস্থান যেন এমনই হয়, না-হয় সহাবস্থান অর্থবহ ছিলো না!
পেরেম পেরেম ভাব
প্রেমিকার অভাব
তার প্রস্থান সবসময়ই মৃত্যু অনুভুতি ডেকে আনে, আবার তার প্রত্যাবর্তনে লাভ করি নতুন জীবন
http://www.youtube.com/watch?v=1T-pPqqEczA
অতঃপর তোমার প্রস্থানে মৃত্যানুভূতি ছুঁয়ে গেল -----আহা!
কেন?
ভালো লেগেছে । আমার মনে হচ্ছে শেষ লাইনটাকে ধরেই আপনি গোটা কবিতাটা লিখেছেন । আপনার মনে প্রথম এসেছে এই লাইনটাই । ( আমার ধারণা ভুল হলে বলবেন । আমার মাঝে মাঝে এইরকম হয় । একটা কোন লাইন মাথায় ঘুরপাক খায় । পরে পুরোটা সাজাই ।)
ধারণা সঠিক
খুব সুন্দর!
এবি কবিতা নিয়ে আলাদা একটা বিভাগ খুললে বেশ ভালো হতো! নাম হবে "কবিতার খাতা"!!!
ইদানীং এবিতে সুন্দর সুন্দর কবিতার মেলা বসেছে!!
খিকজ!। প্রথম পাতায় থাকার ফলে লোকজন একটু উঁকি টুকি দেয়। কবিতার আলাদা বিভাগ থাকলে জনগণ ভুলেও পড়বে না।
রমজান আবার কবিতা লেখা শুরু করছে !!! গুড গুড .. চালাইয়া যাও ... কোবতে খাশা হয়েচে
আমি তোমার কবিতার চেয়ে ফেবু সট্যটাস ভালো বুঝি
মন্তব্য করুন