ইউজার লগইন

আবার আসলাম

দীর্ঘ দিবস রজনী কিছু লেখা হয় না বিধায় কি-বোর্ডে মরচে পড়ে গেছে। আজকাল আর কিছুই লিখতে পারি না। অনভ্যাসে বিদ্যা নাশ। আর সে বিদ্যা যদি ক্ষুদ্র হয় তাহলে তো সর্বনাশ। আমারও আর সর্বনাশের কিছু বাকি নেই।

প্রথম ব্লগ লিখেছিলাম ১৫ই জুন ২০০৭-এ সামুতে :-

সবাইকে সালাম। সামহয়্যার ইনতে নিয়মিত ঘোরাঘুরি করলেও কখনো লিখিনা। তার প্রধান কারণ অবশ্য লিখতে পারিনা। তাই বলে আমাকে আবার কেও বকলম ভাববেন না। লিখতে পারিনা মানে গল্পটল্প কবিতা টবিতা লিখতে পারিনা। তবে সমালোচনাতে অগ্রণী ভূমিকা রাখি (কাজটা তুলনামূলক সহজ কিনা!!!)। এখন থেকে ভাবছি সমালোচকের কাজটা নেব। আপনাদের দারুণ দারুণ লেখার সমালোচনা, মতান্তরে নিন্দা করব। আসলে অন্যের নিন্দা করার মজায় আলাদ।

সমালোচনার কথা বললেও আমি কথা রাখিনি। বিভিন্ন ব্লগে প্রায় হাজার খানেক ব্লগ লিখে ফেলেছি এবং সত্যি কথা বলতে তার দুই একটা লেখা আমাকে আত্মতৃপ্তিও দেয়। অমর করে রাখার মতো কিছু না, তবু আত্মতৃপ্তি দেয়। সেটাই বা কম কিসে?

যাহোক 'মানুষ' হিসাবে এটাই ছিল আমার প্রথম ব্লগ। তার আগেও আমার অন্য আর একটা নিক ছিল সামুতেই, সেটার কাজ কর্ম রুক্ষ আর কাঠখোট্টা বিধায় নাম উল্লেখ করলাম না। তবে অন্য আর একটা নিকের কথা উল্লেখ করা যেতে পারে, সেটাও সামুতেই। 'রবীন্দ্রনাথ ঠাকুর' নামে একটা নিক ছিল সপ্তা-খানিকের জন্য। পরে সামু সদস্যদের তীব্র আপত্তিতে সামু কর্তৃপক্ষ আমাকে নাম পাল্টাতে বললে 'রবীন্দ্রনাথ ঠাকুর' হয়ে যায় 'ইখতিয়ার উদ্দিন মোহম্মদ বিন বখতিয়ার খলযি'। তবে সেটাও নিয়মিত ব্যবহৃত হয়নি।

গন্ডাখানেক ছদ্মনাম থাকলেও (আমি জানি অনেকেরই আছে) 'মানুষ' নামটাই আমার বেশি পছন্দ। এটাই আসল আমি। পৃথিবীতে 'মানুষ' এর যত বন্ধু আছে, অন্য কারো তা নাই।

ব্লগ কেন লিখি না এই গবেষণা করতে গিয়ে আবিষ্কার করলাম এর প্রধান কারণ হল হতচ্ছাড়া ফেসবুক। কাজ কর্ম না থাকলেই ফেসবুকে বসে থাকি। এককালে মাথায় এক লাইন আসলে সেটার মাথায় দশটা কথা আর পাছায় বিশটা শব্দ জুড়ে একটা ব্লগ লিখে ফেলতাম আর এখন ঐ এক লাইনে স্ট্যাটাস হিসাবে চালাই।

এই সব দিকদারি বন্ধ করা দরকার। আমি 'মানুষ', আমি একজন ব্লগার। এই পরিচয়ের বাইরের অন্য আমি আসলে আমি না, অন্য কেউ। সুতরাং আমি আবার আসলাম।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

নিভৃত স্বপ্নচারী's picture


এই সব দিকদারি বন্ধ করা দরকার। আমি 'মানুষ', আমি একজন ব্লগার। এই পরিচয়ের বাইরের অন্য আমি আসলে আমি না, অন্য কেউ। সুতরাং আমি আবার আসলাম।

স্বাগতম!

মানুষ's picture


থ্যাংকু Smile

শওকত মাসুম's picture


গুড। এইবার একখান জম্পেস পুস্ট দেন, যাতে যারা ফেসবুকে ঘুরাঘুরি করে তারা চইলা আসে। না আসলে আমিও কেবল ফেসবুকে যামুগা

মানুষ's picture


জম্পেশ কিছু লিখতে চেয়েই তো সর্বনাশটা হল। লেখাও জমে না। পোষ্টও আসে না। Sad

রন্টি চৌধুরী's picture


অনেকেরই একই সমস্যা। ব্লগে আবার স্বাগতম। ফেইসবুকে স্ক্রলিং আর ভাল লাগে না। ব্লগ ভাল লাগে।

মানুষ's picture


আপনার ব্লগ লেখালিখির কি অবস্থা?

টুটুল's picture


সব্বাই আবার ব্লগে ফিরুক...

সোনালী সেই দিনগুলো মিস করি

মানুষ's picture


বিগত দিন ফেরত আসে না। তবু আশায় আশায় থাকা।

জেবীন's picture


শিরোনাম পড়িয়া ভাবিলাম যে প্রাচীনকালের প্রখ্যাত ফুটবলার "আসলাম"কে নিয়ে খানিক জ্ঞান ঝাড়িবার প্রয়াস করিয়াছো, ক'দিন আগেই যার সাক্ষাতকার পড়লাম। আবার ভাবিলাম যেভাবে স্ট্যাটাস মারিয়া কাছা বাধিবার সদিচ্ছায় লুঙ্গি'র খোজ করতেছিলে, খুশি'ই হচ্ছিলাম কি না কি এসে যায় কিন্তু সে আশার গুড়ে বালি দিয়া, সামুকালীন নতুনের বার্তা "আমি আইলাম"ই বহন করিতেছে এই পোষ্ট!! Stare

আর তুমি লিখতে পারো না এইটা তোমার শত্রুরাও বলিতে পারিবে না, যে হারে দৌড়ের উপর রাখিতে উহাদের!! Wink

তা কাছা জোরেসোরে মারিতেছো আশা করি!!

১০

মানুষ's picture


লিখতে পারি না কোন ব্লগ আজা ... Stare

১১

আহসান হাবীব's picture


চিনা বামনের পৈতা লাগে না। আজ তা বুঝিলাম। স্বাগতম!

১২

মানুষ's picture


কথা সত্য। চৈনিক বামুনদের পৈতা লাগে না। খ্যাঁদা নাক দেখলেই বুঝা যায়।

১৩

জ্যোতি's picture


ফেসবুক ব্যান করে দেয়া উচিত । তাইলে আমিও আর ফেসবুকে যাইতাম না । হতচ্ছাড়া ফেসবুক । মানু আবার সবাইকে ফিরায়া আনো ।

১৪

মানুষ's picture


কেমনে আনব?

১৫

আরাফাত শান্ত's picture


খুশি হইলাম!

১৬

মানুষ's picture


থ্যাংকু

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


গুড স্পিরিট!

আপনের নামগুলি সব সিরাম!

১৮

মানুষ's picture


এক কালে মাথায় কতই না আইডিয়া ঘুরত!

১৯

তানবীরা's picture


ফিরিয়ে দাও ব্লগ লহ এ ফেবু Sad( Puzzled Sad Stare

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মানুষ's picture

নিজের সম্পর্কে

(• ̮̮̃•̃)
/█\
.Π._______
নিঃসঙ্গ গ্রহচারি