আবার আসলাম
দীর্ঘ দিবস রজনী কিছু লেখা হয় না বিধায় কি-বোর্ডে মরচে পড়ে গেছে। আজকাল আর কিছুই লিখতে পারি না। অনভ্যাসে বিদ্যা নাশ। আর সে বিদ্যা যদি ক্ষুদ্র হয় তাহলে তো সর্বনাশ। আমারও আর সর্বনাশের কিছু বাকি নেই।
প্রথম ব্লগ লিখেছিলাম ১৫ই জুন ২০০৭-এ সামুতে :-
সবাইকে সালাম। সামহয়্যার ইনতে নিয়মিত ঘোরাঘুরি করলেও কখনো লিখিনা। তার প্রধান কারণ অবশ্য লিখতে পারিনা। তাই বলে আমাকে আবার কেও বকলম ভাববেন না। লিখতে পারিনা মানে গল্পটল্প কবিতা টবিতা লিখতে পারিনা। তবে সমালোচনাতে অগ্রণী ভূমিকা রাখি (কাজটা তুলনামূলক সহজ কিনা!!!)। এখন থেকে ভাবছি সমালোচকের কাজটা নেব। আপনাদের দারুণ দারুণ লেখার সমালোচনা, মতান্তরে নিন্দা করব। আসলে অন্যের নিন্দা করার মজায় আলাদ।
সমালোচনার কথা বললেও আমি কথা রাখিনি। বিভিন্ন ব্লগে প্রায় হাজার খানেক ব্লগ লিখে ফেলেছি এবং সত্যি কথা বলতে তার দুই একটা লেখা আমাকে আত্মতৃপ্তিও দেয়। অমর করে রাখার মতো কিছু না, তবু আত্মতৃপ্তি দেয়। সেটাই বা কম কিসে?
যাহোক 'মানুষ' হিসাবে এটাই ছিল আমার প্রথম ব্লগ। তার আগেও আমার অন্য আর একটা নিক ছিল সামুতেই, সেটার কাজ কর্ম রুক্ষ আর কাঠখোট্টা বিধায় নাম উল্লেখ করলাম না। তবে অন্য আর একটা নিকের কথা উল্লেখ করা যেতে পারে, সেটাও সামুতেই। 'রবীন্দ্রনাথ ঠাকুর' নামে একটা নিক ছিল সপ্তা-খানিকের জন্য। পরে সামু সদস্যদের তীব্র আপত্তিতে সামু কর্তৃপক্ষ আমাকে নাম পাল্টাতে বললে 'রবীন্দ্রনাথ ঠাকুর' হয়ে যায় 'ইখতিয়ার উদ্দিন মোহম্মদ বিন বখতিয়ার খলযি'। তবে সেটাও নিয়মিত ব্যবহৃত হয়নি।
গন্ডাখানেক ছদ্মনাম থাকলেও (আমি জানি অনেকেরই আছে) 'মানুষ' নামটাই আমার বেশি পছন্দ। এটাই আসল আমি। পৃথিবীতে 'মানুষ' এর যত বন্ধু আছে, অন্য কারো তা নাই।
ব্লগ কেন লিখি না এই গবেষণা করতে গিয়ে আবিষ্কার করলাম এর প্রধান কারণ হল হতচ্ছাড়া ফেসবুক। কাজ কর্ম না থাকলেই ফেসবুকে বসে থাকি। এককালে মাথায় এক লাইন আসলে সেটার মাথায় দশটা কথা আর পাছায় বিশটা শব্দ জুড়ে একটা ব্লগ লিখে ফেলতাম আর এখন ঐ এক লাইনে স্ট্যাটাস হিসাবে চালাই।
এই সব দিকদারি বন্ধ করা দরকার। আমি 'মানুষ', আমি একজন ব্লগার। এই পরিচয়ের বাইরের অন্য আমি আসলে আমি না, অন্য কেউ। সুতরাং আমি আবার আসলাম।
স্বাগতম!
থ্যাংকু
গুড। এইবার একখান জম্পেস পুস্ট দেন, যাতে যারা ফেসবুকে ঘুরাঘুরি করে তারা চইলা আসে। না আসলে আমিও কেবল ফেসবুকে যামুগা
জম্পেশ কিছু লিখতে চেয়েই তো সর্বনাশটা হল। লেখাও জমে না। পোষ্টও আসে না।
অনেকেরই একই সমস্যা। ব্লগে আবার স্বাগতম। ফেইসবুকে স্ক্রলিং আর ভাল লাগে না। ব্লগ ভাল লাগে।
আপনার ব্লগ লেখালিখির কি অবস্থা?
সব্বাই আবার ব্লগে ফিরুক...
সোনালী সেই দিনগুলো মিস করি
বিগত দিন ফেরত আসে না। তবু আশায় আশায় থাকা।
শিরোনাম পড়িয়া ভাবিলাম যে প্রাচীনকালের প্রখ্যাত ফুটবলার "আসলাম"কে নিয়ে খানিক জ্ঞান ঝাড়িবার প্রয়াস করিয়াছো, ক'দিন আগেই যার সাক্ষাতকার পড়লাম। আবার ভাবিলাম যেভাবে স্ট্যাটাস মারিয়া কাছা বাধিবার সদিচ্ছায় লুঙ্গি'র খোজ করতেছিলে, খুশি'ই হচ্ছিলাম কি না কি এসে যায় কিন্তু সে আশার গুড়ে বালি দিয়া, সামুকালীন নতুনের বার্তা "আমি আইলাম"ই বহন করিতেছে এই পোষ্ট!!
আর তুমি লিখতে পারো না এইটা তোমার শত্রুরাও বলিতে পারিবে না, যে হারে দৌড়ের উপর রাখিতে উহাদের!!
তা কাছা জোরেসোরে মারিতেছো আশা করি!!
লিখতে পারি না কোন ব্লগ আজা ...
চিনা বামনের পৈতা লাগে না। আজ তা বুঝিলাম। স্বাগতম!
কথা সত্য। চৈনিক বামুনদের পৈতা লাগে না। খ্যাঁদা নাক দেখলেই বুঝা যায়।
ফেসবুক ব্যান করে দেয়া উচিত । তাইলে আমিও আর ফেসবুকে যাইতাম না । হতচ্ছাড়া ফেসবুক । মানু আবার সবাইকে ফিরায়া আনো ।
কেমনে আনব?
খুশি হইলাম!
থ্যাংকু
গুড স্পিরিট!
আপনের নামগুলি সব সিরাম!
এক কালে মাথায় কতই না আইডিয়া ঘুরত!
ফিরিয়ে দাও ব্লগ লহ এ ফেবু
(

মন্তব্য করুন