আবারও কুড়ি বছর পরে
ঢের ছিল সেইসব সুদিন।
রোদ মাখা ভোর শেষে
দুপুরের ক্লাস ফেলে তোমার চুলের ঘ্রাণ,
হাসি মুখ মেখে
চির চেনা বিকেলের দেশ
সন্ধ্যার চায়ের কাপে ছিল মিশে।
ঢের ছিল তবু,
আমার গল্পটি ফুরল,
নটে গাছটি মুড়ল!
বলল সে, থাক সে কথা।
বিগত দশক জানে তার জীবনের ঋণ।
চিরহরিৎ অরণ্যও জানে
সকল মুগ্ধতার অবসর হয় এক দিন।
ফার্স্ট কমেন্ট
বাহ!
বেশ হয়েছে!
চমত্কার কবিতা।
তবে
অবসর এর জায়গায়
অবসান হয়তো
আরও ভালো মানাতো।
চিরহরিৎ অরণ্যও জানে
সকল মুগ্ধতার অবসর হয় এক দিন।
আরে বাহ!
সম্পুরক প্রশ্নঃ কবি ২ দশক আগে কলেজ পালিয়ে অইসব কর্ম করে বেড়াইতেন নাকি স্কুলে থাকাকালীন সময় থেকেই তিনি অমন পটু?
কবির ব্যক্তিগত জীবনের সাথে এই কবিতার কোন সম্পর্ক নাই
চমৎকার হইছে
থ্যাংকু
আহা কি দারুণ কথা !!
বাহ!
কাহিনী কি কেবল হাসি দিতেছো, কথা কনে?
চমৎকার!
এই ছেলেটা সব মেরিট ফেবুতে দিলো
চমৎকার কবিতা
মন্তব্য করুন