ক্যাম্প গ্রিন লেক - ১
১.
ক্যাম্প গ্রিন লেক। নাম ক্যাম্প গ্রিন লেক হলেও আদপে সেখানে আসলে কোন সবুজ ঘাস অথবা লেকের বালায় নাই। যদিও কোন এক কালে টেক্সাসের সব চেয়ে বড় লেকটা এখানেই ছিল। সে একশ বছর আগে কথা। এখন অবশিষ্ট শুধু ধুধু মরুভূমি।
গ্রিন লেকের পাশেই ছোট্ট একটা শহরও ছিল এক সময়। লেকের সাথে সাথে শহরটাও বিলীন হয়ে গেছে কবে।
গ্রীষ্মকালে এখানকার গড়পড়তা তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রী। খোলা আকাশ নয়, ছায়ায়। মানে যদি কোন ছায়া খুঁজে পাওয়া যায় আর কি। ছায়া দেয়ার মতো তেমন কোন কিছুই আর অবশিষ্ট নাই এখানে।
শুধু লেকের (!) পূর্ব প্রান্তে দুটো ওক গাছ এখনো কোনমতে টিকে আছে। গাছের গুড়িতে ঝুলছে একটা দোলনা, তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে একটা কেবিন।
ক্যাম্পারদের দোলনায় চড়া নিষেধ। দোলনার মালিক ক্যাম্পের ওয়ার্ডেন। ছায়াটুকুও তার অধিকারে।
ক্যাম্পের বাইরে পাথর আর ক্যাম্পারদের খোঁড়া গর্তে বাস করে এক গাদা রটল সাপ আর কাঁকড়া বিছের দল ।
এখানকার রটল সাপ আর কাঁকড়া বিছে সম্পর্কিত প্রচলিত উপদেশ : যদি তুমি ঝামেলা না বাধাও, ওরাও তোমার সাথে ঝামেলা বাধাবে না।
সাধারণত।
অবশ্য কাঁকড়া বিছে এমন কি রটল সাপের কামড় খাওয়াটাও এমন কিছু খারাপ নয়। নিদেন পক্ষে আপনাকে মরতে হবে না।
সাধারণত।
মাঝে কেউ কেউ ইচ্ছা করেই কাঁকড়া বিছে এমনকি রটল সাপেরও কামড় খাওয়ার চেষ্টা করে এখানে। অন্তত এক-দুই দিন ক্যাম্পে তাঁবুর ছায়ায় শুয়ে কাটাতে পারবে, লেকের নরকে গর্ত খুঁড়তে হবে না এই আশায়।
তবে তাদের কেউই হলদে ছোপ গিরিগিটীর ছায়া মাড়ায় না। সবচেয়ে খারাপ ঘটনে ঘটবে শুধু ওটার কামড় খেলে। আপনি স্রেফ মারা পড়বেন।
নিশ্চিত ভাবেই।
যদি কখনো কোন হলদে ছোপ গিরিগিটী আপনাকে কামড় দিয়েই বসে, আপনি নিশ্চিন্ত মনে গাছের ছায়ায় দোলনায় গিয়ে বসতে পারেন
আর কেউই আপনার কোন কিছু করতে পারবে না।
২.
প্রিয় পাঠক, আপনি হয়ত ভাবছেন খামোখা কেউ ক্যাম্প গ্রিন লেকে কেন মরতে যাবে?
ওয়েল . . . বেশির ভাগ ক্যাম্পারদেরই আসলে আর কোন উপায় ছিল না। ক্যাম্প গ্রিন লেক আসলে বখে যাওয়া ছেলেদের জন্য।
যদি বদ ছেলে পিলেদের ধরে ধরে দিনের পর দিন তাতানো সূর্যের নিচে গর্ত খোঁড়ানো হয়, তারা এমনিতেই সোজা হয়ে যাবে।
অন্তত কেউ কেউ সেরকমই ভাবে।
অবশ্য স্ট্যানলি ইয়েলনাটস কে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। “জেল, নাকি ক্যাম্প গ্রিন লেক, কোন চুলোয় যেতে চাও তুমি?” জানতে চেয়েছিল জাজ।
স্ট্যানলি গরীব। সে জন্মেও ক্যাম্প দেখে নাই।
------------------------------------------------------------------------------------------------------
আমি জীবনে কোন দিন বড় কোন ব্লগ লিখার সাহস রাখি নাই। এই বইটা পড়ে মনে হল এইটার বাংলা থাকলে ভাল হইত। সেই হিসাবে শুরু করলাম। এক মাস ছুটি কাটানোর প্রজেক্ট। সকলের দোয়া প্রার্থি। উপযুক্ত পিঠ চাপড়ানি পেলে কাহিনী চলবে। :
আগ্রহ জাগতেছে, চলুক...
থ্যাংকু
পিঠ চাপড়ানি দিলাম। চলুক
চালায়ে যান।
পিঠে জোরে কিল দিলাম। চালাও।
গ্যালারীতে বসলাম মানু'দা। পরের পর্ব জলদি চাই।
যথাপোযুক্ত পিঠ চাপড়ানি চলছে। পরের পর্ব পাঠান।
একটা মুভি দেখেছিলাম এই কাহিনীর। ক্যাম্পের মালিক একজন মহিলা থাকে! ক বয়েসি ছেলেদের সংশোধনী ক্যাম্প! নাম ভুলে গেছি মুভিটার।
এইটাই কি সেই বই যেটা দিছিলা? আমি এখনো শুরু করি নাই!
পরের পর্ব লেখার জন্যে অনুপ্রানিত করতে ধুমাধুম কিল দিয়া গেলাম।
মুভিটার নাম খুব সম্ভব holes ।
পরের পর্বের অপেক্ষায়
রটল আর র্যাটল স্নেক একই জিনিস? ওটাকে তো পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলেই জানি!
অনুবাদ ? নাকি ছায়ানুবাদ?
এটা কোন বইয়ের আনুবাদ? তাপমাত্রা পচানব্বই ডিগ্রি দেখে ভয় পেয়েছিলাম। এই তাপমাত্রায় সবকিছু তো পুরো যাওযার কথা! পরে মনে হলো, এটা ফারেনহাইট স্কেলে, সেলসিয়াসে নয়। অনুবাদের সময় এই বিষযগুলো খেয়াল রাখা ভালো।
তবে, পিঠ চাপরানি দিতে পিছপা হবো না। চলুক।
ভাল লাগছে পড়তে, চলুক।
কার লেখা বি?নাম কি?
যথাপোযুক্ত পিঠ চাপড়ানি চলছে। পরের পর্ব কই?
পড়া শুরু করলাম । অনুবাদ চলুক । পরের পর্ব আরো ভালো হবে ইনশাল্লাহ
মন্তব্য করুন