ইউজার লগইন

একখানা ভদ্রলোকের কবিতা, কবিতার নাম বালিশ

নিঃস্বঙ্গ শয্যার মম একমাত্র সাথি
হে মোর বালিশ! সেই যুবাদল বিশাদে কাটায় যারা রাতি
বধুহীন নিদ্রাহীন অশান্তির ঘরে;
তোমারে সৃজিল প্রভূ তাহাদের তরে;
যাতে তারা সহজেই সব কষ্ট যেতে পারে ভূলি'
এবং করিতে পারে তব সাথে হর্ষে কোলাকূলি!!!!

কিসের বা কষ্ট তাহে, কিসের বিষাদ
যদিও এ ওষ্ঠ মম না পারিল নিতে কোন সূন্দরীর অধরের স্বাদ
নাহি তাতে খেদ মোর, তাহা লাগি এতটুকু দুঃখ না করি;
আমার তো আছো তুমি সুকোমল, স্ব্যাস্থবতি, বালিশসুন্দরী!!!!

*এই পদ্যের লেখক কে জানি না।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


শেষ কালে বালিশ সুন্দরী?বৈদেশ যাইয়া তুমার এমুন অধৎপতন হৈলো? ছ্যা ছ্যা ছ্যা

মানুষ's picture


আম্রা ভদ্রলোক

মানুষ's picture


ইরাম ফাঁকা ফাঁকা লাগে কেন?

জ্যোতি's picture


তায়েফ আহমাদ's picture


শেষমেষ, বালিশ!Surprised ছ্যা.....ছ্যা........ছ্যা......Yell

জুমার পরে ভাত খেয়ে একটু ব্লগিঙে বসেছিলাম। এ কোবতে পাঠের পরে বিছানাটা খুব টানছে...দেখি বালিশটা আছে কীনা!Tongue out

টুটুল's picture


এডিটকৈরা ফাকা গুলো মুইছা দেও

মানুষ's picture


হৈতেছেনা। পিলিজ হেল্প

একলব্যের পুনর্জন্ম's picture


এত শূন্যতা কেন ভাইজান ? প্রতি পংক্তিতে পংক্তিতে Wink

নুশেরা's picture


মানুদা, লাইনের ফাঁকে ফাঁকে বালিশ দিয়া গেটিস দিয়া দেন Tongue

১০

জ্যোতি's picture


প্রতিটা লাইনের মধ্যে একটা বালিশ.....আহারে

১১

একলব্যের পুনর্জন্ম's picture


Laughing out loud Big Grin

১২

ভাস্কর's picture


বালিশটা কি সিনথেটিক নাকি তুলার?

১৩

ভাঙ্গা পেন্সিল's picture


বালিশটা মুরগার পালকের

১৪

মামুন ম. আজিজ's picture


একখানা ভদ্রলোকের কবিতা, কবিতার নাম বালিশ

লিখেছেন: মানুষ | মার্চ ৫, ২০১০ - ২:৪৬ অপরাহ্ন

নিঃস্বঙ্গ শয্যার মম একমাত্র সাথি
হে মোর বালিশ! সেই যুবাদল বিশাদে কাটায় যারা রাতি
বধুহীন নিদ্রাহীন অশান্তির ঘরে;
তোমারে সৃজিল প্রভূ তাহাদের তরে;
যাতে তারা সহজেই সব কষ্ট যেতে পারে ভূলি'
এবং করিতে পারে তব সাথে হর্ষে কোলাকূলি!!!!

কিসের বা কষ্ট তাহে, কিসের বিষাদ
যদিও এ ওষ্ঠ মম না পারিল নিতে কোন সূন্দরীর অধরের স্বাদ
নাহি তাতে খেদ মোর, তাহা লাগি এতটুকু দুঃখ না করি;
আমার তো আছো তুমি সুকোমল, স্ব্যাস্থবতি, বালিশসুন্দরী!!!!

১৫

মুক্ত বয়ান's picture


পাগলে কি না করে,
কবিয়ে কি না লেখে!!
দুইয়ের মিলনে কি হয়
আমরা বন্ধু'র বন্ধুরা
মানু ভাইরে দেইখা শিখে!!

১৬

সাঈদ's picture


আমিতো কোলবালিশ ছাড়া ঘুমাইতেই পারিনা।

১৭

বকলম's picture


এই বার দেশ থাইকা আসনের সময় একটা লাগেজে কাপড় চোপড় আর আরেকটা লাগেজে একটা বালিশ আর একটা কোলবালিশ নিয়া আইছি। চিন্তা করতাছি এই কবিতা দিয়া কাপড়ে স্ক্রীন প্রিন্ট নিয়া বালিশের কাভার বানামু। পারমিশনটা নিয়া রাখলাম।

১৮

নাহীদ Hossain's picture


বালিশের স্বাদ নতুন কইরা পাইলাম...

১৯

নড়বড়ে's picture


আমিও এককালে কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারতাম না ... প্রথম যখন হলে উঠি, বাসে কইরা বিশাল কোলবালিশ কান্ধে ফালাইয়া হলে গিয়া হাজির হইছিলাম Smile

২০

মুকুল's picture


Smile

২১

নীড় সন্ধানী's picture


বালিশ সুন্দরী !!!!!! Laughing

২২

বিষাক্ত মানুষ's picture


সাবাশ :ডি

২৩

আহমেদ রাকিব's picture


Smile Smile

২৪

শওকত মাসুম's picture


মানুর দুঃখে চক্ষে পানি আইসা পড়লো। পানিতে বালিশটাই ভিজা গেলো Frown

২৫

রোবোট's picture


চিরকুমার কবি মানুষের শিব্রমীয় গদ্য কবে আসবে?

২৬

মানুষ's picture


যে দিন ঘাড়ে আবার শীব্রাম ভর করবে

২৭

কাঁকন's picture


Surprised

২৮

মানুষ's picture


হা হইলেন কেন?

২৯

শাওন৩৫০৪'s picture


...কোলবালিশ নিয়া একটা ছিলো, ঐ, জুয়ান কালে লেখা, ঐটা কেউ মাইরা দিছিলো...অবশ্য স্নায়ু উত্তেজক হওয়ায়, হাতে থাকলেও ঐডা দেওয়াও ঠিক হৈতো না...Wink

বালিশ  ভালো জিনিষ...Smile

৩০

মানুষ's picture


Laughing out loud

৩১

হাসান রায়হান's picture


পুতুল কিন্লেই পারো।

৩২

মানুষ's picture


তৃতীয় বিশ্ব আদতে নিঃস্ব, গতি সেই পাশ বালিশ

৩৩

তানবীরা's picture


Wink

৩৪

Nayem Sarker's picture


মাইকেল মধুসূদন দত্তের .............. Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মানুষ's picture

নিজের সম্পর্কে

(• ̮̮̃•̃)
/█\
.Π._______
নিঃসঙ্গ গ্রহচারি