ইউজার লগইন

আয়নার মানুষ

কিছুই গোপন ছিল না;
অবিমিশ্র ভাষণ, অনুভূতি।
তবু যেন প্রতিবিম্ব শুধু,
চির অস্পৃশ্য, চির অধরা।
আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই . . . .

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

বিষাক্ত মানুষ's picture


ছড়া ভাল হইছে। Steve

মানুষ's picture


Steve দেখতে হবে, কে লিখেছে Big smile

ভাস্কর's picture


আমি কবিতাটা কয়েকবার পড়লাম। জীবনের এমন রহস্যময়তা মানে এক্স ফ্যাক্টর কয়েক লাইনে বলার মতোন স্পর্ধা দেখলাম। আহা! এরম স্পর্ধাতেই আসলে কবিতা তৈরী হয়।

জীবনের ধাঁধাঁময়তার এমন সরলভাষ্য পড়তে পারার অভিজ্ঞতাই অন্যরকম। আমার অনেক ভালো লাগলো।

মানুষ's picture


এত বড় স্পর্ধার কাজ করে ফেললাম! Shock

লীনা দিলরুবা's picture


এত চমৎকার লেখেন আপনি!

আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই . . .

কবির নাম মানুষ, কবিতার নাম আয়নার মানুষ!

মানুষ's picture


সবাইতো আসলে আয়নারই মানুষ

সাঈদ's picture


আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই . . .

দারুন লাগলো

মানুষ's picture


ধন্যবাদ

মীর's picture


এটা তো বেশি ভালো হয়ে গেলো!!!!

১০

মানুষ's picture


তাই নাকি?

১১

মীর's picture


সবচেয়ে বড় কথা নর-নারী প্রেমের আখ্যান না ছুঁয়েও যে এমন মিষ্টি প্রেমের কবিতা লেখা যায়, সেটা জানতামই না। য়ু আর অসাম ম্যান!

১২

জ্যোতি's picture


মীর কি কয়! রমজানরে এত বড় অপবাদ দিলো?

১৩

মানুষ's picture


কি অপবাদ দিল? Puzzled

১৪

শওকত মাসুম's picture


আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই

এইটা দেখি সবারই মনের কথা। কাহিনী কী

১৫

মেসবাহ য়াযাদ's picture


আমার মনের কথা ভিন্ন Wink
তুমি তাই, তাই গো
আমারও পরাণ যাহা চায়... Big smile

১৬

মানুষ's picture


সবাই শুধু সবাই হয়ে যায়

১৭

মানুষ's picture


সবাই শুধু সবাই হয়ে যায়

১৮

জেবীন's picture


নিত্যনতুন মুখোশের আড়ালে ঢেকে চলতে চলতে একসময় 'নিজ' বলতে যে আদতেই কিছু থাকে তার কূলই পাওয়া যায় না! Stare

দারুন ভালো লাগছে এটা।

১৯

মানুষ's picture


ঠিক মুখোশও না। আসলে কি বলতে চাইছি ঠিক বলতে পারছি না Sad

২০

জ্যোতি's picture


বহুদিন পর জোশ কবিতা। কিন্তু কাহিনী কি?

২১

মানুষ's picture


তুমি জয়িতা থেকে জ্যোতি হইলা কবে?

২২

জ্যোতি's picture


আমি তো জন্মের পর থেকেই জ্যোতি। মাঝখানে ব্লগিং এ নতুন এসে বুঝতে পারিনি যে নিজের নামই ব্যবহার করা ভালো। তাই জয়িতা জ্যোতির ছায়া হলো আর কি!

২৩

রায়েহাত শুভ's picture


ছোট্ট, কিন্তু দারূণ অর্থবহ...

২৪

মানুষ's picture


ধন্যবাদ

২৫

আহমাদ মোস্তফা কামাল's picture


শেষ লাইনেই সব বলে দেয়া...

২৬

মানুষ's picture


হুম

২৭

অনন্যা's picture


কিছুই গোপন ছিল না;
অবিমিশ্র ভাষণ, অনুভূতি।
তবু যেন প্রতিবিম্ব শুধু,
চির অস্পৃশ্য, চির অধরা।
আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই

একবার পড়লাম, পরে আরেকবার পড়লাম, সাথে একটা দীর্ঘশ্বাস। চমৎকার কবিতা লিখেছেন আপনি, ভালো লাগলো।

২৮

মানুষ's picture


অনেক ধন্যবাদ অনন্যা

২৯

মিতুল's picture


জলসিড়ি,
এপাশ ওপাশ করে প্রায় দুবেলা আয়নার কাছাকাছি হই, দেখি,
প্রতিটি রেখা, ভাঁজ আর অন্যসবই।
প্রায় অচেনা, প্রতিসময়, যেন বা আমি নই,
প্রায় আমার মতই, অন্যকেউ ।

৩০

মানুষ's picture


পছন্দ হয়েছে Big smile

৩১

মিতুল's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud

৩২

মিতুল's picture


Laughing out loud Big Grin Laughing out loud

৩৩

তানবীরা's picture


ফেসবুকের সট্যটাস লিখতে লিখতে কবিতাও মিনি করে ফেলেছো Puzzled

৩৪

মানুষ's picture


মিনি কবিতা পড়ে আরাম। বড় জিনিস পাবলিক খায় না Stare

৩৫

মানুষ's picture


বাহ। আমি দেখি সেরা পাঁচে Big smile

৩৬

মীর's picture


পার্টি

৩৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অমন্তব্যনীয় ভালো লাগা আবেশ ছড়ানো মন ছুঁয়ে যাওয়া একটা কবিতা..

৩৮

মানুষ's picture


মজা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মানুষ's picture

নিজের সম্পর্কে

(• ̮̮̃•̃)
/█\
.Π._______
নিঃসঙ্গ গ্রহচারি