ইউজার লগইন
আয়নার মানুষ
লিখেছেন: মানুষ | মার্চ ২১, ২০১২ - ১১:২৫ অপরাহ্ন
কিছুই গোপন ছিল না;
অবিমিশ্র ভাষণ, অনুভূতি।
তবু যেন প্রতিবিম্ব শুধু,
চির অস্পৃশ্য, চির অধরা।
আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই . . . .
পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন
মানুষ এর ব্লগ | ৩৮ টি মন্তব্য |  ২৬৬৩ বার পঠিত | ট্যাগঃ ব্লগর ব্লগর
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- আমার ক্রমশ বাবা হয়ে ওঠা - রুদ্র আসিফ
- সম্মিলিত ছ্যাঁকাগুচ্ছ - তানবীরা
- একটি মৃত্যুবিষয়ক ব্লগ - বিষণ্ণ বাউন্ডুলে
- আবারও কুড়ি বছর পরে - তানবীরা
- একখানা ভদ্রলোকের কবিতা, কবিতার নাম বালিশ - Nayem Sarker
- আমি এবং একটি লবস্টার - শওকত মাসুম
- বখে যাওয়া দিনলিপি - মানুষ
- আবার আসলাম - তানবীরা
- তাকে ভালবাসতে আমার কোন দিবস লাগে না - বিষণ্ণ বাউন্ডুলে
- ছিঁড়ে ফেলা চিরকুটের খানিকটা - বিষণ্ণ বাউন্ডুলে
ছড়া ভাল হইছে।
আমি কবিতাটা কয়েকবার পড়লাম। জীবনের এমন রহস্যময়তা মানে এক্স ফ্যাক্টর কয়েক লাইনে বলার মতোন স্পর্ধা দেখলাম। আহা! এরম স্পর্ধাতেই আসলে কবিতা তৈরী হয়।
জীবনের ধাঁধাঁময়তার এমন সরলভাষ্য পড়তে পারার অভিজ্ঞতাই অন্যরকম। আমার অনেক ভালো লাগলো।
এত বড় স্পর্ধার কাজ করে ফেললাম!
এত চমৎকার লেখেন আপনি!
কবির নাম মানুষ, কবিতার নাম আয়নার মানুষ!
সবাইতো আসলে আয়নারই মানুষ
আমি তাই
তুমি যাকে কখনো জানো নাই . . .
দারুন লাগলো
ধন্যবাদ
এটা তো বেশি ভালো হয়ে গেলো!!!!
তাই নাকি?
সবচেয়ে বড় কথা নর-নারী প্রেমের আখ্যান না ছুঁয়েও যে এমন মিষ্টি প্রেমের কবিতা লেখা যায়, সেটা জানতামই না। য়ু আর অসাম ম্যান!
মীর কি কয়! রমজানরে এত বড় অপবাদ দিলো?
কি অপবাদ দিল?
এইটা দেখি সবারই মনের কথা। কাহিনী কী
আমার মনের কথা ভিন্ন

তুমি তাই, তাই গো
আমারও পরাণ যাহা চায়...
সবাই শুধু সবাই হয়ে যায়
সবাই শুধু সবাই হয়ে যায়
নিত্যনতুন মুখোশের আড়ালে ঢেকে চলতে চলতে একসময় 'নিজ' বলতে যে আদতেই কিছু থাকে তার কূলই পাওয়া যায় না!
দারুন ভালো লাগছে এটা।
ঠিক মুখোশও না। আসলে কি বলতে চাইছি ঠিক বলতে পারছি না
বহুদিন পর জোশ কবিতা। কিন্তু কাহিনী কি?
তুমি জয়িতা থেকে জ্যোতি হইলা কবে?
আমি তো জন্মের পর থেকেই জ্যোতি। মাঝখানে ব্লগিং এ নতুন এসে বুঝতে পারিনি যে নিজের নামই ব্যবহার করা ভালো। তাই জয়িতা জ্যোতির ছায়া হলো আর কি!
ছোট্ট, কিন্তু দারূণ অর্থবহ...
ধন্যবাদ
শেষ লাইনেই সব বলে দেয়া...
হুম
একবার পড়লাম, পরে আরেকবার পড়লাম, সাথে একটা দীর্ঘশ্বাস। চমৎকার কবিতা লিখেছেন আপনি, ভালো লাগলো।
অনেক ধন্যবাদ অনন্যা
জলসিড়ি,
এপাশ ওপাশ করে প্রায় দুবেলা আয়নার কাছাকাছি হই, দেখি,
প্রতিটি রেখা, ভাঁজ আর অন্যসবই।
প্রায় অচেনা, প্রতিসময়, যেন বা আমি নই,
প্রায় আমার মতই, অন্যকেউ ।
পছন্দ হয়েছে
ফেসবুকের সট্যটাস লিখতে লিখতে কবিতাও মিনি করে ফেলেছো
মিনি কবিতা পড়ে আরাম। বড় জিনিস পাবলিক খায় না
বাহ। আমি দেখি সেরা পাঁচে
অমন্তব্যনীয় ভালো লাগা আবেশ ছড়ানো মন ছুঁয়ে যাওয়া একটা কবিতা..
মন্তব্য করুন