দেন না এক ভাই প্যাকেট সিগারেটের দাম অথবা এক বেলা পার্লারের খরচটা এই ছোট্র মেয়েটাকে
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wyYCySQoTOI
মানুষ হিসাবে আমি মোটামুটি আবেগহীন। সব রকমের কষ্ট, বেদনা এক পাশে রেখে স্বার্থপরের মতো দিব্যি আনন্দে দিনাতিপাত করতে পারি। সেই আমিও এই মেয়েটাকে দেখে চোখের পানি আটকে রাখতে পারি নাই। এই মেয়ের বয়সী একটা বোন আছে আমার, ভিডিওটা দেখার সময় বারবার ওর কথা মনে হচ্ছিল। আমার যদি সামর্থ্য থাকত তাহলে ১০-১২ লক্ষ টাকার জন্য এই ফুটফুটে মেয়েটাকে মরতে দিতাম না আর আপনাদের কাছে হাতও পাততাম না। আমার টাকা নাই তাই পোষ্টটা লিখতেই হচ্ছে। এখানে আমার পরিচিত, আধা-পরিচিত যারা আছে, ঠিক করেছি যার কাছ থেকে যা পারি যোগাড় করে মেয়েটার জন্য পাঠাব। আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ যে যেটুকু পারেন সেটুকু দিয়ে মেয়েটাকে একটা বাঁচার আশা দেন। আমরা ব্লগাররা এর আগেও তো কতবার কত উদ্যোগ নিয়ে সফল হয়েছি। আর একবার কি পারি না সেই সব দিনের পুনারবৃত্তি ঘটাতে?
যোগাযোগঃ
লিখন ভূইয়া
উওরা ব্যাংক লিমিটেড
হাটখোলা শাখা
হিসাব নং ৩৪৭৪
মোবাইল: 01712099853 অথবা 01713173331
থ্যাংকস। ১০/১২ লাখ তেমন বড় অংকের টাকা না। আমি নিজে কোন এমন রোগী দেখলে যখন দেখি ৭০/৮০ লাখ লাগে তখন আর তেমন গা করি না। কিন্তু ১০/১২ তো আমরা তুলে দিতেই পারি। মিষ্টি মেয়েটাকে বাচাতে হবে।
হুমম
আশা করছি এবারেও সফল হবেন।
কেউ উদ্যোগ নিক।মেয়েটা ভালো থাকুক।
সব ঠিকঠাক মত হবে ইনশাল্লাহ
মন্তব্য করুন