আবজাব-২
আমার আব্বা .... বাংলাদেশের জন্মের শুরু হইতেই কালোবাজারী করত। আব্বা যখন পিঁয়াজ, চাউল, আলু গুদামে লুকাইয়া রাখত তখন তার হাসিটা কেন জানি মলিন থাকত। আমি অবাক হইয়া ভাবতাম, "আব্বার হাসিটা এত মলিন দেখায় ক্যান?"। আব্বার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। সিন্ডিকেটের সাথে কমিউনিকেশনের অভাবে আব্বা কখনই সঠিক মূল্যে কালোবাজারী করতে পারে নাই। বিটিটিবির জাল ছিঁড়া বাইর হইতে পারে নাই আমার আব্বা, তার আব্বা, তার আব্বা ............
- হ্যালো মোকলেস? কি কইলি চাউল আরো কয় দিন স্টকে রাখতে? কুনু চিন্তা করিস না, চাউল গুদামে পচবো তবু বাইর হইব না। দরকার পড়লে মোবাইল দিস।
..... দিন আসলেই বদলাইয়া গ্যাছে। যেখানেই আছে দিন বদলের চেষ্টা সেখানেই সিন্ডিকেট লিংক।
....ওহ ম্যান (মানুষ) চরম হৈছে লেখাটা, দূর্দান্ত স্যাটায়ার....(পিঠ চাপরাইলাম জোরেশোরে)
উরে ব্যাথা পাইছি পিঠে!
সিলিংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের তেব্র পর্তিবাদ।
হা হা হা হা... দিন বদলের এই হালে তো জাতির বেহাল অবস্থা।
হ, তারপরেও জাতি হাসতে ভুলে নাই
হাহাহাহাহাহা। এইটা আমার একটা লেখায় চালাইয়া দেবো। পারমিশন নিয়া রাখলাম।
পারমিশনের কি আছে। ইহা কোন মৌলিক রচনা নহে
জটিল হৈছে মানু।
থেংকু
চরম!! চরম!! চরম!!!

পুরা হিট পোস্ট!!
চ্রম!
থেংকু
ভালো লাগছে...এই স্ক্রিপ্ট হইলে সিলিংক নিশ্চিত বাজারে তুমুল বেচা হইবো...
মানুরে ফাটাইছ আবার। মনে পড়ল বছর দুয়েক আগের কথা। কালকা বিমার সাথেও আলাপ করতেছিলাম। ণূড়ায় হেন্টিক্রাপট পোস্টের লগে তোমারও হেন্ডিক্রাপট পোসট বাইর হইত। ণূড়ায় ব্লক কইরা রাখাতে আমরা গিয়া তোমারটায় কমেন্ট করতাম!
অচিন্দা, সিবীচ-বিকিনি নিয়া একবার একটা পোষ্ট ছিলো মানুর, যেটার রেশ কাটতে সময় লাগছিলো বেশ ক'দিন, আর মজাতো ছিল মারাত্তক!
বিমা'র মনে আছে নিশ্চয়...
হা হা হা ... যার জন্য লেখা হইছিল তারে কি এইখানে দাওয়াত দিয়া আনা যায়?
কি সব দিন ছিল সেই সময়। যত যায় বলেন, নুড়া কিন্তু আমাদের ব্লগিং-এর প্রেরণা ছিল। ব্লগের জন্য এরকম দুই একটা চরিত্র আবশ্যিক।
চরম হইছে। আগুন পোষ্ট।
থেংকু
হাহা! মজার।
ধন্যবাদ
মানু ফর্ম ফিরা পাওনে আরাম পাইলাম
আশা করছি বিয়ার ফর্মটাও ফিরা পাক.. আর গ্রামের ছেলে মুক্লা "চেয়ে চেয়ে দেক্লাম...."
চ্রম পুস্ট
আমি ফর্মে সব সময়ই থাকি। বেশি পারফরমেন্স দেখাইলে আপনেরা বেইল পাবেন না বিধায় চাইপা থাকি।
বড়ই মজাদার........
থেংকু
সেইরাম টেশ! পুরানা দিনের ঘ্রাণ পাইতেছি।
পুরানা মানুষের ভীড়ে পুরানা ঘ্রাণ এমনেই আসে
মজার!!......
তাই নাকি?
ম্রাত্তক
থেংকু
জটিল
হ
ধন্যবাদ
যেখানেই আছে দিন বদলের চেষ্টা সেখানেই সিন্ডিকেট লিংক।
হ
মন্তব্য করুন