ইয়া ভিসুমাই!!!
এদ্দিন বহুত হাঙ্কি- পাঙ্কি কইরা পলায়ে ছিলাম!!!
ব্লগে গেরিলা হামলা চালাইছি! হামলা ঠিক চালাই নাই, কেবল রেকি করছি!! ঘাপটি মাইরা দেখছি, কে কি করে!! এখন হবে আক্রমণ!!
আরেকটা বড় উছিলা ছিল পরীক্ষা। এখন একটা মোটামুটি বড়সড় ছুটি আছে!! কাজেই এই সময়ে পুরাই কোপায়ে দিবো!!!
আপনাদের দোয়াপ্রার্থী!!! মাথা পাতিয়া দিলাম। আশীর্বাদ করেন, তয় সুযোগ পাইয়া থাবড়া দিয়েন না!!!
আপাতত, একখানা গান শুনি..
http://download.music-com-bd.load-balanced.net/Music/B/Bangla/Prottutponnomoti/8%20-%20Bangla%20-%20Raat%20pohale%20pakhi%20bole%20dere%20khai.mp3
গানের জন্য ধন্যবাদ।
আপনে কি দেশে থাকেন নাকি বৈদেশে?? এত তাড়াতাড়ি নামায়ে আবার শুনেও ফেললেন?

যাই হোক, ধইন্যা যখন দিছেন, তখন আপনেও অভিনন্দন নেন।
যদিও আপনের লগে পরিচয় নাই, ট্র্যাডিশন অনুযায়ি এ.বি.তে স্বাগতম!!!
তম্রাই দেশের, ব্লগের, সমাজের ভবিষ্যত।
সোনালী কয়েনের ফান্দে পর্ছিলেন নিকি???

তাম্র তাম্র করতাছেন!!!
পরীক্ষা শেষে মুক্তর বিয়া নি?
সবার কাছে পোলা দুয়া চায়।

নাহ। বিয়া না। তয়, শহীদ হইতে মঞ্চায়!!!
নাক টিপ দিলে দুধ বের হয়।আর বিয়া করবো??
বাচ্চালোক দূরে গিয়ে দাড়াও।
হ!!! আপনেরা সব আপেল আগেই খাইয়ালাইতাছেন, আরেকজনে শিখাইতেছে কেমনে খাইতে হয়!!!

আর, আমরা এমনে বইসা বইসা মাঠে- ঘাটে ফুটবল খেলি!!!
বাচ্চা লোক সবুর করো।জানো না ''সবুরে মেওয়া ফলে''
তখন মেওয়া খাবা।
সবুর করতে করতে বুইড়া হয়ে গেলাম!!!
আসেন মুক্ত। জমাইয়া পেচ্ছাপেচ্ছি করি
মাসুম ভাই শুরু করেন।১২৩৪৫৬৭৮৯০
ধূর ভাইয়া, নেটটাই চলে গেল!!
এখন আবার আসছে... চলেন
রাসেল আশরাফ:
আমি বাদ ।
কই থিক্কা বাদ??
পেচ্ছাপেচ্ছির মধ্যে থাকতে চাইনা ।
কিরে তোর এক্সাম শেষ নাকি?কস কি?ভালু। ভালা থাকিস।
আরে নাহ!!! শীতকালীন ছুটি নিছে স্যারেরা!!! এই কারণে এই বছর আর কোন পরীক্ষা নাই আমাদের!!

ঐ RED মুভিটা দেখছিস? দেখ ।আমি মানুষের বা আম্রিকানদের অতি বুদ্ধিতে হতবাক।
নতুন মুভি নাকি? কার?
এই বছরের? লিংক আছে?
http://1337x.org/torrent/113418/0/
এই যে রেড এর লিঙ্ক।
ধন্যু।
গানের জন্য ধন্যবাদ। ফকির আলাউদ্দিন বিশ্বাসের গান সামনা সামনি শোনার সৌভাগ্য হয়েছিল। লালনের আখড়ায় গুরু গো... বলে যখন টান দেন তখন গায়ের লোম খাড়া হয়ে যায়! সে কী দম! কী টান!
আত্মা কেঁপে উঠে ...
রাত পোহালে পাখি বলে...
শইলডা বালা ?
পরীক্ষা শেষ তাই এই মাইক্রোমিনি পোষ্ট? পবল দিক্কার
এত্তো জোসিলা বাগার (শিরোনাম) এর ডাল (লেখা) এত্তো ট্যাল্ট্যালা!!!...
শুরু না হইতেই শেষ!!
পোষ্ট দিয়া আবার কই হারাইলা?
ওরে ভোলাআআআআ মোওওওওওওওন........
পাগলা কৈরে!
ওয়েল কু!
মন্তব্য করুন