ইউজার লগইন

আসেন কাইজ্জা করি..

ভাব- টাব বাদ। সোজা বাংলায় লেখি। মনে যা আসে, তাই লেখবো।

এই পোস্টটা একটা কাইজ্জা পোস্ট। যার মনে যা আছে, যা কাউরে কইতে চান, কিন্তু বলতে পারতেছেন না, এইখানে ঝাঁপায়ে পরেন। তবে, লুকায়ে না, নিজ নিজ অ্যাকাউন্ট থেকে লগ- ইন করে নিজের নামে।

আমার বিরুদ্ধে যদি কারো কোন অভিযোগ থাকে, যেমন "এক নিক থেকেই প্রথম পাতায় ৩টা পোস্ট," মডু আইসা থাবড়া দিতে চায়, তাও সই। প্রবাসী- দেশি নিয়া যদি কারো কিছু বলার থাকে, পিছে না বলে এইখানেই বলেন। আর, লুকানোর কিছু নাই, আমরা সবাই জানি, সবারই কিছু না কিছু অতীত আছে। সেটা হয়ত নতুনদের জানা নেই, এখানে এসে সবাই ঝামেলাগুলা পিছনে ফেলে একটা ঘরোয়া আমেজে গপ্পো করে, তাতেও যদি কেউ ঝামেলা করতে চান, সেটা এখানে না করার অনুরোধ।

যদি কেউ বলেন,

এইখানে লিখবো বলে দাসখত দিয়ে ফেলেছি নাকি?

আমি ব্যক্তিগতভাবে বলবো,

জ্বি

। কারণ, আপনি যেখানে যাবেন, সেখানের আচার আপনার মানতেই হবে। ভালো না লাগলে আপনি অন্য কোথাও যান, যেখানে আপনার ভালো লাগে। শুধু শুধু থাকবো, কিন্তু আচার মানবো না, সেই বিপ্লবী আচরণ প্রকাশের প্রয়োজন অনেক জায়গায়, বেহুদা এই পঁচা, দৃষ্টিনন্দন না, ৫/ ৬ জন অনলাইনে থাকা ব্লগে না করলেও হবে।

ধন্যবাদ।

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


দেখি অন্যরা কি কয় Smile

আমার ভাষন হইলো ব্লগটাই লাইফ না ... আমি এবিতে ব্লগিং না করলেও ঢাকার শহরে আমার সময় কাটানোর জায়গার অভাব নাই... আমি আড্ডাবাজ মানুষ... আড্ডা যেইখানেই হোক... আমি হাজির হমু...

সমস্যা বাধছে... তোমারে খুইজা পাওয়া যায় না... ফোন্দিলেই শোনা যায় তুমি বাসে চিটাগাং যাও Smile

মুক্ত বয়ান's picture


আমি আর কই যাই!! কয়দিন পর পর তো যায় কেন মাসুম্ভাই!! Wink Wink
কিসের টানে যায়!! কে জানে!!! [উদাস হবার ইমো হবে!!! Tongue ]

রায়েহাত শুভ's picture


কাইজ্যা ইজ হেলদি ফর হেলথ Tongue

মুক্ত বয়ান's picture


তাই নাকি? এই তাহলে আপনার স্বাস্থ্যে গোপন রহস্য?? Tongue

শওকত মাসুম's picture


মুক্ত পোলাডা বদ। এখানে টাইম দেয় না।

মুক্ত বয়ান's picture


হ, আপনের খালি এক অযুহাত!!
বসে বসে মুভি দেখেন গিয়া!!! Tongue Tongue

ভাস্কর's picture


এইটা কোনো কাইজ্জা পোস্ট হয় নাই...

মুক্ত বয়ান's picture


তাইলে আপনে কাইজ্জা লাগান!! Party

রাসেল আশরাফ's picture


তার আগে কও

‘’কিছু বুললে আবার বুলবা নাকি মামুর বোঁঠা বুলছে

’’ বা শালীনতাবাদী উজবুক কইয়া জন্মস্থান বা গায়ের রঙ নিয়ে কথা বলবা নাকি? বা মহারানীর ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রীর উপাধি দিবা নাকি?

আবার তিন খান পোস্ট নিয়ে মডু আইসা কিছু কইলে হুমকি দিয়া কইবা না তো এইবারের মতো বইলা দিলাম আমার পোস্টে এর পরে কেও কিছু কইলে দায় দায়িত্ব তার আমারে কিন্তু কিছু কইতে পারবেন না।কারন আমার আছে সোনার মতো উজ্জল ইতিহাস। আমি কিন্তু রাগে দু;খে ক্ষোভে প্লেটে ভাত না খাইয়া মাটিতে খামু। Crazy Crazy সাথে সবটিরে দেইখা ছারুম।বৈদেশে বইসা বইসা কে কি করে তার সব প্রমান আমার কাছে আছে? Tongue Tongue সাদা রং্যের কলাররে এমনিতেই নীল বানাই দিসি এর পরে কিন্তু লাল বানাইয়া দিমু।

আর শেষে মাসুম ভাইয়ের সাথে সুর মিলায় কই মুক্ত পোলাটা আসলেই বদ আর ভাস্করদার সাথে একমত এইটা কোন কাইজ্জা পোস্ট হয় নাই।

১০

তানবীরা's picture


Oi moharani victoria kida ei blog e? Tongue

১১

রাসেল আশরাফ's picture


কি জানি মুনে লয় আপনি। Wink Wink

১২

শওকত মাসুম's picture


আমি তো জানতাম ডাচ দেশের মোনালিসা Tongue

১৩

রাসেল আশরাফ's picture


এডি কি কন মাসুম ভাই। আমাদের ক্যাপ্টেন তাতা কি মোনলিসার মতো ভুটকি নাকি? Tongue

১৪

মুক্ত বয়ান's picture


পুরাই বিপ্লব!!! Tongue

১৫

জ্যোতি's picture


মোনালিসাও ভুটকি , ময়ূরীও ভুটকি। ম দিয়াই তো নাম। শান্তনা খুঁজে পাইলাম।

১৬

ভাস্কর's picture


কোন মোনালিসা ভুটকি?

১৭

তানবীরা's picture


ঐ, তুইতো চাম্মে চাম্মে আমারে ভুটকি কইলি @ রাসেল /// বদ পোলা Stare

১৮

মুক্ত বয়ান's picture


ভিক্টোরিয়া তো হাজারে হাজারে!!!
কয় নম্বর, এইটা কইবেন না?? Wink

১৯

মুক্ত বয়ান's picture


নিজের কথা কন, আরেকজনের লেখা নিজের বইলা আর কত চালাইবেন?? Tongue Tongue

২০

রাসেল's picture


As Victoria's monarchy became more symbolic than political, it placed a strong emphasis on morality and family values, in contrast to the sexual, financial and personal scandals that had been associated with previous members of the House of Hanover and which had discredited the monarchy. The concept of the "family monarchy", with which the burgeoning middle classes could identify, was solidified

অজ্ঞতা ভালো, তবে সেটা ব্যধি হলে সমস্যা। কেউ কিছু না জানাটা অপরাধের পর্যায়ে পরে না, জানবার আগ্রহ না থাকাটা অপরাধের পর্যায়ে পরে এবং সে না জানাটা নিজে উপলব্ধি করতে না পারাটা আরও বড় ধরণের উজবুকি।

২১

রাসেল আশরাফ's picture


হায় হায় আমার দেখি অজ্ঞতা,ব্যধি,সমস্যা অপরাধ সব হয়ছে। Sad Sad
আমারে ফাঁসী দেন। Sad Sad

২২

রাসেল's picture


আপনার জন্য এরপর থেকে সটিক মন্তব্য লিখবো।
সটীক (আভিধানিক অর্থ: টীকা সমেত) : যেখানে মন্তব্য ব্যবহৃত প্রতিটি শব্দের ব্যখ্যা থাকবে, যদি কোনো ঐতিহাসিক চরিত্রের নাম মন্তব্যে চলে আসে তাহলে তার নামউল্লেখ করার কার্যকরণও বলা থাকবে। বিষয়টা বয়স্কশিক্ষা কার্যক্রমের আওতায় পরবর্তীতে আসতে পারে কিন্তু এ পরিশ্রম বৃথা হবে মনে হয় না।

সেখানে যদি কোনো কৌতুক থাকে তাহলে সেটার পাঞ্চ লাইনও আন্ডারলাইন করা থাকবে যেনো সেটা পড়ে আপনি বুঝতে পারেন কোথায় হাসতে হবে।
যদি সেখানে কোনো অবমাননাকর শব্দ থাকে, সেটার পাশে আলাদা চিহ্ন থাকবে, এমন কি যদি আপনি চান তাহলে সেসব মন্তব্য পড়ে প্রতিটি বাক্যে আপনার কি ধরণের অনুভব হওয়া উচিত সেটারও নির্দেশনা দেওয়া থাকবে।

এ মন্তব্যের সারাংশ:
এ মন্তব্যে আপনাকে স্থুল ভাবে অপমাণ করার চেষ্টা করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া: আপনি এ মন্তব্য পড়ে অনুভব হবে আপনি ক্ষুব্ধ ।

২৩

রাসেল আশরাফ's picture


মন্তব্যের ঘরে, আপনার ব্যবহৃত আবেগ চিত্রিকা সমুহের সুচারু ব্যবহার আমাকে গ্রীক দার্শনিক জেনো'র কথা মনে করিয়ে দিচ্ছে, এছাড়াও আবেগ চিত্রিকা ব্যবহারের পরম্পরায় বারবার দেখতে পাচ্ছি ডাচ দার্শনিক সোরেন কিয়র্কেগার্ডের ছায়া।
আবেগ চিত্রিকা ব্যবহারে আপনার হেজেমোনিক কোনো অবস্থান চোখে পড়ছে না, বরং আপনার আবেগ নিসঃরিত গ্রান্ড ন্যরেটিভটিই চিত্রিত হচ্ছে।
তবে যে আবেগ চিত্রিকার সুচারু ব্যবহার মানব মনে লালন করে চলা প্রাগৈতিহাসিক শিকারী মনঃবৃত্তির প্রকাশ করছে তেমন শৈল্পিক প্রকাশ আমরা কেবল গুহাচিত্রেই খুঁজে পাই।
নোয়াম চমস্কি হয়তো এ প্রসঙ্গে ভাষিক দৈন্যতার বিষয়টি উল্লেখ করবেন। এক্ষেত্রে তাঁর সাথে দ্বিমত তৈরী হবার প্রচুর অবকাশ রয়েছে। কারণ আমরা সবক্ষেত্রে লেখ্য ভাষার মাধ্যমে কথ্য ধ্বনিকে উপস্থাপন করতে পারি না।
এছাড়াও উক্ত বিশেষ আবেগ চিত্রিকার প্রয়োগের সাথে আমরা সাম্প্রতিক ঘটনাবলীর তুলনামুলক বিচারে উপনীত হ'লে নিশ্চিত ভাবেই বার্ট্রান্ড রাসেল কিংবা ফ্রেডরিখ নিটশের কোনো না কোনো উক্তি হাজির করতে পারবো।

আরেকটা পোস্ট দেন ''রাসেল কেন অপমানিত বা ক্ষুব্ধ'' শিরোনামে।পিলিজ পিলিজ Big smile Big smile

২৪

শওকত মাসুম's picture


কাইজা করার প্রথম শর্ত হইল অফলানেই ঘাপটি মাইরা বইসা থাকা। মুক্ত কই। ডিসকোয়ালাফাই হইয়া যাইবেন কিন্তু।

২৫

মুক্ত বয়ান's picture


কাইজা করার প্রথম শর্ত হইল অফলানেই ঘাপটি মাইরা বইসা থাকা।

আমি তো বস, শর্তটা পালন করতেছিলাম কেবল.. Wink Wink

২৬

নরাধম's picture


হ, কফি নিয়া বসছি, দেখি কাইজ্জা কোনদিকে যায়!

২৭

মুক্ত বয়ান's picture


এইটা সাপের মতন, ডাইনে বামে যায় না, খালি প্যাঁচায়!!! Tongue

২৮

সামছা আকিদা জাহান's picture


কাইজ্জা কেমন করে করবো? এক পায়ে দাঁড়ায়, নাকি কোমর বেঁধে? ।

২৯

মুক্ত বয়ান's picture


আরে আফা, আসেন, কোমড়ে গামছা বাইন্ধা যদি না হয়, তাইলে রশি বাইন্ধা আসেন!!! Tongue

৩০

শাওন৩৫০৪'s picture


মনয় একটা কাইজ্যা সময় মত ধর্তে পারছি!!!

৩১

মুক্ত বয়ান's picture


এই আনন্দে কাউরে গিয়া আঁচড় দেন!!! Tongue

৩২

শাওন৩৫০৪'s picture


তবে কাইজ্যার কিছু বিষয় আছে বুঝা যায়, চুপচাপ পড়তে থেকে বিষয়টা বুঝে ফেলতে হবে মনে হয়, না হৈলে মধ্যপন্থী গিয়ানি গিয়ানি কমেন্ট মারতে হবে মাঝে মাঝে!!

৩৩

শওকত মাসুম's picture


বিলাই একটা বদ। আজকাল কিছু লেখে না। আসেন এইটা নিয়া কাইজা করি

৩৪

শাওন৩৫০৪'s picture


হায়রে, আমার তো অন্য একটা বিষয় নিয়া কাইজ্য ছিলো!!

"আমরা বন্ধু" ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ব্লগ কর্তৃপক্ষকে এজন্য কোনভাবেই দায়ী করা যাবে না।

কেনো কর্তৃপক্ষ দায় নিবেনা? দায় না নিলে নিজেরে কেনো কর্তৃপক্ষ দাবী করে?
উনি কর্তাপক্ষ না কেন? উনি কি তাইলে একজন নারী?

৩৫

শওকত মাসুম's picture


এই প্রশ্ন কেন? নীতিমালায় কোনো ফাক আছে?

৩৬

শাওন৩৫০৪'s picture


ও, তাইলে নীতিমালাকেও বাফড়া স্ত্রী লিঙ্গ বলে দাবী করবে?

৩৭

শওকত মাসুম's picture


কেন? বাফড়া কি পুলিশ?

৩৮

শাওন৩৫০৪'s picture


কেন? এরশাদ কি পুলিশ ছিলো?

৩৯

রাসেল আশরাফ's picture


চাচাতো ভাই কি ববি ডার্লিং হয়ছে? Tongue Tongue

৪০

শওকত মাসুম's picture


পুলিশ না হইলে স্ত্রী লিঙ্গ দিয়া কি করবে?

৪১

বাফড়া's picture


আইলা... খমেন্ট করতে আইসা দেখি শাওন কাকু অলরেডী আমার নাম নিয়া নিছেন। আমার অজান্তে, এইরাম ট্যাগ না কইরা কথাটা কইলেন। এটিকেটের অভাব দেখতে পাচ্ছি.... ব্যানের আোহবান জানাইলাম Wink.. মডু ব্যাবস্হা না নিলে কঠোর ব্যাবস্হা আমিই লয়া লমু Smile... মু হা হা হা

যাউগ্গা, বিলাইও মানুষ। (এর মানে না আবার ছাইড়া দিমু, কঠোর ব্যাবস্হা মডুকে নিতেই হবে )।

যা কইতাম চাই, এই ব্যাপারে আমি মাসুম ভাই ও বিলাই দুইজনের ভাবনার সাথেই স হমত পোষণ করে বলতে চাই নীতিমালায় ফাক আছেই, সাথে ফোকরও আচে, কতৃপক্ষের নীতিমালা বইলা কথা Smile, ( কর্তাপক্ষের তো না। )। ঐ যে বললাম বিলাইও মানুষ; মামুর ব্যাঠা কথা সতয় কয়েছে :)।

যাকইতে আসছিলাম.. মোবআইলে বয়া আঢগন্টা লাগলো এতটুকু লিখতে.. বাকি অংশ কামিং এনি মোমেন্ট Smile

৪২

শাওন৩৫০৪'s picture


"ফোকর" সংক্রান্ত কোনো সাম্প্রতিক নীতিমালা অন্টর্ভুক্ত হৈছে কি?

৪৩

শওকত মাসুম's picture


তাইলে তো মডুরও ডান্ডা থাকবো মুনেলয়

৪৪

শাওন৩৫০৪'s picture


মডু তাইলে কর্তৃপক্ষের লোক না? কর্তা পক্ষের?

৪৫

শওকত মাসুম's picture


এখন তো তাইলে জানতে চাইবেন কর্তাপক্ষ হইলে বাড়ি চট্টগ্রাম কীনা? Tongue

৪৬

বাফড়া's picture


মাসুম ভাই, বিলাই হালায় তো ভালোই গ্যাজানো শুরু করছে!!! আরে ব্যাটা মডু কোনপক্সের এইডা জিগান লাগে? আগে ক মডু পদ এত লোভনীয় কেন? টাইলে বোঝ মডু কোন পক্সের Wink

৪৭

বাফড়া's picture


বিলাই কোন নীতিমালার কতা জিগাইলা? কর্তিপক্ষের নীতিমালা কথা জিহাইলা? ঐটাতো বাই ডিফল্ট ফোকর, একটু আগেইতো কইলাম... আলাদা আর কি অন্তরভূক্ট করার দরকার:)। নাকি দেশের নীতিমালর কথা জিগাইলা? Wink..। ঐখানেও শুনছি এই সংক্রান্ত সাম্প্রতিক অনড়ভূক্ট করা হইছে Wink..

৪৮

বাফড়া's picture


রাসেল- মুক্তর জ্যাঠামো দেকে তুমি ও জ্যাঠামো শুরু করেচ? জ্যাঠাতো ভাই বলে কি আমার সাথে জ্যাঠামো করা হচ্চে? ঝায়ঠামো কম করো, না হলে সোজা উ্ত্তরে পাঠিয়ে দেব.. কিম জং কি ইল না সিক বুঝবা Wink

৪৯

রাসেল আশরাফ's picture


ঐ বলদের ডর দেখায় লাভ নাই।ঐডি কোরিয়ান গো দেখাও।আমি ঐ ইল সিক রে ডরাই না। Tongue Tongue

৫০

বাফড়া's picture


আরে এএই. পুলাতো পুরা লায়েক হয়েছে... ভয় পায়না!!! খালাটো ভাই দেখছি ডুসাহসী Smile...। যাই ক'বি, পরে কিন্টু বলব রাসেল বুইলেছে!! একন কিচু বললে বল Smile

৫১

রাসেল আশরাফ's picture


হ লায়েক হইছি বৈদেশ আইসা।আর তুমরা থাক কইলাম না। কইলে তো আবার কইবা বুলছে। Wink

৫২

চাঙ্কু's picture


কাইজ্জাতো দেখি ব্যাপক স্লো। মেলাদিন কাইজ্জাই না। আফসুস

৫৩

শাওন৩৫০৪'s picture


তুমি কে? না, কৈতে চাইলাম, তুমি আসলে কি?

৫৪

শওকত মাসুম's picture


চাঙ্কু আরেকটা বদ। লেখা দেয় না। Stare

৫৫

চাঙ্কু's picture


বিলাইজেডা @ আমি কি আমি নিজেই জানি না। তবে আমি যে আম না -এইডা সিউর Tongue

মাসুম ভাই @ আমি যে মেলা বদ এইডা এত পরে জানলেন !!! আফসুস
লেখতাম পারি নাতো। কিতা করুম !!!

৫৬

শাওন৩৫০৪'s picture


দেশে আইসা বিয়াও কৈরা গেলা, খবর দিলানা?

৫৭

চাঙ্কু's picture


নাউজুবিল্লাহ !!! তুমি এইরাম মিছা কথা কইতে পারলা !! আফসুস। জেনে শুনে বিষ পান এখনও মেলা সময় বাকি আছে Tongue

৫৮

জ্যোতি's picture


বিলাই এর কমেন্ট পড়েই কাইজ্জার মুড চলে আসছে। চাংকু বদ এইটা জান্তাম কিন্তু সে যে এত বেশী বদ, শয়তান সেটা জান্তাম না। সে দেশে এসে বিয়া কইরা চলে গেলো আর কিছুই জানাইলো না আমাদের? ছিঃ ছিঃ। আমরা কি চাংকুর শত্রু?

৫৯

রাসেল আশরাফ's picture


চানকু বিয়া করছে সেতো আর কাঙ্গালী ভোজ় খাওয়ায় নাই যে আপনাগো খবর দিবো। Tongue Tongue

৬০

চাঙ্কু's picture


জয়িতা বদ কাইজ্জা করতে চলে আসছে। আমার কপালে আজ মুনে হয় খারাবি আছে । আমার নামে সে ইতিমধ্যে আ-কথা, কু-কথা, মিছা কথা কওন শুরু করছে। আমি পলাই (পলায়ন ইজ ভালা দ্যান মাইর্খাওন ) Tongue

রাসেল @ বিবাহ করি নাইতো। আর লুকে বলে -কাঙ্গালীনি সুফিয়াকে ছাড়া কাঙ্গালী ভোজ খাওয়ানোতে নাকি পাপ আছে Wink

৬১

একজন মায়াবতী's picture


কাঙ্গালী ভোজ Rolling On The Floor Rolling On The Floor

৬২

মুক্ত বয়ান's picture


আপনে পুরাই মুডে আছেন মনে হয়!!! সব বিপ্লব!!! Tongue

৬৩

একজন মায়াবতী's picture


হুক্কা

৬৪

মুক্ত বয়ান's picture


আমার তো হার্টফেল করার দশা!! আমার আঙ্কেলটা শহীদ হইয়া গেল!!!

৬৫

কিছু বলার নাই's picture


এই ব্লগের সব মানুষ এইরকম ক্যান, হয় অশালীন, নাইলে বেশি শালীন, হয় দেশী, নাইলে প্রবাসী, হয় সুশীল, নাইলে কুশীল, হয় ভদ্রতার শিক্ষক, নাহয় অভদ্রতার ঝান্ডাবাহক, হয় ভাল, নাইলে খারাপ...

মাঝামাঝি কেউ নাই ক্যান এর প্রতিবাদে আমি ব্লগ থেইকা চইলা যাইতে চাই।

৬৬

শাওন৩৫০৪'s picture


হ, আপনে তাইলে অভদ্রতার ঝান্ডাবাহক

৬৭

রাসেল আশরাফ's picture


মাঝামাঝি কেউ নাই ক্যান

মাঝামাঝি আবার কেমন মানুষ?? জানতে চাই।

৬৮

কিছু বলার নাই's picture


@শাওন, আমি ক্যান অভদ্রতার ঝান্ডাবাহক হমু? আমি কই অভদ্রতা করলাম?

@রাসেল আশরাফ, আমারে দেখেন, আমি মাঝামাঝিই আছি। আর কেউ নাই দেইখা ঘটনা বুঝতেছিনা আরকি।

৬৯

শওকত মাসুম's picture


মৌসুম, আমি আর আপনিই খালি ভালো। আমাদের দুজনের নামের মধ্যেই 'সু' মানে ভাল শব্দটা আছে।

৭০

চাঙ্কু's picture


সবাই এইরাম ভালা হইলে কাইজ্জা করপে কিডা ?

৭১

একজন মায়াবতী's picture


মাসুম ভাই আমিও তো ভালো। আমি কি কারো সাথে ঝগড়া করছি বলেন?? আমার কত মায়া Cool

৭২

মুক্ত বয়ান's picture


খালি লুলামি!! Tongue

৭৩

রায়েহাত শুভ's picture


মাসুম ভাই এরম পক্ষপাতিত্ব চল্বো না। আমার পুরা নাম্টাই কেরাম "শুভ" "শুভ"। আমারে আপ্নে দলত্যাগ করায়া দিলেন?
আলিদা একখান কাইজ্যা ইস্টাট দিমু কিনা ভাবার টাইম কি চৈলা আইলো Thinking Thinking

৭৪

কিছু বলার নাই's picture


একমত মাসুম ভাই, চলেন দুইজন মিল্লা এখন মিশনারি ইশকুল দেই সবাইরে 'সু'পথে আনার জন্য।

৭৫

একজন মায়াবতী's picture


আমি আছি আপনার দলে। আমিও ঝগড়া করি না। Laughing out loud

৭৬

মুক্ত বয়ান's picture


আপনে তাইলে একটা গান গেয়ে শুনান!!! Party

৭৭

একজন মায়াবতী's picture


সেইটাই ভালো হপে। শুরু করলাম.............................

৭৮

মুক্ত বয়ান's picture


কই আর গান শুনাইলেন!! খালি তো দেখি নিজের মনের আনন্দে দোলনায় দুলতেছেন!! Crazy

৭৯

একজন মায়াবতী's picture


দুলে দুলেই তো গাইতিসি। Party

৮০

মুক্ত বয়ান's picture


মাঝামাঝি হয় শিশু এবং পাগলরা, যেহেতু আপনে শিশু না, কাজেই... Wink

৮১

একজন মায়াবতী's picture


মৌসুম আপু দেখেন এই মুক্ত বয়ান নামের ব্লগার আপনারে কি সব উল্টা পাল্টা কথা বলতিসে Tongue

৮২

মুক্ত বয়ান's picture


মাইর দিমুনে!!! উস্কানি দেন কেন?? Crazy Crazy

৮৩

একজন মায়াবতী's picture


তাইলে আপনি স্বীকার করলেন যে আপ্নে মৌসুম আপুরে বলছেন। Tongue

৮৪

কিছু বলার নাই's picture


মহান বানী শুনলাম, পাগল আর শিশু ছাড়া নাকি কেউ মাঝামাঝি নাই। কইলেই হইল?

আর পাগল হইলে অসুবিধা কি শুনি? কথা শুইনা মনে হইতেছে আপনেগো মতন সুস্হ মানুষ ইহজগতে নাই?

৮৫

মেফতাহুর রহমান মেফতু's picture


দু:খিত। আপনার সাথে কাইজ্ঝা করার সময় নাই।

৮৬

মুক্ত বয়ান's picture


বেশ বেশ, কাইজ্জা করা ভাল, কাইজ্ঝা না!! Tongue

৮৭

ভাস্কর's picture


ব্লগে গালি দেওন যাইবো না বইলা একধরনের বিদ্রোহ আছে...কিন্তু ব্লগে প্রাপ্তবয়ষ্ক কৌতুক করা যাইবো। বাংলা ব্লগিংয়ের শুরুর দিককার একজন ব্লগাররে একটা কমিউনিটি থেইকা গালি দেওনের লেইগা ব্লক কইরা দেওয়া হইলো...কিন্তু সেই ওয়েব স্পেইসেই সারা নারীজাতিরে হেয় কইরা ছড়া লিখতো সৃজনশীল (?) লেখকরা। আমরা ব্যক্তির উপর আক্রমণ চাই না, কিন্তু একটা জাতিরে যে কোনো আক্রমণ করনের অধিকার রাখি।

এই সেইদিন আমরা বন্ধুতেই দেখলাম এক ব্লগার চাইনিজগো গালি দিলো...যেনো বৃটিশরা ছাড়া আর কেউ ভদ্রতা বুঝেই না। তারা যেইটারে ভদ্রতা বলে ঐটা ভদ্র, তারা যেইটারে শালীন বলে সেইটা শালীন। তয় আমাগো ব্লগ এরেনাতে অনেকে আবার সামাজিক মূল্যবোধের নামে প্রচলিত ধর্মীয় মূল্যবোধের নিক্তিতে বৃটিশগো শালীনতারেও উড়াইয়া দেয়...

৮৮

ভাস্কর's picture


আমার এই কমেন্টে মনে হয় কাইজ্জার টোন দিতে পারলাম... Tongue

৮৯

মুক্ত বয়ান's picture


আমিও একটা বিশাল মন্তব্য দিছি!! কই যায় কে জানে!! Tongue

৯০

রায়েহাত শুভ's picture


ভাস্করদা দেখি এক্কেবারে কাইজ্যার মর্মমূলে হাত দিলেন Smile

৯১

মুক্ত বয়ান's picture


আমি যেইটা মনে করি এবং এই মতামতের সত্যতা যাচাই করে আমি নিজেও যথেস্ট অসন্তুষ্ট, সেইটা হল, এখানে যারা লিখি, তারা অধিকাংশই অন্য কোন ব্লগ থেকে পরিচিত হয়ে আসা; অন্য কোথাও কোন অসুবিধা, মন খারাপ, গালাগালি, তাই সেগুলো ছেড়ে অন্য কোথাও একটু শান্তিতে থাকবো বলে এখানে আসা। নতুন অনেক ব্লগার এখান থেকেই তাদের ব্লগ জীবন শুরু করছেন, তাদের কথা আলাদা, তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা।

কিন্তু, যারা পুরোনো, তাদের ধারণা, অনেক গালাগালি হয়েছে আর করবো না, তাই একটু শান্তিতে থাকতে চাই, গালাগালি আমরা জানি, দিতে পারি, সেটা নিজেরা জানবো, কিন্তু আরেকজনকে জানাবো না। ড্রইং রুমে বসে আমরা ফ্যাশন টিভি দেখতে পারবো, কিন্তু পর্ণ মুভি দেখতে পারবো না, ব্যাপারটা অনেকটা তেমনই। আমরা ১৮+ নাম দিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু মুখ খারাপ করে কিছু বলতে পারবেন না। এমনই ব্যাপারটা।

আরেকটা ব্যাপার যেটা সমস্যা, ব্লগারদের ব্যক্তিগত পরিচয় এবং নিজেদের মধ্যে দেখা হওয়াটা। আড্ডাবাজি একটা চমৎকার ব্যাপার, সেটা সামনাসামনি পরিচিতদের মাঝেই হোক। ভার্চুয়াল জীবন একটা আলাদা, সেখানে আমি কি- বোর্ডে বসে বসে বাঘ মেরে ফেললাম আর বাস্তবে আমি একটা মেনি বেড়াল ছাড়া কিছু না, হতে পারি, সেটা আমিই। কিন্তু, যখন ব্লগাড্ডায় আর দশজনের সাথে দেখা হয়ে যায়, সেখানে আমি ভদ্রতার একটা লেবাশ পরি, তারপর আর তাদের কারো সামনেই ভার্চুয়ালি গিয়ে গালি দিতে পারি না। মুখে বাধে। কাজেই, আমরা অধিকাংশ ক্ষেত্রেই চুপ হয়ে যাই, নাইলে একটা ভাব- গাম্ভির্য নিয়ে কিছু বলেই দায় এড়াই।

আমার যেটা মনে হয়, আমরা বন্ধুর একটা ঘরোয়া পরিবেশ আছে, যেটাকে অনেকে তীর্যকভাবে বলেন, "আমরা আমরাই বন্ধু"। আমি মেনে নিই, এবং আমার যেটা ধারণা, এখানে যারা আছেন, তারা কেবল তাদের এই বন্ধুদের জন্যেই আসেন, এই দেখতে খুব সাধারণ, কম সংখ্যক পোস্ট, কম সংখ্যক ব্লগারদের এই ব্লগে। এবং এই জন্যেই অন্য আরেকজনে বলে, "আমি আমরা বন্ধুতেই ব্লগিং করতাম, কিন্তু, নিজের বলে এখানে ব্লগিং করি। আর, এখন তো যাওয়া যায় না নিজের ঘর ছেড়ে।" আর, আমরা বন্ধু তেমন বন্ধু হতে চাওয়া নতুন বন্ধুদের সাথেই বন্ধুত্ব পাতায়, খুব বড় কোন মানুষ এর বন্ধু না হতে চাইলেও তার তেমন কোন আপত্তি থাকার কথা না।

৯২

তানবীরা's picture


মুক্ত যদি আমাকে উদ্দেশ্য করে এই কমেন্ট লিখে থাকো, তাহলে বলছি "আমি পাহাড়ের মধ্যে হাটতে শিখেছি। আমাকে উষ্টা খাওয়ার ভয় দেখিয়ে কোন লাভ নেই।" Big smile

আমরা বন্ধু তেমন বন্ধু হতে চাওয়া নতুন বন্ধুদের সাথেই বন্ধুত্ব পাতায়, খুব বড় কোন মানুষ এর বন্ধু না হতে চাইলেও তার তেমন কোন আপত্তি থাকার কথা না।

কোন বড় মানুষ বন্ধু হতে চায় না বলেছে? কে বলেছে সে বড় মানুষ? নাকি কেউ কারো পছন্দ অপছন্দ জানালেই তাকে ভদ্র ভাষায় রাস্তা দেখাইয়া দিবা? আমি জানতে চাই এটা কি শুধু তোমার কথা নাকি কর্তৃপক্ষ ও এর মধ্যে আছে?

আমি নাই, তাই কাইজ্জা জমে নাই এতোক্ষণ, আমি আসছি এখন কুলফির মতো জমবে, সো গাইস, লেটস ফাইট Big smile

৯৩

কিছু বলার নাই's picture


তোমারে কে রাস্তা দেখাইছে আমারে বলতো, রাস্তা তো ভাল জিনিষ, কত লোক রাস্তা খুঁইজা না পাইয়া গলিঘুপচি ঘুইরা মরে।

৯৪

তানবীরা's picture


তাওতো কথা, আমারতো তাইলে পথ প্রদর্শক আছে Big smile আমি লাকি Laughing out loud

৯৫

কিছু বলার নাই's picture


লাকি মাইনে? বিশাল লাকি! বাই দ্য ওয়ে, তোমার নাকি জন্মদিন? তবেরে ফাজিল মহিলা, কেক কই?

৯৬

তানবীরা's picture


মহিলা? মহিলা? মহিলা? Stare

মাত্রতো ভূমিষ্ঠ হইলাম, হইয়াই মহিলা হইলাম কেমনে? Shock Puzzled

উইশ করার ভদ্রতা নাই, কেক চাই Wink

৯৭

কিছু বলার নাই's picture


মহিলা = woman. ইংরেজি ভাষা, কেতা সবই খুব ভদ্র লাগে Wink

আমি হইলাম বাংগাল, এইসমস্ত বিদিশি ভদ্রতার খেতা পুড়ি। কেক কই?

৯৮

তানবীরা's picture


কোক কোক কোক

সবগুলো খেও, এক টুকরোও রাখা যাবে না কিন্তু

৯৯

একজন মায়াবতী's picture


মৌসুম আপু কিছু বলেন না কেন? দিলো কোক কইল টুকরা। বিষয়টা ঠিক হজম হইলো না Big smile

১০০

কিছু বলার নাই's picture


ঐটাই বুঝার চেষ্টা করতেছিলাম। প্রবাসীরা কি এভাবেই কথা বলে কিনা কে জানে, কেক বললে এরা মনে হয় কোক (অথবা বিয়ার) বুঝে। Worried

১০১

তানবীরা's picture


ইমোতে লেখা কেক আর কোক Stare

মায়া @ আব্বুরে ফোন দিবো? ঘুমাস না যে এখনো? Crazy

১০২

কিছু বলার নাই's picture


আমি তো শুধু কোক দেখি!

১০৩

তানবীরা's picture


Sushi ধইন্যা পাতা

আমি মনে হয় তখন ভুল পড়েছিলাম, যাউকগগা সুশি খাও ধনেপাতা দিয়ে Big smile

১০৪

কিছু বলার নাই's picture


সুশি খামনা Sad

১০৫

তানবীরা's picture


এই মাইয়াতো বড় ত্যাক্ত করে আমাকে। রাত বাজে এগারোটা এখন কেক কই পামু? Sad(

১০৬

একজন মায়াবতী's picture


কেক খেয়ে ঢেকুর তুলতে তুলতে আপনাকে উইশ করা হবে। পার্টি

১০৭

কিছু বলার নাই's picture


একদম ঠিক বলছেন মায়াবতী! হিক হিক করে ঢেকুর তুলিব।

১০৮

একজন মায়াবতী's picture


Party Party আমি বাঁশী- টুপি নিয়ে হাজির। কেক আসলেই হাততালি দিয়ে খাওয়া শুরু করতে পারতাম

১০৯

তানবীরা's picture


Party Love Party Love Party Love

২০১২/ আবার জমবে বেলা হাটতোলা বটতলা .।.।.।.।.।.।.।.।।

১১০

একজন মায়াবতী's picture


Day Dreaming Day Dreaming

১১১

একজন মায়াবতী's picture


মহিলা? মহিলা? মহিলা?

হিন্দি সিরিয়ালের মত ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ পড়বো নাকি?

১১২

তানবীরা's picture


মাইর মাইর মাইর

১১৩

মীর's picture


কাইজ্জা কেলেংকারী ভালু পাই। তার চেয়ে বেশি ভাল পাই মারপিট। দাঙ্গা-হাঙ্গামার উপ্রে মজা নাই। আমি তাই মারপিট করতে চাচ্ছি।

১১৪

একজন মায়াবতী's picture


ঝাপায় পড়েন। হাত থাকতে মুখে কি Tongue

১১৫

রায়েহাত শুভ's picture


মীর কি অতীত যুগের চাইনিজ কুড়াল, হকিস্টিক যুগের মারামারি কর্তে ইচ্ছুক না বর্তমান যুগের ইস্টাইলে??? >)

১১৬

মীর's picture


হকিস্টিক খুবই প্রিয় বস্তু। আমার একটা ছিলো। রহমাননগরের ঢেক্কা গ্রুপের পোলাপানের সঙ্গে যখনই গ্যাঞ্জাম লাগতো ঐটা নিয়ে বাইর হইতাম। শুভ ভাই তো ম্যালা কথা মনে করায় দিলেন।
একবার সুত্রাপুর থেকে আমারে একলা পেয়ে মজিদের তিন চামচা তুলে নিয়ে গেল। মজিদ ছিলো বগুড়ার টপটেরর ইব্রাহীমের ডানহাত। যে চামচা তিনটা তুলে নিয়ে গেছিলো, ওরা আমারে মারার জন্য চান্স খুঁজতেসিলো অনেকদিন ধরে। কিন্তু পোলাপান দেখি নিয়ে খালি হাঁটায় আর হাঁটায়। মারে না। এদিকে আমি তো মাইর খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলসি। এরপরে কিভাবে ওদের এলাকায় রেইড ফেলাবো, সেইটার ছকও এঁকে ফেলসি। কিন্তু মাইর শুরু হইতেসিলো না দেখে অস্থির হয়ে উঠলাম।
দীর্ঘ অপেক্ষা আর আমাদের লং জার্নির পর এক সময় মজিদ হন্তদন্ত হয়ে আসলো। এসেই ও নিজের চ্যালাগুলারে দে ঝাড়ি। '' ুদির ব্যাটারা কাক ধরে লিয়ে আসিছু জানিস বে? উই রনি ভাইএর ছোটভাই। রনি ভাই ওস্তাদেক্ কয়ে পাঠাসে এখনই অক ছাড়ে না দিলে তুরগেরেক পিটে বালুশ বান্যা দিবি। তখন দেখিসহিনি ক্যাঙ্কা লাগে''
আমি এতদূর হাঁটিয়ে নিয়ে যাওয়ার অপরাধে, ওদের কাছ থেকেই রিকশা ভাড়া নিয়ে; নিজের পকেটের টাকা দিয়ে ছোট এক কৌটা প্রিঙ্গলস কিনে খেতে খেতে চলে আসলাম। দু'চারটা বোধহয় তখনও বাকি ছিলো। ওগুলো এনে রনি ভাইকে দিয়ে বললাম, আপনের জন্য মিয়া ভালো একটা মারামারির সুযোগ হাতছাড়া হলো।

১১৭

জ্যোতি's picture


আপনে পাইছেন টা কি? মগের মুল্লুক নাকি? মন চাইলে আসবেন, আবার ডুব মারবেন, লুকজন আপনারে খুঁজবে, মিস করবে ...এসবের মানে কি? ওয়ারনিং দেয়া হলো... রোজ যেনো ব্লগে দেখি, নতুন লেখা পাই। ওকিজ? তেরিবেরি করলে...................

১১৮

মীর's picture


আর নিজে জীবনেও কিছু লিখবেন না, নাকি?
খুব দ্রুত নতুন লেখা পোস্ট করেন। কোনো তৃতীয় হাত দেখানোর চেষ্টা করবেন না।

১১৯

জ্যোতি's picture


Big smile ঠিকাছে। কালকেই। আজকে মশা কামড়াইতাছে। তৃতীয় হাত থাকলে খ্রাপ হইতো না।
কিন্তু এরম ডুব মারেন কেন? খুব খ্রাপ। কতটা খ্রাপ বুঝবেন আমরা যেদিন মইরা যাপ সেইদিন।

১২০

জ্যোতি's picture


লুকে কেন কাইজ্জা করে না? এরা দেখি গফসপ করতাছে। কাইজ্জার মধ্যে একটা আলাদা ভাব আছে তো!

১২১

একজন মায়াবতী's picture


দেখেন তো কি মুশকিল। ঘুমাইতে না গিয়া বইসা আসি কাইজ্জা দেখতে। কেউ কাইজ্জা করে না। আপ্নেই শুরু করেন আপু বিসমিল্লাহ Big smile

১২২

জ্যোতি's picture


আমিও তো বসে আছি। এইটা কুনু কথা হইলো? শয়তানগুলা কাইজ্জার আগুনে পানি ঢাইলা গেলো কই? আরে সবগুলা বদ পুলাপাইন।
কিরাম আছ আপু? নয়া লেখা দেও না কেন? ভুংভাং করতাছ যে! কাহিনী কি?

১২৩

একজন মায়াবতী's picture


আরে আপ্নে লিখেন না কেন?? আমার গুলা আবার লেখা নাকি

১২৪

জ্যোতি's picture


তুমি তো কত্ত মজা করে লেখো। আমি তো এরম লেখতে পারি না।

১২৫

চাঙ্কু's picture


এডি কোন কাইজ্জা হইল !!!! লুকজনরে কাইজ্জার উর্পে টেরিনিং দেওন দরকার Tongue

১২৬

তানবীরা's picture


পোষ্টে লাইক। জীবনেও যারা বেড়াতে আসেন না, এ উপলক্ষ্যে তারাও বেড়ায় গেলেন Tongue

১২৭

একজন মায়াবতী's picture


পোষ্টে লাইক সাথে আপনার কমেন্টে সুপার লাইক। আপ্নে আসতে দেরী করে ফেলছেন। একটু আগে ১৫ জন ছিল অনলাইন। Laughing out loud

১২৮

জুলিয়ান সিদ্দিকী's picture


ই পোস্টে যে বিয়াপুক আলু পুড়নের ঘ্র্যাণ পাওয়া যাইচ্চে!

১২৯

প্রিয়'s picture


আমি কিন্তু কাইজ্জা করতে খুবই ভালা পাই Wink Tongue

১৩০

একজন মায়াবতী's picture


আপ্নাকেই খুঁজছে কাইজ্জাকারীরা Tongue

১৩১

প্রিয়'s picture


কই এইখানে তো দেখি কেউ কোন কাইজ্জা করেনা। সবাই ভাল লুক Wink

১৩২

জুলিয়ান সিদ্দিকী's picture


ভালু লুক আর আলু পচার মইধ্যে কোনো ফারাক নাই। কেউ যদি তার চলাফেরার প্রতিটা পথ জানালা দরজা বমি আর বিষ্ঠা দিয়া নানাহ বৈচিত্র্য পুন্নু দুর্গন্ধযুক্ত কইরা রাখে, তা হইলে তার স্বভাব মক্কাতে গেলে বা গয়া কাশীতে গেলেও সে ওই কর্মটারেই পূন্নু বইল্যা শীরধার্য করবে। নিজের গতরের নানা জায়গায় চু্লকাইতে শেষে কোন কোন খানে বা থানে আঙ্গুলি চালনা করিতেছে সেই বোধ তাহার থাকে না। কাজেই ফুটপাতে বাসে বা ট্রেনে এক ধরনের মলম ব্যাপারী তাহার পণ্য প্রসারের আগে একটা কথা বলে- হায়রে মজার চুলকানী ( শেষে কৌটা দেখাইয়া বলে) দাউদের মলম লাগবোনি। কারো কারো আক্ষেপ দেইখ্যা মনে হয় সবাই প্রবাসী, ভদ্র, চুচিল, ম্রাল প্লুশ হয়ার কারণে চুলকানীর দাওয়াই দুষ্প্রায়াপ্রাপ্য হইয়া গেছে। কাইজ্জা করনের আগ্রহে যুদি কারু গলা চুলকায় তার জন্য চুত্রা পাতা (ভদ্র নাম বিছুটি পাতা) গলধঃকরণের ব্যবস্থা রাখা যাইতে পারে। এবং যত্র তত্র বমন এবং বর্জ্য ত্যাগের স্বভাবের কারণে তাহাদের ঝাড়ু-বালতি বাহক বন্ধুদের আমন্ত্রণ জানানো যাইতে পারে।

এবার আসল কাইজ্জার কথা, যাহারা ছিদ্রান্বেষী তাহারা ফাঁক-ফোকরের তোয়াক্কা করে না। এবং অন্বেষণও পরিত্যাগ করে না। ব্যাক্তি জীবনে যাহাদের একটি চোখ ট্যারা (লোকে যাকে ট্যাগরা কয়/ কেউ বা আদর কইরা লক্ষ্মী ট্যারা কয়) তাহারা দেখবেন কাইজ্জার উপাদান আবিষ্কারে সিদ্দ হস্ত।
আখন এই ব্লগে মলম বিক্রেতা বা ট্যাগরা কেউ থাকলে আওয়াজ দেন। আমি গ্যালারিতে উঠলাম।

১৩৩

মেসবাহ য়াযাদ's picture


হ, রাইতের কাইজ্জা বাহিনী রাইত জাইগা রেস্টাইতেছে Big smile
আসেন, দিনের বাহিনী আমরা নতুন উদ্যোমে কাইজ্জা শুরু করি... Wink
বিসমিল্লাহির রাহমানির রাহীম। নাহ মাদুহু অনাস্তাইন্যুহু, অনাসতাগফেরহু, অনুহমিনুবিহী, অনাতাওয়াক্কালু আলাইকা..................... Tongue

১৩৪

জেবীন's picture


কাইজ্জার 'ক'এর তো কান মুচড়ানি হইলো নাহ! Stare একটা সম্ভাবনাময় কাইজ্জার করুন পরিনতির ইতিহাসে এই পোষ্টের নাম প্রথমসারিতে থাকবো! Tongue সব্বাই হুদাই ভাব দিয়া গেলো কিছুই কইলো না! আরে! বরিশালের একজনের থেকে শুঞ্ছিলাম, তাদের কথায় আছে , "সদরে আইছি একটা মামলাই না হয় কইরা যাই বেয়াইয়ের নামে!" আরে, কাইজ্জার পোষ্টে আইসা কাউরে কিছু না বলার থাকলেও অন্তত মডুরে দুএক্টা ঝাড়িতো দিয়া গেলেও উশুল হয়! Tongue

১৩৫

সামছা আকিদা জাহান's picture


কাইজ্জার কেউ কিছু দেখে নাই এখনও। আমারে কোমর বাইন্ধা আসতে বলছে এই পোস্ট দাতা। কই সে কই?? কই রে সাহস থাকলে সামনে আসেন। ৩২ চড়ে একটা দাঁত ফেলামু।

১৩৬

টুটুল's picture


আপা ... মুক্ত এখনো বিয়া করে নাই... এতগুলা চড় সহ্য করতে পারবে না... বিয়ার পর হৈলে হৈতারে Wink

১৩৭

টুটুল's picture


কালকে একজন জানাইলো আমি নাকি এবির মা বাপ... বিষয়টা লৈয়া শরমিন্দ হইলাম... হয়তো কথাটা ভালই জাকিয়ে বসেছে... নয়তো এমন কথা ওঠবে ক্যান?

তো বন্ধুদের এই শুভক্ষনে জানাইয়া দিতে চাই... আমি এবির মডু না... এবির মডু আগেও আলাদা ছিল... এখনো আলাদা... তবে ব্লগের পেছনে থাকার সুবাদে অনেক কিছু জানা ছিল... সেই যায়গা থেকে বের হয়ে আবার ব্লগিংয়ে মনোযোগী হতে চাই... একজন ব্লগার হিসেবে আমাকে ট্রিট করলে খুশি হই.. নয়তো ব্লগিংটাই ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না আমার।

আমার মন্তব্যের দায় আমার... আমার পোস্টের দায় আমার... আমি যদি কারো লগে কাইজ্জা করি সেই দায় ও আমার Smile ... কেউ যদি আমার লগে কাইজ্জা করে ... সেই দায় যে কাইজ্জা করবে তার Smile ... আমি বেশী পাকনামি করলে থাবরা খাওনের দায় ও আমার Smile

ভাষন শেষ Smile

১৩৮

জেবীন's picture


আকিদা আপু, এই ভদ্রলুক টুটুলসাব, বিবাহ করছেন আবার কাইজ্জাও করতে ইচ্ছুক! এনারে দিয়াই আপ্নে ৩২চড়ে একটা দাতঁ ফেলানির কাজটা শুরু করে দেন! মুক্ত ছুটুমানুষ "বারো হাত কাকুঁড়ের তের হাত বিচি" টাইপ ভাব নিয়া একটা কথা কইছে তারে আপ্নে সত্য মাইনেন নাহ! Wink

১৩৯

রায়েহাত শুভ's picture


Applause Applause Applause

১৪০

হাসান রায়হান's picture


জেব্রীল্রে জাঝা।
মুক্ত ৩২ চড় তো দূরের কথা, তিন চড়ের পরই পটল পারতে চইলে যাইবে Wink

১৪১

মেসবাহ য়াযাদ's picture


সিওর কচ্ছেনতো বড়ভাই ? Wink

১৪২

বাফড়া's picture


তুটুল- কেডা তুমারে এবির মা-বাপ কইছে? Smile... ষাক্ষাত কইরা একটা ফেরেন্ড রিকু পাঠাইতাম চাই Smile... বুদ্বিমান লোক...

আর তুমি এইটা শুইনা ইরাম আবেগাপলুত হইলা ক্যা??!! তুমারে এবির মা-বাপ না কয়া এবির বন্ধু কমু নাকি? দেখতাছি যে টুটুল চাচার মাথায়ও টাখ, দুইদিন পর টুটুল চাচায় পুলার বিয়া দিব। এহেন মুরব্বিরে এবির বন্ধু কয়া পরিচয় দিয়া নিজৃ বয়স বাড়ামু নাকি!! হুড়..

@জেবীন- ৩২ চাটি খায়া, চাচার মাথা খালি হয়া গেল, অহন তুমি ৩২ চড় খাওয়ার জন্য চাচার নাম রেকমেন্ড করলা!!!! বিবেক বইলা কিছু নাই নাকি তুমার.. তুমগোমত বিব্বকহীনের সাথে এক প্লাটফরমে ব্লগাই ভাবতে লজ্জা পাচ্ছি Smile

১৪৩

হাসান রায়হান's picture


ঘোম্টা দেও বাফড়

১৪৪

রাসেল আশরাফ's picture


চাচাতো ভাই@ তুমারে খুঁইজা ষাক্ষাত কড়া লাঘবে না শে নিজেই তোমার সাঠে ষাক্ষাত করটে চলে আসবে। খালি গু-প্লাসে ঘুইরা আসো। Big smile

১৪৫

একজন মায়াবতী's picture


ঝগড়া বিশেষ জমলো না। দু’একজন কোমড় বেঁধে, লাঠি সোটা নিয়ে আসতে চাইলেন কিন্তু কেউই শেষ পর্যন্ত আসলেন না। কেউ কেউ ঝগড়া করার জন্য গাইড লাইন দিলেন তবু সবাই ঝাপায়া পড়ল না। তাই খুবই আনন্দিত বোধ করছি। Big smile

একবার হিন্দি সিরিয়াল দেখতে বসছিলাম বলে ভাইয়া বলছিল, নিজেদের জীবনে কি ঝামেলা কম আছে যে এইগুলা দেখতে হবে? কথা সত্য। আমার মনে হয়, কথাটা ব্লগের বেলায়ও সত্য। সবাই যার যার পড়ালেখা, অফিস, সংসার হাজার ঝামেলার সাথে যুদ্ধ করে অবসরে ব্লগে আসেন। ব্লগ কারো বাড়ি ঘর না, কাউকে ভাত খাওয়ায় না। সুতরাং আমার এবং সবার জন্যে এটা বিনোদনের জায়গা (এইটা আমার ধারণা, আপনার মতামতের সাথে নাও মিলতে পারে) Tongue

এখন ঝগড়া করা যদি কারো বিনোদন হয় তাইলে কথা আলাদা।
আমার কলেজের এক স্যার সবসময় বলতেন, ‘ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না’।

আর ব্যতিক্রম তো থাকবেই। সবার পূর্ণ অধিকার আছে নিজের জন্য নিজের মতো করে বিনোদন খুঁজে নেয়ার। তবে সেটা একজন অন্যজনকে ছোট বা হেয় করে যেন না হয় সেদিকে আমরা খেয়াল রেখে আমাদের বিনোদনের জায়গাটা ঠিক রাখি??

১৪৬

তানবীরা's picture


ঐ পিচ্চি তোরে কে বলছে এখানে এসে বিদ্যা ঝাড়তে? বাসায় চান্স না পাইয়া ব্লগে? নিজের জ্ঞান নিজের কাছে রাখো। নইলে জ্ঞান কেমনে উলটা ঢুকাইতে হয় আমি জানি, কি জানি না?

১৪৭

গৌতম's picture


আমি হাত ছাড়া কি-বোর্ডে বিশ্বাসী না।

জনাব মুক্ত, আমি নিশ্চিত আপনি এই কথাগুলো আমার সামনে সরাসরি বলতে পছন্দ করতেন না। সাহস থাকলে সামনে আসেন। কাইজ্যা কাকে বলে সেইটা লেখারও টাইম পাবেন না। Wink

১৪৮

লীনা দিলরুবা's picture


ব্যাপক Smile

১৪৯

আরাফাত শান্ত's picture


আবার যদি করো কাইজ্জা
খামু তেলে ভাইজ্জা
দিলাম ছাইরা আইজ্জা!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.