ইউজার লগইন

আমার ঈদ পর্যবেক্ষণ

সবাইকে ঈদ মোবারক। যদিও বৃষ্টির কারণে একটু প‌্যাঁচপ্যাঁচে অবস্থা ছিলো আজকে চারিদিকে, তাও সবাই ছাতি মাথায়, ভাঁজ করা প‌্যান্টে ঠিকই ঘর থেকে বেরিয়ে যার যার মত করে ঈদের আনন্দ ষোলআনা উপভোগ করেছেন। আর, এখন এই অবেলায় জনশূণ্য রাত্রিতে ক্লান্ত দেহে বিছানায় গা এলিয়ে ধৈর্য্যের চরমতম পরীক্ষা দিয়ে উপভোগ করছেন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক। আর, যারা পরীক্ষায় উতরাতে পারেননি, তাদের জন্যেও আছে চিকিতসা!! ভিন দেশী চ‌্যানেল তৈরি হাজারো পসরা সাজিয়ে!

যাই হোক, যে যাই করতেছেন, করতে থাকেন, যদি কোন ফাঁকে- ঝুঁকে ব্লগে ঢুকে থাকেন, আর অন‌্যান্য ব্লগ পড়তে পড়তে তারো কোন চিপা দিয়ে এইখানে চলে আসেন, তাইলে আমার আজকের পর্যবেক্ষণ পইড়া ফেলান এক দমে। কথা দিলাম, বেশিক্ষণ লাগবে না। যদি এইটুকু পড়ার পর আর ধৈর্য্যে না কুলায়, কী-বোর্ডের end বোতামে ক্লিক করে তলায় গিয়া জানান দিয়ে আসেন, "টায়ার্ড। খালি উপস্থিতি জানান দিতে আইলাম!!" আরো যদি টায়ার্ড হইয়া থাকেন, তাইলে এখনই ব্রাউজারের এই ট‌্যাবটার ডান কোণায় ক্রস বোতামে ক্লিক কইরা নিশ্চিন্ত মনে ঘুমাইতে যান..

যারা উপরের কিছুই করেন নাই, অথবা, মাঝখান থেইকাই পড়া শুরু করছেন, তাদের সাথে নিয়া পরের অংশে যাই..

#১. পয়লা কথা হইলো, আমার করা সংক্ষিপ্ত বার্তা নিয়া! আমি গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত অন্তত শ খানেক সংক্ষিপ্ত বার্তা পাঠাইছি। যাদের নাম্বার আমার মোবাইলে ছিলো [যারা পান নাই, তারা নিজ নিজ মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করেন, তারাই আপনাদের ভাগের বার্তা মাইরা দিছে!!] আমার থেইকা সেন্ড হইছে, আপনারা রিসিভ না করলে আমার দোষ নাই!! যাই হোক, বাঁশের চাইতে কঞ্চি বড় হইয়া যাইতেছে! মূল কথায় ফিরা আসি। সন্ধ‌্যা থেকে রাত্রির মাঝেই মোটামুটি সবার কাছ থেকে ফিরতি বার্তা পাইতেছি। আমারটার চাইতে আর সংক্ষিপ্ত হয় না, তাই তাদেরগুলা আপাতত বার্তাই কইলাম!! একটা ব‌্যাপার খেয়াল করলাম, সবাই বার্তার তলায় তাদের নাম দিয়া দিছে। তাতে নতুন কিছু নাই, কিন্তু, আমার সব ডাক্তার বন্ধুরাই তাদের নামের সামনে একটা কইরা "ড:" বসায়ে দিছে!! [এইখানে একটা জিনিস বলা ভালো, এই শয়তানগুলা সবই ছয়- সাত মাস হইছে ইন্টার্নী গ্রুপে] কোন অসুবিধা কিংবা কোন খারাপ কথা না, নেহাত চোখে পরলো, তাই পর্যবেক্ষণ তালিকায় তুইলা দিলাম। Smile

#২. ঈদের নামায লাইভ দেখানো এখন ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশবিশেষ! বাংলাদেশের সর্ববৃহত ঈদের নামায অনুষ্ঠানস্থল শোলাকিয়ায় নামায পড়া অবশ‌্যই একটা গর্বের বিষয়, কিন্তু এইটা লাইভ দেখানোর মাজেজা আমার পরিষ্কার না। পরপর চারবার এইটারে হাই-লাইট করার মাঝে কেমন যেন একটা ব্যবসায়িক চিন্তা মাথায় আসে! বাংলার আর সব ঐতিহ্যের মত এইটাও না ছিনতাই হয়ে যায় কর্পোরেটদের হাতে! অমুকফোন- পয়লা বৈশাখ/ তমুকফোন- লালন উতসব-এর মতন অমুকটিভি- শোলাকিয়া নামায! [কি বিদঘুটে একটা চিন্তা]

#৩. মানুষের বিশ্বাস অত‌্যন্ত বিচিত্র একটা ব্যাপার। গতবার ঈদের আগের দিন বৃষ্টির পর ঝকঝকা রোদ্দুরে ঈদ হল। সবাই কি খুশি। ধর্মপ্রাণ মানুষের কথা চিন্তা করে মহান আল্লাহ-তায়ালা রোদ দিয়েছেন। আজ প্রচন্ড বৃষ্টি দেখে সেই মানুষদেরই ভাবনা, আহা এই ক'দিন রোদে মানুষের কষ্ট দেখে তাঁর নেয়ামতের বৃষ্টি। ভালো থাকুন সবাই। সুন্দর কাটুক প্রতিটি মুহূর্ত যার যার ধর্মবিশ্বাসে আস্থা রেখে।

#৪. আমাদের বিশ্ববিদ‌্যালয়ের এক বড় ভাইয়া ফেসবুকে স্ট‌্যাটাস দিয়েছেন, বাংলাদেশের মতন আর কোথাও মনে হয় না, যেকোন বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উতসব এমন সার্বজনীন রূপ নেয়। সেটা এবার যে দেশই হোক না কেন, উন্নত বিশ্বের প্রতিনিধিত্বকারী আম্রিকা-ই বলেন আর প্রাচুর্যমন্ডিত মধ‌্যপ্রাচ‌্যই বলেন কিংবা অভুক্ত সম্প্রদায় সোমালিয়াই বলেন! এই ঈদ-ই মনে হয় একমাত্র উতসব যেখানে আসলেই মানুষ সত‌্যিকার অর্থেই অন্তত: একটি দিনের জন‌্যে হলেও মন থেকে বলে, "আজ ভুলে যা তোর দোস্ত- দুশমন/ হাত মিলাও হাতে.."

#৫. আর, সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা এখনো বলাই হয় নাই, সবাই আসলে তার নিজস্ব বন্ধুবেষ্টিত অবস্থায় সবচাইতে আনন্দে থাকে, যদি সেই পরিমন্ডলের সবাই উপস্থিত থাকে, সেক্ষেত্রে সোনায় সোহাগা, আর যদি কেউ মিস হয়, তাহলে তাকে নিয়ে কিছুক্ষণ হা- হুতাশ হয়, কিন্তু সময় সেটা ভুলিয়ে দেয়। আবার যখন সবাই যার যার ঘরে ফিরে আসতে শুরু করে, খেলা ভাঙে তখন আবারো সেই একজনের অনুপস্থিতি অনুভূত হয়। গ্রামীণের বিজ্ঞাপনের ভাষায়ই, "তোরা ছিলি, তোরা আছিস, তোরাই.. বন্ধু.. থাকি চিরদিন"

ঈদ মোবারক

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

আজম's picture


কোন চিপা দিয়া আইসা পড়লাম বুঝতেছিনা। তবে টায়ার্ড...Stare
আচ্ছা একটু পেচাঁল পাড়ি... অন্যান্য পয়েন্ট গুলা নিয়ে বলার কিছু নাই, তবে #৩ এর জন্য থিউরী অব ফেইসবুক প্রয়োগের ইচ্ছা হইল । ধরি, চন্দ্র একটি ইভেন্ট ক্রিয়েট করল, ঈদ। সাথে সাথে গোয়িং, নট গোয়িং, মেইবি বিভাগে যথাক্রমে বিহেবিয়্যার প্যাটার্ন গুলা স্যাম্পল্ড হয়া গেল।
গোয়িং : ঝড় হইলে, "দেখছেন কি সুন্দর বৃষ্টি নামল?"
কড়া রোদ পড়লে, "কি সুন্দর ফকফকা দিন, সব তেনার ইচ্ছা !"
নট গোয়িং : বৃষ্টিতে, আরে কি চেড়াঁবেড়া টাইপের বৃষ্টি, উফফ! ঘুমাই।
রোদে, এমনিতে শ্যাম বর্ণের মানুষ, তার উপর এমন রোদে ঘুরাঘুরি? ঘুমাই।
মেইবি: এ গোত্র কোয়ান্টাম মেকানিক্সসের মত রহস্যময়
বৃষ্টি হইলে, প্যাচঁপ্যাচ বৃষ্টিটা না থাকলে কত সুন্দর বেড়ান যাইত!
রোদ পড়লে, এত্ত গরমের পর এক ফসলা বৃষ্টি হইলে কতই না ভালা হইত Wink

তানবীরা's picture


লা জবাব আপনারটা Big smile

রাসেল আশরাফ's picture


সবাই আসলে তার নিজস্ব বন্ধুবেষ্টিত অবস্থায় সবচাইতে আনন্দে থাকে, যদি সেই পরিমন্ডলের সবাই উপস্থিত থাকে, সেক্ষেত্রে সোনায় সোহাগা, আর যদি কেউ মিস হয়, তাহলে তাকে নিয়ে কিছুক্ষণ হা- হুতাশ হয়, কিন্তু সময় সেটা ভুলিয়ে দেয়। আবার যখন সবাই যার যার ঘরে ফিরে আসতে শুরু করে, খেলা ভাঙে তখন আবারো সেই একজনের অনুপস্থিতি অনুভূত হয়। গ্রামীণের বিজ্ঞাপনের ভাষায়ই, "তোরা ছিলি, তোরা আছিস, তোরাই.. বন্ধু.. থাকি চিরদিন

এই কয়টা লাইন খুব ভাল লেগেছে।

ঈদ মোবারক

টুটুল's picture


ঈদে বন্ধুদের সাথে ব্যাপক দেখা সাক্ষাত হয় Smile ... লম্বা সময় ছুটি চলায় হয়তো...

"তোরা ছিলি, তোরা আছিস, তোরাই.. বন্ধু.. থাকি চিরদিন"

রন's picture


ঈদ মোবারাক মুক্ত ভাই! শেষের কথা গুলো চমৎকার ছিল, আমিও বন্ধু পরিবেষ্টিত ঈদ কাটালাম!

জ্যোতি's picture


ছোট ভাইয়া,এতদিন পর আসলেন ঈদের ছুটিতে।আছেন কেমন?আমি কুনু বার্তা পাইনি,তারমানে আমার ফোন নম্বরই তোমার কাছে নাই।চরম ধৈর্য নিয়ে এখনও টিভি দেখছি।আর জিপির এ্যাডটা দারুণ।মনে হয় আমার যদি এমন একদল বন্ধু থাকত!

মীর's picture


ঈদটা দারুণ কাটসে। বৃষ্টিটা তো এত এনজয় করসি যে বলাই সম্ভব না।

একজন মায়াবতী's picture


আপনাকেও ঈদ মোবারাক। পোস্ট তো ভালো লাগসেই সাথে আজম ভাইয়ের বিশ্লেষণও ব্যাপক হইসে Big smile

শওকত মাসুম's picture


বৃষ্টির জন্য ঈদের সকালে ভাল ঘুম হইছে Smile

১০

রায়েহাত শুভ's picture


এখনো টায়ার্ড Sad

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমতকার!

১২

প্রিয়'s picture


লেট হইলেও আপ্নারেও ঈদ মোবারক। এবারের ঈদটা ভাল কাটসে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.