একটি সবজি কৌতুক!
আমার নাম মুক্ত, আমি একটি সবজি কৌতুক বলবো।
সবজি কৌতুক মানে, সবজি নিয়েই কৌতুক, অন্য কিছু মনে করার কোন কারণ নাই, কেউ কিছু মনে করলে/ কিছু বেশি বুঝলে সেইটা যার যার বিবেচনা এবং অবশ্যই শামুক- লোচনা! আমার কিছু করার নাই/ বলারও নাই!! কৌতুক আমি নিজে বানাই নাই, কোথাও থেকে নিশ্চয় মারা, কাজেই, এইখান থেকে মারছো, ঐখানে শুনছি বইলা কেউ কো- কো করবেন না!! আগে শুনলে অফ যান, না শুনলে পড়া শুরু করেন...
একদিন এক গোলগাল কমলালেবু মিনি স্কার্ট আর গেঞ্জি পড়ে বিকেলে পাড়া বেড়াইতে আসছে। তাই দেখে পাড়ার তুখোড় স্মার্ট কচি শসা চোখে সানগ্লাস লাগিয়ে চুলটা টেরি করে আঁচড়ে কমলালেবুর সাথে ভাব জমাইতে আসছে। বেশ বেশ। গায়ে পড়া স্বভাবে ভাব জমানো, তারপর ভাব- ভালোবাসা, ভালো লাগা- প্রণয় এবং তারপর আর কি যা হয়
...
তিন মাস পর কমলালেবু আর শসার মাঝে ছাড়াছাড়ি হয়ে গেল!! ছুটে এল কমলালেবুর বন্ধু লেডিস ফিঙ্গার। উৎকন্ঠিত প্রশ্ন, 'কিরে, তুই এইরকম ড্যাম, হ্যান্ডসাম কচি শসার সাথে সংসার ভেঙ্গে দিলি কেন? তোকে ভালোবাসতো না?'
বিমর্ষ কমলালেবুর উত্তর, 'আর বলিস না, এত ভালোবাসতে, এতো ভালোবাসতো, তিন মাসে একেবারে তিতা করে ফেলছে আমাকে!! '
কিছু বুঝি নাই
মুক্ত মনে হয় সব্জির জায়গায় ফল চরিত্র আইনা আপনেরে কনফিউজ করছে। লেবু কচলাইলে তিতা হয়।
@মুক্ত: কইলা কবিতা দিবা, দিলা সবজির কৌতুক যেইটার আবার প্রাপ্তবয়ষ্ক ইঙ্গিত আছে...
@রাজন ভাই: ব্যাপার না, নিরামিষ জোকস তো নিরামিষই হবে!! না বুঝলেও ক্ষতি নাই!!

@ভাস্কর ভাই: কবিতাটা খুঁজে পাচ্ছি না!! আপাতত, এইটা মাথায় আসছে, পোস্টায়ে দিলাম!! একই দিনে দুইটা লেখা খেক খেক খেক!!

প্রাপ্তবয়স্ক ইঙ্গিত দেওয়নটা কি খারাপ হইছে? মুইছা দিমু?
প্রাপ্ত বয়স্ক ইঙ্গিতটা খারাপ হইছে কীনা এই টাইপ মাস্টারী করার আগ্রহ নাই আমার...কিন্তু সেক্সিস্ট লাগে নাই পইড়া।
তাইলেই হবে।

ঠিকাছে, বস।
শসা টা কুন দেশী। কমলা কি সিলেটি নাকি?
শালা, ইবলিশের বাচ্চা। মাত্র তিন মাস??

এত বড় বদ্দোয়া??
শসা কমলার লাইফ লেংথ হিসাব করলে তো তিন মাস মানে তিন যুগ। সবজি কৌতুক না এটা? শালা এডাল্ট হলি? বয়স বাড়ার সাথে শুধু নিচে নয় উপরেও উন্নতি প্রয়োজন।
জ্বি জ্বি.. দোয়া রাখবেন.. মাথায় বুদ্ধি কম থাকে তো। বাড়ানোর জন্য নিয়মিত জবা- কুসুম হারবাল তেল মাখি!!!
ছোটদের কৌতুকের ডিসক্লেইমার কি ছোট ভাইয়া?
একটি ছোটদের কৌতুক,
বাবু, "জানো বাবা, আজকে স্কুলে যাবার পথে কি হইছে?"
বাবা, "কি?"
বাবু, "আমাদের পাশের বাসার ছোটন আছে না? ও না, রাস্তার কাদার মধ্যে না, [হিক! হিক!!] ও না, রাস্তার কাদার মধ্যে [হিক! হিক!!] রাস্তার কাদার মধ্যে 'হেক্কর' করি হরি গেছে!!
আমি ছোট তাই ছোটদেরটাই বুঝলাম। কৌতুক তাই এখন একটু হাসি
লোকজন বুড়া হইতে থাকলে ছোট বলে দাবি করে নিজেদের!!!

পুলাপান গুলা সব বড় হৈয়া যাইতেছে
হে হে!!!
বড়োরা বিয়ে করবে কবে??
এইডা কি হয়লো য্যান?
তেমন কিছু না ভাই।

একটা নিরামিষ কথাবার্তা!!!
ছোটদের কৌতুক ভালা পাইলাম... তয় তিতা বানানো ঠিক হয় নাই
একটু ধীরো চলো নীতিতে চল্লেই হইতো....
সম্ভবত এইটা স্পীড এর কারনে
দেখি মাসুম ভাই আর রায়হান ভাই কি কয়...
আপনের তো এতদিনে অনেক অভিজ্ঞ হয়ে ওঠার কথা। @টুটুল
কমলা লেবু শবজি! তোমরা মাছের সাথে খাও নাকি ডাইলে দিয়া? @ মুক্ত
উত্তম জাঝা!!!

আমরা তো ডাইলের সাথে মাখায়ে মাছ দিয়ে খাই!!
নাউযুবিল্লাহ!!! কিরকম স্পিড? মোটরসাইকেল? নাকি গাড়ি??

মোটর সাইকেলের স্পিড হৈলেও আমার হলুদটার না...

আমি নির্দোষ
হ, আপনে হলুদ রেইনকোট গায়ে দিয়া বইসা থাকেন!!!
পড়া না শুরু করলে কেম্নে বুঝমু যে আগে পড়ছি কি পরি নাই?! আপ্নের ডিস্ক্লেইমারে ভুল আছে ছোটভাই!
শুরুতেই সব্জিগুলারে কেন জানি চরিত্র হিসাবে দেখতে গিয়া, বর্ননা পড়ে শসার জায়গায় আমাদের মানুরে দেখতে পাইলাম!
শেষ কইরা ভাবি এইটা কি পড়লাম! 
ইসসিরে!!! আগেই বলে দেওয়া উচিত ছিল, জীবিত/ অর্ধমৃত/ মৃত কারো সাথে মিলাইবেন না!!! তাইলেই বেচারা মানু ভাইয়ের এই দুর্দশা হইতো না!!!
কঁচি শসা = মানু
জেবীন্রে জাঝা
আপেল নিয়া কুন জুক্স নাই?
আপেল একটি শক্ত ফল!!
আরে, কারে দেখি?? চৌক্ষে কি ভূল দেখলাম নিকি?? দাঁড়ান, চোখ মুইছা আসি!!!
একি মুক্ত !!! তুমার চোখের পাওয়ার কমে গেছেনি? চোখে আবার ভুল করে কেমতে
চশমা নাই তো চোখে, তাই ভুল দেখছি মনে হয়!!
ছিহ!
ঝাড়ি দিলেন?
সব্জির কৌতুকে কমলালেবু আসলো ক্যান সেইটা বুঝলাম না। কেউ কি একটু বুঝায় দিবেন?

আমার বুদ্ধি এতো কম ক্যান? না জোক্স ধরতে পারলাম না তার পিছনের কাহিনী আর উদ্দেশ্য
নিজের সম্মন্ধে সঠিক মূল্যায়নের জন্য থ্যাংকু ক্যাপ্টেন
মন্তব্য করুন