ইউজার লগইন

চলছে গাড়ি যাত্রাবাড়ি-১

অফট পিকঃ তার বা তাদের মতো লিখতে পারি না বলে সেদিন একজন এমন ঝাড়ি দিলো।দেখে চোখে পানি চলে এসেছিলো।তাই আজ থেকে আবজাব শুরু করলাম।যখন যা মনে আসবে তাই লিখবো পারলে আমারে যেন কেও ঠেকায়।
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো...............জয় বাংলা:

১.
কালকে খুব মন উদাস ছিলো।কারনও আছে এখানে বসন্ত শুরু হয়ছে মার্চের এক তারিখ থেকে,কোকিল ডাকে না কিন্তু তাও বলে বসন্ত।আছে শুধু কনকনে বাতাস!!!!!!কাল এমন বাতাস হচ্ছিলো আমারে পারলে ঠেলে নিয়ে যায়। যাই হোক ছিলাম উদাস নিয়ে কিন্তু শুরু করলাম আরেক প্যাঁচাল।বসন্ত টসন্ত ব্যাপার না আসলে কাল সুপারম্যান আসবে না সেটা আগে থেকেই জানতাম।তাই আরাম করে সকালে একটু দেরী করে উঠে ল্যাবে গেলাম দুপুরে হঠাত মনে হলো একটু ঘুরে আসি শহর থেকে।যেই ভাবা সেই কাজ।উঠে পরলাম বাসে কিন্তু হায় প্রতিদিন বাস যেদিক দিয়ে যায় আজ অন্য দিক দিয়ে যাচ্ছে। ভাবলাম ভালোই হলো আজ হারিয়ে যাবো, দিয়ে রাস্তায় হাটঁবো যতক্ষন ইচ্ছা। দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাবো।কিন্তু বাস থেকে নামার পর টের পেলাম কি ভুল করেছি, বসন্তের মাতাল সমীরণ ঠেলে নিয়ে যাচ্ছে।কিছুক্ষন পর দেখি চোখ আর নাক দিয়ে এমনিতেই পানি পড়ছে আর কান ব্যথা করছে আমার আবার বেশি ঠাণ্ডা লাগলে কান ব্যথা করে। চুলায় গেল হারিয়ে যাওয়া তাড়াতাড়ি করে সুপার শপে ঢুকে বাজার সদাই করে ম্যাকে আল্লাহ আকবর বলে বার্গার খেয়ে বাসায়।

২.
ইদানিং আমার একটা বডিগার্ড জুটছে।সারাদিন গায়ের সাথে আঠাঁ হয়ে লেগে থাকে।যেখানে যাই পিছু পিছু যায়।খুব যন্ত্রনায় আছি এটারে নিয়ে। ল্যাবে নতুন একটা ভিয়েতনামীজ আসছে না পারে ইংলিশ না পারে হাংগুল।মহা যন্ত্রনায় আছি।সুপারম্যান কয়ছে আমাদের ফলো করতে তাই সে ফলো করে। সেদিন চিন্তা করলাম ব্যাটা তোর ফলো করা বাইর করতেছি।ল্যাবে কাজ করতে করতে বের হয়েগেলাম ও আমার পিছন পিছন বের হয়ছে আরামছে হাটঁতে হাটঁতে টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি।ও দেখি কিছুক্ষন বাইরে ঘুরে ফিরে চলে গেল।

৩.
শাক-শবজী ফল-মুল কিনি এক বুড়ির কাছ থেকে।উনি এখন আমার বাংলা বুঝে সেদিন গিয়ে বললাম নানী কাঁচামরিচ দেন উনি ঠিক কাচাঁমরিচ বের করে দিলো।প্রতিদিন আসার সময় কিছু না কিছু ফ্রী দেয় সেদিন দেখি আর দেয় না।তাই বললাম নানী আজ কিছু ফ্রী দিবেন না?? দেখি সত্যি দুইটা কমলা হাতে ধরায় দিলো। আমি কইলাম নানী দেখি বাংলা-ইংলিশ-হাঙ্গুল সব পারেন।উনি হাসে...।।

বি.দ্রঃ তানবীরা আপুর জন্য নিবেদিত

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

একলব্যের পুনর্জন্ম's picture


রাসেল ভাই, কি অবস্থা ? কেমন আছেন ?

রাসেল আশরাফ's picture


আছি ভালোই। আপনি কেমন?

লিজা's picture


Smile Smile

রাসেল আশরাফ's picture


Big smile Big smile

হাসান রায়হান's picture


যাত্রাবাড়ি চলুক। এই ধরণের দিনলিপি পইড়া ব্যাপক মজা পাই। তবে কান্দাকাটি কম দিও।

রাসেল আশরাফ's picture


আজিব।কান্দন দেখবেন না?? Crazy Crazy

লীনা দিলরুবা's picture


বসন্ত সব দেশেই তাহলে একরকম?

রাসেল আশরাফ's picture


আরে না এই জায়গারটা ভুয়া।বসন্তে ঠক ঠক করে ঠান্ডায় কাঁপা লাগে।কোকিল না ডাকলে আবার বসন্ত কিসের?

সামছা আকিদা জাহান's picture


বৃদ্ধার স্নেহেই ভাল আছেন। ভাল থাকুন। লেখা ভাললাগলো।

১০

রাসেল আশরাফ's picture


এই দেশের বৃদ্ধ-বৃদ্ধারা সবচেয়ে ভালো।

১১

টুটুল's picture


Big smile

১২

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor

১৩

শওকত মাসুম's picture


আগের আশরাফ, এখনকার রাসেল-লেখা ভাল পাইলাম, তয় যতি চিহ্নগুলো ঠিকঠাক করে দিলে পড়ে বেশি আরাম পাইতাম।

১৪

রাসেল আশরাফ's picture


আমি এখন রাসেল ও না আশরাফও না এখন রাসেল আশরাফ।

দিছি যতদুর পারছি।নাজমুল ভাইরে পেলে ভালো হতো। Smile Smile

১৫

নাজমুল হুদা's picture


রাসেল আশরাফ, ভালো হচ্ছে না কিন্তু ! সবাই মিলে আমার খোঁজ করা শুরু করেছে ভুল ধরবার জন্য ! যাও, এই পোস্টে ৭৭টা(?) ভুল যে আছে তা আমি কাউকে বলবোও না, দেখিয়েও দেবো না ! Smile
যা মনে এসেছে তা লেখা ভালো হয়েছে, থেমে না গিয়ে এমন করে লিখলে কাছে পাই, ভালো লাগে।

১৬

রাসেল আশরাফ's picture


নাজমুল ভাই এটা কি হলো?সবাইরে ঠিক করে দেন আর আমারে দিবেন না, তা হবে না।খেলবো না।

আসলেই কি ৭৭ টা ভুল আছে। Nail Biting Nail Biting একটু দেন ঠিক করে।

১৭

নাজ's picture


৭৭টা ভুল

Rolling On The Floor

১৮

নাজমুল হুদা's picture


খেলা বন্ধের হুমকিতে ভয় পেলাম। ৭৭টা পেলামনা। তবু যে ক'টা পেলাম তাও কম নয় । ঠিক করলে ভালো লাগবে আমার, পড়তে সুখ পাবে সকলেই ।

অফট পিকঃ>অফ টপিকঃ(?) দিলো>দিল। [ঝাড়ি কি দেখা যায়?] । কেও ঠেকায়।>কেউ ঠেকায়। উদাস ছিলো>উদাস ছিল। কারনও আছে>কারণও আছে । হঠাত>হঠাৎ । উঠে পরলাম>উঠে পড়লাম । প্রতিদিন বাস যেদিক দিয়ে যায় আজ অন্য দিক দিয়ে যাচ্ছে।>প্রতিদিন বাস যেদিক দিয়ে যায়, সেদিক দিয়ে না-যেয়ে আজ অন্য দিক দিয়ে যাচ্ছে। আজ হারিয়ে যাবো, দিয়ে রাস্তায় হাটঁবো যতক্ষন ইচ্ছা।>আজ হারিয়ে যাবো, দিয়ে রাস্তায় হাঁটবো যতক্ষণ ইচ্ছা। (দিয়ে কি কোন জায়গার নাম?)। দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাবো।> পরিস্কার হচ্ছেনা। কিছুক্ষন>কিছুক্ষণ । কান ব্যথা করছে আমার আবার>কান ব্যথা করছে । আমার আবার । আল্লাহ আকবর>আল্লাহু আকবর ।
২। আঠাঁ>আঁঠা । বের হয়েগেলাম>বের হয়ে গেলাম, । আমার পিছন পিছন বের হয়ছে আরামছে হাটঁতে হাটঁতে > আমার পিছন পিছন বের হয়েছে । আরামছে হাঁটতে হাঁটতে । কিছুক্ষন>কিছুক্ষণ ।
৩। উনি এখন আমার বাংলা বুঝে সেদিন>উনি এখন আমার বাংলা বুঝেন । সেদিন । কাঁচামরিচ দেন উনি ঠিক কাচাঁমরিচ বের করে দিলো।>কাঁচামরিচ দেন । উনি ঠিক কাচাঁমরিচ বের করে দিলেন।

১৯

ভাস্কর's picture


হাংগুলটা কি?

২০

রাসেল আশরাফ's picture


কোরিয়ানরা নিজেদের বলে হাঙ্গুক সারাম আর ওদের ভাষাকে বলে হাঙ্গুল মাল।

২১

সাঈদ's picture


কোরিয়া নিয়া লিখছ, যাত্রাবাড়ী তো কোথাও পাইলাম্না । Sad

২২

রাসেল আশরাফ's picture


এমনিতেই কয় লম্বা মানুষের বুদ্ধি হাটুঁতে?? Crazy Crazy

গাড়ির লাস্ট স্টপেজের নাম যাত্রাবাড়ি। Smile Smile

২৩

জ্যোতি's picture


লিখেন না বলে যে ঝাড়ি দিছে তারে আমার পক্ষ থেকে ১ কেজি ধইন্যাপাতা। এত আইলসা মাইনষে হয়? আজব! খালি মেসেঞ্জার আর ফেসবুক। Angry
নানী তো কমলা দিছে ৬ মাস আগে। লিখলেন আজকে। একটা গল্প মনে পড়লো , থাক কমু না। কারে বলে ১ বছর আগে সুড়সুড়ি দিছে আর সে হাসছে ১ বছর পরে। ওইরকম হৈছে আরকি।
যাত্রাবাড়ি যাত্রা নিয়মিত হোক।

২৪

রাসেল আশরাফ's picture


আমারও একটা গল্প মনে পড়ছে।সেই ঐতিহাসিক সুঁই আর ঝাঁঝড়ের গল্প। Crazy Crazy

২৫

মীর's picture


আরাম করে সকালে একটু দেরী করে উঠে

এইটা হচ্ছে দ্য লাইন। পৃথিবীর সব সকালে দেরী করে ওঠাদের জন্য শুভকামনা।

২৬

জ্যোতি's picture


এমন শুভকামনা যদি সবাই করতো! সবাই যদি আপনার মত বুঝতো সকালের ঘুম কত মধুর!!

২৭

মীর's picture


সকাল নয়টার দিকে বালিশটাকে এত উষ্ণ আর আরামের লাগে যে কি আর বলবো। Smile

২৮

জ্যোতি's picture


এত সুখ বেশীদিন কপালে সইবে না কিন্তু!

২৯

রাসেল আশরাফ's picture


দেরী করে উঠা মানে সকাল নয়টা রে ভাই। Puzzled Puzzled

৩০

তানবীরা's picture


ঝাড়ি না দিয়া জীবনে কিছু পাই নাই। জয়িতারে ঝাড়ি পোষ্ট উৎসর্গ। তোমারে ঝাড়ি Big smile Big smile Big smile

ভাবতেছি আর কারে কারে ঝাড়ন যায় Day Dreaming Day Dreaming Day Dreaming

ফ্রী এর ফল ফুরুট খাইয়া এই দেহ তৈরী করতেছো, হায় আল্লাহ। মাইয়া পাওয়া যাইবো নাতো।

লেখা অতি উমদা হইছে। যাত্রাবাড়ি আরো চাইইইই

আমাদের ২১শে মার্চ থেকে বসন্ত শুরু হইবে, ওলন্দাজ বসন্ত Tongue

৩১

রাসেল আশরাফ's picture


ভাবতেছি আর কারে কারে ঝাড়ন যায়

আমি একজনরে চিনি উনি এই ব্লগে লিখছিলেন মনে হয়।নিক হচ্ছে ''মজিবর''। দেন ঝাড়ি দিয়ে কন লিখতে।

৩২

তানবীরা's picture


টিসু টিসু টিসু

৩৩

রাসেল আশরাফ's picture


কান্দেন ক্যান? কি হয়ছে?দুলাভাই কিছু কইছে??

৩৪

জ্যোতি's picture


ভাবতেছি এক্টা পোষ্ট লিখে নিজেই নিজেরে উৎসর্গ করুম। কতদিন আর দুঃখ মনে পুষে রাথব?

৩৫

রাসেল আশরাফ's picture


হ লিখেন। Tongue Tongue

৩৬

আরিশ ময়ূখ রিশাদ's picture


হুম,এই ধরনের লেখা মজা লাগে

৩৭

রাসেল আশরাফ's picture


থ্যাঙ্কু। Smile

৩৮

মাহবুব সুমন's picture


আরাম পাইলাম পইড়া

হুক্কা

৩৯

রাসেল আশরাফ's picture


Smile Smile

৪০

নাজ's picture


Big smile যাত্রাবাড়ি যাত্রা নিয়মিত হোক Big smile

৪১

রাসেল আশরাফ's picture


জামাই-বৌয়ের হয়ছে কি খালি হাসে?? Crazy Crazy

৪২

শর্মি's picture


চলুক। Smile

৪৩

জেবীন's picture


যে ঝাড়ি দিসে সে তো কামেল মানুষ, ভাইটামিন আছে তার ঝাড়িতে!!... নইলে কেম্নে জানতাম এতো কাহিনী... 
চলুক গাড়ি যাত্রাবাড়ি, গাড়ির ভিত্রে না লাগে যেন মারামারি!!...  Cool

৪৪

কামরুল হাসান রাজন's picture


নানী তো কমলা দিছে ৬ মাস আগে। লিখলেন আজকে।

৪৫

কামরুল হাসান রাজন's picture


ইমো কই গেল? Shock

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রাসেল আশরাফ's picture

নিজের সম্পর্কে

কিছুই জানি না...