আবার বিশেষ ঘোষনা
ভাই ও বোনেরা
আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আপনারা সবাই সব জানেন ও বুঝেন। জিমেইল মামা কিছুক্ষন আগে একটা মেইল দিয়ে জানিয়েছে তার খুব মন খারাপ তার কাছে এই পর্যন্ত কোন মেইল আসে নাই। কেও কথা রাখে নি কেও না......
রুনা আপা ধন্যবাদ দিয়ে আর কোন খবর নাই। লীনাদির এখনো সময় হয়নি।টূটুল ভাই রাতে বাসায় দিনে অফিসে এমনকি মানুষের বাড়ি গিয়ে দাওয়াত খেতে গিয়ে ঘুমায় কাটায়তেছে।কামাল ভাইয়ের জন্য খেলার মাঠ রেডি কিন্তু তিনি খেলতে নামতেছে না।
নজরুল ভাই রান্ধাকামেলের রান্ধা বাদে বান্দরবন ঘুরে বেরাচ্ছে। মুক্ত আজ বন্দী কিন্তু কার জালে তা জানা হয়নি আজও।জেবীন শুকনার অভাবে লিখতে পারছে না।এদিকে মীরে কোন হাতাপাতা নাই। বৃত্ত ভাইজান মাথা বেল কইরা কই কই যেন ঘুরে বেরাচ্ছে.........
লীনাফারে মনে হয় জীনে ধরছে তারও কোন খবর নাই।মাসুম ভাই চট্টগ্রাম থেকে এসে কেমন জানি উদাস হয়ছে এদিকে আসেই না।নায়িকা দের ড্রেস নিইয়ে লেখার কথা ছিলো এখন তা বাদ দিয়ে নায়ক দের সাদা প্যান্ট আর সাদা জুতা নিইয়ে লেখবে নাকি আল্লাহ জানে...
তাতাপু সহ বাকীদের কথা থাক আর নাই বা বললাম।।
বৃষ্টি নিয়ে গল্প, কবিতা, ছড়া স্মৃতিকথা, রম্য রচনা লিখে পাঠান।লেখা পাঠানোর ঠিকানাঃ
amrabondhublog@gmail.com
নিজের তোলা ছবিও পাঠাতে পারেন
সর্বোচ্চ শব্দসংখ্যা ১০০০
পাঠানোর শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১১
লেখা পাঠাতে হবে ইউনিকোডে, সোলাইমানলিপি ফন্টে
লেখার সঙ্গে অবশ্যই লেখকের নাম [আমরা বন্ধুর নিক] এবং লেখার শিরোনাম দিতে হবে
সবাইকে ই-পুস্তকের জন্য একটা সুন্দর নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।
নাম হইতে পারে মেঘদূত । পড়ার সাথে সাথে এই নামটাই মাথায় আসলো ।
লেখা পাঠান জলদি।

কেউ কথা রাখে না
আপনে তো রাখবেন নাকি?

সবাইকে লেখা দেবার আহ্বান জানাই।
সাফল্য কামনা করছি ।
আপনি লেখা না দেন ছবিতো দিবেন।
আপনার ছবির আশায় আছি।
আমার ধারনাই ঠিক আপনেরে জীনে ধরছে।

আমাকে কিছু বললেন জনাব?

জী ভাইজান আপনাকেই বলেছি। নুতন লেখা পাঠান।

ভুং ভাং চলতো না।

আমিও কোনো হাতাপাতা পাচ্ছি না।
মাইরা বস্তায় ভরুম।লেখা পাঠাও তাড়াতাড়ি।
আপনের 'মামু' জিমেল, কোন 'মেইল' কাছে না আসার কারনে কানতাছে! লগে আপনেও দুঃখে আছেন?
বাকি লেখাটা ভালো হইছে, তয় পাবলিকরে এত্তো আল্লাদ কইরা কইলে আরো মাথাত উঠবো! শাওন, মানুষ, বাফড়া, মৌসুম, শর্মি, চাদঁবেনে, অদিতি আরো অনেকেই দারুন জমানো লেখা দিতে পারেন অনায়াসে। সুন্দর একটা সংকলন পাবো আশা করছি।
কেমন জানি বিরস বদনে কইলেন বাকী লেখা ভালো হয়ছে।দুঃখতো আরো বাইড়া গেলো।
এখন আহলাদ না করলে লেখা দিবো না। আগে লেখা গুলো পেয়ে নেই।তারপর সব মামুর বোঠাদের দেখে লিবো।

লেখা তো পাঠামু, ট্যাকা-পয়সার ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতা
মানে লেখা ছাপা হৈলে সম্মানী দিবেন কি না সেইটার কথা বলতেছিলাম 
আবার দেখা হইলে কদমবুছি করে দিবো নে।
যাদের নাম রাসেল বললো তারা জলদি লেখা পাঠান। সুন্দর একটা ই বুক পাবো আশা করছি।
জী সাথে আপনারটাও।

নো টেনশন, আমার নাম নাই...

ভাইস্তা বুঝছে- অপাত্রে ঘি ঢাইলা লাভ নাই
মাখন ঢালুম দাদা ভাই?
আপনার পোস্ট কালকে পড়ছি। সারা রাত সারা দিন চেষ্টা চালাইয়া কিছুই লিখরে পারলাম না। তবে মন খারাপ কইরেন না চেষ্টায় আছি----হাল ছাড়ি নাই।
ওকে।
ফাল দিলেন কুন্দিকে আর পড়লেন কুন্দিকে?
শেষের দিকে না আইলে ব্যাপারটা বুঝাই যাইতো না।
প্রতিদিনই ব্লগগুলাতে কত্তকত্ত লেখা পোস্ট হয় লেখা চাইলেই দেখা যায় লেখকের আকাল। লেখার অভাব!
মানে কি আমার লেখা অধিকাংশই প্রথম প্যারা পইড়া আর পরেন না?
লেখা পাঠান জুলিয়ান ভাই।
সবাই যদি লেখে তাহলে পড়বে কে?
নিজেরটা বাদে বাকীদেরটা পড়বে।
কথা কম কাজ বেশী
লেখা পাঠান তাড়াতাড়ি।

যাক, আমার কথা না বলাতে শান্তি পেলাম।
আমি কিছু আব্জাব লিখবো সেটা বুক মার্কা হবে না, হবে মনের অশান্তি কোথাও ঝাড়া কিন্তু সেটা ভৃন্দা ফন্টে হবে। সোলায়মান মিয়া খুঁজতে পারবো না।
মন্তব্য করুন