ইউজার লগইন

জরুরি কামলা প্রয়োজন :প্রসঙ্গ বর্ষার গান নিয়ে ই-পুস্তক

বন্ধুদের অসীম ভালোবাসা এবং সহযোগিতায় কিছুদিন আগে বর্ষা নিয়ে ই-পুস্তক ‘’মেঘবন্দী’’ প্রকাশিত হয়েছে।বন্ধুদের সাড়া পেয়ে সত্যি আমরা অভিভূত এবং আপ্লুত। ‘’মেঘবন্দী’’ প্রকাশের সময়ই আমাদের ইচ্ছা ছিলো বর্ষার গান নিয়ে একটা আলাদা আয়োজন রাখতে কিন্তু নানা সীমাবদ্ধতার কারনে সেটি আলোর মুখ দেখেনি।কিন্তু কিছুদিন যাবত কিছু বন্ধুর অক্লান্ত পরিশ্রমে সেই অসমাপ্ত কাজের সফল বাস্তবায়নের উদ্দ্যোগ নেয়া হয়েছে। এই কারণে আমাদের আরো কিছু বন্ধুর সহযোগিতা দরকার।আগ্রহী বন্ধুদেরকে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করছি।

কাজের সুবিধার জন্য আমরা নিজেদেরকে কিছু দলে ভাগ করে নিয়েছিঃ

দল ১.
যারা সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে বৃষ্টির গান জোগাড় করবে।

দল ২.
প্রথম দলের গানগুলো ক্যাটাগোরি অনুযায়ী বাছাই করবে। যেমন রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ, ইংরেজি, হিন্দি... এইরকম...

দল ৩.
গানগুলো শুনে শুনে লিরিক লেখবে। এই দলে আবার কিছু উপদল থাকবে। প্রত্যেক ক্যাটাগোরির জন্য একটা করে উপদল। [কিছু লিরিক তো নেটেই পাওয়া যাবে, যেমন ইংলিশ আর রবিঠাকুর]

দল ৪.
টেকনিক্যাল টিম। যারা এই লিরিকগুলার নিচে গানের লিঙ্ক লাগায়ে, প্রচ্ছদ অলঙ্করণ দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ইপুস্তক তৈরি করবে।

দল ৫.
সমন্বয় পরিষদ। এই টিমটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত... মানে প্রথম দল থেকে শেষ দল পর্যন্ত সবগুলা কাজ ঠিকঠাক হচ্ছে কি না তা তদারকি করবে। এদের হাতে লাঠি দেওয়া থাকবে।

বন্ধুদের কাছে অনুরোধ আপনি কোন দলে যোগ দিতে চান তা জানিয়ে আমাদের মেইল করুন। আমরা আপনার মেইলের অপেক্ষায়, মেইল করার ঠিকানাঃ amrabondhublog@gmail.com

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


আমার হাতে শক্ত একটা লাঠি দিলে আমি রাজী Big smile

টুটুল's picture


মেসবাহ ভাই...
যারা যারা কাজ করতে পারবে/পারছে না... তাদের কে মুর্গা বানান... প্রতি সপ্তাহে উৎসাহ দেয়া হিসেবে খাওয়াবে... এইটা আপনার দায়িত্ব

জ্যোতি's picture


দাদাভাইকে ভোট দিলাম।

জ্যোতি's picture


৫ নং এ আমি নাম লিখালাইম। লাঠিটা দেন এইবার।

মেসবাহ য়াযাদ's picture


বাই দ্য ওয়ে, গোস্তাকী মাফ করবেন Big smile
জরুরী না জরুরি
প্রসংগ নয় প্রসঙ্গ
(রায়হান ভাই ফ্লুতে আক্রান্ত হবার প্রতিক্রিয়া... Wink )

রাসেল আশরাফ's picture


বাই দ্য ওয়ে, গোস্তাকী মাফ করবেন Tongue Tongue

একটু কষ্ট করে নিচের লিঙ্কে যাবেন? গেলেই দেখতে পাবেনঃ

http://www.infocom.gov.bd/ic/index.php?option=com_content&view=article&id=60&Itemid=119&lang=bn

মেসবাহ য়াযাদ's picture


তথ্য কমিশনের রেফারেন্স দিলা ? হাহাপেফা

যাদের প্রথম পাতায় লেখা- তথ্য অর্থ কি ?
কি আর কী কোথায় ব্যবহার করা হয়, এই দুটোর অর্থ কী... যারা এটাই জানেনা Big smile
সো নো কমেন্টস Laughing out loud

মেসবাহ য়াযাদ's picture


আমি কিন্তু মজা করার জন্য বানান নিয়ে কথা বলেছি...
বাট তথ্য কমিশনের রেফারেন্স দেখে লজ্জা পেলাম... Wink

রাসেল আশরাফ's picture


আমি ঐজন্যই দিলাম যেন আপনে লজ্জা পান। Tongue Tongue

''জরুরি'' টা জানতাম না।আর প্রসংগ রে কোনমতেই প্রসঙ্গ বানাইতে পারছিলাম না। Sad Sad

ঠিক কইরা দিতাছি।

১০

হাসান রায়হান's picture


আরো দুই একটা আছে,
অভিভুত - শিওর না তবে মনে হচ্ছে অভিভূত হবে।
কারনে- কারণে
রবীঠাকুর - রবিঠাকুর

১১

রাসেল আশরাফ's picture


ঠিক কইরা দিতাছি। Sad Sad

১২

 রাফিঅফ্লাইন's picture


আরও ভুল আছে। >)

প্রথম লাইনে "অসীমভালোবাসা" একত্রে হৈছে। আলাদা হৈপে।

শেষ লাইনের আগের লাইনে "কোনদলে" লেখছো, আলাদা না করলে মনে হৈপে মারামারির আহ্বান জানাইতেছো।

ভুল ধরার মজাই আলাদা। Innocent

১৩

রাসেল আশরাফ's picture


দিলাম ঠিক কইরা। Crazy Crazy

১৪

টুটুল's picture


কাজ ভাগ করি... নাইলে কুলানো যাবে না... এ পর্যন্ত যারা কাজ করতে সম্মতি প্রদান করেছেন তাদের নাম বোল্ড হরফে দেয়া হলো। বাকি বন্ধুদের কাছে আহ্বান ... দ্রুত সাড়া দিয়ে সহযোগীতা করুন... কাজের সুবিধার্থে আমরা গুগল ওয়েভে জড়ো হয়েছি... আগ্রহী হলে আপনার জেমেইল ঠিকানা amrabondhublog এট জিমেইল ডট কম প্রেরণ করুন


দল ১. যারা সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে বৃষ্টির গান জোগাড় করবে

>> নজরুল ভাই, বিমা, মুক্ত বয়ান, রাসেল আশরাফ, (আরো বন্ধুর প্রয়োজন)

দল ২. প্রথম দলের গানগুলো ক্যাটাগোরি অনুযায়ী বাছাই করবে। যেমন রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ, ইংরেজি, হিন্দি... এরকম...
>> নজরুল ভাই, বিমা, (আগ্রহী কেউ থাকলে আওয়াজ দিয়েন)

দল ৩.
গানগুলো শুনে শুনে লিরিক লেখবে। এই দলে আবার কিছু উপদল থাকবে। প্রত্যেক ক্যাটাগোরির জন্য একটা কইরা উপদল। [কিছু লিরিক তো নেটেই পাওয়া যাবে, যেমন ইংলিশ আর রবীঠাকুর]

>>
১. হারানো দিনের বর্ষার গান: জেবীন ও জয়ীতা
২. বাংলা ব্যান্ডে বর্ষার গান: বিষাক্ত মানুষ (বিমা), ????
৩. বর্ষা নিয়ে আধুনিক গান: মুক্ত বয়ান, ????
৪. নজরুলের গানে বর্ষা: গৌতম, ????
৫. রবীন্দ্রনাথের বর্ষার গান: নজরুল, ???
৬. ইংরেজী গানে বর্ষা: মৌসুম, ????
৭. অন্যান্য: ???????
এখানে আরো অনেক বন্ধুর সহযোগীতা প্রয়োজন..

দল ৪. টেকনিক্যাল টিম। যারা এই লিরিকগুলার নিচে গানের লিঙ্ক লাগায়ে, প্রচ্ছদ অলঙ্করণ দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ইপুস্তক তৈরি করবে
>> নজরুল ভাই ও মুক্ত বয়ান

দল ৫. সমন্বয় পরিষদ। এই টিমটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত... মানে প্রথম দল থেকে শেষ দল পর্যন্ত সবগুলা কাজ ঠিকঠাক হইতেছে কি না তা তদারকি করবে। এদের হাতে লাঠি দেওয়া থাকবে Wink
>> সকল এবি বন্ধুরা

নজরুল ভাইয়ের কিছু নোট তুলে দিলাম :
[নোট ১]
এইটা আসলে বেশ বড়মাপের একটা কাজ। একজন দুইজনে হবে না। এবির বেশিরভাগের হাত যোগ করতে হবে। এই ইবইয়ের কোনো সম্পাদক না থাকুক। সবাই সম্পাদক

[নোট ২]
প্রথম দলের কাজ শেষ হইলে দ্বিতীয় দল কাজ শুরু করবে, তাদের শেষ হইলে তৃতীয় দল... এইসব ধুনফুন চলবে না। প্রত্যেক দল একই সঙ্গে কাজ শুরু করবে। যেমন ইতোমধ্যে কিন্তু বৃষ্টির অনেক গান জোগাড় হয়ে গেছে। দ্বিতীয় আর তৃতীয় দল এগুলো নিয়ে কাজ শুরু করে দিক। নতুন গান যখন অ্যাড করা হবে তখন সেটা কার্যক্রমে যুক্ত করে নিলেই হবে।
চতুর্থ দলের কাছে প্রস্তাব, আপাতত একটা ডামি ইপুস্তক বানানো হোক। শুধু টেকনিক্যাল ঝামেলা কী কী হতে পারে তা দেখার জন্য... নেটে পাওয়া গানের লিরিক আর লিঙ্ক দিয়ে। আর প্রচ্ছদ অলঙ্করণ টিম সাজাতে থাকুক

আর পঞ্চম দলের কাজ তো ইতোমধ্যে শুরু

[নোট ৩]
বিভিন্ন দলে, দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকী হাছিল করুন Smile

১৫

একজন মায়াবতী's picture


আমার তো আবার অনেক পরতিভা Batting Eyelashes
আমি কোন দলে যোগ দেই D Oh

১৬

রাসেল আশরাফ's picture


ম্যাডাম দলে যোগদানের আগে মেইল আইডিটা মেইল করুন। Smile Smile

১৭

তানবীরা's picture


দল ৬। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর, টিপ দিয়া গান শুনবো আর নাক সিঁটকে দেশটা কোন গোল্লায় গেল, আজকাল কার পুলাপানের রুচি এতো খারাপ, সংস্কৃতির অধঃপতন এর ওপর সুশীল সমালোচনা লেখার গ্রুপের আমি সভানেত্রী Big smile

১৮

 রাফিঅফ্লাইন's picture


এই দলে নাম লেখাইলাম।

১৯

সামছা আকিদা জাহান's picture


দলে যোগ দিতে চাই। গান খুঁযে দেব। কিন্তু কোন গানের লিঙ্ক যদি না পাই সে ক্ষেত্রে গানের শিল্পী, গীতীকার, সুরকার ও গানের লিরিক্স লিখে দিলেই হবে। আমার ই মেইল --akidaruna@yahoo.com

২০

শাপলা's picture


রাসেল ভাই রে.....আমি তো বাঘের গুহায় ঘোগের বাসা বেধে এসেছি...। আল্লাই জানে কপালে কি আছে.... মাইর মাইর মাইর

যাও বা মাঝে সাঝে আমরা বন্ধুতে ঢুকতাম, আজ তাও টা টা বাই বাই জানাতে হবে..।

২১

রাসেল আশরাফ's picture


হয়।তার আগে আরেক কাম করে এসেছেন। সেটা একটু সেরে আসেন।

আপনার ইয়াহু মেইল চেক করার অনুরোধ করছি।

২২

শাপলা's picture


রাসেল ভাই আমার। লক্ষী ভাই। রাগ কি কমেছে?

২৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অসাধারন প্রয়াস।
১ নম্বর দলে থাকতে চাই,দেখি কিছু বার হয় কী না!

আমার ঠিকানা ru_6888@hotmail.com

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রাসেল আশরাফ's picture

নিজের সম্পর্কে

কিছুই জানি না...