আজ মেঘলীনা মাধূর্য্যর প্রথম জ়ন্মদিন !
মেঘলীনা মেঘলীনা
মেঘের দেশের কন্যা
এক বছরের মেঘ আমার
ছড়ায় খুশীর বন্যা।
উড়ুউড়ু মেঘের সাথে
মেঘলীনার খেলা
মেঘের ফেনা গায়ে মেখে
কাটে সারা বেলা।
মেঘের গায়ে আঁকে ছবি
কী তার রং আর তুলি
মাঝে মাঝে তাই যে দেখি
রঙিন মেঘগুলি।
মেঘলীনা মেঘলীনা
মেঘবতী কন্যা
সবার ভালবাসা পেয়ে
মায়াবতী ধন্যা।
আজ মাধূর্য্যর প্রথম জ়ন্মদিন, দেখতে দেখতে আমার মেয়েটার এক বছর হয়ে গেল। সবাই ওকে অনেক অনেক দোয়া করবেন যেন সে খুব ভাল একজন মানুষ হতে পারে।
শুভ জন্মদিন মা সোনা
ভদ্র হও ভালো হও
চাঁদ সূর্যের আলো হও।
মেঘকন্যা কোথায়, এটাতো চাঁদকন্যা
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
একদম আমার মনের কথাটি বলেছেন. আপু। দোয়া করি ওর জন্য। অনেক অনেক অনেক দোয়া।
একজন মানুষ হতে পারা আসলেও অনেক বড় কিছু হওয়া
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
বাহ্! মাধূর্য্যকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।
তোমাকেও ভাগ্নীর প্রথম জন্মদিনের শুভেচ্ছা।
মেঘলীনা মাধূর্য্য-কে জন্মদিনের শুভেচ্ছা
ছবিঃ মেঘলীনা-র আকিকায় আমার তোলা
মেঘলীনা-র আকিকা জন্মদিন সব ছবিইতো ওর অরণ্য মামার তোলা
Ami lina lina'r meye megh-linar birthday te doa ar shuvokamana.
আপনাকেও শুভ কামনা
lina'r meye modhu-linakeo doa ar shuvokamana.
মাধূর্য্যকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকুন। রঙিন থাকুক।
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করো যেন আইরিন খালার মত স্ট্রং হয়
আজ মাধূর্য্যের জন্মদিন?
শুভ জন্মদিন মামনি!
দোয়া করি অনেক বড় হও, একজন খাঁটি মানুষ হও!
আর হ্যাঁ আপু, ঋহান আর মাধুর্য্যের মাঝে তাহলে ১ মাস না, ২ মাস ১৯ দিনের ব্যবধান
২ মাসের বড়র সাথে তোমার ছেলেকে টাংকি মারতে না কইরো
অনেক ধন্যবাদ নাজ মামী
নাজ মামী না
বলেন, নাজ খালামনি।
বরং মাধুর্য্য'রে বইলেন আমার জামাই'রে "খালু" ডাকতে
শুভ জন্মদিন মাধূর্য্য
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবে
শুভ জন্মদিন...।
মাধুর্যময় হোক জীবনের প্রতিটি মুহূর্ত...
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
HAPPY BARTHDAY
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন ।
HAPPY BIRTHDAY
শুভ জন্মদিন
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবে যেন ও একজন মায়াবতী হয়
শুভ জন্মদিন মামণি!
অনেক অনেক ধন্যবাদ ।
ওর জন্য দোয়া করবেন
নামটি তোমার আমার নামে
হবে তবে ব্লগার?
মানুষ হবে ভদ্র হবে
পূর্ণ হবে
মেয়ে তুমি যে আত্মজা
আনন্দময়ী লীনার.....
শুভ জন্মদিন মাধূর্য্য সোনাপাখিকে।
অনেক আদর খালামণিকে, আমার জন্য দোয়া করবে
HBD
TUSM
শুভ জন্মদিন ছোট্টমামাকে।
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করো রাসেল মামা
আয়ুষ্মতি ভব পুত্রী সদা সৌভাগ্যবতী ভব চ।
যশস্বিনী ভব সদা শান্তির্ভবতি বিদ্যতে।।
মেঘলীনা মামণির জন্য অনেক অনেক আদর ও শুভকামনা।
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন, আপনাকেও অনেক অনেক শুভকামনা।
শুভ কামনা। নামটা পছন্দ হইছে!
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
মেয়ের নামটা কিন্তু অসাধারন।
শুভ জন্মদিন @ মাধুর্য। মানুষের মতো মানুষ হউ।
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
মেঘ মামনিকে প্রথম জন্মদিনে শুভেচ্ছা, আদর আর দোয়া। মেঘের মাকে ও শুভেচ্ছা।
মেঘের ২য় মাকে ও শুভেচ্ছা।
ওর জন্য দোয়া করবে
শুভ জন্মদিন মামনিটার জন্য
অনেক অনেক শুভ কামনা...
অনেক ধন্যবাদ । টুটুল মামার জন্যও অনেক অনেক শুভ কামনা
অনেক দোয়া মামনিটাকে।
অনেক ধন্যবাদ রায়হান ভাই
মেয়েটাকে হেপি বাড্ডে। স্যরি এক দিন দেরিতে দেবার জন্য।
ইয়ে, কাচ্চি বিরিয়ানীটা এই সুযোগে খাওয়াইয়া ফালাইলে হৈতো না ?!
কাচ্চি বিরিয়ানীটা এই সুযোগে খাওয়াইয়া ফালাইতেসি
মামনির জন্য শুভকামনা।
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
মেঘলীনার জন্য অনেক অনেক আদর ও শুভকামনা
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন
মামনিটাকে অনেক অনেক শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন মাসুম ভাই
মামনির জন্য অনেক শুভ কামনা। ভালো থেকো মা। বঅনেক ড়ো হও !
মন্তব্য করুন