ইউজার লগইন

আজ মেঘলীনা মাধূর্য্যর প্রথম জ়ন্মদিন !

madhurjo May 2010 052 (Small).jpg

মেঘলীনা মেঘলীনা
মেঘের দেশের কন্যা
এক বছরের মেঘ আমার
ছড়ায় খুশীর বন্যা।

উড়ুউড়ু মেঘের সাথে
মেঘলীনার খেলা
মেঘের ফেনা গায়ে মেখে
কাটে সারা বেলা।

মেঘের গায়ে আঁকে ছবি
কী তার রং আর তুলি
মাঝে মাঝে তাই যে দেখি
রঙিন মেঘগুলি।

মেঘলীনা মেঘলীনা
মেঘবতী কন্যা
সবার ভালবাসা পেয়ে
মায়াবতী ধন্যা।

আজ মাধূর্য্যর প্রথম জ়ন্মদিন, দেখতে দেখতে আমার মেয়েটার এক বছর হয়ে গেল। সবাই ওকে অনেক অনেক দোয়া করবেন যেন সে খুব ভাল একজন মানুষ হতে পারে।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


শুভ জন্মদিন মা সোনা

ভদ্র হও ভালো হও
চাঁদ সূর্যের আলো হও।

মেঘকন্যা কোথায়, এটাতো চাঁদকন্যা Big smile

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন Smile

ওমর হাসান আল জাহিদ's picture


অনেক অনেক দোয়া করবেন যেন সে খুব ভাল একজন মানুষ হতে পারে।

একদম আমার মনের কথাটি বলেছেন. আপু। দোয়া করি ওর জন্য। অনেক অনেক অনেক দোয়া।

লীনা ফেরদৌস's picture


একজন মানুষ হতে পারা আসলেও অনেক বড় কিছু হওয়া

অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন

মীর's picture


বাহ্! মাধূর্য্যকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা। Smiley

লীনা ফেরদৌস's picture


তোমাকেও ভাগ্নীর প্রথম জন্মদিনের শুভেচ্ছা।

অরণ্য আনাম's picture


মেঘলীনা মাধূর্য্য-কে জন্মদিনের শুভেচ্ছা Love

মেঘলীনা মাধূর্য্য
ছবিঃ মেঘলীনা-র আকিকায় আমার তোলা

লীনা ফেরদৌস's picture


মেঘলীনা-র আকিকা জন্মদিন সব ছবিইতো ওর অরণ্য মামার তোলা
Laughing out loud

Linadilruba's picture


Ami lina Smile lina'r meye megh-linar birthday te doa ar shuvokamana.

১০

লীনা ফেরদৌস's picture


আপনাকেও শুভ কামনা Laughing out loud

১১

লীনা ফেরদৌস's picture


lina'r meye modhu-linakeo doa ar shuvokamana. Wink

১২

আইরিন সুলতানা's picture


মাধূর্য্যকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকুন। রঙিন থাকুক।

১৩

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । Laughing out loud ওর জন্য দোয়া করো যেন আইরিন খালার মত স্ট্রং হয় Smile

১৪

নাজ's picture


আজ মাধূর্য্যের জন্মদিন?

শুভ জন্মদিন মামনি!
দোয়া করি অনেক বড় হও, একজন খাঁটি মানুষ হও!

১৫

নাজ's picture


আর হ্যাঁ আপু, ঋহান আর মাধুর্য্যের মাঝে তাহলে ১ মাস না, ২ মাস ১৯ দিনের ব্যবধান Smile

১৬

লীনা ফেরদৌস's picture


২ মাসের বড়র সাথে তোমার ছেলেকে টাংকি মারতে না কইরো Cool

১৭

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ নাজ মামী Laughing out loud

১৮

নাজ's picture


নাজ মামী না Stare
বলেন, নাজ খালামনি।
বরং মাধুর্য্য'রে বইলেন আমার জামাই'রে "খালু" ডাকতে Big smile

১৯

লিজা's picture


শুভ জন্মদিন মাধূর্য্য Party 2055358c12m47b0yc.gif

২০

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবে Laughing out loud

২১

নিশ্চুপ প্রকৃতি's picture


শুভ জন্মদিন...।
মাধুর্যময় হোক জীবনের প্রতিটি মুহূর্ত... Innocent Smile

২২

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন Smile

২৩

ফিরোজ শাহরিয়ার's picture


HAPPY BARTHDAY

২৪

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন ।

২৫

ফিরোজ শাহরিয়ার's picture


HAPPY BIRTHDAY

২৬

লীনা ফেরদৌস's picture


Smile

২৭

একজন মায়াবতী's picture


শুভ জন্মদিন Party

ভদ্র হও ভালো হও
চাঁদ সূর্যের আলো হও

২৮

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবে যেন ও একজন মায়াবতী হয় Smile

২৯

ষষ্ঠ পাণ্ডব's picture


শুভ জন্মদিন মামণি!

৩০

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক ধন্যবাদ ।

ওর জন্য দোয়া করবেন Smile

৩১

মেঘকন্যা's picture


নামটি তোমার আমার নামে
হবে তবে ব্লগার?
মানুষ হবে ভদ্র হবে
পূর্ণ হবে
মেয়ে তুমি যে আত্মজা
আনন্দময়ী লীনার.....

শুভ জন্মদিন মাধূর্য্য সোনাপাখিকে।

৩২

লীনা ফেরদৌস's picture


অনেক আদর খালামণিকে, আমার জন্য দোয়া করবে Laughing out loud

৩৩

নুরুজ্জামান মানিক's picture


HBD

৩৪

লীনা ফেরদৌস's picture


TUSM Smile

৩৫

রাসেল আশরাফ's picture


শুভ জন্মদিন ছোট্টমামাকে। পার্টি পার্টি

৩৬

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করো রাসেল মামা Smile

৩৭

শর্মা-ই-আযম's picture


আয়ুষ্মতি ভব পুত্রী সদা সৌভাগ্যবতী ভব চ।
যশস্বিনী ভব সদা শান্তির্ভবতি বিদ্যতে।।

মেঘলীনা মামণির জন্য অনেক অনেক আদর ও শুভকামনা।

৩৮

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন, আপনাকেও অনেক অনেক শুভকামনা। Smile

৩৯

নরাধম's picture


শুভ কামনা। নামটা পছন্দ হইছে!

৪০

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন Smile

৪১

মাহবুব সুমন's picture


মেয়ের নামটা কিন্তু অসাধারন।
শুভ জন্মদিন @ মাধুর্য। মানুষের মতো মানুষ হউ।

৪২

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন Smile

৪৩

জ্যোতি's picture


মেঘ মামনিকে প্রথম জন্মদিনে শুভেচ্ছা, আদর আর দোয়া। মেঘের মাকে ও শুভেচ্ছা।

৪৪

লীনা ফেরদৌস's picture


মেঘের ২য় মাকে ও শুভেচ্ছা।

ওর জন্য দোয়া করবে Smile

৪৫

টুটুল's picture


শুভ জন্মদিন মামনিটার জন্য

অনেক অনেক শুভ কামনা...

৪৬

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । টুটুল মামার জন্যও অনেক অনেক শুভ কামনা Smile

৪৭

হাসান রায়হান's picture


ff jj ss ddd
অনেক দোয়া মামনিটাকে।

৪৮

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ রায়হান ভাই Smile

৪৯

মেসবাহ য়াযাদ's picture


মেয়েটাকে হেপি বাড্ডে। স্যরি এক দিন দেরিতে দেবার জন্য।

ইয়ে, কাচ্চি বিরিয়ানীটা এই সুযোগে খাওয়াইয়া ফালাইলে হৈতো না ?!

৫০

লীনা ফেরদৌস's picture


কাচ্চি বিরিয়ানীটা এই সুযোগে খাওয়াইয়া ফালাইতেসি Wink Big smile

৫১

রশীদা আফরোজ's picture


মামনির জন্য শুভকামনা।

৫২

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন

৫৩

কামরুল হাসান রাজন's picture


মেঘলীনার জন্য অনেক অনেক আদর ও শুভকামনা Smile

৫৪

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন

৫৫

শওকত মাসুম's picture


মামনিটাকে অনেক অনেক শুভেচ্ছা।

৫৬

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ । ওর জন্য দোয়া করবেন মাসুম ভাই

৫৭

অরণ্য আনাম's picture


মেঘলীনা মাধূর্য্য

৫৮

লীনা ফেরদৌস's picture


Smile

৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল's picture


মামনির জন্য অনেক শুভ কামনা। ভালো থেকো মা। বঅনেক ড়ো হও !

৬০

লীনা ফেরদৌস's picture


Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.