ইউজার লগইন

এক একদিন

এক একদিন ভীষণ বাঁচতে ইচ্ছে করে
প্রেম পুরাণ লিখব বলে
প্রেম পোড়ানো কালি
নিজের গায়ে মাখতে ইচ্ছে করে ।

এক একদিন তোমার কথা ভেবে
আমি রাধি না, চুল বাঁধিনা,
নাই না, খাই না
বৃষ্টিরা নেচে চলে চোখের পাতায়
জলের দ্যোতনা ছুঁয়ে ভাবি
একটুও কি আমায় ভালবাস না!

এক একদিন খুব ভালবাসতে ইচ্ছে হয়
শঙ্খ ডানায় রোদ হয়ে ভাসতে ইচ্ছে হয়
রোদ এসে ছুঁয়ে গেলে
আমি মেঘ হয়ে যাই
মেঘ-রোদ সন্তরণে
মেঘ লীনা হতে ইচ্ছে হয়।

এক একদিন খুব মরতে ইচ্ছে করে
শ্মশান চিতায় জ্বলতে ইচ্ছে করে
ময়ূখী মন পেখম পোড়ায়
আগুনের ফাগে হোলীর পরব
অনেক সুখে তোমাকে পোড়াতে ইচ্ছে করে।

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

একজন মায়াবতী's picture


আপু আমি কবিতা খুব একটা বুঝি না। কিন্তু এই কবিতাটা খুব ভালো লাগলো।
Star Star

লীনা ফেরদৌস's picture


মায়াবতীর মনে অনেক মায়া তো তাই ভাল লেগেছে Smile

ভাল থাক আপু

মিতুল's picture


প্রিয়তে নিলাম।

লীনা ফেরদৌস's picture


ওরে বাবা মিতুল! লজ্জা পেলাম, প্রিয়তে নেবার মত কিছু হয়েছে কি!! Smile

মিতুল's picture


এবার আপনাকে সহ নিলাম। হা হা হা

লীনা ফেরদৌস's picture


Smile Smile Smile

শওকত মাসুম's picture


আগুনের ফাঁগে হোলীর পরব

ফাঁগে মানে কী?

লীনা ফেরদৌস's picture


টাইপো হইসে চন্দ্রবিন্দু হবে না Smile

ফাগ [ phāga ] বি.
১. আবির;
২. আবির নিয়ে খেলার উত্সববিশেষ।

শওকত মাসুম's picture


একটা কুশ্চেন। ডিকশনারি নামনে নিয়া কবিতা লিখতে হয়? নাকি এসব কঠিন কঠিন শব্দ এমনিতেই জানেন।

১০

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor

১১

লীনা ফেরদৌস's picture


রাসেল গড়াগড়ি যাও কেন? মাসুম ভাই ফাগের মানে জানে না তাই ডিকশনারী দিয়া শিখাইলাম Wink তাতেই উনি চেইত্যা গেল কে Shock ভালা কামের দাম নাই। মাসুম ভাই কবিতা কেমন হইল তা কিন্তু কইল না Smile

১২

লীনা ফেরদৌস's picture


চোখ টিপি ভাইরে আমি অত বাংলা শব্দ জানিনা, তাই আমার কবিতায় কোন কঠিন শব্দ নাই,
ফাগ শব্দটা অনেক গান বা কবিতায় আছে সেই ভাবে অবশ্যই জানি এর মানে কি, কিন্তু আমি কইলে আপ্নের মত মাসুম পাব্লিকরা যদি বিশ্বাস না করে তাই ডিকশনারী কুপি পেষ্টু করছি। Cool তয় এই শব্দ আপ্নে জানেনা এইডা কিলাম আমি বিশ্বাস করি না মাইর

১৩

মিতুল's picture


মাসুম ভাই , কবিতা ও ডিকশনারি নিয়া একখান গল্প আছে।অনেকেই হয়তো জানেন।একটু এদিক সেদিক করে লিখছি। পোস্ট করবো। শুধু মজার জন্যই লিখবো্। লীনা আপা নিশ্চয়ই কিছু মনে করবে না।

১৪

শওকত মাসুম's picture


কবিতাটা তো মচমচে, অতি উপদেয়। Smile

১৫

লীনা ফেরদৌস's picture


Shock মচমচে Shock অতি উপদেয়।

খাইছে সবাই দেখি কবিতারে রান্নার রেসিপি ভাবছে Wink Tongue

কাল্কা রান্নার রেসিপি লিখুম, হয়ত সেইটারে সবাই কুবিতা ভাবতারে Smile

১৬

লীনা ফেরদৌস's picture


মিতুল,
কবিতা ও ডিকশনারি নিয়া গল্প শুনে আমি কেন কিছু মনে করব? আপনিও তো কবিতা লেখেন, তাহলে তো আপ্নারো কিছু মনে করার কথা। যে কোন বিষয়ে মজা করা যায়, তার জন্য এত স্পর্শ কাতর হবার কি আছে, Smile

১৭

মিতুল's picture


ধন্যবাদ। Laughing out loud

১৮

লীনা ফেরদৌস's picture


Smile

১৯

রাসেল আশরাফ's picture


জীনের গফ কন লীনাফা!!

২০

লীনা ফেরদৌস's picture


্তুমি দেশে আস, একদিন তোমার জন্য জীনের গফের আসর বইব Tongue Smile

২১

রাসেল আশরাফ's picture


সেইটা কি টিভিতে দেখাইবো?? Glasses Glasses

২২

লীনা ফেরদৌস's picture


্তুমি ব্যাবস্হা করলে অবশ্যই দেখাইব Smile

২৩

ফিরোজ শাহরিয়ার's picture


পুরো জুস...

২৪

লীনা ফেরদৌস's picture


গ্লাসে ঢেলে পরিবেশন করবো? Wink Smile

২৫

অতিথি's picture


অনেক সুখে িজকে পোড়াতে ইচ্ছে করে। Love

২৬

লীনা ফেরদৌস's picture


ধন্যবাদ Smile

২৭

আশরাফুল আলম's picture


লীনা ফেরদৌস নামক মানুষটার কবিতা এই প্রথম পড়লাম।পড়ার পর বুঝলাম মানুষটা একজন কবি এবং সত্যি সত্যি কবি।
নিঃসঙ্কোচে কবি মানুষটার ভক্ত হিসেবে নিজেকে ইনিশিয়েট করলাম।

২৮

লীনা ফেরদৌস's picture


নিঃসঙ্কোচে কবি মানুষটার ভক্ত হিসেবে নিজেকে ইনিশিয়েট করলাম। Shock

খুব লজ্জা লাগছে শুনে Smile

২৯

তানবীরা's picture


আমি প্রচন্ডই অকবি। কিন্তু তোমার কবিতাটা পুরোটা পড়লাম এবং বুঝলাম। রোমান্স Laughing out loud

খুব ভালো লাগলো। মাঝে মাঝে তোমার রোমান্স আমাদের সাথেও শেয়ার করো Big smile

৩০

লীনা ফেরদৌস's picture


রোমান্স শেয়ার Tongue Shock

তানবীরা তুমি রোমান্টিক গল্পকার, তাই রোমান্স ভাল লাগে তাই না, কিন্তু আমার রোমান্স তো খুব সিক্রেট রে ভাই ওটাতো তোমাদের সাথে সাথেও শেয়ার করা যাবে না Wink Smile Love

৩১

সামছা আকিদা জাহান's picture


আধুনিক কবিতা পড়ে বুঝলাম এতেই কবির প্রতি শ্রদ্ধা জন্মালো।

৩২

লীনা ফেরদৌস's picture


Smile অনেক অনেক ভাল থাকবেন।

৩৩

টুটুল's picture


এক্কেরে ঝাল গরুর মাংসের সাথে সাতকরা..

৩৪

লীনা ফেরদৌস's picture


হা হা হা টুটুল ভাই, সাথে খিচুড়ীটাতো আপনি দিলেন Smile

৩৫

জ্যোতি's picture


কবিতা তো দারুণ লাগছে তবে জ্বীনের গপ আরো ভালা লাগে।

৩৬

লীনা ফেরদৌস's picture


Smile ধইন্যা জয়িতা Smile তোমরা দেখি আমারে জ়িনের গল্প বুড়ি বানায়ে দিলা, আচ্ছা একদিন একটা জীনের গপ দিমুনে Wink

৩৭

সকাল's picture


মাঝে মাঝে ইচ্ছে হয়
সহজ, সরল, সুন্দর কবিতা পাঠে আনন্দময় সময় অতিক্রম করি।
আজকে এ কবিতাটি পড়ে সে রকম ভালো লাগলো।
বৃষ্টিস্নাত শুভেচ্ছা।

৩৮

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক ধন্যবাদ সকাল Smile

আমি ধন্য, আপনাকেও বৃষ্টিস্নাত শুভেচ্ছা।

৩৯

হাসান রায়হান's picture


দারুন লিখেছেন।

৪০

লীনা ফেরদৌস's picture


Smile অনেক ধইন্যা আপ্নারে

৪১

সুমি হোসেন's picture


কবিতা খুব ভাল লাগলো।

৪২

লীনা ফেরদৌস's picture


ধন্যবাদ সুমি, ভাল থাকবেন Smile

৪৩

মেসবাহ য়াযাদ's picture


জীবনের টক-ঝাল-মিষ্টি সময়ের অনুভূতি বৈলা মনে হৈতাছে... Big smile

৪৪

লীনা ফেরদৌস's picture


আপ্নে না বুঝলে সেই কথা আর কে বুঝব Smile

৪৫

লীনা দিলরুবা's picture


সুন্দর কবিতা।
এক- একদিন এমন অনেকধরণের ইচ্ছে যে করতে পারে - কবিতাটা পড়ে আরো একবার উপলব্ধি করলাম।

৪৬

লীনা ফেরদৌস's picture


এক- একদিন আমার তোর উপর খুব মেজাজ খারাপ হয়, আজকে তেমনি একটা দিন Sad

৪৭

লীনা দিলরুবা's picture


এই লাইন টা কবিতার ভেতর এ্যড করে দে Tongue

৪৮

লীনা ফেরদৌস's picture


Laughing out loud

৪৯

শামীম রুনা's picture


রোম্যান্টিক কবিতা!!!!
তোমার মত কবিতা লিখতে আমারও ইচ্ছে করে...

৫০

লীনা ফেরদৌস's picture


রোম্যান্টিক মহিলা, Smile কবিতা লিখতে ইচ্ছে করলে লেখ না কেন Wink

৫১

মেঘকন্যা's picture


খুব পছন্দ হলো কবিতাটা

৫২

লীনা ফেরদৌস's picture


অনেক ধইন্যা তোরে Smile

৫৩

অতিথি's picture


কি ?

৫৪

লীনা ফেরদৌস's picture


কি বুঝলাম না !! Smile

৫৫

অতিথি's picture


mind blowing....I'm not into poetry but this one took my breath away!!!!!!

৫৬

লীনা ফেরদৌস's picture


Thank you so much ! Smile

৫৭

একলব্যের পুনর্জন্ম's picture


এক একদিন খুব মরতে ইচ্ছে করে
শ্মশান চিতায় জ্বলতে ইচ্ছে করে

এই দুইটা লাইন খুব ভালো লাগলো।

শুভকামনা থাকলো।

৫৮

লীনা ফেরদৌস's picture


আপনাকে আমার ব্লগে দেখে আসলেও খুব খুশী হলাম Smile

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্যেও

৫৯

কামরুল হাসান রাজন's picture


জটিল লাগল কবিতাটা Party কবে যে আমি এমন লিখতে পারব Sad

৬০

লীনা ফেরদৌস's picture


জটিল লাগল Shock আমি তো সরল ভাষায় লিখলাম Smile

অনেক ভাল থাকবেন Smile

৬১

বোহেমিয়ান's picture


ভালো লাগছে Big smile Big smile

৬২

লীনা ফেরদৌস's picture


Smile আপ্নাকে আমার ব্লগে দেখে আমারো খুব ভাল লাগছে

৬৩

দিশা স্যান্ডফোর্ড's picture


তোমার লেখা আমার সব সময়ই ভাল লাগে Smile একেক দিন বেশি পড়তে ইচ্ছে করে Wink

৬৪

লীনা ফেরদৌস's picture


আমার লেখা তোমার ভাল লাগে Shock

কিন্তু আমি তো তোমাকে এই ব্লগে আজকেই প্রথম দেখলাম Smile

অনেক ধন্যবাদ Laughing out loud

৬৫

কামরুল হাসান শিবলী's picture


onek nice ekta kobita .....
onekdin por karo kono kobita pore valo laglo ....

৬৬

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক ধন্যবাদ ভাই Smile

৬৭

মিতুল's picture


কিছুদিন পরপরই হন্যে হয়ে খুঁজতে থাকি এই কবিতাটি। হয়তো কোনভাবে সেইভ করে রাখা যায়, কিন্তু রাখতে চাই না। খুঁজে পড়তে, অনুভব করতেই ভাল লাগে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.