এক একদিন
এক একদিন ভীষণ বাঁচতে ইচ্ছে করে
প্রেম পুরাণ লিখব বলে
প্রেম পোড়ানো কালি
নিজের গায়ে মাখতে ইচ্ছে করে ।
এক একদিন তোমার কথা ভেবে
আমি রাধি না, চুল বাঁধিনা,
নাই না, খাই না
বৃষ্টিরা নেচে চলে চোখের পাতায়
জলের দ্যোতনা ছুঁয়ে ভাবি
একটুও কি আমায় ভালবাস না!
এক একদিন খুব ভালবাসতে ইচ্ছে হয়
শঙ্খ ডানায় রোদ হয়ে ভাসতে ইচ্ছে হয়
রোদ এসে ছুঁয়ে গেলে
আমি মেঘ হয়ে যাই
মেঘ-রোদ সন্তরণে
মেঘ লীনা হতে ইচ্ছে হয়।
এক একদিন খুব মরতে ইচ্ছে করে
শ্মশান চিতায় জ্বলতে ইচ্ছে করে
ময়ূখী মন পেখম পোড়ায়
আগুনের ফাগে হোলীর পরব
অনেক সুখে তোমাকে পোড়াতে ইচ্ছে করে।
আপু আমি কবিতা খুব একটা বুঝি না। কিন্তু এই কবিতাটা খুব ভালো লাগলো।

মায়াবতীর মনে অনেক মায়া তো তাই ভাল লেগেছে
ভাল থাক আপু
প্রিয়তে নিলাম।
ওরে বাবা মিতুল! লজ্জা পেলাম, প্রিয়তে নেবার মত কিছু হয়েছে কি!!
এবার আপনাকে সহ নিলাম। হা হা হা
ফাঁগে মানে কী?
টাইপো হইসে চন্দ্রবিন্দু হবে না
ফাগ [ phāga ] বি.
১. আবির;
২. আবির নিয়ে খেলার উত্সববিশেষ।
একটা কুশ্চেন। ডিকশনারি নামনে নিয়া কবিতা লিখতে হয়? নাকি এসব কঠিন কঠিন শব্দ এমনিতেই জানেন।
রাসেল গড়াগড়ি যাও কেন? মাসুম ভাই ফাগের মানে জানে না তাই ডিকশনারী দিয়া শিখাইলাম
তাতেই উনি চেইত্যা গেল কে
ভালা কামের দাম নাই। মাসুম ভাই কবিতা কেমন হইল তা কিন্তু কইল না 
ফাগ শব্দটা অনেক গান বা কবিতায় আছে সেই ভাবে অবশ্যই জানি এর মানে কি, কিন্তু আমি কইলে আপ্নের মত মাসুম পাব্লিকরা যদি বিশ্বাস না করে তাই ডিকশনারী কুপি পেষ্টু করছি।
মাসুম ভাই , কবিতা ও ডিকশনারি নিয়া একখান গল্প আছে।অনেকেই হয়তো জানেন।একটু এদিক সেদিক করে লিখছি। পোস্ট করবো। শুধু মজার জন্যই লিখবো্। লীনা আপা নিশ্চয়ই কিছু মনে করবে না।
কবিতাটা তো মচমচে, অতি উপদেয়।
খাইছে সবাই দেখি কবিতারে রান্নার রেসিপি ভাবছে
কাল্কা রান্নার রেসিপি লিখুম, হয়ত সেইটারে সবাই কুবিতা ভাবতারে
মিতুল,
কবিতা ও ডিকশনারি নিয়া গল্প শুনে আমি কেন কিছু মনে করব? আপনিও তো কবিতা লেখেন, তাহলে তো আপ্নারো কিছু মনে করার কথা। যে কোন বিষয়ে মজা করা যায়, তার জন্য এত স্পর্শ কাতর হবার কি আছে,
ধন্যবাদ।
জীনের গফ কন লীনাফা!!
্তুমি দেশে আস, একদিন তোমার জন্য জীনের গফের আসর বইব

সেইটা কি টিভিতে দেখাইবো??

্তুমি ব্যাবস্হা করলে অবশ্যই দেখাইব
পুরো জুস...
গ্লাসে ঢেলে পরিবেশন করবো?

অনেক সুখে িজকে পোড়াতে ইচ্ছে করে।
ধন্যবাদ
লীনা ফেরদৌস নামক মানুষটার কবিতা এই প্রথম পড়লাম।পড়ার পর বুঝলাম মানুষটা একজন কবি এবং সত্যি সত্যি কবি।
নিঃসঙ্কোচে কবি মানুষটার ভক্ত হিসেবে নিজেকে ইনিশিয়েট করলাম।
নিঃসঙ্কোচে কবি মানুষটার ভক্ত হিসেবে নিজেকে ইনিশিয়েট করলাম।
খুব লজ্জা লাগছে শুনে
আমি প্রচন্ডই অকবি। কিন্তু তোমার কবিতাটা পুরোটা পড়লাম এবং বুঝলাম। রোমান্স
খুব ভালো লাগলো। মাঝে মাঝে তোমার রোমান্স আমাদের সাথেও শেয়ার করো
রোমান্স শেয়ার
তানবীরা তুমি রোমান্টিক গল্পকার, তাই রোমান্স ভাল লাগে তাই না, কিন্তু আমার রোমান্স তো খুব সিক্রেট রে ভাই ওটাতো তোমাদের সাথে সাথেও শেয়ার করা যাবে না

আধুনিক কবিতা পড়ে বুঝলাম এতেই কবির প্রতি শ্রদ্ধা জন্মালো।
এক্কেরে ঝাল গরুর মাংসের সাথে সাতকরা..
হা হা হা টুটুল ভাই, সাথে খিচুড়ীটাতো আপনি দিলেন
কবিতা তো দারুণ লাগছে তবে জ্বীনের গপ আরো ভালা লাগে।
মাঝে মাঝে ইচ্ছে হয়
সহজ, সরল, সুন্দর কবিতা পাঠে আনন্দময় সময় অতিক্রম করি।
আজকে এ কবিতাটি পড়ে সে রকম ভালো লাগলো।
বৃষ্টিস্নাত শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ সকাল
আমি ধন্য, আপনাকেও বৃষ্টিস্নাত শুভেচ্ছা।
দারুন লিখেছেন।
কবিতা খুব ভাল লাগলো।
ধন্যবাদ সুমি, ভাল থাকবেন
জীবনের টক-ঝাল-মিষ্টি সময়ের অনুভূতি বৈলা মনে হৈতাছে...
আপ্নে না বুঝলে সেই কথা আর কে বুঝব
সুন্দর কবিতা।
এক- একদিন এমন অনেকধরণের ইচ্ছে যে করতে পারে - কবিতাটা পড়ে আরো একবার উপলব্ধি করলাম।
এক- একদিন আমার তোর উপর খুব মেজাজ খারাপ হয়, আজকে তেমনি একটা দিন
এই লাইন টা কবিতার ভেতর এ্যড করে দে
রোম্যান্টিক কবিতা!!!!
তোমার মত কবিতা লিখতে আমারও ইচ্ছে করে...
রোম্যান্টিক মহিলা,
কবিতা লিখতে ইচ্ছে করলে লেখ না কেন 
খুব পছন্দ হলো কবিতাটা
অনেক ধইন্যা তোরে
কি ?
কি বুঝলাম না !!
mind blowing....I'm not into poetry but this one took my breath away!!!!!!
Thank you so much !
এক একদিন খুব মরতে ইচ্ছে করে
শ্মশান চিতায় জ্বলতে ইচ্ছে করে
এই দুইটা লাইন খুব ভালো লাগলো।
শুভকামনা থাকলো।
আপনাকে আমার ব্লগে দেখে আসলেও খুব খুশী হলাম
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্যেও
জটিল লাগল কবিতাটা
কবে যে আমি এমন লিখতে পারব 
জটিল লাগল
আমি তো সরল ভাষায় লিখলাম
অনেক ভাল থাকবেন
ভালো লাগছে

তোমার লেখা আমার সব সময়ই ভাল লাগে
একেক দিন বেশি পড়তে ইচ্ছে করে 
আমার লেখা তোমার ভাল লাগে
কিন্তু আমি তো তোমাকে এই ব্লগে আজকেই প্রথম দেখলাম
অনেক ধন্যবাদ
onek nice ekta kobita .....
onekdin por karo kono kobita pore valo laglo ....
অনেক অনেক ধন্যবাদ ভাই
কিছুদিন পরপরই হন্যে হয়ে খুঁজতে থাকি এই কবিতাটি। হয়তো কোনভাবে সেইভ করে রাখা যায়, কিন্তু রাখতে চাই না। খুঁজে পড়তে, অনুভব করতেই ভাল লাগে।
মন্তব্য করুন