নিজের সম্পর্কে লিখুন - ১
আমরা বন্ধু ব্লগের ব্লগাররা তাদের নিজেদের সম্পর্কে কি বলেছেন আসুন দেখি, আর তাদের সম্পর্কে পড়ে পাবলিকের মনে তৎক্ষনাত কি প্রতিক্রিয়া হয় - আসেন সেটাও দেখি ;
ভাস্কর- মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয় -
ভাই এদ্দিনে বুঝলাম আপ্নে কেন দিনের বেলা ঘুমাইয়া কাটান ( জনগণের কাছে থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানি যে আপনি সারাদিন ঘুমিয়ে কাটান) : গলা হৃদয় গলে যাওয়া আইস ক্রিমের মতই আকাইম্মা, কেউ নিতে চায় না। আপ্নের দিনের বেলা বাইর হওয়া ঠিক না। ( এদ্ভাইস- ভাইজান হৃদয়্টা দিনের বেলা ফ্রিজে রেখে দিলেও পারেন )।
সামছা আকিদা জাহান-যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
আপা তাইলে হুদাহুদি ম্যাচ বাত্তি পুরান কেন? তয় আফনে একবার না পারিলে দেখ শত বারের উৎকৃষ্ট উদাহরণ।
আহমাদ মোস্তফা কামাল- গল্প-উপন্যাস-প্রবন্ধ লিখি। এ ছাড়া নিজের সম্বন্ধে তেমন কিছু লেখার নেই।
ভাই, এত কিছু লেখলে হাততো ব্যাথা হইবই নিজের সম্বন্ধে লিখবেন কেমনে? এম্নেই আফনার টাইট সিডিউল, নিজের সম্বন্ধে লিখুন পুষ্টে কমেন্ট বা পুরষ্কার পাওয়া যায় না , আবার এত বার পঠিত, লাইক কোন অপসনও নাই হুদাহুদি সময় নষ্ট করবেন কেন !!
তানবীরা - আমি নিজেকে কোনদিন খুব গুরুত্বপূর্ণ ভাবিনি, মনের ভুলেও না। কখনো কখনো মনে হয়েছিলো যে আমার প্রয়োজন আছে মাত্র। (বন্ধু মনিকা রশিদের লেখা থেকে ধার করা)
আফা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আফনার মনও খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তবে কথা হইল নিজের সম্পর্কে কিছু লিখতে গিয়াও ধার করলেন !!! আর কার কার থিকা কি কি ধার নিছেন গো আফা কনছাইন দেখি? এত দিনে বুঝলাম কিয়ের লাইগা ঢাকা ছাড়ছেন, আর আইলেও বেশীদিন থাক্তারেন না, মনে হয় পাওনাদারের অত্যাচারে...............।
একজন মায়াবতী- নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।
আফা, আপডেট করনের সময় আবার ব্যাকডেট দিয়েন না
আরিশ ময়ূখ রিশাদ- বলার মতো কিছু নেই। বলার মতো কিছু তৈরী করতে চাই
বলার মতো কিছু তৈরী করতে হলে আপনার চাই এক টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ আদা, তিন টেবিল চামচ রশুন , আর চার টেবিল চামচ মরিচ। তেলে দিয়ে একটু নুন দিন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করুন, ব্যাস বলার মতো স্পাইসি কিছু তৈরী হয়ে গেল, এখন পরিবেশনের পালা, একটু লেটুস আর ধুইন্যা দিয়ে কুপি পেশট কইরা ব্লগে পরিবেশন করুন অবশ্য কুপি পেষ্টের জন এটি প্রথম পাতায় আসবে না আপনার প্রফাইলে রয়ে যাবে।
কৌশিক আহমেদ- ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?
ভাইজান কি হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার থেকে বেরিয়ে একটু অবসরে চা বিক্রি করেন? ভাইজান কি আদালত পাড়ায় চা বিক্রি করেন নাকি শুধু বিচারকদের কাছে ? আপনার চা বিক্রির হাকটা কিন্তু মারাত্নক আর্টিসটিক “বিচারক একটু কি অবসর হবে? এক কাপ চা?” !!!
আরাফাত শান্ত -দুই পয়সার মানুষ। চায়ের দোকানেই দিন পার করি তাই!
ভাইজান আফনে দয়া কইরা এখন থিকা কৌশিক ভাইজানের চায়ের দোকানে যাইবেন তাইলে আপ্নের দুই পয়সাও বাইচা যাইব, তয় পারলে চায়ের দোকানে রাইত ও পার কইরেন তাইলে কৌশিক ভাইজানের আর দোকানে তালা দেওন লাগব না। হয়ত হের লাইগ্যা হেই আফনেরে আরো দুই পয়সা দিতারে, তাইলে আফনে চার পয়সার মানুষ হইলেন। হাজার হোক আমরা বন্ধু; একজন আরেকজনের কামে এই ভাবে সাহায্য করতে পারি।
রাসেল আশরাফ- কিছুই জানি না
ভাই রে আপনি দেখি পুলিটিক্যাল পার্টির ফিলসফি নিছেন......... যাই হুক কিছু জানতে হইলে আপ্নাকে রুজ ব্লগে আইসা পড়াশুনা করতে হবে। না পড়লে জানবেন কি ভাবে? এইখানে খুব গিয়ানি গিয়ানি লেখা পড়ন যায়, বনে বাদাড়ে পইরা থাকলে কিছু জানতে পারবেন না। আশা করি ২০১২ তে আফনে ব্লগে পিয়াইজডি কইরা কিছু অন্তত জানবেন।
মাহবুব সুমন -একজন সাধারন মানুষ, কামলা খাটি।
ভাই কামলা খাটা খারাপ না, তয় আফনে ঝুড়ি কোদাল নিয়া কই বসেন জান্তারলে আমরাও সময় অসময়ে আফনারে কিছু কাম দিতে পারি।
লিজা- আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমার গল্প...............খুবই অল্প।
আফা আপ্নের কাছে পুর্ণ দৈ্র্ঘ্য চলচিত্র কে চাইসে?
মীর-more efficient in reading then writing. will feel honored if I could be all of your mate. nothing more to write.
more efficient in reading- ভাইজান একটা প্রুফ রিডারের চাকরী লইলেই পারেন আফনে পড়তেও পারবেন মাঝখানে টু পাইস কামাইলেনও ।
বাফড়া- অবৈধ সংগম ছাড়া সুখ, আর অপরের মুখ ম্লান করে দেয়া ছাড়া কোন প্রিয় অনুভূতি নেই ...
...টাং ইন চিক ব্লগ...
থ্যাংকিউ ফর ফলোয়িং মাই স্টুপিড ব্লগ .। ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই
ওরে ভাই বাফড়া
সব কিছুতেই লাফড়া !!
সাঈদ-আমি মুখ বুজে রই
ভাইজান দেখি অবলা পুরুষ, ভাল এরম অবলা পুরুষের বাজারে উনিক ডিমান্ড
( যারা নিজের সম্পর্কে কিছুই লেখেননি যেমন জেবিন, জয়িতা, মুক্ত বয়ান এবং আরো অনেকে, আমার মনে হয় তারা এখনো ফরজ কাজটা আদায় করতে পারেননি তাই নফল নিয়ে মাথা ঘামায় না)
এবি'তে নিজের সম্পর্কে লেখা সবচে' চমৎকার লেখাটা কোট করেন্নাই। এখনই কৈরালান।
এই ব্যপারে মেসবাহ্ ভাইএর একটা পুস্ট আছিলো। অতি দূর্দান্ত।
সকালবেলায় হাসতে হাসতে গড়াগড়ি।
তবে অনেকেই বাদ গেলো কিন্তু। কাজটা ঠিক হয় নাই।
বাদ যাইব না কেউ
আমার পুষ্টের হেডলাইনের শেষে দেখ ১ আছে লেখা, এইডা একটা সিরিজ হইব.।.।.। অপেক্ষা কর আসিতেছে আপনার নিকটতম প্রেক্ষাগৃহে.।.।.। নাচে গানে ভরপুর সম্পূর্ণ রঙ্গিন
থাকলাম অপেক্ষায়।নাচ গান হোক।
তোমাকে বাদ দিতে মনছায় না
ওরে ভাই মীর
এত সহজে খাওয়াবনা ক্ষীর ওই গুলি পাকাইতেছি জমলে দিমু
আমার পুষ্টের হেডলাইনের শেষে দেখেন ১ আছে লেখা, এইডা একটা সিরিজ হইব.।.।.। অপেক্ষা করেন আসিতেছে আপনার নিকটতম প্রেক্ষাগৃহে.।.।.। নাচে গানে ভরপুর সম্পূর্ণ রঙ্গিন
আফাগো সারাদিন ব্লগে থাকি।পইড়া তামা তামা কইরা দিলাম।আবার পিয়াজডি!!
সারাদিন ব্লগে থাইকাও কিছু জান না। ঠিক মট পড়না তাই পড়া ব্রেইনে ঢুকে না, তামা তামা না কইরা রুপা রুপা কর, আর পিয়াজডি না পার রশুন্ডি কর
উদরাজি ভায়া কথা মনে পইড়া গেল।
রায়হান ভাই, হয়রান হওয়ার কিছু নাই, আপ্নেরটাও আইতাছে
আইজ থিক্ক্যা আপ্নের নতুন নাম হয়রান ভাই
নিজের সম্পর্কে লিখতে গিয়া চিন্তা করতাছিলাম- কি লিখা যায়?
চিন্তা করতে করতে বুড়া হইয়া যাবা তবুও নিজের সম্পর্কে লিখতে গিয়া চিন্তাই করবা, কারণ এত কিছু আছে যে কোনটা থুয়ে কোনটা লেখা যায়, কি লিখা যায় ইত্যাদী ইত্যাদী ভাবতে ভাবতে সময় পার
আফা, আপ্নেরটাও আইতাছে সম্পূর্ণ রঙ্গিন
যাক, বাঁইচা গেছি
ভাবীসাব এত খুশী হইয়েন না আপ্নেগোডা আইতাছে
"ভাবীসাব" কে? এই নিকে তো এখনো কাউরে দেখলাম না। উনি কি এবি'র নতুন সদস্য নাকি?
় জ়ী আমগো মডুর বউ
মডুরে কইয়েন হের কাছে আমি ২ বার কাচ্চির দওয়াত পাই ... কবে খাওয়াইবো আল্লাহয় জানে
সম্পূর্ণ রঙ্গিন! মর্যাদা সমুন্নত রাইখো বন্ধু, গরিবের ওইটাই একমাত্র সম্বল
বন্ধু চিন্তাইয়ো না, সম্পূর্ণ রঙ্গিন মর্যাদা সম্পন্ন
হাহামগেরে
: >)
সাধে কি আর খরচ করি । বাত্তি না জ্বালাইলে যে অন্ধ্রাকাতে শুধু দাঁত জ্বলে।
খুব খুব মজা পেলাম, হাসতে হাসতে শেষ।
অন্ধকারে শুধু দাঁত জ্বললে খালি হাসবেন সব ঊজ্জল হয়ে যাবে বাত্তি না জ্বালাইলেও চলব
আপনার কমেন্টেও খুব মজ়া পেলাম, ভাল থাকবেন
আরে, আমিও আছি দেখি :bigsmile:
ইয়ে মানে আমারে কিছু কইলেন নাকি আফা?
না গো ভাই মুখে কিছু কই নাই এমতেই একটু লেখছিলাম আর কি
আহমাদ মোস্তফা কামাল- গল্প-উপন্যাস-প্রবন্ধ লিখি। এ ছাড়া নিজের সম্বন্ধে তেমন কিছু লেখার নেই।
ভাই, এত কিছু লেখলে হাততো ব্যাথা হইবই নিজের সম্বন্ধে লিখবেন কেমনে? এম্নেই আফনার টাইট সিডিউল, নিজের সম্বন্ধে লিখুন পুষ্টে কমেন্ট বা পুরষ্কার পাওয়া যায় না , আবার এত বার পঠিত, লাইক কোন অপসনও নাই হুদাহুদি সময় নষ্ট করবেন কেন !!
কারযেন প্রুপাইলে লেখা আছে...
খালি কাচ্চির রান্তে দেড় বছর ... বাকিরা কবে পাইবো আল্লাহয় জানে
আপ্নরডা আইতাছে্.।.।.।.।।
আপ্নের বিয়ার রান্তে চাইর বছরেও খাইতারিনাই ... কবে পামু আল্লাহয় জানে ( ( ( (
আপ্নের বাপ হ ওনের কাচ্চির কবে পামু আল্লাহ জানে
সরি আপ্নের বিয়ার কাচ্চি
আমাকে কেউ দলে নেয় না। খেলুম না।
অফলাইন থাকলে দলে আসবেন কেম্নে
তাই বলে সত্যি কথাটা আপনি সবার সামনে এভাবে বলে দিবেন? খুব অন্যায়।
আমি দেখছি যা আসলে আমার লেখা বা বলার কথা তা রবি ঠাকুর থেকে মনি সবাই বলে ফেলেছে, তাই আমি আজকাল আর টাইপ করে সময় নষ্ট করি না, সবার থেকে কপি-পেষ্ট করি
আমি দেখেছি কঠিন হৃদয় লুকেরা নিক নেয় মায়াবতী
এই যুগ টাই কপি-পেষ্টের যুগ
কপি-পেষ্ট করুন এগিয়ে চলুন;
মায়াবতী কঠিন হৃদয় লুক সেইডা কইল কিডা?
কে জানি একদিন ফেসবুকে আমার স্ট্যাটাসে কমেন্ট কইরা বল্ল আমি নাকি মায়াবতী।
উৎসাহের চোটে এবি তে নিক দিয়া ফেললাম মায়াবতী।
এখন আবার সেই কয় হৃদয় কঠিন।
খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। চলুক... প্রিয় পোষ্টে রাখলাম ।
আফা, আপ্নে ভুইল্যা এই পুষ্টে কমেন করছেন, এই কমেনডা আসলে কামাল ভাইর পুষ্টে দেওন উচিত আসিল, হে আবার কমেন আর্কাইভ করতাছে। হের কমেন করতে গেলে সুময় নষ্ট হয় , হে যতক্ষনে কমেন করব ততক্ষনে একটা উপন্যাস লিখতে পারে , তাই কমেন সংগ্রহ কইরা কাট-পিষ্ট করব । আপনার এই কমেনডা হের বিরাট কামে লাগব।
এইডাও কাট-পিষ্ট কমেন গো আফা ।
দিলে দুখ দিলেন গো আফা, আমি ভাবছিলাম সত্যি আপ্নে আমারে প্রিয়তে নিছেন, কিচ্ছুই বুঝতারি নাই ( ( (
চুপচাপ পড়ে গেলাম
মিয়া ভাই আপ্নেরটাও আইতাছে
চুপচাপ পড়ে গেলুম...
আপ্নেরডাও আইতাছে
হুমম
ভাই কি মাইন্ড খাইলেন
ভাইজান দেখি কামলা খাইডা সুখেই আছেন । হুক্কা খান, নাচেন.।।। কামলা চার্জ মনে কয় হেব্বি হাই
সবার প্রোফাইল-টক জানা গেলো। থ্যাংকস দোস্ত।
আমার মনে হয় চা বিক্রি করতেই হবে অচিরে। সালমান খান কট।
চা বিক্রি খারাপ না !!! সালমান খান কট মানে কি?
আফা গো জব্বর মজা পাইলাম. পরের সিরিজ কবে আইবে? ওয়েটিঙ্গে আছি.।
বিরতি শেষ হয় নাই?? বাকীদেরটা কবে জানবো?
মন্তব্য করুন