ইউজার লগইন

নিজের সম্পর্কে লিখুন - ১

আমরা বন্ধু ব্লগের ব্লগাররা তাদের নিজেদের সম্পর্কে কি বলেছেন আসুন দেখি, আর তাদের সম্পর্কে পড়ে পাবলিকের মনে তৎক্ষনাত কি প্রতিক্রিয়া হয় - আসেন সেটাও দেখি ;

Laughing out loud
ভাস্কর- মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয় -
ভাই এদ্দিনে বুঝলাম আপ্নে কেন দিনের বেলা ঘুমাইয়া কাটান ( জনগণের কাছে থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানি যে আপনি সারাদিন ঘুমিয়ে কাটান) : গলা হৃদয় গলে যাওয়া আইস ক্রিমের মতই আকাইম্মা, কেউ নিতে চায় না। আপ্নের দিনের বেলা বাইর হওয়া ঠিক না। ( এদ্ভাইস- ভাইজান হৃদয়্টা দিনের বেলা ফ্রিজে রেখে দিলেও পারেন )।

Laughing out loud
সামছা আকিদা জাহান-যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।

আপা তাইলে হুদাহুদি ম্যাচ বাত্তি পুরান কেন? তয় আফনে একবার না পারিলে দেখ শত বারের উৎকৃষ্ট উদাহরণ।

Laughing out loud
আহমাদ মোস্তফা কামাল- গল্প-উপন্যাস-প্রবন্ধ লিখি। এ ছাড়া নিজের সম্বন্ধে তেমন কিছু লেখার নেই।

ভাই, এত কিছু লেখলে হাততো ব্যাথা হইবই নিজের সম্বন্ধে লিখবেন কেমনে? এম্নেই আফনার টাইট সিডিউল, নিজের সম্বন্ধে লিখুন পুষ্টে কমেন্ট বা পুরষ্কার পাওয়া যায় না , আবার এত বার পঠিত, লাইক কোন অপসনও নাই হুদাহুদি সময় নষ্ট করবেন কেন !!

Laughing out loud
তানবীরা - আমি নিজেকে কোনদিন খুব গুরুত্বপূর্ণ ভাবিনি, মনের ভুলেও না। কখনো কখনো মনে হয়েছিলো যে আমার প্রয়োজন আছে মাত্র। (বন্ধু মনিকা রশিদের লেখা থেকে ধার করা)

আফা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আফনার মনও খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তবে কথা হইল নিজের সম্পর্কে কিছু লিখতে গিয়াও ধার করলেন !!! আর কার কার থিকা কি কি ধার নিছেন গো আফা কনছাইন দেখি? এত দিনে বুঝলাম কিয়ের লাইগা ঢাকা ছাড়ছেন, আর আইলেও বেশীদিন থাক্তারেন না, মনে হয় পাওনাদারের অত্যাচারে...............। Wink

Laughing out loud
একজন মায়াবতী- নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।

আফা, আপডেট করনের সময় আবার ব্যাকডেট দিয়েন না

Laughing out loud
আরিশ ময়ূখ রিশাদ- বলার মতো কিছু নেই। বলার মতো কিছু তৈরী করতে চাই

বলার মতো কিছু তৈরী করতে হলে আপনার চাই এক টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ আদা, তিন টেবিল চামচ রশুন , আর চার টেবিল চামচ মরিচ। তেলে দিয়ে একটু নুন দিন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করুন, ব্যাস বলার মতো স্পাইসি কিছু তৈরী হয়ে গেল, এখন পরিবেশনের পালা, একটু লেটুস আর ধুইন্যা দিয়ে কুপি পেশট কইরা ব্লগে পরিবেশন করুন অবশ্য কুপি পেষ্টের জন এটি প্রথম পাতায় আসবে না আপনার প্রফাইলে রয়ে যাবে।

Laughing out loud
কৌশিক আহমেদ- ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

ভাইজান কি হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার থেকে বেরিয়ে একটু অবসরে চা বিক্রি করেন? ভাইজান কি আদালত পাড়ায় চা বিক্রি করেন নাকি শুধু বিচারকদের কাছে ? আপনার চা বিক্রির হাকটা কিন্তু মারাত্নক আর্টিসটিক Smile “বিচারক একটু কি অবসর হবে? এক কাপ চা?” !!!

Laughing out loud
আরাফাত শান্ত -দুই পয়সার মানুষ। চায়ের দোকানেই দিন পার করি তাই!

ভাইজান আফনে দয়া কইরা এখন থিকা কৌশিক ভাইজানের চায়ের দোকানে যাইবেন তাইলে আপ্নের দুই পয়সাও বাইচা যাইব, তয় পারলে চায়ের দোকানে রাইত ও পার কইরেন তাইলে কৌশিক ভাইজানের আর দোকানে তালা দেওন লাগব না। হয়ত হের লাইগ্যা হেই আফনেরে আরো দুই পয়সা দিতারে, তাইলে আফনে চার পয়সার মানুষ হইলেন। হাজার হোক আমরা বন্ধু; একজন আরেকজনের কামে এই ভাবে সাহায্য করতে পারি।

Laughing out loud
রাসেল আশরাফ- কিছুই জানি না

ভাই রে আপনি দেখি পুলিটিক্যাল পার্টির ফিলসফি নিছেন......... যাই হুক কিছু জানতে হইলে আপ্নাকে রুজ ব্লগে আইসা পড়াশুনা করতে হবে। না পড়লে জানবেন কি ভাবে? এইখানে খুব গিয়ানি গিয়ানি লেখা পড়ন যায়, বনে বাদাড়ে পইরা থাকলে কিছু জানতে পারবেন না। আশা করি ২০১২ তে আফনে ব্লগে পিয়াইজডি কইরা কিছু অন্তত জানবেন।

Laughing out loud
মাহবুব সুমন -একজন সাধারন মানুষ, কামলা খাটি।

ভাই কামলা খাটা খারাপ না, তয় আফনে ঝুড়ি কোদাল নিয়া কই বসেন জান্তারলে আমরাও সময় অসময়ে আফনারে কিছু কাম দিতে পারি।

Laughing out loud
লিজা- আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমার গল্প...............খুবই অল্প।

আফা আপ্নের কাছে পুর্ণ দৈ্র্ঘ্য চলচিত্র কে চাইসে?

Laughing out loud
মীর-more efficient in reading then writing. will feel honored if I could be all of your mate. nothing more to write.

more efficient in reading- ভাইজান একটা প্রুফ রিডারের চাকরী লইলেই পারেন আফনে পড়তেও পারবেন মাঝখানে টু পাইস কামাইলেনও Wink

Laughing out loud
বাফড়া- অবৈধ সংগম ছাড়া সুখ, আর অপরের মুখ ম্লান করে দেয়া ছাড়া কোন প্রিয় অনুভূতি নেই ...
...টাং ইন চিক ব্লগ...
থ্যাংকিউ ফর ফলোয়িং মাই স্টুপিড ব্লগ .। ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই

ওরে ভাই বাফড়া
সব কিছুতেই লাফড়া !!

Laughing out loud
সাঈদ-আমি মুখ বুজে রই
ভাইজান দেখি অবলা পুরুষ, ভাল এরম অবলা পুরুষের বাজারে উনিক ডিমান্ড

( যারা নিজের সম্পর্কে কিছুই লেখেননি যেমন জেবিন, জয়িতা, মুক্ত বয়ান এবং আরো অনেকে, আমার মনে হয় তারা এখনো ফরজ কাজটা আদায় করতে পারেননি তাই নফল নিয়ে মাথা ঘামায় না) Wink

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


এবি'তে নিজের সম্পর্কে লেখা সবচে' চমৎকার লেখাটা কোট করেন্নাই। এখনই কৈরালান।

নিজের সম্পর্কে দু'শ লাইন লেখা আর নিশ্চুপ থাকা সমান ওজনদার।
স্ব-মেহন সমর্থন করিনা তাই
আমি কী সেটি বলার প্রয়োজন বোধ করিনা।

এই ব্যপারে মেসবাহ্ ভাইএর একটা পুস্ট আছিলো। অতি দূর্দান্ত।

জ্যোতি's picture


কিছু জানতে হইলে আপ্নাকে রুজ ব্লগে আইসা পড়াশুনা করতে হবে। না পড়লে জানবেন কি ভাবে? এইখানে খুব গিয়ানি গিয়ানি লেখা পড়ন যায়, বনে বাদাড়ে পইরা থাকলে কিছু জানতে পারবেন না। আশা করি ২০১২ তে আফনে ব্লগে পিয়াইজডি কইরা কিছু অন্তত জানবেন।

ওরে ভাই বাফড়া
সব কিছুতেই লাফড়া !!

Rolling On The Floor Rolling On The Floor
সকালবেলায় হাসতে হাসতে গড়াগড়ি।
তবে অনেকেই বাদ গেলো কিন্তু। কাজটা ঠিক হয় নাই।

লীনা ফেরদৌস's picture


বাদ যাইব না কেউ Wink
আমার পুষ্টের হেডলাইনের শেষে দেখ ১ আছে লেখা, এইডা একটা সিরিজ হইব.।.।.। অপেক্ষা কর আসিতেছে আপনার নিকটতম প্রেক্ষাগৃহে.।.।.। নাচে গানে ভরপুর সম্পূর্ণ রঙ্গিন Tongue Love Party

জ্যোতি's picture


থাকলাম অপেক্ষায়।নাচ গান হোক। Big smile

লীনা ফেরদৌস's picture


মজা নৃত্য Party

লীনা ফেরদৌস's picture


তোমাকে বাদ দিতে মনছায় না Wink

লীনা ফেরদৌস's picture


ওরে ভাই মীর
এত সহজে খাওয়াবনা ক্ষীর Smile ওই গুলি পাকাইতেছি জমলে দিমু Wink

আমার পুষ্টের হেডলাইনের শেষে দেখেন ১ আছে লেখা, এইডা একটা সিরিজ হইব.।.।.। অপেক্ষা করেন আসিতেছে আপনার নিকটতম প্রেক্ষাগৃহে.।.।.। নাচে গানে ভরপুর সম্পূর্ণ রঙ্গিন Big smile

রাসেল আশরাফ's picture


আফাগো সারাদিন ব্লগে থাকি।পইড়া তামা তামা কইরা দিলাম।আবার পিয়াজডি!! টিসু টিসু টিসু

লীনা ফেরদৌস's picture


সারাদিন ব্লগে থাইকাও কিছু জান না। ঠিক মট পড়না তাই পড়া ব্রেইনে ঢুকে না, তামা তামা না কইরা রুপা রুপা কর, আর পিয়াজডি না পার রশুন্ডি কর Laughing out loud

১০

হাসান রায়হান's picture


উদরাজি ভায়া কথা মনে পইড়া গেল। Laughing out loud

১১

লীনা ফেরদৌস's picture


রায়হান ভাই, হয়রান হওয়ার কিছু নাই, আপ্নেরটাও আইতাছে Laughing out loud

১২

লীনা ফেরদৌস's picture


আইজ থিক্ক্যা আপ্নের নতুন নাম হয়রান ভাই Tongue

১৩

শেরিফ আল সায়ার's picture


নিজের সম্পর্কে লিখতে গিয়া চিন্তা করতাছিলাম- কি লিখা যায়? Crazy

১৪

লীনা ফেরদৌস's picture


চিন্তা করতে করতে বুড়া হইয়া যাবা তবুও নিজের সম্পর্কে লিখতে গিয়া চিন্তাই করবা, কারণ এত কিছু আছে যে কোনটা থুয়ে কোনটা লেখা যায়, কি লিখা যায় ইত্যাদী ইত্যাদী ভাবতে ভাবতে সময় পার Laughing out loud

১৫

লীনা দিলরুবা's picture


ওরে ভাই বাফড়া
সব কিছুতেই লাফড়া !!

Tongue

১৬

লীনা ফেরদৌস's picture


Laughing out loud আফা, আপ্নেরটাও আইতাছে সম্পূর্ণ রঙ্গিন Wink

১৭

নাজ's picture


যাক, বাঁইচা গেছি Tongue

১৮

লীনা ফেরদৌস's picture


ভাবীসাব এত খুশী হইয়েন না আপ্নেগোডা আইতাছে Wink

১৯

নাজ's picture


"ভাবীসাব" কে? এই নিকে তো এখনো কাউরে দেখলাম না। উনি কি এবি'র নতুন সদস্য নাকি? Thinking

২০

লীনা ফেরদৌস's picture


Tired Tired Tired Tired ় জ়ী আমগো মডুর বউ Tongue Wink

মডুরে কইয়েন হের কাছে আমি ২ বার কাচ্চির দওয়াত পাই ... কবে খাওয়াইবো আল্লাহয় জানে Tongue Tired Tired

২১

লীনা দিলরুবা's picture


সম্পূর্ণ রঙ্গিন! মর্যাদা সমুন্নত রাইখো বন্ধু, গরিবের ওইটাই একমাত্র সম্বল Smile

২২

লীনা ফেরদৌস's picture


বন্ধু চিন্তাইয়ো না, সম্পূর্ণ রঙ্গিন মর্যাদা সম্পন্ন Wink

২৩

লীনা দিলরুবা's picture


সম্পূর্ণ রঙ্গিন মর্যাদা সম্পন্ন

হাহামগেরে Smile

২৪

লীনা ফেরদৌস's picture


:Cool >) Exclamation Mark নৃত্য মজা

২৫

সামছা আকিদা জাহান's picture


সাধে কি আর খরচ করি । বাত্তি না জ্বালাইলে যে অন্ধ্রাকাতে শুধু দাঁত জ্বলে।

খুব খুব মজা পেলাম, হাসতে হাসতে শেষ।

২৬

লীনা ফেরদৌস's picture


Laughing out loud Laughing out loud অন্ধকারে শুধু দাঁত জ্বললে খালি হাসবেন সব ঊজ্জল হয়ে যাবে বাত্তি না জ্বালাইলেও চলব Wink

আপনার কমেন্টেও খুব মজ়া পেলাম, ভাল থাকবেন Big smile

২৭

আরিশ ময়ূখ রিশাদ's picture


আরে, আমিও আছি দেখি :bigsmile:

বলার মতো কিছু তৈরী করতে হলে আপনার চাই এক টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ আদা, তিন টেবিল চামচ রশুন , আর চার টেবিল চামচ মরিচ। তেলে দিয়ে একটু নুন দিন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করুন, ব্যাস বলার মতো স্পাইসি কিছু তৈরী হয়ে গেল, এখন পরিবেশনের পালা, একটু লেটুস আর ধুইন্যা দিয়ে কুপি পেশট কইরা ব্লগে পরিবেশন করুন অবশ্য কুপি পেষ্টের জন এটি প্রথম পাতায় আসবে না আপনার প্রফাইলে রয়ে যাবে।

হাহাপেফা

২৮

লীনা ফেরদৌস's picture


চোখ টিপি পার্টি হুক্কা

২৯

আহমাদ মোস্তফা কামাল's picture


ইয়ে মানে আমারে কিছু কইলেন নাকি আফা? Puzzled

৩০

লীনা ফেরদৌস's picture


না গো ভাই মুখে কিছু কই নাই Big smile এমতেই একটু লেখছিলাম আর কি Wink

আহমাদ মোস্তফা কামাল- গল্প-উপন্যাস-প্রবন্ধ লিখি। এ ছাড়া নিজের সম্বন্ধে তেমন কিছু লেখার নেই।

ভাই, এত কিছু লেখলে হাততো ব্যাথা হইবই নিজের সম্বন্ধে লিখবেন কেমনে? এম্নেই আফনার টাইট সিডিউল, নিজের সম্বন্ধে লিখুন পুষ্টে কমেন্ট বা পুরষ্কার পাওয়া যায় না , আবার এত বার পঠিত, লাইক কোন অপসনও নাই হুদাহুদি সময় নষ্ট করবেন কেন !!

Big smile Big smile Big smile

৩১

টুটুল's picture


কারযেন প্রুপাইলে লেখা আছে...

আড্ডাবাজ, আনন্দ প্রিয় মানুষ

খালি কাচ্চির রান্তে দেড় বছর Smile ... বাকিরা কবে পাইবো আল্লাহয় জানে Smile

৩২

লীনা ফেরদৌস's picture


আপ্নরডা আইতাছে্.।.।.।.।। Big smile Big smile Big smile

৩৩

লীনা ফেরদৌস's picture


আপ্নের বিয়ার রান্তে চাইর বছরেও খাইতারিনাই ... কবে পামু আল্লাহয় জানে Sad( Sad( Sad( Sad(

আপ্নের বাপ হ ওনের কাচ্চির কবে পামু আল্লাহ জানে Wink Big smile

৩৪

লীনা ফেরদৌস's picture


সরি আপ্নের বিয়ার কাচ্চি Tongue

৩৫

উলটচন্ডাল (অফলাইন)'s picture


আমাকে কেউ দলে নেয় না। খেলুম না।

৩৬

লীনা ফেরদৌস's picture


অফলাইন থাকলে দলে আসবেন কেম্নে Big smile

৩৭

তানবীরা's picture


তাই বলে সত্যি কথাটা আপনি সবার সামনে এভাবে বলে দিবেন? খুব অন্যায়। Sad

আমি দেখছি যা আসলে আমার লেখা বা বলার কথা তা রবি ঠাকুর থেকে মনি সবাই বলে ফেলেছে, তাই আমি আজকাল আর টাইপ করে সময় নষ্ট করি না, সবার থেকে কপি-পেষ্ট করি Wink

আমি দেখেছি কঠিন হৃদয় লুকেরা নিক নেয় মায়াবতী Tongue

৩৮

লীনা ফেরদৌস's picture


এই যুগ টাই কপি-পেষ্টের যুগ Big smile

কপি-পেষ্ট করুন এগিয়ে চলুন; Wink

মায়াবতী কঠিন হৃদয় লুক সেইডা কইল কিডা? Shock

৩৯

একজন মায়াবতী's picture


কে জানি একদিন ফেসবুকে আমার স্ট্যাটাসে কমেন্ট কইরা বল্ল আমি নাকি মায়াবতী।
উৎসাহের চোটে এবি তে নিক দিয়া ফেললাম মায়াবতী।
এখন আবার সেই কয় হৃদয় কঠিন। টিসু টিসু টিসু

৪০

লিজা's picture


Laughing out loud Laughing out loud Tongue
খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। চলুক... প্রিয় পোষ্টে রাখলাম । Laughing out loud

৪১

লীনা ফেরদৌস's picture


আফা, আপ্নে ভুইল্যা এই পুষ্টে কমেন করছেন, এই কমেনডা আসলে কামাল ভাইর পুষ্টে দেওন উচিত আসিল, হে আবার কমেন আর্কাইভ করতাছে। হের কমেন করতে গেলে সুময় নষ্ট হয় , হে যতক্ষনে কমেন করব ততক্ষনে একটা উপন্যাস লিখতে পারে , তাই কমেন সংগ্রহ কইরা কাট-পিষ্ট করব । আপনার এই কমেনডা হের বিরাট কামে লাগব। Big smile

৪২

লিজা's picture


এইডাও কাট-পিষ্ট কমেন গো আফা Laughing out loud

৪৩

লীনা ফেরদৌস's picture


দিলে দুখ দিলেন গো আফা, আমি ভাবছিলাম সত্যি আপ্নে আমারে প্রিয়তে নিছেন, কিচ্ছুই বুঝতারি নাই Sad( Sad( Sad(

৪৪

শওকত মাসুম's picture


চুপচাপ পড়ে গেলাম Smile

৪৫

লীনা ফেরদৌস's picture


মিয়া ভাই আপ্নেরটাও আইতাছে Party Party Big smile

৪৬

রায়েহাত শুভ's picture


চুপচাপ পড়ে গেলুম...

৪৭

লীনা ফেরদৌস's picture


আপ্নেরডাও আইতাছে Big smile

৪৮

মাহবুব সুমন's picture


হুমম

৪৯

লীনা ফেরদৌস's picture


ভাই কি মাইন্ড খাইলেন Shock

৫০

মাহবুব সুমন's picture


হুক্কা নৃত্য

৫১

লীনা ফেরদৌস's picture


ভাইজান দেখি কামলা খাইডা সুখেই আছেন । হুক্কা খান, নাচেন.।।। কামলা চার্জ মনে কয় হেব্বি হাই Big smile

৫২

মাহবুব সুমন's picture


চোখ টিপি

৫৩

লীনা ফেরদৌস's picture


Big smile Big smile Big smile

৫৪

কৌশিক আহমেদ's picture


সবার প্রোফাইল-টক জানা গেলো। থ্যাংকস দোস্ত।
আমার মনে হয় চা বিক্রি করতেই হবে অচিরে। সালমান খান কট।

৫৫

লীনা ফেরদৌস's picture


Smile চা বিক্রি খারাপ না !!! Laughing out loud সালমান খান কট মানে কি? Shock

৫৬

নীড় _হারা_পাখি's picture


..
...টাং ইন চিক ব্লগ...
থ্যাংকিউ ফর ফলোয়িং মাই স্টুপিড ব্লগ .ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই

ওরে ভাই বাফড়া
সব কিছুতেই লাফড়া !!

তানবীরা - আমি নিজেকে কোনদিন খুব গুরুত্বপূর্ণ ভাবিনি, মনের ভুলেও না। কখনো কখনো মনে হয়েছিলো যে আমার প্রয়োজন আছে মাত্র। (বন্ধু মনিকা রশিদের লেখা থেকে ধার করা)

আফা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আফনার মনও খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তবে কথা হইল নিজের সম্পর্কে কিছু লিখতে গিয়াও ধার করলেন !!! আর কার কার থিকা কি কি ধার নিছেন গো আফা কনছাইন দেখি? এত দিনে বুঝলাম কিয়ের লাইগা ঢাকা ছাড়ছেন, আর আইলেও বেশীদিন থাক্তারেন না, মনে হয় পাওনাদারের অত্যাচারে...............।

হাহাপেফা হাহাপেফা হাহাপেফা

আফা গো জব্বর মজা পাইলাম. পরের সিরিজ কবে আইবে? ওয়েটিঙ্গে আছি.।

৫৭

একজন মায়াবতী's picture


বিরতি শেষ হয় নাই?? বাকীদেরটা কবে জানবো?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.