অপার্থিব
আমাদের ছুঁয়ে থাকে রুপালী চাঁদ
আমাদের ছুঁয়ে থাকে জোছনার নিঁখুত বুনন,
আবছায়া সুখটুকু -
শুধু ছুঁয়ে থাকে আমাদের।
ছুঁয়ে থাকে লালপেড়ে অধরা বসন্ত
কুয়াশায় ভেজা ভেজা কষ্ট
অদ্ভুত এ আঁধার ছুঁয়ে ছুঁয়ে থাকে
ছুঁয়ে থাকে নিমিত্ত জীবন।
ছুঁয়ে যায় চমকানো মেঘ বিদ্যুৎ
ধমণী ছুঁয়ে শিরায় শিরায়
কি যেন আমাদের শুধু ছুঁয়ে যায়
ছুঁয়ে যায় আমৃত্যু হৃদয়।
আমাদের কেবলই ছুঁয়ে ছুঁয়ে থাকা
প্রাণের সাথে প্রাণ -
পার্থিব এই হাত শুধু একবার
ছুঁতে চায় অপার্থিব তোমায়।
বাবাহ্, খুবই মিষ্টি কবিতা।
মিষ্টি নাকি!!! খেয়ে দেখেছেন?
কেমন আছেন মীর? অনেকদিন পর ব্লগে এলাম
মিষ্টি মানে? বেশি মিষ্টি। বয়স্কদের মনে হয় খাওয়াই ঠিক হবে না
ভাল আছি। অনেকদিন পর আসার শাস্তি হিসেবে আপনাকে অনেকদিন একটানা ব্লগিং করতে রিকুশ জানানো হলো।
খাইছে আমারে! আমার মেয়ে যা ত্যাদোর কি বলব একটুও সময় পাই না,
মাফ কইরা দেওন যায় না
আপা আপ্নের খবর কি?
আপা নিজের রহমতে ভালই
আপ্পী তো চরম লিখছেন
মীর ভাইয়ার মতো
.. . আরও লিখা কবে পাবো?
অনেক ধন্যবাদ
আপ্নের কমেন্টটাও চরম হইছে
লেখা যে কবে দেব কি বলি চেষ্টা করব তাড়াতাড়ী দিতে। ভাল থাকবেন।
কমেন্ট দেবার পর দেখি সাইন ইন করি নাই খুব লজ্জিত
্থাঙ্কু ব্রো কেমন আছ? অনেকদিন পর আসলাম
আমরা ভালই আছি আপা... পুচকিটাকে নিয়ে একদিন এইদিকে চৈলা আসেন...
আ স ব তোমরাও এস।
রাগ করছেন নাকি? আসেন ভাব নেই
ভাবনার স্বচ্ছ প্রকাশ। ভাল লাগলো।
্কমেন্ট পড়েও ভাল লাগলো।
অনেকদিন পর! মিষ্টি কবিতা।
হ্যা অনেকদিন পর, কেম ন আছ তুমি?
কবিতাটা চিনি দিয়ে লিখেছি তাই মিষ্টি
বড় বোনরা তো খোঁজ নেয় না কেমন আছি। কেমন বড় বোন?মাইনাস।
আমাদের ভাগ্নীটার জন্য মন পুড়ে। ওকে এক বস্তা আদর দিয়েন।
বড় বোন মাইনাস থাক, খালি দুলাভাই প্লাস থাকলেই চলব
দুলাভাই যে প্লাস সেইটা আপনেরে কমু কেন?
ছুঁয়ে থাকে লালপেড়ে অধরা বসন্ত
কুয়াশায় ভেজা ভেজা কষ্ট
বাহ্। কবিতায় আচ্ছন্ন হলাম।
অনেক ধন্যবাদ ভাল থাকবেন।
যতবার ছুঁয়ে দেখি,
যতটুকু রাখি প্রকাশ্য,
কখনো হয়নি মনে, হারিযেছি
বা হারাবো তোমায়, অরণ্য।
বাহ! খুব সুন্দর
ভাল লাগলো।
অনেক ধন্যবাদ।
কতদিন পর কবিতা দিলেন!! আপনিও আমাদের ছুঁয়ে ছুঁয়ে থাইকেন
আমিতো ছুঁয়ে ছুঁয়ে থাকি, তোমরাই বোঝ না
খুউব খুউব খুউব মিষটি কবিতা। মেয়ের শরীর ভালো এখন? সপ্তাহে একটা এরকম ডায়বেটিক কবিতা চাই ই ই ই
বেশী মিষ্টি না দেওয়াই ভাল, আমি চাই না তোমার ডায়বেটিক হোক। মেয়ে এখন ভাল, মেয়ে রেখে ঘুরতে যাচ্ছি ১০ দিনের জন্য শ্রীলঙ্কা আর মালদীপ। মেঘ আর মেঘের বাবা কেমন আছে?
একা ঘোরার আইডিয়াটা ইউনিক। আপাতত আমার এমন ব্রেক নেয়ার সুযোগ নাই।
বাপ-বেটি ইজ ডুইংগ সো ফার সো গুড
ভাল লাগলো।
অনেক ধন্যবাদ।
আপনি কোথায়?? কড়কড়া একটা কবিতা দেন।
এমন জ্যোৎস্নামাখা কবিতা---
মন্তব্য করুন