ইউজার লগইন

অপার্থিব

আমাদের ছুঁয়ে থাকে রুপালী চাঁদ
আমাদের ছুঁয়ে থাকে জোছনার নিঁখুত বুনন,
আবছায়া সুখটুকু -
শুধু ছুঁয়ে থাকে আমাদের।

ছুঁয়ে থাকে লালপেড়ে অধরা বসন্ত
কুয়াশায় ভেজা ভেজা কষ্ট
অদ্ভুত এ আঁধার ছুঁয়ে ছুঁয়ে থাকে
ছুঁয়ে থাকে নিমিত্ত জীবন।

ছুঁয়ে যায় চমকানো মেঘ বিদ্যুৎ
ধমণী ছুঁয়ে শিরায় শিরায়
কি যেন আমাদের শুধু ছুঁয়ে যায়
ছুঁয়ে যায় আমৃত্যু হৃদয়।

আমাদের কেবলই ছুঁয়ে ছুঁয়ে থাকা
প্রাণের সাথে প্রাণ -
পার্থিব এই হাত শুধু একবার
ছুঁতে চায় অপার্থিব তোমায়।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


বাবাহ্, খুবই মিষ্টি কবিতা। Smile

লীনা ফেরদৌস's picture


Smile মিষ্টি নাকি!!! Shock খেয়ে দেখেছেন?

কেমন আছেন মীর? অনেকদিন পর ব্লগে এলাম Smile

মীর's picture


মিষ্টি মানে? বেশি মিষ্টি। বয়স্কদের মনে হয় খাওয়াই ঠিক হবে না Wink
ভাল আছি। অনেকদিন পর আসার শাস্তি হিসেবে আপনাকে অনেকদিন একটানা ব্লগিং করতে রিকুশ জানানো হলো।

লীনা ফেরদৌস's picture


খাইছে আমারে! আমার মেয়ে যা ত্যাদোর কি বলব Cool একটুও সময় পাই না, Smile

মাফ কইরা দেওন যায় না Wink

লীনা দিলরুবা's picture


অদ্ভুত এ আঁধার ছুঁয়ে ছুঁয়ে থাকে
ছুঁয়ে থাকে নিমিত্ত জীবন।

লীনা ফেরদৌস's picture


Smile আপা আপ্নের খবর কি?

লীনা দিলরুবা's picture


আপা নিজের রহমতে ভালই Smile

লীনা ফেরদৌস's picture


Wink

নিশ্চুপ প্রকৃতি's picture


আমাদের কেবলই ছুঁয়ে ছুঁয়ে থাকা
প্রাণের সাথে প্রাণ -

আপ্পী তো চরম লিখছেন Big smile
মীর ভাইয়ার মতো

খুবই মিষ্টি কবিতা

.. Cool Love . আরও লিখা কবে পাবো? Smile

১০

অতিথি-লিনা নাম্বার ২'s picture


অনেক ধন্যবাদ Smile
আপ্নের কমেন্টটাও চরম হইছে Smile

লেখা যে কবে দেব কি বলি Smile চেষ্টা করব তাড়াতাড়ী দিতে। ভাল থাকবেন।

১১

লীনা ফেরদৌস's picture


কমেন্ট দেবার পর দেখি সাইন ইন করি নাই Smile খুব লজ্জিত Cool

১২

টুটুল's picture


টিপ সই

১৩

লীনা ফেরদৌস's picture


্থাঙ্কু ব্রো Cool কেমন আছ? অনেকদিন পর আসলাম Smile

১৪

টুটুল's picture


আমরা ভালই আছি আপা... পুচকিটাকে নিয়ে একদিন এইদিকে চৈলা আসেন...

১৫

লীনা ফেরদৌস's picture


আ স ব তোমরাও এস। Cool

১৬

হাসান রায়হান's picture


Oups

১৭

লীনা ফেরদৌস's picture


Wink রাগ করছেন নাকি? আসেন ভাব নেই Smile

১৮

তুষার আহাসান's picture


ভাবনার স্বচ্ছ প্রকাশ। ভাল লাগলো।

১৯

লীনা ফেরদৌস's picture


্কমেন্ট পড়েও ভাল লাগলো। Smile

২০

জ্যোতি's picture


অনেকদিন পর! মিষ্টি কবিতা।

২১

লীনা ফেরদৌস's picture


Big smile হ্যা অনেকদিন পর, কেম ন আছ তুমি?

কবিতাটা চিনি দিয়ে লিখেছি তাই মিষ্টি Wink

২২

জ্যোতি's picture


বড় বোনরা তো খোঁজ নেয় না কেমন আছি। কেমন বড় বোন?মাইনাস।
আমাদের ভাগ্নীটার জন্য মন পুড়ে। ওকে এক বস্তা আদর দিয়েন।

২৩

লীনা ফেরদৌস's picture


বড় বোন মাইনাস থাক, খালি দুলাভাই প্লাস থাকলেই চলব Big smile Wink Tongue

২৪

জ্যোতি's picture


দুলাভাই যে প্লাস সেইটা আপনেরে কমু কেন?

২৫

ঈশান মাহমুদ's picture


ছুঁয়ে থাকে লালপেড়ে অধরা বসন্ত
কুয়াশায় ভেজা ভেজা কষ্ট

বাহ্‌। কবিতায় আচ্ছন্ন হলাম।

২৬

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ Smile ভাল থাকবেন।

২৭

মিতুল's picture


যতবার ছুঁয়ে দেখি,
যতটুকু রাখি প্রকাশ্য,
কখনো হয়নি মনে, হারিযেছি
বা হারাবো তোমায়, অরণ্য।

২৮

লীনা ফেরদৌস's picture


বাহ! খুব সুন্দর Smile

২৯

প্রিয়'s picture


ভাল লাগলো।

৩০

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ।

৩১

একজন মায়াবতী's picture


কতদিন পর কবিতা দিলেন!! আপনিও আমাদের ছুঁয়ে ছুঁয়ে থাইকেন Smile

৩২

লীনা ফেরদৌস's picture


আমিতো ছুঁয়ে ছুঁয়ে থাকি, তোমরাই বোঝ না Wink

৩৩

তানবীরা's picture


খুউব খুউব খুউব মিষটি কবিতা। মেয়ের শরীর ভালো এখন? সপ্তাহে একটা এরকম ডায়বেটিক কবিতা চাই ই ই ই

৩৪

লীনা ফেরদৌস's picture


বেশী মিষ্টি না দেওয়াই ভাল, আমি চাই না তোমার ডায়বেটিক হোক। মেয়ে এখন ভাল, মেয়ে রেখে ঘুরতে যাচ্ছি ১০ দিনের জন্য শ্রীলঙ্কা আর মালদীপ। মেঘ আর মেঘের বাবা কেমন আছে?

৩৫

তানবীরা's picture


একা ঘোরার আইডিয়াটা ইউনিক। আপাতত আমার এমন ব্রেক নেয়ার সুযোগ নাই। Sad

বাপ-বেটি ইজ ডুইংগ সো ফার সো গুড Smile

৩৬

শামান সাত্ত্বিক's picture


ভাল লাগলো।

৩৭

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ।

৩৮

একজন মায়াবতী's picture


আপনি কোথায়?? কড়কড়া একটা কবিতা দেন। Smile

৩৯

লীনা ফেরদৌস's picture


Smile

৪০

নীলাঞ্জনা নীলা's picture


এমন জ্যোৎস্নামাখা কবিতা---

Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.