ইউজার লগইন

বিষন্ন বিবমিষা

একটি অবসন্ন সন্ধ্যার আবাসান এই ঘরে
হেলায় ফেলায় পড়ে থাকে কবিতার খাতা, বইপত্র
পোড়া সিগারেট, ছাই, দিয়াশলাই কাঠি যত্রতত্র
কলের টিপ টিপ জলে, রূপোলী রেকাবে
জানালার কার্ণিশে বিষন্ন বিবমিষা ।

হঠাৎ ঘর ছেড়ে পালাতে ইচ্ছে করে
ভীষন পালাতে ইচ্ছে করে
খসে যাওয়া পালকের মত
বসন্তের মত
বড় পালাতে ইচ্ছে করে।

পথে নেমে দেখি
মসৃণ রাজপথে বিষাদের লালা,
সবুজ বনভূমির শেকড়ে শেকড়ে নীল নীল নৈরাশ্য
উদাত্ত নদীর বিবর্ণ ছেঁড়া পালে
কোথাও কোনো লাল-হলুদ ফুলে
বেগুনী-বিষন্ন রেনু।

ভোরের সোনালী রোদের রন্ধ্রে-রন্ধ্রে হতাশা
মেঘের সাথে মেঘের বিষাদের শিৎকার
উঠোনে ছড়ানো ছিটানো নৈরাশ্যের জ্যোৎস্না
ঈগলের খয়েরী ডানায়
পূর্ণতায় কিম্বা অপূর্ণতায়
চেনা চেনা চোখের তারায়
স্বপ্নের মত বিষন্নতা।

চেনা শহর ছেড়ে পালাতে ইচ্ছে করে
ভীষন পালাতে ইচ্ছে করে
বিষাদে ছেয়েছে আকাশ, পুড়েছে মাটি
পালানোর মত্ততায় জ্বলজ্বলে নক্ষত্ররাজি
পালাবে কোথায়!
একটু আঁচল দিও তুমি- শুধু তুমি
ফিকে এই রাত্রিগুলোতে বড় পালাতে ইচ্ছে করে।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


হঠাৎ ঘর ছেড়ে পালাতে ইচ্ছে করে
ভীষন পালাতে ইচ্ছে করে
খসে যাওয়া পালকের মত
বসন্তের মত
বড় পালাতে ইচ্ছে করে।

সত্যি ইচ্ছে করে। ক্লান্ত লাগে খুব।
কেমন আছেন লীনাপু? মাধূর্য কেমন? কবিতাটা দারুণ লাগলো।
দুলাভাই কেমন সেটা না হয় জেবীন জিজ্ঞেস করবে! Big smile

লীনা ফেরদৌস's picture


জয়িতা

চারপাশের সবকিছু দেখে আসলেও খুব পালাতে ইচ্ছে করে আমারো কদিন থেকে খুব ক্লান্ত লাগে । Sad

বেশী ভাল নাইরে ! শশুর হসপিটালে ছিল, গতকাল ও সারাদিন ছিলাম হসপিটালে ছিলাম, কিডনীর সমস্যা, ডায়ালসিস চলছে , যত দিন বাঁচবেন ততদিন চলবে এভাবে।

মাধূর্য খুব মজায় আছে, তার দাদার সাথে তার অনেক খাতির, দাদা এখন তার বাসায় আছে তাই সারাদিন দুজনে খেলে, আমার দেখে খুব ভাল লাগে ।

দুলাভাই আর কেমন থাকবে, বাবার এই অবস্হা, খুব মন খারাপ তার। তারপর শুনছি জেবীন নাকি চলে যাবে,

কবিতাটা কি সত্যি ভাল লাগছে? এই অস্হি্র সময়ে মনের অস্হি্রতার বহিঃপ্রকাশ এই কবিতা।

ভাল থেক।

মীর's picture


কাকলী আপু কেমন আছেন?

লীনা ফেরদৌস's picture


ওহ বাবা !! মীর দেখি আমার ঘরে !! অনেকদিন কিন্তু মীর আমার ব্লগে আসেন না Smile

এই আপনি আমার নিক নেম জ়ানলেন কি করে? Shock

মীর's picture



কেমন আছেন বলেন নাই। ভালো থাকেন সবসময়। শুভেচ্ছা।

লীনা ফেরদৌস's picture


মীর
ভালো আছি সবসময়। কিন্তু এই মূহুর্তে খুব কৌতুহল আর হতবাক অবস্হায় আছি, Shock Shock

আপনি আমার নাম জানলেন কি করে?????????? প্লিজ বলেন Smile

আপ্নাকেও শুভেচ্ছা।

লীনা ফেরদৌস's picture


মীর এই ব্যাপারে কি চুপ থাকাটা ঠিক হচ্ছে? নামটা কোথায় শুনলেন?

লীনা ফেরদৌস's picture


চারপাশের সবকিছু দেখে আসলেও খুব পালাতে ইচ্ছে করে Sad আমারো কদিন থেকে খুব ক্লান্ত লাগে ।

বেশী ভাল নাইরে ! শশুর হসপিটালে ছিল, গতকাল ও সারাদিন ছিলাম হসপিটালে ছিলাম, কিডনীর সমস্যা, ডায়ালসিস চলছে , যত দিন বাঁচবেন ততদিন চলবে এভাবে।

মাধূর্য খুব মজায় আছে, তার দাদার সাথে তার অনেক খাতির, দাদা এখন তার বাসায় আছে তাই সারাদিন দুজনে খেলে, আমার দেখে খুব ভাল লাগে ।

দুলাভাই আর কেমন থাকবে, বাবার এই অবস্হা, খুব মন খারাপ তার। তারপর শুনছি জেবীন নাকি চলে যাবে,

কবিতাটা কি সত্যি ভাল লাগছে? এই অস্হি্র সময়ে মনের অস্হি্রতার বহিঃপ্রকাশ এই কবিতা।

ভাল থেক।

জ্যোতি's picture


সত্যি ভালো লাগছে কবিতাটা। মনে হলো নিজের মনেই হয়তো ভাবি এমন।
মাধূর্য়ের জন্য অনেক আদর। মামনিটাকে খুব মনে পড়ে। ওর দাদাভাই এর জন্য শুভকামনা।

১০

লীনা ফেরদৌস's picture


অনেক ধইন্যা জয়িতা,

তোমাকে লেখা কমেন্ট টা কেম্নে জানি ২ বার আসছে, একটা মুছে দাও প্লিজ। আর জ়েবীনরে বইল যাওয়ার আগে একদিন দুলাভাইর সাথে যেন দেখা করে যায়। Smile

১১

লীনা দিলরুবা's picture


আয় পালাই Smile

১২

লীনা ফেরদৌস's picture


তরে নিয়া পালাইয়া কি লাভ ! পালাইলে অন্য কাউরে নিয়া পালামু ( পিকলুর মত Wink ) Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud

১৩

লীনা দিলরুবা's picture


Sad

আমার লগে পালাবা না Sad ওক্কে।

পিকলুর লগে পালাবা.........সে তো তোমারে রেখে একাই পালায় যাবে Wink

১৪

লীনা ফেরদৌস's picture


আরে আমার সাথে পালানোর জন্যইতো তোর নায়িকারে ছেড়ে গেল Tongue

কারণ আমরা শুধুই পালাব Smile

১৫

লীনা দিলরুবা's picture


Wink
আচ্ছা।

১৬

লীনা ফেরদৌস's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud Wink

১৭

আরিশ ময়ূখ রিশাদ's picture


ঘর ছেড়ে পালিয়েছি কতবার। তারপর খেয়াল করে দেখি, আবার সেই ঘরেই ফিরে এসেছি

১৮

লীনা ফেরদৌস's picture


্কেমন আছ ময়ুখ? তোমার নামটা আমার খুব ভাল লাগে। কবিতা কেমন লাগল তা কিন্তু বলনি Smile

১৯

এ.টি.এম.মোস্তফা কামাল's picture


নাগরিক জীবনের ক্লান্তি আর বৈচিত্র্যহীন জীবনের দারুন চিত্রায়ণ। ভালো লাগলো খুব।

২০

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ, কেমন আছেন আপনি?

২১

রশীদা আফরোজ's picture


আমারো কেবলই পালাতে ইচ্ছা করে। ইচ্ছা করে ঘুরে দাঁড়িয়েই দেই ছুট...দৌড়, দৌড়, দৌড়...
ভালো লেগেছে। আপনার সব ক'টা লেখা এক এক করে পড়বো।

২২

লীনা ফেরদৌস's picture


সবারই কেবল পালাতে ইচ্ছা করে। কিন্তু কেঊ পারিনা।

অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য। ভাল থাকবেন। Smile

২৩

একজন মায়াবতী's picture


সবারই কেবল পালাতে ইচ্ছা করে। কিন্তু কেঊ পারিনা।

২৪

লীনা ফেরদৌস's picture


তোমার কমেন্টটা এতক্ষণ পালাচ্ছিল দেখতে পারছিলাম না, এই মাত্র পেলাম Smile

২৫

একজন মায়াবতী's picture


কমেন্টও তো আমাদেরই করা তাই পালাতে চেয়েও পারলো না। Smile

২৬

লীনা ফেরদৌস's picture


ু তুমিতো খুব দুষ্টু Smile

২৭

মেসবাহ য়াযাদ's picture


পালাবে কোথায় ?
বাংলা সিনামাটা দেখছেন ? খুব সোন্দর Wink

২৮

লীনা দিলরুবা's picture


ওইটাতে সুবর্ণা আছে না?

২৯

মেসবাহ য়াযাদ's picture


হ, আছে। আমার বৌয়ের বড় বইন Wink

৩০

লীনা দিলরুবা's picture


মুভিটা দেখছি। মজার আছে Smile ভাবীর বড় বোন মানে!! বুঝিনাই Sad

৩১

মেসবাহ য়াযাদ's picture


Wink

৩২

লীনা ফেরদৌস's picture


ভাবী আবার সুবর্ণা আফার মত কিছু করব না তো Wink বাইচ্চা পুলাপাইন দেইখা রাখতে হইব Tongue

৩৩

জেবীন's picture


পালাবে কোথায় - দারুন বাংলা সিনেমা! পুরাটা সময় মজায় কাটে! Big smile

মেসবাহভাই হুদাই ঝাড়ছে নাকি Wink নইলে কিছু বলে না যে আর? Laughing out loud

৩৪

লীনা ফেরদৌস's picture


হম্মম্মম্মম্মম !! মেসবা ভাই চুপ কেন Shock ????? সন্দেহ লাগতাছে Puzzled

৩৫

লীনা ফেরদৌস's picture


সুবর্ণা আফা আপ্নের জ়্যাঠাস Shock খাইসেরে !!

আপ্নে দেখি সেলিব্রিটি, আফনের একটা ফটুগ্রাপ দিয়েন ভাইজান Smile পরে যুদি চান্স না পাই Wink

৩৬

লীনা ফেরদৌস's picture


লীনা দেখি ভালই বাংলা সিনেমা দেখিস Smile এই লাইগ্যা জুসিম ভাই তোরে ভালা পায়

৩৭

লীনা ফেরদৌস's picture


হমমম জসিম ভাই থাকলে রুজিনা আফা পালাইব কেম্নে!!! Cool Wink

কুবিতার কথাত কিছু কন নাই Stare Sad

৩৮

নিশ্চুপ প্রকৃতি's picture


চেনা শহর ছেড়ে পালাতে ইচ্ছে করে
ভীষন পালাতে ইচ্ছে করে
বিষাদে ছেয়েছে আকাশ, পুড়েছে মাটি
পালানোর মত্ততায় জ্বলজ্বলে নক্ষত্ররাজি
পালাবে কোথায়!

সত্যিই আর ভালো লাগে না...।। Puzzled

৩৯

লীনা ফেরদৌস's picture


চলেন পালাই !! Smile

৪০

রাসেল আশরাফ's picture


এইটা গল্প??? At Wits End At Wits End

লীনাফা একটা জীনের গফ শুনান।ম্যলাদিন শুনি না।

৪১

লীনা ফেরদৌস's picture


ওই আমি কি কইসি এইডা গল্প!! Shock কুবিতার ট্যাগ দেখনা Shock Shock Shock
আনম্যারিড পোলাপাইনের জ়িনের গল্প শুনা ঠিক না Wink

৪২

রাসেল আশরাফ's picture


তয় আমি যখন কমেন্ট দিসি তখন ট্যাগ ছিলো ''গল্প''

নিশ্চয় কোন জীনের আছর!!!!!!!!! Glasses Glasses

৪৩

লীনা ফেরদৌস's picture


হায় হায় !! ক ও কি!! Shock শেষ মেশ তোমারে জ়িনে ধরল!!! Shock Shock Shock কুবিতারে গল্প দেখলা!! Shock

এখন তোমারে বিয়া দিব কেম্নে??????? Wink জ়িনে ধরা ছেলেরে কে বিয়ে করবে!!! Sad( Sad( Sad(

৪৪

মীর's picture


একটা ভালো ছেলে পড়াশোনা করতেসে। তারে মনোযোগ দিয়ে সেইটা শেষ করতে দেয়া উচিত। উল্টাপাল্টা লোভ দেখানো কি ঠিক? Big smile

৪৫

রাসেল আশরাফ's picture


মীরের জন্য===SmileySmileySmileySmiley

৪৬

লীনা ফেরদৌস's picture


গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি রাসেল আমিও তোমার সাথে আছি

মীরকে গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি চোখ টিপি

৪৭

লীনা ফেরদৌস's picture


মীর আপ্নে আসল কথা রেখে খালি ডালপালায় ঘোরাঘুরি করছেন, এটা কি উচিত হচ্ছে? আমার সাথে এই রহস্য করার কোন মানে আছে?

আপনি এত মুখোশ পরে থাকতে চান কেন? ্নিশ্চই কোন সমস্যা আছে Wink

৪৮

শওকত মাসুম's picture


কাকলী আফায় তাইলে আপনে? পালাইতে মন চাইরে খবর দেবোনে। Smile

৪৯

লীনা ফেরদৌস's picture


হম!!! কেন কাকলী আফার নামে কি হুলিয়া জ়ারী হইছে Shock !!!!!!!!!!!!!!! Shock

আমার লগে পালাইবেন! Shock আমি ভাই অশান্তির সেরা লোক !!!! Cool আমার সাথে পালাইলে আফনার অশান্তী বাড়ব। Wink Tongue

৫০

মিতুল's picture


পালিয়ে যাবেন কোথায় ? এই প্রযুক্তির যুগে হারিয়ে যাওযার ও কোন চান্স নাই।

৫১

লীনা ফেরদৌস's picture


সেটাইতো বললাম পালাবো কোথায়? কারো কাছে একটূ আশ্রয় চাই পালানোর Wink

৫২

তানবীরা's picture


আমারো কেবলই পালাতে ইচ্ছা করে। ইচ্ছা করে ঘুরে দাঁড়িয়েই দেই ছুট...দৌড়, দৌড়, দৌড়..

কবিতাটা অসাধারণ লেগেছে লীনা। একটা গান শুনেছিলাম "তোমার সাজানো ঘর। এখনো সাজানো রয়েছে, জানালায় নীল পর্দা দোলে টেবিলের ফুলগুলো শুকিয়েছে............"। কবিতাটা পড়েী গানটার কথা কেন যেন মনে পড়ে গেল।

৫৩

লীনা ফেরদৌস's picture


সবারই মনে হয় কেবল পালাতে ইচ্ছা করে, কিনটু পারেনা, অদৃশ্য শেকলে বন্দী আমরা Smile

গানটা আমি শুনিনি, শুনতে ইচ্ছে হচ্ছে, থাকলে লিঙ্ক দিয়েন। হয়ত যে লিখেছে তারও আমার মতই বিষন্ন লাগছিল। Smile

অনেক ভাল থাকবেন তানবীরা Smile

৫৪

তানবীরা's picture


গানটা তপন চৌধুরী কিংবা রেনেসার হবে। অনলাইনে পেলাম না Smile

৫৫

লীনা ফেরদৌস's picture


Smile ঠিক আছে, পেলে দিয়েন Laughing out loud

৫৬

মেঘকন্যা's picture


আহা আঁচল যদি পাওয়া যেত, তবে সত্যিই পালানো হতো...
খু উ ব ভাল্লাগছে কবিতা...ধন্যবাদ

৫৭

লীনা ফেরদৌস's picture


হমমমমম ! আঁচলের বড় অভাব। ভাল্লাগছে শুনে আমারো ভাল্লাগছে Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.