মাসকাবারী জোছনা
ও চাঁদ তোমার মাসকাবারী জোছনা আমায় দাও
গৃহস্হলীর চাতাল ছূঁয়ে হেঁসেলখানা
দিয়াশলাই নাই উনুনখানা জ্বালিয়ে দিয়ে যাও ।
ও চাঁদ তোমার মাসকাবারী জোছনা যদি দিতে
ছড়িয়ে দিতাম আটপৌরে ফিকে চা-তে
আগুন বাজার, মাসকাবারী লিষ্টি হাতে
ভাতের হাড়ি ক্ষুধার জ্বালা
চড়ুই ছানা ঘুলঘুলিতে
বারান্দাভর আমের আচার শুকিয়ে দিয়ে যাও ।।
ও চাঁদ তোমার মাসকাবারী জোছনা বেঁচে
মাস্ত জুয়াড়ীর জুয়ার আসর মাতিয়ে দেব
মধ্যরাতে মদ্য মাতাল নিশিপদ্ম
তার আঁচলে স্বর্ণচাঁপা ফুল ফুটাব।
মাসকাবারী জোছনা নেব তোমার কাছে
আরোও নেব, আর যা আছে
রুগ্ন শিশুর দুধের বাটি ভরিয়ে দেব
আমারতো নেই কানাকড়ি, ভাঙ্গাচোরা
শেষ ট্রেনেতে তাই চেপেছি, ছন্নছাড়া
বিষন্নতার শহর ছেড়ে
যাচ্ছি দূরে, যাচ্ছি দূরে ।
সাজানো সব বন্ধুর মুখ, নিকেল করা
মধ্যবৃত্ত নিয়ম নীতি নোলক পড়া
আমার যে তাই ঘুম আসে না
স্বপ্ন মরে, স্বপ্ন মরে
নিয়ন বাতির পলেস্তারা দাও খসিয়ে দাও ।
সুন্দর কবিতা...
সুর বসালে চমৎকার গান হয়ে যাবে।
সুর বসালে চমৎকার গান হয়ে যাবে। কিন্তু জেমস বাদ
মন্তব্য করুন