সে রাত
সে রাতে চন্দ্রমল্লিকায় কোন গন্ধ ছিল না
যেন লাশ কাটা ঘরে সাদা চাদরে মোড়া নিস্তব্ধতা
জোছনার কাফনে ঢাকা চাঁদ -
লোকালয়ে লোকালয়ে লোবানের মহোৎসব
মৃত ফুলেদের সাথে ছিল ফুলশয্যা।
সে রাতে বৃষ্টির উচ্ছাসে ছিল প্রিয় গান
পেখম ছড়ানো অতীত
মেথীর মাদকতায় আতরের ঘ্রাণ
করতলে মেহেদীর ঘা
হাজারো ফাটল ধরা জীবন সিড়ি।
সে রাতে অতন্দ্র প্রহরী চোখ রেখেছিল বাঁধি
জলে ভিজে স্বপ্নেরা চুড়াচুড়
আগুনে লেলিহান দেহমন
স্মৃতি পারাপার নদী ভাটার টানে
বয়ে চলে প্রতিমা বিসর্জনে ।
সে রাতে চাঁদ ছিল, ফুল ছিল
স্বপ্ন ছিল, অশ্রু ছিল
বৃষ্টি ছিল, আগুন ছিল
লাল বেনারসির কফিনে ছিল নিথর দেহ।
তৃতীয় প্যারায় একটু থমকে গেছি, বাদবাকী কবিতা খুবই সুন্দর। এবং তোর কবিতার লক্ষ্যণীয় উন্নতি হয়েছে
তৃতীয় প্যারা একটু বদলে দিছি,
থানকু বন্ধু 
সুন্দর লাগছে পড়তে...
থাঙ্কু ব্রো
পড়তে ভালো লেগেছে... শেষ লাইনের বেদনাটুকু খুব স্পর্শ করে গেল!
অনেক ধন্যাবাদ কামাল ভাই। আপনার কমেন্ট পেয়ে সত্যি খুব ভাল লাগল
কি লিখবো, ভাবছি, অনেকক্ষণ

সচরাচর যা লিখি, যেমন,
ঠিক এমন কিছু নয়
দৃষ্টিতেই যা পরিস্ফুট হয়,
তেমন একটা কিছু
ভেসে যাওয়াই যেন সাদা মেঘের পিছু ।
বাহ ! কমেন্টটা বেশী কাব্যিক
সেই রাতে রাত ছিল পূর্নিমা
রঙ ছিল ফাল্গুনী হাওয়াতে
সব ভাল লাগছিল চন্দ্রিমা
এতো কাছে তোমাকে পাওয়াতে
িদদি গো সেই রাত আর এই রাতের অনেক ফারাক গো দিদি
আমার কবিতা পড়েন আর অন্যের গান গাই
খুব বেশি বিষন্নতা !
মন্তব্য করুন