ইউজার লগইন

আড্ডা!! আড্ডা!! আড্ডা!! বীর চট্টলার আড্ডা!!

চ্রম একটা আড্ডা হইছে।
আগে জান্তাম না, খানাপিনা নাকি মডু'র স্পন্সরে!!! কম কম কইরা খাইছিলাম। Sad আগে জানলে আরো বেশি কইরা খাওয়ন যাইত.... Wink Wink

আড্ডা মূলত শুরু হয়, ৫টা থেইকা... কারণ, আমি গেছি তখন!!! Tongue
আমার আগে কে কে গেছে এইটা জাইনা কাজ নাই, বরং আমি কার কার আগে গেছি, এইটা বলি... Steve
তারার হাসি পু
শামশীর ভাই
তায়েফ ভাই
অন্যরকম ভাই
সাইফুর ভাই
অদ্রোহ
আজম

আর, এনাদের মনে হয় কোন কাম-কাজ নাই, আকাইম্মা... তাই, এনারা আগে আগে আইসা বইসা রইছিল!!!! Tongue
নুশেরা পু
পারভেজ ভাই
রাকিব ভাই
নরাধম ভাই
মিশু ভাই

যাউক্গা... এইবার খানাপিনার মেন্যু কই..
সবকিছুর শুরুতেই মিষ্টিমুখ করা দরকার, সেইমত আমাদের আড্ডাও মিঠাই দিয়া শুরু হয়। Smile দুই রকমের চকলেট!!! এরপর, ফ্রেঞ্চ ফ্রাই, একটু পর ফুচকা। আর সাথে ঠান্ডা পানি, লাচ্ছি তো ছিলোই.. Wink

আড্ডার বিষয় ছিল বহুবিধ। তার কোন ইস্টিশন নাই। বিভিন্নজনে বিভিন্ন বিষয় নিয়া কথা-বার্তা। এর মাঝে আবার রাকিব ভাই'র ফটোগ্রাফি চর্চা!! চিটাংয়ে আড্ডা, আর কার বাসা কই, এটা আড্ডার বিষয় হবে না, তা কি করে হয়?? কাজেই সেটাও ছিল। মাগার, এক নুশেরাপু ছাড়া আর কেউ বাসায় দাওয়াতের কথা কয় নাই। তাই, সেই দাওয়াতেও আবার যাইতে মানা!!! উনার বোনের অফিসের কলিগের সাথে আংকেলের ব্যবহারের উদাহরণ দিয়া "আক্কলমন্দ ক্যা লিয়ে ইশারা হি কাফি" এই রকম একটা ইংগিত দিতে চাইছে। তয়, আমরা "বেক্কল" হইতে চাই!!! Tongue Tongue

যাই হোক, দাওয়াত একটা পাইছি। সেটা হল, একটা বিয়ের দাওয়াত। যারা উপস্থিত ছিলো, সবাই পেয়েছে। কার দাওয়াত, কে করেছে, সেটা উহ্য রইল। সারপ্রাইজ!! তিনি নিজেই দেবেন। Smile

আড্ডা ভাঙ্গে ৭ টার একটু পর। আপুরা চলে যান। এরপরও গড়িয়ে গড়িয়ে চলে আড্ডা বেশ কিছুক্ষণ। সাড়ে ৭টার দিকে মোটামুটি সবাই নাই হয়ে যান। শুধু বাকি থাকেন শামসীর ভাই, তায়েফ ভাই, অন্যরকম ভাই। একটু পর তাদের বন্ধু ব্লগার হাদী ভাই'ও আসেন। আবার একদফা চলে আড্ডাবাজি। Smile সেখানেও আবার খাওয়া-দাওয়া।
এবারের মেন্যু: আইসক্রিমWink স্পন্সর: শামসীর ভাই।
সবশেষে প্রায় পৌনে ৯টায় শেষ হয় আমাদের এই মিলনমেলা। Smile

চমৎকার একটা আয়োজনের জন্যে নুশেরাপু, রাকিব ভাই আর তারার হাসি আপুকে ইস্পিশাল ধইন্যা। Smile
আবার দেখা হবে। আবার হবে আড্ডা। আবার এই আমরা বন্ধু'র সাথে।

আর শেষে এসে বলি, আমাদের আড্ডার মধ্যমণি হয়ে ছিল, বিশেষ অতিথি, অপনা

আপডেট: কারেন্ট গেল গা, পুরাটা আর লেখতে পারলাম না। Sad
যাই হোক, আমরা আড্ডার সাথে সাথে গুরুত্বপূর্ণ কাজও করছি। স্টিকি পোস্টের মায়ের জন্যে আমরা কিছু সাহায্যও সংগ্রহ করেছি ব্লগারদের মাঝ থেকে।
রাকিব ভাইয়া এই ব্যাপারে বিস্তারিত বলবেন। Smile

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

ভাস্কর's picture


আমি হুদাই মিস করলাম...Sad

মুক্ত বয়ান's picture


ব্যাপার না। এই আড্ডা শেষ না, আরো আড্ডা হবে... Tongue

সাইফুর's picture


আড্ডা ভালো হইছে

মুক্ত বয়ান's picture


আবার জিগায়। সবাই মিল্লা বিয়াফক মাস্তি হইছে। Smile

সুপ্তি's picture


বাহ! অনেক মজা হয়েছে বোঝা যাচ্ছে Smile

মুক্ত বয়ান's picture


হুমমমম। অনেক মজা হইছে। লোকজন সব হা করে চিন্তা করতেছিল, এই সব বিভিন্ন বয়সী মানুষগুলার মাঝে সম্পর্ক কি?? এত হইচই করে ক্যান?? Laughing out loud

তায়েফ আহমাদ's picture


হুমমম..।
অপনাই আজকের প্রধান অতিথি ছিল!
SmileSmile

মুক্ত বয়ান's picture


Smile

সাঈদ's picture


চ্রম হিংসিত ( খাবারের লিস্টি দেইখ্যা)

১০

মুক্ত বয়ান's picture


খেক খেক খেক...
আপনার বাসায় বার-বি-কিউ খাইতাম চাই.... Wink

১১

জ্যোতি's picture


মুক্তর সাথে একমত।আমিও বার-বি-কিউ খাইতাম চাই

১২

নজরুল ইসলাম's picture


টিভিতে ব্রেকিং নিউজ দেখলাম: চট্টগ্রামে নাকি আজকে সন্ধ্যা থেকে ওরস্যালাইন সঙ্কট দেখা গেছে? Wink

১৩

মুক্ত বয়ান's picture


মেহেদী ভাই'র বিয়াতে খুব খাইয়া হজম কর্তারেন্নাই মনে হয়!!! হজমে অসুবিধা হইলে উল্টা-পাল্টা খোয়াব দেখে মাইনষে.... Tongue

১৪

তারার হাসি's picture


আমার মনে হচ্ছে আপনার মাথায় কোন সমস্যা হয়েছে তাই উল্টা পাল্টা স্বপ্ন দেখছেন।
সাবধান !

১৫

মীর's picture


নজরুল ভাইয়ের সুচিন্তিত মন্তব্য ভালু পাইলাম। Big smile

১৬

মুক্ত বয়ান's picture


সব শিয়ালের এক রা!!!! Crazy

১৭

অদ্রোহ's picture


বিয়াপক আড্ডা হইল,তয় খাওন দাওন আরো বিয়াপক,হেহে।আর নজ্রুল ভাই,শকুনের দোয়ায় গরু মরেনা Wink

১৮

তায়েফ আহমাদ's picture


আবার জিগায়!!! SmileSmile

১৯

তারার হাসি's picture


চমৎকার লেখা মুক্ত !!!!!!!!!!!!
আজ আড্ডাটা বেশ ভালই লেগেছে, জনসমাগম কম কিন্তু প্রাণবন্ত !!!

সবাইকেই অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দেওয়ার জন্য।

২০

মুক্ত বয়ান's picture


হুমমম। যারা আসছিলেন, সবাই অনেক মজা করছে। পুরা আয়োজনটাই সফল । Smile
ধইন্যা। Smile

২১

নুশেরা's picture


Glasses

২২

মুক্ত বয়ান's picture


শশমা লাগায়ে আসছেন বইলা, এইখানেও শশমা?? Tongue

২৩

রায়েহাত শুভ's picture


দিক্কার রেকহে গেলুম...

২৪

তায়েফ আহমাদ's picture


আঙুর ফল টক হৈছে.......। Shock Shock

২৫

মুক্ত বয়ান's picture


তায়েফ ভাই'র লগে একমত... Wink

২৬

মুকুল's picture


দিক্কার! Sad(

২৭

মুক্ত বয়ান's picture


খেক খেক খেক!!! Tongue Tongue

২৮

শওকত মাসুম's picture


ঘন ঘন আড্ড হোউক।

২৯

মুক্ত বয়ান's picture


এই তো বড় ভাইয়ের মত কথা। Smile
বেশি বেশি লাইক আপনার মন্তব্যে ভাইয়া। Smile

৩০

শাওন৩৫০৪'s picture


ছিহ, আড্ডা দেয় গাড্ডায় যাওয়া লোকজন....সবাইরে মাইনাস।

৩১

মুক্ত বয়ান's picture


হে হে...
আঙুর ফল টক!!!! Tongue Tongue

৩২

নীড় সন্ধানী's picture


বেঁচে থাকিস আড্ডা ফুকচা দই আর চকোলেট নিয়ে।
ফিরে আয় আড্ডা আরো মজাদার রেসিপি নিয়ে। Tongue

৩৩

মুক্ত বয়ান's picture


আপনে আসলেন না কেন?? আমি আপনারে ধরে রাখছিলাম, আসছেন। যাওয়ার পরে নুশেরাপু বললেন, আপনি নাকি সেমি-অন্ধ/ বেশি বেশি [কোন একটা হবে!!] হয়ে বসে আছেন। তাই আসবেন না। মাইন্ড খাইছি। Sad

৩৪

মেসবাহ য়াযাদ's picture


আমি আড্ডা বালা পাই... Wink

৩৫

মুক্ত বয়ান's picture


দুনিয়ার আড্ডাবাজ এক হও... Smile

৩৬

চাঙ্কু's picture


আড্ডা ? মাইনাস Tongue

৩৭

মুক্ত বয়ান's picture


দূরে যান!!!! Tongue

৩৮

তানবীরা's picture


Puzzled

৩৯

মুক্ত বয়ান's picture


Tongue

৪০

আজম's picture


অনেক গুলো সুন্দর মনের মানুষের সাথে পরিচিত হওয়াটা আসলে অন্যরকম ছিল...
আড্ডা ভালো লেগেছে খুব.....২য় রাউন্ড আড্ডা মিস করছি,থাকা উচিত ছিল Sad

৪১

মুক্ত বয়ান's picture


অনেকদিন পরে।
ব্যাপার না। কয়েকদিনের মাঝেই আবার আড্ডা হবে। তখন থাইকো কিন্তু। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.