আড্ডা!! আড্ডা!! আড্ডা!! বীর চট্টলার আড্ডা!!
চ্রম একটা আড্ডা হইছে।
আগে জান্তাম না, খানাপিনা নাকি মডু'র স্পন্সরে!!! কম কম কইরা খাইছিলাম। আগে জানলে আরো বেশি কইরা খাওয়ন যাইত....
আড্ডা মূলত শুরু হয়, ৫টা থেইকা... কারণ, আমি গেছি তখন!!!
আমার আগে কে কে গেছে এইটা জাইনা কাজ নাই, বরং আমি কার কার আগে গেছি, এইটা বলি...
তারার হাসি পু
শামশীর ভাই
তায়েফ ভাই
অন্যরকম ভাই
সাইফুর ভাই
অদ্রোহ
আজম
আর, এনাদের মনে হয় কোন কাম-কাজ নাই, আকাইম্মা... তাই, এনারা আগে আগে আইসা বইসা রইছিল!!!!
নুশেরা পু
পারভেজ ভাই
রাকিব ভাই
নরাধম ভাই
মিশু ভাই
যাউক্গা... এইবার খানাপিনার মেন্যু কই..
সবকিছুর শুরুতেই মিষ্টিমুখ করা দরকার, সেইমত আমাদের আড্ডাও মিঠাই দিয়া শুরু হয়। দুই রকমের চকলেট!!! এরপর, ফ্রেঞ্চ ফ্রাই, একটু পর ফুচকা। আর সাথে ঠান্ডা পানি, লাচ্ছি তো ছিলোই..
আড্ডার বিষয় ছিল বহুবিধ। তার কোন ইস্টিশন নাই। বিভিন্নজনে বিভিন্ন বিষয় নিয়া কথা-বার্তা। এর মাঝে আবার রাকিব ভাই'র ফটোগ্রাফি চর্চা!! চিটাংয়ে আড্ডা, আর কার বাসা কই, এটা আড্ডার বিষয় হবে না, তা কি করে হয়?? কাজেই সেটাও ছিল। মাগার, এক নুশেরাপু ছাড়া আর কেউ বাসায় দাওয়াতের কথা কয় নাই। তাই, সেই দাওয়াতেও আবার যাইতে মানা!!! উনার বোনের অফিসের কলিগের সাথে আংকেলের ব্যবহারের উদাহরণ দিয়া "আক্কলমন্দ ক্যা লিয়ে ইশারা হি কাফি" এই রকম একটা ইংগিত দিতে চাইছে। তয়, আমরা "বেক্কল" হইতে চাই!!!
যাই হোক, দাওয়াত একটা পাইছি। সেটা হল, একটা বিয়ের দাওয়াত। যারা উপস্থিত ছিলো, সবাই পেয়েছে। কার দাওয়াত, কে করেছে, সেটা উহ্য রইল। সারপ্রাইজ!! তিনি নিজেই দেবেন।
আড্ডা ভাঙ্গে ৭ টার একটু পর। আপুরা চলে যান। এরপরও গড়িয়ে গড়িয়ে চলে আড্ডা বেশ কিছুক্ষণ। সাড়ে ৭টার দিকে মোটামুটি সবাই নাই হয়ে যান। শুধু বাকি থাকেন শামসীর ভাই, তায়েফ ভাই, অন্যরকম ভাই। একটু পর তাদের বন্ধু ব্লগার হাদী ভাই'ও আসেন। আবার একদফা চলে আড্ডাবাজি। সেখানেও আবার খাওয়া-দাওয়া।
এবারের মেন্যু: আইসক্রিম। স্পন্সর: শামসীর ভাই।
সবশেষে প্রায় পৌনে ৯টায় শেষ হয় আমাদের এই মিলনমেলা।
চমৎকার একটা আয়োজনের জন্যে নুশেরাপু, রাকিব ভাই আর তারার হাসি আপুকে ইস্পিশাল ধইন্যা।
আবার দেখা হবে। আবার হবে আড্ডা। আবার এই আমরা বন্ধু'র সাথে।
আর শেষে এসে বলি, আমাদের আড্ডার মধ্যমণি হয়ে ছিল, বিশেষ অতিথি, অপনা।
আপডেট: কারেন্ট গেল গা, পুরাটা আর লেখতে পারলাম না।
যাই হোক, আমরা আড্ডার সাথে সাথে গুরুত্বপূর্ণ কাজও করছি। স্টিকি পোস্টের মায়ের জন্যে আমরা কিছু সাহায্যও সংগ্রহ করেছি ব্লগারদের মাঝ থেকে।
রাকিব ভাইয়া এই ব্যাপারে বিস্তারিত বলবেন।
আমি হুদাই মিস করলাম...
ব্যাপার না। এই আড্ডা শেষ না, আরো আড্ডা হবে...
আড্ডা ভালো হইছে
আবার জিগায়। সবাই মিল্লা বিয়াফক মাস্তি হইছে।
বাহ! অনেক মজা হয়েছে বোঝা যাচ্ছে
হুমমমম। অনেক মজা হইছে। লোকজন সব হা করে চিন্তা করতেছিল, এই সব বিভিন্ন বয়সী মানুষগুলার মাঝে সম্পর্ক কি?? এত হইচই করে ক্যান??
হুমমম..।


অপনাই আজকের প্রধান অতিথি ছিল!
চ্রম হিংসিত ( খাবারের লিস্টি দেইখ্যা)
খেক খেক খেক...
আপনার বাসায় বার-বি-কিউ খাইতাম চাই....
মুক্তর সাথে একমত।আমিও বার-বি-কিউ খাইতাম চাই
টিভিতে ব্রেকিং নিউজ দেখলাম: চট্টগ্রামে নাকি আজকে সন্ধ্যা থেকে ওরস্যালাইন সঙ্কট দেখা গেছে?
মেহেদী ভাই'র বিয়াতে খুব খাইয়া হজম কর্তারেন্নাই মনে হয়!!! হজমে অসুবিধা হইলে উল্টা-পাল্টা খোয়াব দেখে মাইনষে....
আমার মনে হচ্ছে আপনার মাথায় কোন সমস্যা হয়েছে তাই উল্টা পাল্টা স্বপ্ন দেখছেন।
সাবধান !
নজরুল ভাইয়ের সুচিন্তিত মন্তব্য ভালু পাইলাম।
সব শিয়ালের এক রা!!!!
বিয়াপক আড্ডা হইল,তয় খাওন দাওন আরো বিয়াপক,হেহে।আর নজ্রুল ভাই,শকুনের দোয়ায় গরু মরেনা
আবার জিগায়!!!

চমৎকার লেখা মুক্ত !!!!!!!!!!!!
আজ আড্ডাটা বেশ ভালই লেগেছে, জনসমাগম কম কিন্তু প্রাণবন্ত !!!
সবাইকেই অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দেওয়ার জন্য।
হুমমম। যারা আসছিলেন, সবাই অনেক মজা করছে। পুরা আয়োজনটাই সফল ।

ধইন্যা।
শশমা লাগায়ে আসছেন বইলা, এইখানেও শশমা??
দিক্কার রেকহে গেলুম...
আঙুর ফল টক হৈছে.......।

তায়েফ ভাই'র লগে একমত...
দিক্কার!
(
খেক খেক খেক!!!

ঘন ঘন আড্ড হোউক।
এই তো বড় ভাইয়ের মত কথা।

বেশি বেশি লাইক আপনার মন্তব্যে ভাইয়া।
ছিহ, আড্ডা দেয় গাড্ডায় যাওয়া লোকজন....সবাইরে মাইনাস।
হে হে...

আঙুর ফল টক!!!!
বেঁচে থাকিস আড্ডা ফুকচা দই আর চকোলেট নিয়ে।
ফিরে আয় আড্ডা আরো মজাদার রেসিপি নিয়ে।
আপনে আসলেন না কেন?? আমি আপনারে ধরে রাখছিলাম, আসছেন। যাওয়ার পরে নুশেরাপু বললেন, আপনি নাকি সেমি-অন্ধ/ বেশি বেশি [কোন একটা হবে!!] হয়ে বসে আছেন। তাই আসবেন না। মাইন্ড খাইছি।
আমি আড্ডা বালা পাই...
দুনিয়ার আড্ডাবাজ এক হও...
আড্ডা ? মাইনাস
দূরে যান!!!!
অনেক গুলো সুন্দর মনের মানুষের সাথে পরিচিত হওয়াটা আসলে অন্যরকম ছিল...
আড্ডা ভালো লেগেছে খুব.....২য় রাউন্ড আড্ডা মিস করছি,থাকা উচিত ছিল
অনেকদিন পরে।
ব্যাপার না। কয়েকদিনের মাঝেই আবার আড্ডা হবে। তখন থাইকো কিন্তু।
মন্তব্য করুন