ছবি ব্লগ :: বৃষ্টি
এবারের সামারটা একটু অন্যরকম মনে হল। অন্যবারের চেয়ে বৃষ্টির পরিমান তুলনা মূলক ভাবে বেশী। প্রায়ই হালকা পাতলা বৃষ্টি হয় আর মাঝে মধ্যে তুফান ( আমার কাছে নিতান্তই জোরে বাতাস বই কিছু না )। বৃষ্টির সাথে মনে হয় আমার একটু আলাদা যোগসুত্র আছে। এখানে বৃষ্টি শুরু হলে দেশের বৃষ্টিকে মিস করা শুরু করি আর মনটা একটু নস্টালজিক হয়ে যায়। মনে পরে দেশে বৃষ্টি শুরু হলে আমাকে আর ঘরে আটকে রাখা যেত না। ছোট বেলায় বাসার পাশের ছোট্ট নালায় কাগজের নৌকা ভাসিয়ে দিতাম এর পর তা বড় নালায় হারিয়ে যাওয়া পর্যন্ত পিছু নিতাম। হাত পা একটু বড় হওয়ার সাথে সাথে চলে যেতাম চাঁন্দগাও, প্রবর্তকের মোড় আর পাঁচলাইশ আবাসিকের দিকে। এই জায়গা গুলোতে পানি উঠত। এই নোংরা পানিতে ঘুরে বেড়ানোর জন্য বাসায় কত যে মার খেয়েছি ইয়ত্তা নেই। বৃষ্টিতে ভেজা সেই সাথে পানিতে দাপিয়ে বেড়ানো, এক অদ্ভুত আনন্দ কাজ করত মনে। আজ এখানে বেশ ভালোই বৃষ্টি হল। বাসায় ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয় আসায় ইচ্ছা থাকা সত্বেও হাত পা গুটিয়ে তাদের সাথে আলাপ করে বিকাল পার করলাম, কিন্তু কথার ফাঁকে বৃষ্টির কিছু ছবি ফ্রেম বন্দি করলাম। মনে হল পরে সবার সাথে শেয়ার করা যাবে।
মেঘের আনাগোনা শুরু
মোটামুটি মেঘ জমে গেছে
এখন আরও গাঢ় হওয়ার পালা
রুম অন্ধকার হয়ে যাওয়ার পর লাইট জ্বালিয়ে দিলাম। মনের অবস্থা খুব খারাপ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু
এবার বেশ জোড় নিয়ে শুরু। ছবি তুলি আর ভাবি ঘন্টার লোকজন আসার আর টাইম পায় নাই।
ভিতরের রাস্তা গুলোতে মনে হয় পানি জমে গেছে তাই ওভার ফ্লো
অ:ট: লেখাটা বেশ আগের লেখা আর ছবি গুলো প্রায় মাসখানেক আগের।
হায় হায়...তোমাগো ওইখানে বৃষ্টিতে শুধু গারীই ভিঁজে?
~
আমি ভিজতে চাইয়া তো পারলাম না
কি সুন্দর দেশ! কি সুন্দর বৃষ্টি!
এইটা কোন দেশ ?
ক্যাঙ্গারুর দেশ
বৃষ্টি হইতাছে, পুলাপান ফালাফালি করতাছেনা, এইটা একটা দেশ হইলো ?
তোমার বাসা কোন্টা?
তোমার বাসা কোন্টা?
ক্যামেরার পিছনে আমার বাসার জানালায় দাড়াইয়া ছবি তুলছি
এরপর বৃষ্টির মধ্যে ক্যাম নিয়া বের হবা। রাস্তায় দাড়াইয়া তোমার বৃষ্টি ভেজা বাড়ির ছবি তুলবা টুটুল ভাইয়ের জন্য ঃ)
আহারে...রাস্তার মোড়ে একটু পানি জমছে ঐটা আবার ছবিও তুইলা রাখছে
) আমগো শান্তিনগরের ছবি কেউ তুললো না!
আপনে তুইলা দেন
বাহ বাহ .. ব্রেশ ভালো
(শালার বালের নেটের লাইন ... ছবি ব্লগ ওপেন হৈতে পাক্কা ১৩ মিনিট লাগলো)
নেটের স্পীড কত বিট/সেকেন্ড
বিদেশের অনেক কিছুর সাথে এই নেটের স্পিডটাও অনেক মিস করি
বৃষ্টি মানেই নষ্টালজিয়া।
মেহমান না থাকলে হয়তো ভিঁজতেন কিন্তু আমরা ছবি পেতামনা।
কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়
এতো ঘন বৃষ্টি এখানে সচরাচর হয় না। সাথে জোরালো বাতাস আর বজ্রবিদ্যুতও ছিলো। আমার মেয়ে ভয় পেয়ে আধঘন্টা কাঁদলো। তার এক কথা, ঘড়িতে হোয়াট ও ক্লক বাজলে এটা থামবে?
আপু এইখানের বৃষ্টি দেখলে আমরা বলি শিয়ালের বিয়ে হইতেছে। তবে একেবারে দেশের মত বৃষ্টি হয় ডারউইন আর কুইন্সল্যান্ডের কিছু এলাকায়। শুরু হইলে আর শেষ হওয়ার নাম নাই। সব ভাসায়ে নিয়ে যায়। ফ্লাস ফ্লাড হয়, দেখতে ভালই লাগে।
বাবু টা কেমন আছে এখন?
বাবু ভালো আছে
গোল্ড কোস্টে গেছিলাম দুইবার, সারাদিনই দেখি একটু পরপর ঝিরঝিরে বৃষ্টি। আর্দ্র বাতাস, দেশের মতো। ভিক্টোরিয়াতেও গিপসল্যান্ডে বছর দুয়েক আগে খুব বন্যা হয়ে গেলো, সচরাচর দেখা যায় না এমন।
আরে গোল্ড কোস্টে গেলেন আর মিথ এর লগে না দেখা কৈরাই চৈলা আইলেন?
আপু কি মিথি রে চিনেন?
না তো
ভালো লাগলো
ধন্যবাদ রায়হান ভাই
। পরের পর্ব কবে আসবে?
আপনার কক্সবাজার নারিকেল জিঞ্জিরা ভ্রমনের সেই বেইজ্জতি কি এখনও শেষ হয় নাই
এই খানে লাল বিন নাই
এ্যাঁ তাইলে কেমনে কি? লুকজন ময়লা ফেলে কই?
কাউন্সিলভেদে বিনের রং মাঝেমধ্যে পাল্টে যায়। মুনিভ্যালিতে আকাশীনীল ঢাকনাঅলা রাবিশ বিন দেখছি। অবশ্য রিসাইকেলটার ঢাকনা সবখানেই মনে হয় হলুদ।
'হলুদ মাথা ওলা হাফ সবুজ' বিন আর 'গাঢ় সবুজ ফুলবডি বিন'
ছবি গুলা অনেক জীবন্তা লাগতাছে....গন্ধ পাওয়ার জন্য আঁকুপাকু করতাছে ...চরম...
bodda... sobi beggun bout shundor oiyi...
বুবু ফরিবেশ বালা আছিল দেই তোলোন গেইয়ে
awe....hota thik hoiun fallar...hahaha....
ছবিগুলা সুন্দর
মন্তব্য করুন