ক্যানবেরা সফর - পর্ব ১
অবশেষে সবার কাজের সময় ক্লাসের সময় হিসাব করে আমাদের ক্যানবেরা যাওয়ার দিন ঠিক হল ২৮শে ফেব্রুয়ারী। প্রথমে আমি আর মামু (মাহবুব রব) যাওয়ার কথা ছিলো। পরিকল্পনার শেষ মুহুর্তে মুজা কাকুর (সৈয়দ এনায়েত হোসাইন মুজাফ্ফার) ফোন
"মুজা কাকুঃ তোমরা কখন রওয়ানা হবে?
আমিঃ কেনো? সকাল ১০ টায়।
মুজা কাকুঃ আমার কাজ শেষ হবে সকাল ৯ টায়। যদি ৩০ মিনিট পরে যাও তাহলে আমিও আসবো।
আমিঃ (ভাব নিয়া বল্লাম) ৩০ মিনিট তো অনেক টাইম, আচ্ছা সমস্যা নাই। শার্প সকাল ১০.৩০ শে আমাদের যাত্রা শুরু। (মনে মনে ব্যপক খুশি, সারা রাস্তায় আর লাইভ এন্টারটেইনমেন্টের সমস্যা নাই)"
এরপর ক্যানবেরা ফোন দিলাম দোস্ত মন্জুর রে, যে আমরা আইতাছি সাথে মুজা কাকু। মন্জুর যার পর নাই খুশি, মুজা কাকু আসতেছে।
২৮ তারিখ আসলো আমরা সবাই মান্জা মাইরা বাসা থেইকা বের হইলাম। এখন ক্যানবেরা দুই ভাবে যাওয়া যায়। বিমানের ক্যাপ্টেন হিসাবে আমি প্রস্তাব করলাম প্রিন্সেস হাইওয়ে হয়ে ক্যান রিভার এরপর মোনারো হাইওয়ে ধরে সোজা ক্যানবেরা। কিন্তু মুজা কাকু আর মামু মোনারো হাইওয়েতে এর আগে অশরীরি বস্তু দেখার কারণে ঐ রাস্তা শুরুতেই ভেটো দিলো। আবার ও গণতন্ত্রের জয় হল। হিউম হাইওয়ে দিয়ে যাওয়ার প্রস্তাব পাশ হল। আমি বললাম রাস্তায় জ্যাম হইলে যাত্রা পথের সমস্ত খাওয়া দাওয়া দুইজন স্পন্সর করবে। মামু কাকু দুই জন ই রাজী।
ছবিঃ আমি
যাত্রা ফাইনালী শুরু করলাম। ওয়েস্টগেট ফ্রীওয়েতে লেখা দেখলাম HUME FWY 1hr 48min App. এইটা বাকী দুইজন রে দেখাইলাম আর কইলাম সকালের নাস্তা কি খাইতেছি? মুজা কাকু কিছু একটা বলতে চাইছিলো কিন্তু চুক্তি তো চুক্তি। প্রায় ২ ঘন্টা কচ্ছপ গতিতে চলার পর আমরা মূল রাস্তায় উঠলাম। এর মধ্যে কাকু দিলো ঘুম।
ছবিঃ ঘুমন্ত মুজা কাক্কু
কিছুক্ষন চলার পর একটা সার্ভোতে থামলাম। থামার পর মুজা কাকুরে বললাম রাস্তা হারাইয়া ফেলছি। এইটা শুনার পর কাকু জিপিএস নিয়া টিপাটিপি কইরা আশে পাশে কতক্ষন দেখলো। এরপর কয় ফাউল পোলাপান আমার সাথে ইয়ার্কি কর। আমরা তো ঠিক রোডেই আছি।
ছবিঃ রব মামু
কাকু আমারে ঐখানে কেএফসি তে খাওয়াইলো। এরপর আবার ক্যানবেরার পথে।
ছবিঃ এই পথ যদি না শেষ হয় গাইতে চাইছিলাম। কিন্তু সাথে মামু আর মুজা কাকু থাকায় গাই নাই
ক্রমশ.....
ওয়েস্টগেট ফ্রীওয়েতে লেখা দেখলাম HUME FWY 1hr 48min App.
মানে কি?
মানে ওয়েস্টেগেট ফ্রীওয়ের ঐ জায়গা থেইকা হিউম ফ্রীওয়েতে উঠতে সর্বোচ্চ এক ঘন্টা ৪৮ মিনিট সময় লাগবে
এইটা কি ফিক্সড? নাকি ডায়নামিক ভাবে পরিবর্তিত হয়?
ট্রাফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে ট্র্যাক স্পীড চেন্জ হয় সাথে এস্টিমেটেড ট্রাভেল টাইম
মাইনসে খায় আর ঘুরে আবার পোষ্ট দিয়া আফসুসিত বানায়। মাইনাস। ভুল কইরা লাইক করছি বাটনে টপি দিছি।
চললে ভালো...ব্যস্ত লোকজনের লেখা পড়তে আজকাল ভয় লাগে...
ব্যস্ত লোকজন কই দেখলেন ভাস্কর দা
ক্যানবেরায় কী তখন শীত না গরম ছিলো ? আপনের ডানপাশের জানালার কাঁচটা তুলে দিন...
পুরা অষ্ট্রেলীয়াতেই গ্রীষ্মকাল চলতাছে ইয়াজিদ ভাই। তখন বৃষ্টি হইতেছিলো আর ঠান্ডা বাতাস ছিলো তাই জানালা নামাইয়া দিছিলাম
অস্ট্রেলিয়াতে কি য়ালাম্ভাইয়ের ছড়াছড়ি নাকি?
ক্যাম্রার সাম্নে সব য়ালাম্ভাই
তাইতো দেক্তাছি
হ
ছবিগুলান বেশ তরতাজা।
থেংকু
একা একা গেছেন, মাইনাস।
সাথে আরও দুইজন ছিলো
আরো ছবি দেন।
আসবে
ছবিতে হেভী ভাব আছে সবার ঃ)
মন্তব্য করুন